ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
কিভাবে একটি ফ্রী ব্লগ বানাবো মোবাইলের সাহায্যে। (how to create free blog)

কিভাবে একটি ফ্রী ব্লগ বানাবো মোবাইলের সাহায্যে। (how to create free blog)

9
কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করবেন মোবাইলের সাহায্যে। How to create free blog site


মোবাইল দিয়ে একটি ব্লগ সাইট তৈরি করুন




আপনি যদি একটি ফ্রি ব্লগ বানাতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন ।আজ আমি আলোচনা করব -(How to create free blog site)

ব্লগ কি?
 ব্লগ হিসেবে কোনটি ভালো ব্লগস্পট ব্লগ /ওয়ার্ডপ্রেস ?
ব্লগার কি ?
ব্লগস্পট ব্লগে সুবিধা ?
মোবাইল দিয়ে কি ব্লগ বানানো যাবে?
ফ্রি ব্লগ থেকে কি আয় করা সম্ভব?
কিভাবে একটি ব্লগ তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে মোবাইলের সাহায্যে?How to create free blog in bangla 

আজকাল ব্লগ বানানো খুবই সহজ হয়ে গিয়েছে। আজকাল যে কেউ এই ব্লগে লেখালেখি করে টাকা ইনকাম করতে পারে। আজকাল মানুষ অনলাইনে আয় করার প্রবণতা অনেক বেড়েছে এবং আপনি বাড়িতে বসেই অনলাইনে ব্লগে লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন।

Read more:- 




 অনেকে তো এখন এই ব্লগ থেকে মাসে হাজার হাজার টাকা রোজগার করছে ।আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সচরাচর কমেন্ট করি লেখালেখি করি পোস্ট করি আপনার যদি এই প্রবণতা থেকে থাকে তাহলে আপনি একটি ফ্রি ব্লগ বানিয়ে টাকা আয় করতে পারেন।

ব্লগ তৈরি করার আগে জেনে নিন চলুন 

ব্লগ কি?( What is blog?)
ব্লগ হল একটি খাতার মতো ।এখানে আপনারা বিভিন্ন লেখা পোস্ট করতে পারবেন আপনি যা জানেন সেগুলি আপনি লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবেন এটাই হলো ব্লগ ।আমি পূর্বেই বলেছি এই ব্লগের মাধ্যমে টাকা ইনকাম করার অনেক উপায় রয়েছে তার মধ্যে গুগল এডসেন্স অন্যতম।

তবে আপনার ব্লগে গুগল এডসেন্স পাওয়ার উপযোগী করে তোলার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে ধৈর্য থাকতে হবে দেখুন কোন কাজই পরিশ্রম ছাড়া সফল হয়না। 


তবে বর্তমানে ব্লগিং করা অত্যন্ত সহজ আপনার ব্লগিং গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই প্রয়োজনীয় পেজগুলি যেমন - About us ,contact-us ,terms  and conditions, disclaimer, privacy  policy ইত্যাদি পেজগুলি থাকতে হবে এবং আপনার ব্লগে নিয়মিত ভিজিটর আসতে হবে আপনার ব্লগে ভাল ভাল পোষ্ট থাকতে হবে থাকতে হবে তাহলে আপনি গুগল অ্যাডসেন্স পাওয়ার উপযুক্ত হবেন ।

Also read:-




তবে শুধুমাত্র গুগোল অ্যাডসেন্সে নয় আরো অনেক উপায় ব্লগ থেকে আয় করা যেতে পারে ।সেটা নিয়ে আমি পরে আলোচনা করব আপনি যে শুধু ব্লগ থেকে টাকা আয় করবেন সেটা নয় আপনি ব্লগ থেকে টাকা আয় করার পাশাপাশি আপনার প্রতিভার  বিকাশ ঘটবে এই ব্লগের মাধ্যমে।

How to create free blog site

ব্লগ তৈরি করার জন্য কোন প্লাটফর্ম ভাল ব্লগার ওয়ার্ডপ্রেস?

দেখুন বন্ধুরা ব্লগ তৈরি করার জন্য দুটি প্লাটফর্মে সেরা তবে আপনি যদি টাকা দিয়ে ব্লগ তৈরী করতে চান তাহলে ওয়ার্ডপ্রেস আপনার জন্য ভালো হতে পারে ।

কিন্তু ব্লগ শুরু করার জন্য প্রাথমিক অবস্থায় অনেকেই টাকা খরচ করতে চান না তাই তাদের জন্য ব্লগারই হতে পারে শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম এমনকি যারা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ব্লগ লিখে আয় করতে চাই তাদের জন্যও ব্লগার শ্রেষ্ঠ।  ব্লগার দিয়ে ব্লগারঃ দিয়ে একটি ফ্রী ওয়েবসাইট বানিয়ে  আয় করা যেতে পারে।


Read more:- 





আবার ব্লগার ব্লগ অপেক্ষাকৃত সহজ এবং সরল যে কোন ব্যক্তি এই প্লাটফর্মে ফ্রি ওয়েবসাইট বানাতে পারে। তাই ব্লগার ব্লগার ব্লগে হচ্ছে নতুনদের জন্য সেরা প্ল্যাটফর্ম একটি ওয়েবসাইট বানিয়ে আপনিও লেখালেখি শুরু করতে পারেন।

