Class 6 পরিবেশ ও বিজ্ঞান সাজেশন 2025 | 3rd Unit Test Suggestion | Class 6 Environmental Science
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন
🌟🌟🌟🌟🌟 4R বলতে কী বোঝো?
🌟🌟🌟🌟🌟 মৌমাছিদের সামাজিক জীব বলা হয় কেন?
🌟🌟🌟🌟🌟 শামুক কোন্ পর্বের প্রাণী? এই পর্বের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 সময় কাকে বলে? ডিজিটাল স্টপ ওয়াচের বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 প্রদত্ত ক্ষেত্রগুলিতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
🌟🌟🌟🌟🌟 প্রদত্ত শক্তির রূপান্তরের উদাহরণ দাও: (তড়িৎশক্তি→আলোক শক্তি, যান্ত্রিক→শব্দ, যান্ত্রিক→চৌম্বক)।
🌟🌟🌟🌟🌟 মশা নিয়ন্ত্রণ করার উপায়গুলি লেখো।
🌟🌟🌟🌟🌟 সংকেতগুলির পূর্ণনাম লেখো: HCl, CH₄, CO₂, PH₃, NaCl, H₂O।
🌟🌟🌟🌟🌟 উদাহরণসহ মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো।
🌟🌟🌟🌟🌟 বর্জ্য ব্যবস্থাপনায় 4R পদ্ধতি কী?
🌟🌟🌟🌟🌟 দ্বিতীয় শ্রেণির লিভার-এর সরল চিত্র অঙ্কন করে বল, বাধা ও আলম্বের অবস্থান দেখাও।
🌟🌟🌟🌟🌟 যোজ্যতা কাকে বলে? কার্বন ও সালফারের যোজ্যতা কত?
🌟🌟🌟🌟🌟 সূর্যই যে সকল শক্তির উৎস তা ব্যাখ্যা করো।
🌟🌟🌟🌟🌟 মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণিগুলির নাম উদাহরণসহ লেখো।
🌟🌟🌟🌟🌟 তোমাদের বাড়ির বর্জ্য পদার্থ কীভাবে পুনরায় ব্যবহার করা যায় তা লেখো।
🌟🌟🌟🌟🌟 অ্যানোফিলিস ও কিউলেক্স মশার দুটি পার্থক্য লেখো।
🌟🌟🌟🌟🌟 ঘনত্ব কাকে বলে?
🌟🌟🌟🌟🌟 রেখাচিত্রের সাহায্যে দেখাও, সূর্য সকল শক্তির মূল উৎস।
🌟🌟🌟🌟🌟 তিনটি বর্জ্য পদার্থের নাম লেখো, যেগুলি পুনরায় কাজে লাগানো যাবে।
🌟🌟🌟🌟🌟 বীরুৎ ও গুল্ম জাতীয় উদ্ভিদের দুটি পার্থক্য লেখো।
🌟🌟🌟
🌟🌟🌟 র্যাগপিকার কাকে বলে? এরা কীভাবে আমাদের উপকার করে?
🌟🌟🌟 পরিফেরা অথবা একাইনোডারমাটার দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও (Scientific name সহ)।
🌟🌟🌟 নততল কী? এর দুটি ব্যবহার লেখো।
🌟🌟🌟 ঘনত্বের সঙ্গে আয়তন ও ভর কীরূপ সম্পর্কযুক্ত?
🌟🌟🌟 সৌরদিন কাকে বলে? CGS ও SI-তে সময়ের একক কী?
🌟🌟🌟 H, 2H ও H₂-এর মধ্যে পার্থক্য কী?
🌟🌟🌟 আস্রাবণ কাকে বলে?
🌟🌟🌟 শক্তিপ্রবাহ রেখাচিত্রের মাধ্যমে দেখাও।
🌟🌟🌟 মৌমাছিদের নাচের ভাষা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন?
🌟🌟🌟 ট্যাপেটাম লুসিডাম কী?
🌟🌟🌟 বাঘ ও বাঘিনী প্রজননের সময় কীভাবে একে অপরকে খুঁজে নেয়?
🌟🌟🌟 Reuse বলতে কী বোঝো?
🌟🌟🌟 কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের দুটি বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟 কেঁচো কোন পর্বের প্রাণী?
🌟🌟🌟 ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগটি কী কী মৌল দ্বারা গঠিত?
🌟🌟🌟 কঠিন ও কঠিনের দ্রবণের উদাহরণ দাও।
🌟🌟🌟 পরিমাপের গুরুত্ব একটি উদাহরণের সাহায্যে বোঝাও।
🌟🌟🌟 দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ করলে কোন রাশি পাওয়া যায়?
