বিভাগ - ক
১। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে চারটি করে বিকল্প দেওয়া আছে যদি ঠিক সেটি লিখ
1.1 LPG-এর মূল উপাদান কোনটি?
(a) মিথেন
(b) ইথেন
(c) মিথানল
(d) বিউটেন
1.2 গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অণুগুলি কেমন আচরণ করে?
(a) ভরবিহীন
(b) আয়তন শূন্য
(c) বিন্দু ভরসম্পন্ন
(d) কোনোটিই নয়
1.3 CH₄ + 2O₂ → CO₂ + 2H₂O প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী, 10 mol CH₄ পোড়াতে STP-তে কত আয়তন O₂ লাগবে?
(a) 448 L
(b) 224 L
(c) 44.8 L
(d) 22.4 L
1.4 তাপীয় রোধের রাশিমালা কী?
(a) L/KA
(b)KA/L
(c)Kl/A
(d)PL/A
1.5 কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালির দুটি প্রান্তিক বর্ণ?
(a) লাল ও বেগুনি
(b) লাল ও সবুজ
(c) বেগুনি ও কমলা
(d) নীল ও আকাশি
1.6 লেন্সের ক্ষমতা ওর ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক কী?
(a) সমান
(b) সমানুপাতিক
(c) ব্যস্তানুপাতিক
(d) ওপর নির্ভরশীল নয়
1.7 দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত। রোধ দুটি হলো যথাক্রমে 100Ω ও 200Ω। এদের ক্ষমতার অনুপাত হবে—
(a) 1:2
(b) 2:1
(c) 1:4
(d) 4:11
1.8 বৈদ্যুতিক ডায়নামো কোন প্রিন্সিপলে কাজ করে?
(a) তড়িতের ওপর চুম্বকের ক্রিয়া
(b) চুম্বকের ওপর তড়িতের ক্রিয়া
(c) তড়িৎচুম্বকীয় আবেশ
(d) তড়িতের তাপীয় ফল
1.9 1 eV শক্তি কত?
(a) 4.2 J
(b) 3×10⁻¹⁹ J
(c) 1.6 × 10⁻¹⁹ J
(d) 4.8 × 10⁻¹⁰ J
1.10 সর্বোচ্চ আয়নায়ন বিভবসম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি কোনটি?
(a) Cs
(b) F
(c) H
(d) He
1.11 লুইস গঠন কেমন?
(a) একমাত্রিক
(b) দ্বিমাত্রিক
(c) ত্রিমাত্রিক
(d) কোনোটিই নয়
1.12 প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহণ করতে পারে?
(a) গলিত NaCl
(b) তরল HCl
(c) কঠিন NaCl
(d) গ্লুকোজের জলীয় দ্রবণ
1.13 পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত কী?
(a) H₂S₂O₇
(b) H₂SO₄
(c) H₂SO₃
(d) H₂S
1.14 নিম্নলিখিত সংকর ধাতুগুলির কোনটিতে কপার থাকে না?
(a) জার্মান সিলভার
(b) ডুরালুমিন
(c) স্টেইনলেস স্টিল
(d) গানমেটাল
1.15 ভিনিগারের কার্যকরী মূলক কোনটি?
(a) –CHO
(b) >C=O
(c) –COOH
(d) –OH
বিভাগ - খ
২। লিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলোর লক্ষণ)
2.1 ল্যাপস্ রেট কী?
2.2 পাওয়ার অ্যালকোহল কী?
২.৩ একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত?
২.৪ L·atm·mol এককে R-এর মান কত?
সত্য বা মিথ্যা লেখো :
অথবা, PV=W/M*RTসমীকরণে (চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে) ‘M’ রাশির একক মধ্যে নেই। (সত্য/মিথ্যা)
২.৫ শূন্যস্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত?
অথবা, কঠিন, তরল ও গ্যাসের মধ্যে কার তাপীয় প্রসারণ সবচেয়ে বেশি?
২.৬ (বামস্তম্ভ ও ডানস্তম্ভ মিলিয়ে লেখা)
বামস্তম্ভ ডানস্তম্ভ
২.৬.১ কম্পাঙ্ক সর্বাধিক। a) শূন
২.৬.২ পৃথিবীর মোট বিভব। B) sini>sinr
২.৬.৩ আলোকরশ্মির লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ। C) অসীম
২.৬.৪ মুক্ত বর্তনীতে রোধ। D)y- রশ্মি
E)x- রশ্মি
২.৭ একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, যার আকরিককে ভূতাত্ত্বিক ঘড়ি বলা হয়।
অথবা, নিউক্লিয়ার রিয়াক্টরে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
২.৮ সুপার হ্যালোজেন কাকে বলে?
২.৯ পর্যায়-সারণির কোন পর্যায়ে ধাতু, অধাতু ও ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান?
অথবা, বিরল মৃত্তিকা শ্রেণির দুটি প্রান্তিক মৌলের নাম পূরণ করো।
২.১০সমযোজী যৌগে অণুর কোনো অস্তিত্ব থাকে না। (সত্য/মিথ্যা)
২.১১ তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে ধাতুর বিশোধনে অশুদ্ধ ধাতুটিকে কোন তড়িম্বার হিসেবে ব্যবহার করা হয়?
২.১২রুপোর উপর সোনার তড়িৎলেপণে তরিদবিশ্লেসো রূপ কি ব্যবহৃত হয় ?
২.১৩ স্মেলিং সল্ট কি ?
২.১৪ নাইট্রোজেনঘটিত একটি সারের নাম ও সংকেত লিখো।
২.১৫ ডেল্টা মেটালের উপাদান ধাতুগুলি কী কী?
অথবা, বিগালক কি ?
