Class 10 History Suggestion 2026 | Madhyamik 2026 History Question Paper | 100% Common
Updated Suggestion for WBBSE Madhyamik History Exam 2026
এই সাজেশনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য যারা মাধ্যমিক ২০২৬ ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর পেতে চায়।
নীচে প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিকভাবে ও গুরুত্ব অনুসারে ⭐ চিহ্নে সাজানো হয়েছে।
🌟🌟🌟🌟🌟 খুবই গুরুত্বপূর্ণ (Most Repeated Questions)
- শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হল?
- বঙ্গভঙ্গবিরোধী আন্দোলনে নারী, ছাত্র ও শ্রমিক শ্রেণির ভূমিকা বিশ্লেষণ করো।
- হায়দরাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল / হায়দরাবাদ সমস্যার সৃষ্টি কীভাবে হয়েছিল?
- দেশভাগ (১৯৪৭) ও উদ্বাস্তু সমস্যার কারণ, ফলাফল ও সমাধান আলোচনা করো।
- সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
🌟🌟🌟🌟 গুরুত্বপূর্ণ (Expected Questions)
- মহাবিদ্রোহ (১৮৫৭)-এর চরিত্র ও শিক্ষিত বাঙালিদের মনোভাব ব্যাখ্যা করো।
- ঔপনিবেশিক অরণ্য আইন ও উপজাতি বিদ্রোহের সম্পর্ক ব্যাখ্যা করো।
- বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ডা. মহেন্দ্রলাল সরকার, বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান লেখো।
- পাশ্চাত্য শিক্ষার বিস্তারে প্রাচ্যবাদী–পাশ্চাত্যবাদী বিতর্ক, ডেভিড হেয়ার, বেথুন ও উডের নির্দেশনামার ভূমিকা বিশ্লেষণ করো।
- উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র, প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো।
🌟🌟🌟 সাধারণ কিন্তু সম্ভাব্য (Suggested Questions)
- ব্রাহ্মসমাজগুলির ভূমিকা (উনিশ শতকের সমাজসংস্কার আন্দোলনে)।
- বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজ, মেডিকেল কলেজের অবদান লেখো।
- নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ — কারণ ও গুরুত্ব বিশ্লেষণ করো।
- জাতীয়তাবোধের বিকাশে ‘আনন্দমঠ’, সাহিত্য ও চিত্রকলার ভূমিকা ব্যাখ্যা করো।
- রামমোহন রায় ও সতীদাহপ্রথা বিরোধী আন্দোলনের সাফল্য ব্যাখ্যা করো।
- অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণি ও কৃষকদের ভূমিকা আলোচনা করো।
- দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি ভারত সরকার কীভাবে সমাধান করেছিল?
- স্বামীজির নব্য বেদান্তবাদের মূল বক্তব্য ব্যাখ্যা করো।
🌟🌟 পর্যালোচনামূলক / অতিরিক্ত গুরুত্বপূর্ণ (Additional Notes & Review Topics)
- আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো।
- আধুনিক ইতিহাসচর্চায় পোশাক-পরিচ্ছদের গুরুত্ব লেখো।
- আধুনিক ভারতের ইতিহাসচর্চায় নারী ইতিহাসচর্চার গুরুত্ব বিশ্লেষণ করো।
- দলিত আন্দোলন বিষয়ে গান্ধি–আম্বেদকর বিতর্ক নিয়ে লেখো।
- রবীন্দ্রনাথের শিক্ষা ও প্রকৃতি-চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
- বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
- একা আন্দোলন কীভাবে বৃহত্তর আন্দোলনের রূপ পায়?
- সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ আলোচনা করো।
- ফরাজি আন্দোলন বিষয়ে সংক্ষিপ্ত টীকা লেখো।
- ভারতসভা, কংগ্রেস সমাজতন্ত্রী দল, মহারানির ঘোষণাপত্র বিষয়ে টীকা লেখো।
- ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
- মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তা।
- নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য লেখো।
- আত্মজীবনীমূলক রচনার ভূমিকা ইতিহাসের উপাদান হিসেবে বিশ্লেষণ করো।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- মানবেন্দ্রনাথ রায়ের বামপন্থী ভাবধারায় অবদান।
- নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
- ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
Madhyamik 2026 Related Searches
madhyamik 2026 last minute suggestion, madhyamik 2026 chapterwise notes, madhyamik history question and answer, madhyamik 2026 important chapters, madhyamik 2026 exam schedule, madhyamik 2026 history common questions, madhyamik 2026 most expected questions, madhyamik history 2026 likely questions, madhyamik history 2026 previous question paper, madhyamik 2026 topper suggestion, madhyamik 2026 study material, madhyamik 2026 sure common questions, madhyamik 2026 one page suggestion, madhyamik 2026 100% common suggestion, madhyamik 2026 pdf notes, madhyamik 2026 best suggestion, madhyamik 2026 important question bank, madhyamik 2026 solved paper pdf, madhyamik 2026 history notes in bengali, madhyamik 2026 question pattern, madhyamik 2026 west bengal board, madhyamik 2026 acs bangla suggestion.
