বিভাগ - ক
১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাকাটি সম্পূর্ণ করে লেখো।
১.১ প্রদত্ত কোন এন্দিতে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা উভয় ধর্মই দেখা যায়?-
(ক) থাইরয়েড গ্রন্থি, (খ) অ্যাড্রিনাল গ্রন্থি, (গ) পিটুইটারি গ্রন্থি, (ঘ) অগ্ন্যাশয় প্রন্থি।
১.২ সঠিক বাক্যটি নির্বাচন করো:
(ক) কর্নিয়া বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, (খ) কোরয়েড রেটিনাকে রক্ষা করে ও প্রতিফলন রোধ করে, (গ) স্ক্লেরা আলোক রশ্মিকে লেন্সের উপর কেন্দ্রীভূত করে, (ঘ) রেটিনা অক্ষিগোলকের পশ্চাদরঅন্যান্য স্তরকে রক্ষা করে।
১.৩ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটিকে শনাক্ত করো- (ক) গুরুমস্তিষ্ক, (খ) লঘুমস্তিষ্ক, (গ) সুযুদ্ধাশীর্ষক, (ঘ) থ্যালামাস।
১.৪ মাইটোসিস কোশ বিভাজনে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য যে দুটি দশায় দেখা যায়, তা হল-
(ক)প্রফেজ ও মোটাফেজ (খ) অ্যানাফেজ ও টেলোফেজ, (গ) প্রোফেজ ও টেলোফেজ, (ঘ) মেটাফেজ ও অ্যানাফেজ।
১.৫ প্রদত্ত কোনটি অযৌন জনন, তা শনাক্ত করো-
(ক) স্পাইরোগাইরার খন্ডীভবন, (খ) মিষ্টি আলুর (গ) পাথরকুচির অস্থানিক মুকুল দ্বারা বংশবিস্তার, (ঘ) গোলাপের কাটিং।
১.৬ ফুলের যে অংশটি ফলে পরিণত হয়, সেটি চিহ্নিত করো-
(ক) বৃতি, (খ) দলমণ্ডল, (গ) গর্ভাশয়, (ঘ) গর্বমুন্ডো
১.৭ মেন্ডেলের দ্বিসংকরায়ণ পরীক্ষায় F₂ জনুতে উৎপন্ন জনিত্ব সদৃশ বৈশিষ্ট্যসম্পন্ন ও জনিত্ব ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন অপত্য জীবের অনুপাত হবে-
(ক) 9: 7, (খ) 1:15, (গ) 2:14, (ঘ) 3:13)
১.৮ X ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে উপস্থিত X' যদি হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হয়,তবে প্রদত্ত কোটি হোমোজাইগাস অবস্থায় একজন হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য।
(ক) XY, (খ) XY, (গ)xyh, (ঘ) xhx
১.৯ একজন বর্ণান্ধ মানুষ কোন্ কোন্ বর্ণকে পৃথক করতে পারে না?-
(ক) লাল-হলুদ বর্ণ, (খ) লাল-সবুজ বর্ণ, (গ) হলুদ-সাদা বর্ণ, (ঘ) লাল-কালো বর্ণ।
১.১০ উভচর ও সরীসৃপের মধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী হল-
(ক) স্ফেনোডন, (খ) সেম্যরিয়া (গ) আর্কিওপটেরিক্স, (ঘ) পেরিপেটাস।
১.১১ প্রদত্ত বক্তব্য দুটি পরো এবং সঠিক বিকল্প বেছে নাও - বক্তব্য 1 : পরিবেশের সঙ্গে জীবের মানিয়ে নেওয়ার ধর্মকে বলে অভিযোজন
বক্তব্য 2 : অভিযোজনের জন্য অভিব্যক্তির পথ সুগম হয়।
(ক) বক্তব্য 1. বক্তব্য 2-এর সঠিক ব্যাখ্যা, বক্তব্য 1 বক্তব্য 2এর সঠিক ব্যাখ্যা (খ) বক্তব্য 1ও বক্তব্য 2 উভয়ই সঠিক, বক্তব্য 2. বক্তব্য 1এর সঠিক ব্যাখ্যা নয়, (গ) বক্তব্য 1 ভুল বক্তব্য 2 উভয়ই সঠিক (ঘ) বক্তব্য 1 সঠিক, বক্তব্য 2 ভুল।
