তরুণের স্বপ্ন প্রকল্প | সবাই পাবে মোবাইল কেনার টাকা | WB free tab , mobile scheme
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই জানিয়েছিলাম যে এ বছরও তোমরা ফ্রী মোবাইল ট্যাব পাবে।
তোমরা যারা একাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠেছ তোমরা কি সবাই ট্যাব পাবে এই নিয়ে সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এবং সেখানে বলা হয়েছে প্রত্যেকের ট্যাব পাবে না ।তার জন্য কিছু নিয়ম পালন না করলে ট্যাব দেওয়া যাবে না ।
WB free tab , mobile scheme
তো আজকে জানিয়ে দেবো বিজ্ঞপ্তি তে কি কি বলা হয়েছে? কারা কারা ট্যাব পাবে কিভাবে আবেদন করবে ? কবে মোবাইল দেওয়া হবে? স্কুল থেকে মোবাইল দেবে নাকি মোবাইল কেনার টাকা দেবে ?সম্পূর্ণ প্রতিবেদনটি পড়লে আশা করি তোমরা অনেক উপকৃত হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমরা প্রত্যেকেই ট্যাব পাবে তার জন্য অবশ্যই তোমাদেরকে স্কুলে ব্যাংকের নথিপত্র জমা করতে হবে ।
এবং অবশ্যই ব্যাংক নিজের নামে হতে হবে এবং ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে অর্থাৎ ব্যাংকের সাথে আধার নম্বর লিঙ্ক এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
WB free tab , mobile scheme
এর আগের বছর অনেকেই কেওয়াইসি সম্পূর্ণ না করার কারণে অনেকের টাকা ঢুকতে সমস্যা হয়েছিল তাই এবার যাতে সেই সমস্যা না হয় তাই সকলকে জানিয়ে দেওয়া হলো।
🛑প্রশ্ন : মোবাইল নেবে নাকি মোবাইল কেনার টাকা দেবে তোমাদের স্কুল থেকে ব্যাংকের ডিটেলস নেওয়া হচ্ছে। এবং সেই ব্যাংকে তোমাদেরকে দশ হাজার টাকা দেওয়া হবে এবং সেই ১০,০০০ টাকা নিয়ে তোমরা মোবাইল বা ট্যাব কিনতে পারবে এবং মোবাইল কেনার পর মোবাইলের রশিদ স্কুলে জমা করতে হবে।
WB free tab , mobile scheme
🛑টাকা কবে পাবে?
টাকা কবে পাবে পাবে এই নিয়ে যদিও এখনো নোটিসের এরকম কিছু বলা হয়নি তবুও আন্দাজ করা যেতে পারে সেপ্টেম্বর নাগাদ ঢাকা ঢুকে যেতে পারে সবার ব্যাংক অ্যাকাউন্টে।
🛑সবাই কি টাকা পাবে?
হ্যাঁ? তোমরা সকলেই টাকা পাবে যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছ এবং এখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো প্রত্যেকেই তোমরা টাকা পাবে।
WB free tab , mobile scheme
তো এটাই ছিল তোমাদের জন্য খুশির খবর এই তথ্যটি তোমাদের জন্য সাহায্য করলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।
কারণ ওখানেই সবার প্রথম আপডেট দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য স্ক্রিনের আইকনে ক্লিক করে জয়েন হতে পারবে।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