Class 10 History Suggestion 2026 | Madhyamik History 100% Common Suggestion
বিভাগ-ক
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:
১.১ 'নিষিদ্ধ শহর' বলা হয়—
(ক) লাসাকে, (খ) বেইজিংকে, (গ) রোমকে, (ঘ) কনস্ট্যান্টিনোপলকে।
১.২ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়—
(ক) ৫ জুন, (খ) ৪ মার্চ, (গ) ৪ এপ্রিল, (ঘ) ৮ জানুয়ারি।
১.৩ প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়—
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে, (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে, (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে।
১.৪ ভারতে সপ্তদশ আইনের দ্বারা যে প্রথার অবসান ঘটে—
(ক) বাল্যবিবাহ, (খ) বহুবিবাহ, (গ) সতীদাহপ্রথা, (ঘ) অসবর্ণ বিবাহ।
১.৫ 'জ্ঞানান্বেষণ' পত্রিকার সম্পাদক ছিলেন—
(ক) রামতনু লাহিড়ী, (খ) কিশোরীচাঁদ মিত্র, (গ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, (ঘ) কেউ নন।
১.৬ তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন—
(ক) মৈনুদ্দিন, (খ) গোলাম মাসুম, (গ) মুসা শাহ, (ঘ) দুদু মিঞা।
১.৭ হাজি শরিয়ৎউল্লাহ নেতৃত্ব দিয়েছিলেন—
(ক) সন্ন্যাসী-ফকির বিদ্রোহে, (খ) ওয়াহাবি আন্দোলনে, (গ) নীল বিদ্রোহে, (ঘ) ফরাজি আন্দোলনে।
১.৮ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলেছেন—
(ক) রমেশচন্দ্র মজুমদার, (খ) সুরেন্দ্রনাথ সেন, (গ) বিনায়ক দামোদর সাভারকর, (ঘ) দাদাভাই নৌরজি।
১.৯ 'বর্তমান ভারত' গ্রন্থটি রচনা করেন—
(ক) অক্ষয়কুমার দত্ত, (খ) রাজনারায়ণ বসু, (গ) স্বামী বিবেকানন্দ, (ঘ) রমেশচন্দ্র মজুমদার।
১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন—
(ক) সংগীত শিল্পী, (খ) নাট্যকার, (গ) ব্যঙ্গ চিত্রশিল্পী, (ঘ) কবি।
১.১১ 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল—
(ক) ১৮৪৫ খ্রিস্টাব্দে, (খ) ১৮৫০ খ্রিস্টাব্দে, (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।
১.১২ 'History of Hindu Chemistry' বা 'হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস' গ্রন্থের লেখক হলেন—
(ক) জগদীশচন্দ্র বসু, (খ) মেঘনাদ সাহা, (গ) সি ভি রমন, (ঘ) প্রফুল্লচন্দ্র রায়।
১.১৩ রম্পা উপজাতীয় বিদ্রোহ সংঘটিত হয়—
(ক) মালাবার অঞ্চলে, (খ) কোঙ্কণ উপকূলে, (গ) ওড়িশায়, (ঘ) গোদাবরী উপত্যকায়।
১.১৪ নিখিল ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন—
(ক) লালা লাজপত রায়, (খ) বি. পি. ওয়াদিয়া, (গ) পি. সি. যোশি, (ঘ) দেওয়ান চমনলাল।
১.১৫ ভারতে মহাত্মা গান্ধির প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল—
(ক) খেদা, (খ) চম্পারন, (গ) আহমেদাবাদ, (ঘ) রাওলাট।
১.১৬ দলিতদের 'হরিজন' আখ্যা দিয়েছিলেন- (ক) জ্যোতিরাও ফুলে, (খ) নারায়ণ গুরু, (গ) গান্ধিজি, (ঘ) ড. আম্বেদকর।
১:১৭ বাংলায় 'প্রতাপাদিত্য উৎসব' শুরু করেন (ক) শ্রীমতী অবলা বসু, (খ) হিরণ্ময়ী দেবী, (গ) সরলাদেবী চৌধুরানি, (ঘ) স্বর্ণকুমারী দেবী।
১.১৮ যুগান্তর দল গঠন করেন- (ক) প্রমথনাথ মিত্র, (খ) সতীশচন্দ্র বসু, (গ) পুলিনবিহারী দাস, (ঘ) বারীন্দ্রকুমার ঘোষ।
১১৯ 'Train to Pakistan' গ্রন্থটি লিখেছিলেন-
(ক) জওহরলাল নেহরু, (খ) ডি পি মেনন, (গ) খুশবন্ত সিং, (ঘ) সলমন রুশদি।
১.২০ স্বাধীনতার প্রাক্কালে ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল (ক) ৬০১টি, (খ) ৬০২টি, (গ) ৬০৫টি, (ঘ) ৬১০টি।
বিভাগ- খ
২. নীচের প্রশ্নগলিত উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও)
২.১ একটি বাক্যে উত্তর দাও:
২.১.১ সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় ?