🌟🌟🌟 আন্তর্জাতিক প্রমাণ মিটার বলতে কী বোঝায়?
🌟🌟🌟 অক্সানোমিটার শব্দটির অর্থ কী?
🌟🌟🌟 স্পর্শহীন বলের উদাহরণ দাও।
🌟🌟🌟 সাধারণ সিঁড়ি ও খাড়াই সিঁড়িতে উঠতে কষ্টের পার্থক্য বোঝাও।
🌟🌟🌟 ফুল থেকে ফল উৎপন্ন হওয়ার ক্ষেত্রে মৌমাছির ভূমিকা লেখো।
🌟🌟🌟 পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি?
🌟🌟🌟 স্প্রিং চেপে ছেড়ে দিলে কী ঘটে এবং কেন?
🌟🌟🌟 জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের সংজ্ঞা ও উদাহরণ দাও।
🌟🌟🌟 উদ্ভিদরাজ্যের শ্রেণিবিভাগ রেখাচিত্রে উপস্থাপন করো।
🌟🌟🌟 মশা কত প্রকারের ও কী কী?
🌟🌟🌟 অক্সিজেনের দুটি ব্যবহার লেখো।
🌟🌟🌟 হাইড্রোজেন ক্লোরাইডের সংকেত কী?
🌟🌟🌟 বটল ওপেনার কোন শ্রেণির লিভার?
🌟🌟🌟 মৌচাকের বিভিন্ন মৌমাছির কাজ লেখো। রয়েল জেলি কী?
🌟🌟🌟 প্রমাণ মিটার দণ্ডে কোন ধাতু কী অনুপাতে থাকে?
🌟🌟🌟 SI-তে তড়িৎপ্রবাহের একক কী?
🌟🌟🌟 এক সেকেন্ডে কত ঘণ্টা ও মিনিট?
🌟🌟🌟 মাইক বাজানো ও মোমবাতি জ্বালানো হলে শক্তির রূপান্তর কীরূপ হয়?
🌟🌟🌟 সিন্থেটিক এনামেল কী? এর ব্যবহার লেখো।
🌟🌟🌟 বন্ধনীর ভিতর থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো (ছোলা, জলের রেশম, পাইন ইত্যাদি)।
🌟🌟🌟 নেকটার কী? মৌচাক তৈরিতে শ্রমিক মৌমাছির ভূমিকা কী?
🌟🌟🌟 কাকদের বুদ্ধি ও সামাজিকতার উদাহরণ দাও।
🌟🌟🌟 আর্থ্রোপোডা জাতের দুটি উদাহরণ দাও।
🌟🌟🌟 কেলাসন পদ্ধতি কাকে বলে? অবশেষ কী?
🌟🌟🌟 বুদ্বুদের সাহায্যে বাসা তৈরি করে কোন প্রাণী?
🌟🌟🌟🌟🌟 অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মান ২
🌟🌟🌟🌟🌟 জলের সংকেতটি লেখো। জলের অণুতে অক্সিজেনের যোজ্যতা কত?
🌟🌟🌟🌟🌟 SI-তে দৈর্ঘ্য ও ভরের এককগুলি লেখো।
🌟🌟🌟🌟🌟 গাছ কার থেকে শক্তি পায়? এই ঘটনায় কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?
🌟🌟🌟🌟🌟 যন্ত্রের পরিচর্যা কীভাবে করবে তার দুটি উপায় লেখো।
🌟🌟🌟🌟🌟 প্রদত্ত প্রাণীগুলির মধ্যে থেকে মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীগুলিকে পৃথক করে লেখো— ব্যাং, তারামাছ, চিংড়ি, অক্টোপাস।
🌟🌟🌟🌟🌟 মশার জীবনচক্রের দশাগুলির নাম লেখো।
🌟🌟🌟🌟🌟 জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের থেকে কেন বেশি ক্ষতিকারক?
🌟🌟🌟🌟🌟 যন্ত্রের পরিচর্যার প্রয়োজন কেন হয়?
🌟🌟🌟🌟🌟 কোন্ গাছের পাতার শিরাগুলি জালের মতো হয়? সেই গাছের বীজপত্রের সংখ্যা কত?
🌟🌟🌟🌟🌟 যে ধরনের মশার কামড়ে ডেঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে, তার বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হল— এখানে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হচ্ছে?
🌟🌟🌟🌟🌟 একটি কঠিন ও একটি গ্যাসীয় বর্জ্যপদার্থের উদাহরণ দাও।
🌟🌟🌟🌟🌟 চিনির শরবতে দ্রাব ও দ্রাবক কী কী?
