চারণকবি
-লেখক: ভারভারা রাও
(অনুবাদক – শঙ্খ ঘোষ)
নিয়মকানুন যখন সব লোপাট
আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল
ফাঁস লাগাচ্ছে গলায়
চুইয়ে পড়ছে না কোনো রক্ত
কোনো চোখের জলও নয়
ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ
ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয়ঝড়, আর,
মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে
জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে
কবির কোনো লিপিকার স্বর।
যখন কাঁপন লাগে জিভে
বাতাসকে মুক্ত করে দেয় সুর
গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র
কবিকে তখন ভয় পায় ওরা।
কয়েদ করে তাকে, আর
গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস
কিন্তু, তারই মধ্যে, কবি তাঁর সুর নিয়ে
শ্বাস ফেলছেন জনতার মাঝখানে
ফাঁসির মঞ্চ
ভারসাম্য রাখবার জন্য
মিলিয়ে যাচ্ছে মাটিতে
স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে
আর তুচ্ছ ফাঁসুড়েকে
দিচ্ছে ঝুলিয়ে |
__________🔴___________ক্লাস ১১ বাংলা || চারণ কবি কবিতার আলোচনা || ভারভারা রাও || charon kobi by varvara raoপ্রয়োজনীয় শব্দার্থ:
নিয়মকানুন: আইন। লোপাট: বিনাশ, শেষ করে দেওয়া। ঢেউ-তোলা: ঢেউয়ের সৃষ্টিকারী। কালো মেঘ: কালো যে মেঘ, (এখানে ঝড়ের আগের মেঘের কথা বলা হয়েছে।) ফাঁস বন্ধনএখানে ফাঁসির দড়ির বন্ধন। ঘূর্ণিপাক ঘূর্ণাবর্ত, অর্থাৎ যে হাওয়া ঘুরে ঘুরে ধ্বংস সাধন করে। বাজ: বজ্র।
ঝিরঝিরে বৃষ্টি: হালকা বৃষ্টি। প্রলয় ঝড় : প্রলয় সৃষ্টিকারী ঝড়। বেদনাশ্রু: বেদনার ফলে নির্গত অশ্রু বা চোখের জল। গরাদ :জানালায় লাগানোর লোহার শিক, এখানে জেলখানার দরজার গরাদের কথা বলা হয়েছে। লিপিকা লেখার:অক্ষর।
কাঁপন :শিহরণ, কম্পন, কেঁপে ওঠা। শস্ত্র : অস্ত্র। কয়েদ : কারারুদ্ধ করা, জেলে বন্দি। গর্দান : গলা। জনতা: জনসাধারণ। ফাঁসির মঞ্চ : যে মঞ্চে ফাঁসি দেওয়া হয়। ভারসাম্য :বিভিন্ন দিকে ওজনে সাম্য অবস্থা বা সমতা। স্পর্ধা : দম্ভ, অসাধ্য সাধনের দুর্দম বাসনা। ফাঁসুড়ে : যে ব্যক্তি ফাঁসি দেয়।
👑 কবিতা লেখার প্রেক্ষাপট: ১৯৮৫ খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বেথা সরকার একজন ৩০ বছর বয়সি প্রতিবাদী কবি বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসির সাজা দিয়েছিল। সাহিত্যিকের এই কণ্ঠস্বর রোধের বিরুদ্ধে গর্জে ওঠে গোটা বিশ্ব। ভারভারা রাও-ও এই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটেই রচনা করেছেন এই কবিতা।
👑 এক নজরে চারণ কবিতার বিষয়বস্তু:[ charon Kobi bisoybostu]