১) জাতীয় রাষ্ট্রীয় সংরক্ষণাগার:
- প্রতিটি দেশের নিজস্ব জাতীয় রাষ্ট্রীয় সংরক্ষণাগার থাকে যেখানে গুরুত্বপূর্ণ সরকারী নথিপত্র সংরক্ষিত থাকে।
- উদাহরণস্বরূপ, ভারতের জাতীয় রাষ্ট্রীয় সংরক্ষণাগার নয়াদিল্লিতে অবস্থিত।
২) সরকারি দপ্তর:
- প্রতিটি সরকারি দপ্তরে নিজস্ব নথি সংরক্ষণ ব্যবস্থা থাকে।
- এই নথিগুলি দপ্তরের কাজকর্মের জন্য প্রয়োজনীয় হয়।
৩) ঐতিহাসিক সংগ্রহশালা:
- কিছু ঐতিহাসিক সংগ্রহশালায় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সরকারী নথিপত্র সংরক্ষিত থাকে।
- উদাহরণস্বরূপ, কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের নথিপত্র সংরক্ষিত আছে।
৪) অনলাইন সংগ্রহশালা:
- কিছু সরকারি নথিপত্র অনলাইনে সংগ্রহশালায় সংরক্ষিত থাকে।
- এতে করে সাধারণ মানুষ সহজেই এই নথিগুলি দেখতে পারে।
৫) ব্যক্তিগত সংগ্রহ:
- কিছু ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ সরকারী নথিপত্র ব্যক্তিদের সংগ্রহে থাকে।
২.১২ 'দামিন-ই-কোহ' কথার অর্থ কী?
২.১.৩ মহাবিদ্রোহের (১৮৫৭) সময় দিল্লির মোগল বাদশাহ কে ছিলেন।
২:১.৪ বারদৌলি সত্যাগ্রহে কে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়।
২.২ ঠিক বা ভুল নির্ণয় করো:
১. কলকাতা বিশ্ববিদ্যালয়-এর প্রথম মহিলা এম এ ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলি)।
২. ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম।
৩. বাংলায় প্রথম কালার প্রিন্টিং প্রবর্তন করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। [
৪. বেঙ্গল ভলান্টিয়ার্স দল প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু।
২.৩ 'ক' স্তম্ভের সঙ্গে 'খ' স্তম্ভ মেলাও:
'ক' স্তম্ভ 'খ' স্তম্ভ
২.৩.১ রামমোহন রায়। (১) হিন্দুমেলা
২.৩.২ নবগোপাল মিত্র। (২) কংগ্রেস সমাজতন্ত্রী দল (১৯৩৪ খ্রিস্টাব্দ)
২.৩.৩ তারকনাথ পালিত। (৩) অ্যাংলো-হিন্দু স্কুল
২.৩.৪ জয়প্রকাশ নারায়ণ। (৪) বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট
২.৪ ভয়ও প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো:
১. মাদ্রাজ
২. চুয়াড় বিদ্রোহের (১৭৯৮-১৭৯৯) এলাকা,
৩. শ্রমিক আন্দোলনেরলেন কেন্দ্র বোম্বাই,
৪. পুল।
২.৫ উপবিভাগ স্থা নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো:
১. বিবৃতি: হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
ব্যাখ্যা ১: এই পত্রিকা ছাত্রসমাজকে ব্রিটিশবিরোধী করে।
ব্যাখ্যা ২: এই পত্রিকা কৃষকসমাজকে ব্রিটিশবিরোধী করে।
ব্যাখ্যা ৩: এই পত্রিকা সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকরদের অত্যাচারের সমালোচনা করে।
২. বিবৃতি: শিক্ষিত বাঙালি সমাজের একটি বড়ো অংশ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি।
ব্যাখ্যা ১: বিদ্রোহীরা বহু মানুষকে হত্যা করেছিল।
ব্যাখ্যা ২: বিদ্রোহীরা মোগল সম্রাটকে দিল্লির সিংহাসনে স্বমহিমায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিল।
ব্যাখ্যা ৩: শিক্ষিত সমাজের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর মনে করত।
৩. বিবৃতি: সরলাদেবী চৌধুরানি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেছিলেন।
ব্যাখ্যা ১: বিদেশি পণ্য বিক্রির জন্য।