🌟🌟🌟🌟🌟 শিম্পাঞ্জির দুটি আচরণগত বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 '4R' বলতে কী বোঝো?
🌟🌟🌟🌟🌟 মোলাস্কার দুটি বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 পরমাণু কাকে বলে? উদাহরণ দাও।
🌟🌟🌟🌟🌟 কপিকল যাকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে, তার নাম কী? কপিকল কোন্ ধরনের যন্ত্র?
🌟🌟🌟🌟🌟 মানুষ কোন্ রাজ্যের অন্তর্গত? মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখো।
🌟🌟🌟🌟🌟 পরিযায়ী পাখি কাদের বলে? একটি পরিযায়ী পাখির নাম লেখো।
🌟🌟🌟🌟🌟 প্লাস্টিক ব্যাগ ও চটের ব্যাগের মধ্যে কোনটি ব্যবহার করলে পরিবেশের ক্ষতি হবে না এবং কেন?
🌟🌟🌟🌟🌟 পারমাণবিকতা বলতে কী বোঝায়? অক্সিজেন মৌলটির পারমাণবিকতা কত?
🌟🌟🌟🌟🌟 একটি মৌলিক রাশি ও একটি লব্ধ রাশির নাম লেখো।
🌟🌟🌟🌟🌟 একটি স্প্রিং-এর স্থিতিশক্তি কীভাবে বাড়ানো যায়?
🌟🌟🌟🌟🌟 যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের পার্থক্য লেখো।
🌟🌟🌟🌟🌟 প্রাথমিক রাশি ও লব্ধ রাশির পার্থক্য লেখো।
🌟🌟🌟🌟🌟 নবীকরণযোগ্য শক্তি ও অনবীকরণযোগ্য শক্তির পার্থক্য লেখো।
🌟🌟🌟🌟🌟 গুল্ম ও বৃক্ষের পার্থক্য লেখো।
🌟🌟🌟🌟🌟 তুমি কীভাবে তোমার চারপাশের বর্জ্য পদার্থকে আবার কাজে লাগাতে পারো?
🌟🌟🌟🌟🌟 লিন্ডেম্যানের দশ শতাংশ সূত্রটি লেখো।
🌟🌟🌟🌟🌟 ধাতুর চারটি বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 বীরুৎ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো।
🌟🌟🌟🌟🌟 যন্ত্রের নিয়মিত পরিচর্যার দুটি উপায় লেখো।
🌟🌟🌟🌟🌟 একটি একবীজপত্রী ও একটি দ্বিবীজপত্রী উদ্ভিদের নাম লেখো।
🌟🌟🌟🌟🌟 নোটোকর্ড কাকে বলে?
🌟🌟🌟🌟🌟 4R বলতে কী বোঝো?
🌟🌟🌟🌟🌟 সালফার ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও খাদ্যলবণের সংকেত লেখো।
🌟🌟🌟🌟🌟 একটি জলাশয়ের খাদ্যশৃঙ্খলের উদাহরণ দাও ও লিন্ডেম্যান সূত্র লেখো।
🌟🌟🌟🌟🌟 একটি ফুটবলের উপরিতলের ক্ষেত্রফল 1256 বর্গসেমি হলে ব্যাসার্ধ কত?
🌟🌟🌟🌟🌟 বাড়ির চারপাশে পাওয়া যায় এমন একটি বর্জ্যের নাম ও তার ব্যবহার লেখো।
🌟🌟🌟🌟🌟 পরিযায়ী পাখি বলতে কী বোঝো? উদাহরণ দাও।
🌟🌟🌟🌟🌟 বীরুৎ জাতীয় উদ্ভিদ বলতে কী বোঝো?
🌟🌟🌟🌟🌟 যন্ত্রের দুপ্রকার পরিচর্যা বিষয়ে লেখো।
🌟🌟🌟
🌟🌟🌟 চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার হয়, এরূপ দুটি যন্ত্রের উদাহরণ দাও।
🌟🌟🌟 শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ পদ্ধতিটি লেখো।
🌟🌟🌟 দুহাত ঘষলে তাপ অনুভূত হয়— এর কারণ কী?
🌟🌟🌟 একটি ফুটবলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে ‘π’-এর মান কত?
🌟🌟🌟 বাবা সী হর্স ও মা সী হর্স-এর একটি করে আচরণ লেখো।
🌟🌟🌟 ব্লাবার ও ফ্লিপার কী?
🌟🌟🌟 কল থেকে জল পড়ার হার কোন এককে মাপা হয় ও এর জন্য কী যন্ত্র লাগে?
