ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিদ্যাসারথী স্কলারশিপ। Vidyasaarathi Scholarship 2022-23

বিদ্যাসারথী স্কলারশিপ। Vidyasaarathi Scholarship 2022-23

Raja Paramanik
0

                      বিদ্যাসারথী স্কলারশিপ-2022-23



সকল ছাত্র-ছাত্রীদের জন্য একটি দারুণ সুখবর। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে একটি স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব।এটি বেসরকারি স্কলারশিপ হলেও বিশ্বস্ত। 


অনেক ছাত্র ছাত্রী এই স্কলারশিপ এপ্লাই করে টাকা পেয়েছে। এই কলারশিপ টির নাম হল বিদ্যাসারথী স্কলারশিপ। 


আপনারা যদি কোন কলারশিপ আবেদন করে থাকেন, তার সাথে এই স্কলারশিপ আবেদন করতে পারবেন। এই স্কলারশিপটি অনলাইনে আবেদন করতে হবে। এই কলারশিপ টি কিভাবে করবেন ,কারা কারা করতে পারবেন সবকিছু জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।



🛑যোগ্যতা-মাধ্যমিক পাস করেছে তারা Apply করতে পারবে। 11 এ পাশ করে 12 উঠেছে তারাও Apply করতে পারবে। এবং H.S পাস করে Graduation এ ভর্তি হয়েছে তারাও Apply করতে পারবে।B.SC , B.Tech, B.COM সবাই এপ্লাই করতে পারবে। এর পাশাপাশি মেডিকেল স্টুডেন্টরাও এপ্লাই করতে পারবে।


🛑আবশ্যিক যোগ্যতা- আবেদনকারী জেনারেল, SC,ST,OBC প্রতিটি সংখ্যালঘু ছেলে এবং মেয়ে উভয়ই এই স্কলারশিপ টি আবেদন করতে পারবে।


নাম্বার বিভাজন- এই স্কলারশিপ আবেদন করতে কোন পারসেন্টেজ লাগবে না। শুধু পাশ করে পরবর্তী ক্লাসে উঠলেই হবে। কোন পারসেন্টেজ নেই।



🛑ফ্যামিলি ইনকাম- ফ্যামেলি ইনকাম ৫ লাখ বা তার নিচে হলেই এটি এপ্লাই করা যাবে।
আবেদনের শেষ তারিখ- এই স্কলারশিপ টি এখনো পর্যন্ত অফিশিয়াল ভাবে কোন Last Date উল্লেখ করেনি। তাই আবেদনটি যতদিন চলবে ততদিনই করতে পারবেন। সুতরাং যারা যারা Admission নিয়ে নিয়েছো তারা এপ্লাই করে নাও।



🛑প্রয়োজনীয় ডকুমেন্ট- 
১) আগের পরীক্ষার মার্কশীট।
২) পাসপোর্ট ফটো।
৩) নিজের প্রমাণ পত্র।
৪) ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট।
৫) পাস বইয়ের জেরক্স।
৬) স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তির রসিদ।
৭) বাড়ির ঠিকানা প্রমাণ পত্র।
৮) কি কোর্স নিয়ে পড়ছো তার ফিস রসিদ।



এই  সম্পর্কে আরো কিছু জানা থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারো। 
আর এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla