নবান্ন স্কলারশিপ - 2022
পশ্চিমবঙ্গ সরকার ছাত্র-ছাত্রীদের জন্য এনে দিয়েছেন একটি সুবর্ণ সুযোগ। এই স্কলারশিপ টি হল নবান্ন বা উত্তর কন্যা স্কলারশিপ। যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজে পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন, তারা এই প্রকল্পটি আবেদন করতে পারবেন। এই স্কলারশিপ টি আবেদন করলে পেয়ে যাবেন ১০০০০ টাকা। এই স্কলারশিপ টি কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
যোগ্যতা- যে সকল ছাত্র-ছাত্রী মাধ্যমিকে ৬৫% এবং উচ্চমাধ্যমিকে ৬০% ও কলেজে ৫৫% পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারা এই স্কলারশিপ টি আবেদন করতে পারবেন।
২) এই কলারশিপ আবেদন করার জন্য আবেদনকারী পারিবারিক বাৎসরিক আয় ৬০ হাজার ( ৬০,০০০/- ) টাকার কম হতে হবে।
৩) যিনি আবেদন করবেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) যে সকল ছাত্র-ছাত্রীরা বিকাশ ভবন স্কলারশিপ আবেদন করেছেন তারা এই নবান্ন স্কলারশিপ আবেদন করতে পারবেন না।
টাকার পরিমাপ- এই স্কলারশিপ আবেদন করলে ১০০০০ টাকা করে পাওয়া যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) নবান্ন কলারশিপের আবেদন পত্র।
৩) স্কুল /কলেজ /বিশ্ববিদ্যালয় ভর্তির রশিদ।
৪) এলাকার MLA Recommendation Certificate
৫) বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৬) ২ কপি পাসপোর্ট ফটো।
নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি-
নবান্ন কলারশিপ এবং উত্তর কন্যা স্কলারশিপ এই দুই স্কলারশিপ একই। কিন্তু এই দুই স্কলারশিপ ই অফলাইনে আবেদন করতে হবে।
কিন্তু এই দুই স্কলারশিপ আলাদা আলাদা ঠিকানায় পাঠাতে হবে।
আবেদন পত্রটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। এরপর প্রিন্ট আউট বার করে আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবং নির্দিষ্ট জায়গায় আবেদনকারীর পাসপোর্ট ফটো লাগিয়ে দিতে হবে। তারপর আবেদন পত্রটি পূরণ করার পর, ঘোষণা পত্রটি পূরণ করতে হবে। তারপর MLA এর সংশয় পত্র নিতে হবে। সংশয় পত্র নেয়ার পর পারিবারিক বার্ষিক আয় সংশয় পত্র নিতে হবে।
সবকিছু সঠিকভাবে করার পর, গ্রুপ এ গ্যাজেটেড অফিসার দ্বারা Attested করতে হবে। আবেদন পত্রের সাথে Attested নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে জমা দিতে হবে। কেবলমাত্র আবেদনকারী কে এই ফর্ম জমা দিতে হবে, সরাসরি অফিসে গিয়ে জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা-
নবান্ন স্কলারশিপ এর ঠিকানা-
Nabanna, 14 th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur,Howrah-711102
উত্তর কন্যা স্কলারশিপ এর ঠিকানা-
UTTARKNYA P.O Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