১.১২ 50-75 মিটার দূরত্বে থাকা খাদ্যের উৎসের সন্ধান পেতে শ্রমিক মৌমাছি দেখায় -
(ক) চক্রাকার নৃত্য, (খ) উপবৃত্তাকার নৃত্য,গ) ইংরেজি '৪' অক্ষরের ন্যায় নৃত্য, (ঘ) ত্রিভুজাকার নৃত্য।
১.১৩ জীবদেহ থেকে নাইট্রোজেনের পরিবেশে প্রত্যাবর্তনের সঠিক পর্যায় হল-
(ক) অ্যামোনিফিকেশন-নাইট্রাইট গঠন-নাইট্রেট গঠন- ডিনাইট্রিফিকেশন, (খ) নাইট্রেট গঠন-অ্যামোনিফিকেশন -নাইট্রাইট গঠন-ডিনাইট্রিফিকেশন, (গ) ডিনাইট্রিফিকেশন - অ্যামোনিফিকেশন- নাইট্রেট গঠন- নাইট্রাইট গঠন, (ঘ) নাইট্রেট গঠন-নাইট্রাইট গঠন-ডিনাইট্রিফিকেশন- অ্যামোনিফিকেশন।
১.১৪ সঠিক জোড়টি নির্বাচন করো- (ক) বায়ুদূষণ- এমফাইসেমা, (খ) জলদূষণ-নিউমোনিয়া, (গ) বায়ুদূষণ-জীববিবর্ধন, (ঘ) মাটিদূষণ -ইউট্রোফিকেশন।
১.১৫ পশ্চিম মেদিনীপুর জেলার আরাবারি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের যে প্রয়াসটি প্রথম শুরু হয়, সেটি হল-
(ক) ক্রায়োসংরক্ষণ, (খ) JFM. (গ) চিড়িয়াখানা, (ঘ) বোটানিক্যাল গার্ডেন।
বিভাগ – ‘খ’
২। নীচের ২৬টি প্রায় থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো:
[ ] শূন্যস্থান পূরণ করো (যে-কোনো পাঁচটি)
২.১ আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবেই উদ্ভিদের অঙ্গে_____ চলন দেখা যায়।
২.২ অ্যাডেনিন একটি _____ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক।
২.৩ _____ অবস্থায় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না।
২.৪ বিজ্ঞানী সিডনি ফক্সের মতে _____ থেকে প্রাচীন পৃথিবীতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল।
২.৫ রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত একটি ইন-সিটু সংরক্ষণ ব্যবস্থা হল _____.
২.৬ কচুরিপানায় _____ -এর সাহায্যে পরাগযোগ ঘটে।
২.৭ ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে _____ হরমোন ক্ষরিত হয়।
[ ] সত্য বা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি)
২.৮ সিয়ন ও স্টক দাধাকলমে ব্যাহত হয়।
২.৯ হিমোফিলিয়া রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়।
২.১০ পায়রার দেহে ৭ জোড়া বায়ুথলি উপস্থিত।
২.১১ নাইট্রোব্যাকটর নামক ব্যাকটেরিয়া নাইট্রাইট যৌগকে নাইট্রেটে পরিণত করে।
২.১২ ভঙ্গুর দুষক জীববিবর্ধনের জন্য দায়ী।
[ ] ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও (যেকোনো ৫ টি)
ক স্তম্ভে খ স্তম্ভ
২.১৩ ট্রপিক চলন — (ক) নিয়ন্ত্রণ
২.১৪ বয়ঃসন্ধি — (খ) প্রাক্ষোভিক বিকাশ
২.১৫ টেস্ট ক্রস — (গ) 1:1
২.১৬ যোগ্যতমের উদ্বর্তন — (ঘ) ডারউইন
২.১৭ ক্যানসার — (ঙ) অঙ্কোজিন
২.১৮ গ্যাসীয় হরমোন — (চ) ইথিলিন
[ ] এক শব্দে বা এক বাক্যে উত্তর দাও (যে-কোনো ছয়টি)
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো — কক্সিস, বহিঃকর্ণের পেশি, মধ্যকর্ণের অস্থি, অ্যাপেনডিক্স।
২.২০ সোয়ান কোশ কী?