২.১৬ সত্য বা মিথ্যা লেখো : ও ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশন এর বিজারণ অপরিহার্য ।
২.১৭ গামবুট তৈরিতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়?
OH OH
। ।
২.১৮ IUPAC নাম লিখো: CH₃-CH-CH-CH₃
অথবা, C₁₂H₂O₂ যৌগটি ফরমিক অ্যাসিডের সমগণীয় হলে, n-এর মান কত?
বিভাগ - গ
৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়)
৩.১ গ্রিনহাউস এফেক্ট না থাকলে পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য পরিবেশের উন্নতি হতো না—যুক্তিসহ সমর্থন কর ।
৩.২ 27°C তাপমাত্রা ও 75 cm Hg চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V₁, এবং 17°C তাপমাত্রা ও 70 cm Hg চাপে সেই গ্যাসের আয়তন V₂ হলে, V₁ : V₂ অনুপাত কত হবে?
অথবা, 10 L পাত্রে 28 g CO₂ গ্যাস 3 atm চাপে বন্ধ অবস্থায় আছে। গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো।
৩.৩ প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ বনাম আপতন কোণের লেখচিত্র অঙ্কন করো। ন্যূনতম চ্যুতির উল্লেখ করো।
৩.৪ তড়িতপ্রবাহের সময়, অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা অর্ধেক ও রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপের কী পরিবর্তন হবে?
অথবা, পরিবাহীর রোধ কীভাবে তার দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভর করে?
৩.৫ একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও, যার আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না।
৩.৬ একটি সমযোজী যৌগের উদাহরণ দাও, যা জলে দ্রাব্য। এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে না কেন?
৩.৭ সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে ঘটে, কিন্তু আয়নীয় যৌগের বিক্রিয়ার হার দ্রুত কেন?
অথবা,তরল এমোনিয়া ও ইউরিয়া এর একটি ব্যবহার লিখ
৩.৮ কী ঘটে সমীকরণসহ লিখো, যখন আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে H₂S গ্যাস চালনা করা হয়।
অথবা, নীচের উদাহরণটির সাহায্যে জারণ-বিজারণ ক্রিয়া যে একইসঙ্গে ঘটে, ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা দাও:
৩.৯ থার্মোসেটিং পলিমার কাকে বলে? উদাহরণ দাও।
বিভাগ - গ
৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয়)
4.1 চার্লসের সূত্রটি বিবৃত করো।
4.2 বাণিজ্যিক জিংকে 35% অশুদ্ধি আছে। এরূপ 50 g জিংককে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ H₂ গ্যাস উৎপন্ন হবে? [Zn=65, H=1 ]
অথবা, গ্যাসের প্রমাণ-ঘনত্ব কী। প্রমাণ-ঘনত্বের সঙ্গে বাষ্পঘনত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করো।
4.3 তামার একটি বৃত্তাকার রিং-এর ব্যাসার্ধ 5 cm। তাপমাত্রা 200°C বাড়ানো হলে রিং-এর ব্যাসার্ধ কত হবে? (প্রদত্ত, তামার তাপ সম্প্রসারণ গুণাঙ্ক )
অথবা, (a) তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 W·m⁻¹·K⁻¹ বলতে কী বোঝায়?
(b) তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালা নির্ণয় করো।
4.4 F ফোকাস দৈর্ঘ্যের কোনো উত্তল লেন্স থেকে 2F দূরে কোনো বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার চিহ্নিত করো।
4.5 (a) কাচের গ্লাসের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছুরণ হয় না কেন?
(b) 20 cm ব্যাসার্ধের একটি গোলীয় দর্পণের অক্ষের ওপর দর্পণ থেকে 15 cm দূরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। দর্পণের ফোকাস দৈর্ঘ্য ও প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো।
অথবা, তরল আলোক রসনি, ঘনত্বের মাধ্যম থেকে লঘু তর মাধ্যমে প্রবেশ করলে তার অভিমুখ গতিবেগ ও কম পাকের কিরূপ পরিবর্তন হয়।
4.6 (a) উল্লতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
(b) কোন ধরনের ডায়নামো প্রস্তুত করতে কম্যুটেটরের প্রয়োজন হয় না?
4.7 (a) ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে তৈরি একটি বৈদ্যুতিক যন্ত্রের নাম লিখো।
(b) প্রদত্ত বর্তনীতে:
(i) C ও D-এর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো।
(ii) অ্যামিটার পাঠ নির্ণয় করো।
অথবা, 220 V-110 W বাল্বকে 110 V বিভবপ্রভেদের সঙ্গে যুক্ত করলে প্রবাহমাত্রা কত হবে? এই বাল্বকে 440 V উৎসের সঙ্গে যুক্ত করতে হলে কী ব্যবস্থা নিতে হবে?
4.8 চ্যালকোজেন মৌল কাদের বলে। উদাহরণ দাও। এদের নামকরণের কারণ কী?
4.9 কোনো তেজস্ক্রিয় মৌল থেকে β-কণা নির্গমণে নতুন মৌলের সৃষ্টি হয়, কিন্তু γ-রশ্মি নির্গমণে নতুন মৌল সৃষ্টি হয় না কেন ব্যাখ্যা করো।
অথবা, ইউরিয়ার শিল্পোৎপাদন কীভাবে হয়? শর্ত ও রাসায়নিক সমীকরণসহ লিখো।
4.12 ইথিলিনকে উচ্চ চাপে পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150°C – 200°C তাপমাত্রায় উত্তপ্ত করলে কী ঘটে?
অথবা, ও-মিথাইল বিউটান-2-অল-এর গঠন সংকেত লেখো।
4.14 ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কী?
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