ব্যাখ্যা ২: আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য।
ব্যাখ্যা ৩: স্বদেশি পণ্য বিক্রির জন্য।
৪. বিবৃতি: দেশীয় রাজাগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজনীয় ছিল।
ব্যাখ্যা ১: ভারতকে রাজনৈতিক অনৈকা ও অনিশ্চয়তার হাত থেকে রক্ষা করার জন্য।
ব্যাখ্যা ২: ভারতকে বৈদেশিক আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য।
ব্যাখ্যা ৩: ভারতকে ভৌগোলিক দিক দিয়ে নিরাপত্তা দান করার জন্য।
বিভাগ - গ
৩. দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১১টি)
৩.১ পরিবেশের ইতিহাস বলতে কী বোঝায়?
৩.২ ইকোফেমিনিজম বলতে কী বোঝো?
৩.৩ ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হল কেন?
৩.৪ বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল?
৩.৫ ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল?
৩.৬ দিকু কারা?
৩.৭ উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে 'সভাসমিতির যুগ' বলা হয় কেন?
৩.৮ ইলবার্ট বিল কী?
৩.৯ মদনমোহন তর্কালঙ্কার বিখ্যাত কেন?
৩.১০ কে, কেন 'বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড' প্রতিষ্ঠা করেন?
৩.১১ 'উজালিপরাজ' ও 'কালিপরাজ' বলতে কী বোঝায়?
৩.১২ কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
৩.১৩ সাইমন কমিশনবিরোধী আন্দোলন শুরু হয়েছিল কেন?
৩.১৪ পুনা চুক্তি গুরুত্বপূর্ণ কেন?
৩.১৫ পোত্তি শ্রীরামালু কে ছিলেন?
৩.১৬ দেশভাগের পর 'পুনর্বাসনের যুগ' বলতে কী বোঝো?
বিভাগ- ঘ
৪. সাত বা আটটি বাক্যে উত্তর দাও — প্রতিটি উপবিভাগ থেকে অন্তত ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে
উপবিভাগ – ঘ.১
৪.১ আধুনিক ইতিহাসচর্চায় পোশাক-পরিচ্ছদের গুরুত্ব লেখো।
৪.২ আধুনিক ভারতের ইতিহাসচর্চায় নারী ইতিহাসচর্চার গুরুত্ব বিশ্লেষণ করো।
উপবিভাগ – ঘ.২
৪.৩ ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন?
৪.৪ কোল বিদ্রোহের গুরুত্ব লেখো।
উপবিভাগ – ঘ.৩
৪.৫ বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে ডা. মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল?
৪.৬ বাংলায় ছাপাখানা বিস্তারে উইলিয়ম কেরি সাহেবের কী ভূমিকা ছিল?
উপবিভাগ – ঘ.৪
৪.৭ দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখো।
৪.৮ অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো।
---
বিভাগ – ঙ
৫. পনেরো বা ষোলোটি বাক্যে উত্তর দাও — যে-কোনো ১টি প্রশ্ন
৫.১ ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো।
৫.২ মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও।
৫.৩ বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও।
📘 Additional Info:
- Board: WBBSE (West Bengal Board of Secondary Education)
- Subject: History (Class 10)
- Exam Year: 2026
- Prepared by: ACS বাংলা – acsbangla.com
🏆 Final Tips:
- প্রতিটি অধ্যায় থেকে অন্তত ৩টি প্রশ্ন ভালোভাবে লিখে অনুশীলন করো।
- প্রতি প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ও নির্ভুলভাবে লেখার অভ্যাস করো।
- ৫-তারকা প্রশ্নগুলি আগে ভালোভাবে মুখস্থ করো – এগুলো থেকেই Common প্রশ্ন আসার সম্ভাবনা বেশি।


পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