২.২১ নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও —
পতঙ্গপরাণী : এন্টোমোফিলি :: বায়ুপরাগী : _____
২.২২ কোনো উদ্ভিদের স্যোমাটিক নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা ৫৪ হলে, তার মূলের কোশ ও পরাগধানীতে ক্রোমোজোম সংখ্যা কত হবে?
২.২৩ হেপাটোমেগালি কী?
২.২৪ ধোঁয়াশা কাকে বলে?
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত —
সচল সন্ধি, কবজা সন্ধি, পিভট সন্ধি, বল ও সকেট সন্ধি — সেই বিষয়টি চিহ্নিত করো।
২.২৬ ভারতের একটি কুমির সংরক্ষণ প্রকল্পের নাম লেখো।
বিভাগ – গ
৩। নীচের ১৭টি প্রশ্ন থেকে যে-কোনো ১২টির উত্তর দুই বা তিনটি বাক্যে লেখো
৩.১ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে প্রদত্ত বিষয়ে দুটি পার্থক্য লেখো —
(ক) উদ্দীপকের প্রভাব, (খ) অক্সিন হরমোনের প্রভাব।
৩.২ প্রদত্ত কাজগুলির সঙ্গে সম্পর্কিত প্রাণী হরমোনের নাম লেখো —
(ক) গ্রাফিয়ান ফলিকল সৃষ্টি
(খ) দূরসংবর্ত নালিকাতে জলের পুনঃশোষণ
(গ) নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুগাত্রে রোপণ
(ঘ) BMR নিয়ন্ত্রণ।
৩.৩ মায়োপিয়া হলে কেন অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়?
৩.৪ ‘অ্যাবডাকটর ও অ্যাডাকটর পেশি কার্যগতভাবে পরস্পর বিপরীতধর্মী।’ — ব্যাখ্যা করো।
৩.৫ উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে?
৩.৬ ইতর পরাগযোগ একটি অনিশ্চিত প্রক্রিয়া, কিন্তু অভিব্যক্তির সহায়ক — বক্তব্যটির যথার্থতা বুঝিয়ে দাও।
৩.৭ মাইক্রোপ্রোপাগেশন সম্পর্কিত প্রদত্ত শব্দ দুটি ব্যাখ্যা করো —
(ক) এমব্রায়োড, (খ) প্ল্যান্টলেট।
৩.৮ মটর গাছের স্বাধীনবিন্যাস সূত্র প্রতিষ্ঠা করার জন্য মেন্ডেল ফল ও বীজের যে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, সেগুলি লেখো।
৩.৯ সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F₂ প্রজন্মে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয়, তা একটি ক্রসের মাধ্যমে দেখাও।
৩.১০ এক দম্পতির পুত্রসন্তান বর্ণান্ধ হলে, ওই দম্পতির সম্ভাব্য জিনোটাইপ নির্ধারণ করো।
৩.১১ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর গিলের গঠন পর্যালোচনা করলে কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় — এরকম দুটি সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
৩.১২ ল্যামার্কের মতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কীভাবে ঘটে?
৩.১৩ শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ সংক্রান্ত সমস্যা-সমাধান দক্ষতা ব্যাখ্যা করো।
৩.১৪ PAN কীভাবে সৃষ্টি হয়?
৩.১৫ অ্যামোনিফিকেশনের সঙ্গে সম্পর্কিত অণুজীবসহ বিক্রিয়াগুলি উল্লেখ করো।
৩.১৬ প্রকৃতিতে জলাভূমির গুরুত্ব আলোচনা করো।
৩.১৭ দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে তুমি কী কী শর্ত বিবেচনা করবে?
