রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত ৩০৭০ জন।গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাঁচজন। পজেটিভ রেট ১৯.৫৪ শতাংশ। তাহলে কি আবারো বন্ধ হতে চলেছে স্কুল,কলেজ। আজকের এই আপডেট বিস্তারিত জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।
রাজ্যে করোনা সংক্রমণ নিয়ে জরুরী বৈঠক মুখ্যসচিবের। এবং এই বৈঠকে থাকবেন জেলাশাসকেরা। পরবর্তী ক্ষেত্রে নবান্ন সিদ্ধান্ত নেই এই বৈঠকে প্রতিটি রাজ্যের CP,SP কে উপস্থিত থাকতে হবে। বৈকাল পাঁচটা থেকে করোনা সংক্রমিত এবং বুস্টার ডোস নিয়ে আলোচনা হবে।
ইতিমধ্যে মনিপুরের স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মনিপুর সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। আমাদের রাজ্যেও করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে মুখ্য সচিব একটি বৈঠক ডেকেছিল। সেই বৈঠকের মাধ্যমে তিনি বলেন থার্মাল চেকিং, দূরত্ব বিধি মেনে চলতে, সতর্ক করতে হবে রাজ্য প্রশাসনকে। এবং তার সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে বুস্টার ডোজ দেওয়া কমপ্লিট করতে হবে।
করোনা সংক্রমিত নিয়ে ইতিমধ্যেই নবান্নে বৈঠক হয়েছে আমাদের নিজে মুখ্যসচিব বৈঠক করেছেন। এখনো কুড়ি হাজারের থেকেও বেশি সংক্রমণ গোটা দেশে। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা। রাজ্যে মুখ্যসচিব যে বৈঠক করেছিল সেই বৈঠকের মাধ্যমে তিনি বলেননি যে স্কুল, কলেজ বন্ধ হবে। তবে সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে স্কুল কলেজ বন্ধ হতেও পারে। কারণ COVID -19 দিনে দিনে যা বাড়ছে তাতে স্কুল ,কলেজ বন্ধ হতে বাধ্য। এখনও অফিসিয়াল ভাবে কোন বিজ্ঞপ্তি জারি হয়নি স্কুল ,কলেজ বন্ধের জন্য। যখনি স্কুল কলেজ বন্ধে বিজ্ঞপ্তি জারি হবে তখনই আপনারা আপডেট পেয়ে যাবেন। আর এই আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম এ জয়েন হতে হবে।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