🌟🌟🌟 এমন দুটি মৌলের নাম ও চিহ্ন লেখো, যাদের চিহ্ন সেই মৌলটির ইংরেজি নামের প্রথম ও তৃতীয় অক্ষর দিয়ে তৈরি হয়েছে।
🌟🌟🌟 খাদ্যশৃঙ্খলার ফাঁকা বাক্স পূরণ করো।
🌿 SEO Title
Class 6 পরিবেশ ও বিজ্ঞান সাজেশন 2025 | 3rd Unit Test Suggestion | Class 6 Environmental Science
📝 Meta Description
Class 6 পরিবেশ ও বিজ্ঞান সাজেশন 2025 for 3rd Unit Test & Final Exam. ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, MCQ, SAQ এবং পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ সাজেশন PDF আকারে সংগ্রহ করো।
🔍 Focus Keywords
Main Keywords:
- Class 6 পরিবেশ ও বিজ্ঞান সাজেশন 2025
- Class 6 Environmental Science Suggestion 2025
Secondary / Related Keywords:
- Class 6 পরিবেশ ও বিজ্ঞান 3rd Unit Test Suggestion 2025
- Class 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর
- Class 6 3rd Unit Test Suggestion 2025
- ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান সাজেশন
- Class 6 Environmental Studies 3rd Unit Test
- WBBSE Class 6 EVS Suggestion 2025
- Class 6 পরিবেশ বিজ্ঞান important questions
- Class 6 EVS short questions and MCQ
🏷️ Tags (for Blogger or YouTube)
Class 6 পরিবেশ ও বিজ্ঞান সাজেশন 2025, Class 6 Environmental Science Suggestion, Class 6 3rd Unit Test Suggestion 2025, ষষ্ঠ শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান সাজেশন, Class 6 EVS Suggestion, Class 6 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নোত্তর, WBBSE Class 6 Suggestion, acsbangla.com
🌟 Suggested URL
https://www.acsbangla.com/class-6-environmental-science-3rd-unit-test-suggestion-2025.html
📘 Intro Section
“প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি Class 6 পরিবেশ ও বিজ্ঞান সাজেশন 2025 — বিশেষভাবে 3rd Unit Test পরীক্ষার জন্য।
এখানে তোমরা পাবে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, MCQ, SAQ, এবং পরীক্ষার জন্য দরকারি অধ্যায়ভিত্তিক সাজেশন। এটি বিদ্যালয় ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত কার্যকর।”
🧭 Suggested Headings (SEO-Friendly Structure)
H2: Class 6 পরিবেশ ও বিজ্ঞান 3rd Unit Test Suggestion 2025 Overview
H2: Important Chapter-wise Question
H2: Class 6 EVS 3rd Unit Test MCQ (বহুনির্বাচনী প্রশ্ন)
H2: Short Questions (SAQ)
H2: Long Questions (LAQ)
H2: Environmental Science Suggestion PDF Download 2025
H2: FAQs (Frequently Asked Questions)
❓ FAQs (for Google Rich Result)
Q1. Class 6 পরিবেশ ও বিজ্ঞান 3rd Unit Test Suggestion 2025 কোথা থেকে পাব?
Ans: acsbangla.com ওয়েবসাইটে তুমি ফ্রি-তে অধ্যায়ভিত্তিক সাজেশন ও প্রশ্নোত্তর পাবে।
Q2. এই সাজেশন কি বিদ্যালয়ের পরীক্ষার জন্য উপযুক্ত?
Ans: হ্যাঁ, এটি WBBSE অনুযায়ী তৈরি এবং 3rd Unit Test ও Final Exam—দুটোর জন্যই কার্যকর।
Q3. Class 6 EVS Suggestion PDF কিভাবে ডাউনলোড করব?
Ans: নিচের “Download PDF” বাটনে ক্লিক করে সহজেই তোমার মোবাইলে বা কম্পিউটারে সংরক্ষণ করতে পারবে।
Q4. MCQ ও সংক্ষিপ্ত প্রশ্নও কি আছে?
Ans: হ্যাঁ, সাজেশনে MCQ, SAQ এবং লং প্রশ্ন সবই অন্তর্ভুক্ত করা হয়েছে।
Q5. সাজেশনটি কোন বোর্ডের জন্য প্রযোজ্য?
Ans: এটি পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE)-এর ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য।
📎 Suggested Internal Links
- Class 6 History 3rd Unit Test Suggestion 2025
- Class 6 Geography Suggestion 2025
- Class 6 Bengali Suggestion 2025
📸 Featured Image Alt Text
Class 6 পরিবেশ ও বিজ্ঞান 3rd Unit Test Suggestion 2025 | WBBSE Class 6 Environmental Science


পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