বিভাগ – ঘ
৪। নিচের ৬ টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো :
৪.১ মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো —
(ক) কর্নিয়া, (খ)ভিট্রিয়াস হিউমর, (গ)লেন্স,(ঘ) অন্ধবিন্দু।
অথবা,
প্রাণীকোশের মাইটোসিস বিভাজনের প্রোফেজ দশার চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো —
(ক) সেন্ট্রিওল, (খ)সেন্ট্রোমিয়ার,(গ) ক্রোমাটিড, (ঘ) বেমতত্ত্ব।
৪.২ ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণির সাহায্যে দেখাও। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে প্রদত্ত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো —
(ক) সম্পাদনের স্থান, (খ) ক্রোমোজোম বিভাজনের সংখ্যা, (গ) উৎপন্ন কোশের সংখ্যা।
অথবা,
প্রদত্ত প্রাণীগুলি কোন্ পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে?
(ক) অ্যামিবা, (খ) প্লাসমোডিয়াম, (গ) প্ল্যানেরিয়া, (ঘ) মস।
জোড়কলম পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো।
৪.৩ মটর বীজের ক্ষেত্রে গোল আকার কুঞ্চিত আকারের ওপর প্রকট এবং বীজপত্রের হলুদ রং সবুজের ওপর প্রকট।
একটি বিশুদ্ধ গোল ও সবুজ বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ কুঞ্চিত ও হলুদ বীজযুক্ত মটর গাছের সংকরায়ণ ঘটানো হলে দ্বিতীয় প্রজন্মে কী প্রকার মটর গাছ উৎপন্ন হবে, তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং তাদের ফিনোটাইপিক অনুপাত কত হবে।
অথবা,
“থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়।” — এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে, তা আলোচনা করো।
প্রকরণ কাকে বলে? প্রকরণ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো।
৪.৪ জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো।
আধুনিক ঘোড়া ও রোমন্থক ঘোড়ার বৈশিষ্ট্যগুলির তুলনামূলক আলোচনা করো।
অথবা,
প্রদত্ত বিষয়গুলির একটি করে অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো —
(ক) পায়রার চোখ, (খ) বুই মাছের পুচ্ছ পাখনা, (গ) সুন্দরী গাছের ঠেসমূল।
অভিযোজনের প্রধান উদ্দেশ্য কী?
৪.৫ শব্দদূষণের দুটি কারণ উল্লেখ করো।
অ্যাসিড বৃষ্টি কাকে বলে? এটি কীভাবে সৃষ্টি হয়, তা বিক্রিয়াসহ আলোচনা করো।
অথবা,
ক্রমবর্ধমান বায়ুদূষণ কীভাবে হাঁপানি রোগকে আরও বাড়িয়ে চলেছে, তা ব্যাখ্যা করো।
ক্রমবর্ধমান জনসংখ্যা কীভাবে বাস্তুতন্ত্র, কৃষিজমি এবং মিষ্টিজলের ওপরে বিরূপ প্রভাব বিস্তার করে, সেটি উল্লেখ করো।
৪.৬ জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ভূমিকা লেখো।
জিন ব্যাংক ব্যাখ্যা করো।
অথবা,
সুন্দরবনে একটি গবেষণায় প্রদত্ত তিনটি সমস্যা শনাক্ত করো —
(ক) খাদ্য-খাদক ভারসাম্যে ব্যাঘাত,
(খ) নগরায়ণের ফলে লবণাক্ত উদ্ভিদ ধ্বংস,
(গ) উন্নতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন —
এই সমস্যাগুলির জীববৈচিত্র্যের ওপর প্রভাব বিশ্লেষণ করো।
ভারতের রেড পান্ডার সংরক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