চারণ কবি এই কবিতাটি তিনটি স্তবকে বিভক্ত কবি এখানে অনৈতিকতার ভয়ংকর শাসক দলের বিকৃত রূপকে তুলে ধরেছেন যেটি সমাজের উপর এসে পড়ে চারিদিক অন্ধকার করে তুলেছে। যেখানে নিয়ম-কানুন সব লোপাট হয়ে যায়। সাধারণ মানুষ যারা রাষ্ট্রকে পরিচালনা করে তারা স্বাধীনভাবে কথা বলতে গেলে অকালে তাদের ঠাঁই হয় ফাঁসির মঞ্চে।
তবে এ অনাচার দীর্ঘস্থায়ী হয় না। কবির কন্ঠ কেঁপে উঠে। গান হয়ে ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে চারিদিকে যেখানে মানুষ শুনে তার গান কোভিদ কণ্ঠ কাঁপানো এই গান উজ্জীবিত হয় সাধারণ মানুষের প্রাণ এবং তাদের মনে জাগে আসা বেঁচে থাকার ভরসা। তবে শাসকের ঘুম উড়ে যায় কণ্ঠরোধ করার প্রয়োজন পড়ে ফাঁসি কাটে ঝোলানোর প্রয়োজন পড়ে তরতাজা প্রাণকে। খুবই কষ্ট পেলেও গান গাইতে ভোলেন না। কবির দীর্ঘশ্বাস জনিত কণ্ঠে ফুটে উঠে সেই বিপ্লবের বাণী।
চারণ কবিতার বিষয়বস্তু
এদিকে ফাঁসির মঞ্চ মাটিতে মিশে যায় মৃত্যুকে আর ভয় পায় না বিপ্লবীরা। ভবিষ্যৎ বদলের হাতছানি দেয় তাদের মৃত্যু ভয় কে উপেক্ষা করে। অবিরাম বিদ্রোহ প্রতিবাদ চলতে থাকে শাসকের বুক কাঁপে। যে ফাঁসুড়ে এতদিন অপরাধ করে এসেছিল সেই ফাশুড়ি ঝুলে পড়ে তারই হাতে গড়া ফাঁসির দড়িতে। ধ্বংস হয় স্বৈরাচারী শাসক। ধ্বংস হয় অন্যায় অত্যাচার।
👑 চারণ কবি mcq প্রশ্ন ও উত্তর mcq Question answers charon kobi
* *স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ! কে?
ক) কবি খ) তরুণ বিপ্লবী
গ) ফাঁসির মঞ্চ ঘ) শাসক দল
১. যখন সব লোপাট।'-লোপাট হয়ে গেছে
ক) আইনকানুন খ ) নিয়মকানুন
গ) আদবকায়দা ঘ) রীতিনীতি
উত্তরঃ নিয়মকানুন
২. 'লোপাট' শব্দের অর্থ
ক) লুট হয়ে যাওয়া (খ) লুপ্ত হয়ে যাওয়া
গ)বিনাশ হয়ে যাওয়া ঘ) হারিয়ে যাওয়া
৩) সময় কী করে?
ক) ঢেউ তোলে খ) কথা বলে
গ) বয়ে যায় ঘ) স্থির হয়ে থাকে
৪. ময়ের ঢেউ তুলে কারা আসে?
ক)দুর্বৃত্তরা গ)কালো মেঘের দল
খ) বসন্তের বাতাস ঘ) সূর্যরশ্মিবৃন্দ
৫. কালো মেঘের দল কী করে?
ক)গলায় ফাঁস লাগায় খ) বৃষ্টি এনে দেয়
গ) ঝড় তোলে ঘ) উড়ে যায় আকাশে
৬• যখন কম্পন লাগে জিভে, জিভে কম্পন লাগে
ক) শব্দ উচ্চারণ করতে হলে
খ)বাতাস মুক্ত হলে
গ) গান গাইলে
ঘ) চিৎকার করলে
আরো প্রশ্নের উত্তরের জন্য নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো!
ক্লাস ১১ বাংলা || চারণ কবি কবিতার আলোচনা || ভারভারা রাও || charon kobi by varvara rao
#class11Bangla
#charon_kobi_kobita
#biswajoy
#samratexclusive
CLASS XI SEMESTER 1
CONTENTS
Prose
1. An Astrologer's Day by R. K. Narayana
2. The Swami and Mother-Worship- Sister Nivedita
Poetry
1. Composed Upon Westminster Bridge- William Wordsworth
2. The Bangle Sellers- Sarojini Naidu
3. The Second Coming -William Butler Yeats
Rapid Reader
1. Macbeth
2. Othello
3. As You Like It
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