ব্লগার কি? (What is blogger)

ব্লগার হল গুগলের একটি ফ্রী প্ল্যাটফর্ম এটি অত্যন্ত সহজ হওয়ায় যে কোন ব্যক্তি এখানে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারে।
ব্লগার গুগলের একটি প্ল্যাটফর্ম তাই অধিকাংশ ব্যক্তিই ব্লগারকে ভরসা করে।


তবে ব্লগার ফ্রি হলেও ( free blogger) আপনি প্রফেশনালি ভাবে ব্লগ তৈরী করতে চাইলে ডোমেইন হোস্টিং (domain hosting)কিনতে পারবেন ।এবং ব্লগার ব্লগে যুক্ত করতে পারবেন।


যদিও ব্লগার ব্লগে ডোমেইন-হোষ্টিং যুক্ত করা খুব জরুরি বিষয় নয় ।এটা ছাড়াই আপনি আয় করতে পারবেন তবে যারা ব্লগ নিয়ে অনেক দুর এগোতে চাই তাদের একটি ডোমেইন হোস্টিং যুক্ত করলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে।

ব্লগার ব্লগ এর সুবিধা কি কি?

ফ্রী প্লাটফর্ম হিসেবে ব্লগার ব্লগের অনেক সুবিধা রয়েছে ।
  • যেমন ব্লগার ব্লগ গুগলের (google) একটি প্লাটফর্ম তাই অধিকাংশ মানুষ এটাকে বেশি বিশ্বাস করে ।

  • ব্লগার ব্লগে অনেক সুন্দর সুন্দর থিম (beautiful theme) রয়েছে যা সম্পূর্ণ ফ্রি ।আপনাকে থিম কিনার জন্য খরচ করতে হবে না 

  • ব্লগার ব্লগে একটি সাবডোমেন রয়েছে । (subdomain) সম্পূর্ণ ফ্রি আপনাকে ডোমেইন কেনার জন্য খরচ না করলেও হবে ব্লগার ব্লগের মাধ্যমে আপনি সাবডোমেন ( blgspot.com)ব্যবহার করতে পারবেন ফ্রিতে।

  • ব্লগার ব্লগ অত্যন্ত সহজ এবং সরল কোন অতিরিক্ত জ্ঞান ও অভিজ্ঞতা না থাকলেও যে কোন ব্যক্তি ব্লগ পরিচালনা করতে পারবেন।

  • ব্লগার ব্লগে এডসেন্স একাউন্ট (Google adsense accounts) করা অপশন রয়েছে এডসেন্স একাউন্ট যোগ করার ফলে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়া ব্লগার ব্লগ গুগোল একটি প্ল্যাটফরম হয় আরো অনেক সুবিধা রয়েছে।

ব্লগ বানাতে কি কি লাগবে?

 একটি ব্লগ বানাতে একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন ,গুগোল একাউন্ট /জিমেইল আইডি থাকতে হবে।

তবে সবার কম্পিউটার বা ল্যাপটপ থাকেনা তাদের জন্য আমার স্পেশাল টিপস তারা মোবাইলের মাধ্যমে ব্লগ বানাতে পারবে। How to create free blog site in your mobile .


Read more:- 



মোবাইল দিয়ে কি ব্লগ বানানো যাবে ?
অবশ্যই মোবাইল দিয়ে আপনি ব্লগ বানাতে পারবেন ।কিভাবে মোবাইল দিয়ে ব্লগ বানাবেন সেই নিয়ে আজ আমার টিউটোরিয়াল। আমি নিজেও মোবাইল দিয়ে আমার ব্লগ বানিয়েছি আপনারা এখন যে ব্লগে পড়ছেন সেটিও সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি।

আরো পড়ুন:-



ফ্রী ব্লগ দিয়ে আয় করা সম্ভব?

 অবশ্যই আমি আগেও বলেছি ফ্রী ব্লগ দিয়ে  Google adsense এর থেকে আয় করা যেতে পারে ।তবে এর জন্য আপনার কয়েকটি প্রয়োজনীয় পেজ যেমন  About  us, contact-us,terms  and conditions, privacy policy,disclaimer,  ইত্যাদি। কারণ এই সমস্ত পেজগুলি ছাড়া আপনি গুগল এডসেন্স পাবেন না।


চলুন এরপর আমরা জেনে নিই 
কিভাবে ফ্রিতে আপনার মোবাইলের সাহায্যে একটি ওয়েবসাইট বা ব্লগ বানাবেন? How to create free blog site in your mobile?


ফ্রি ওয়েবসাইট বা ব্লগ বানানোর জন্য আপনার প্রথমে একটি জিমেইল আইডি থাকতে হবে বা গুগল একাউন্ট থাকতে হবে যদি আপনার জিমেইল আইডি বার গুগোল একাউন্ট না থাকে তাহলে একটি জিমেইল আইডি কিভাবে বানাতে হয় এখানে দেখে নিন   খুব সহজে মোবাইলের মাধ্যমে কিভাবে একটি জিমেইল আইডি বানাবো

জিমেইল আইডি বানানোর পর আপনার মোবাইলে যে ব্রাউজার রয়েছে যেমন ক্রোম ব্রাউজার (chrome browser), অপেরা ব্রাউজার ইত্যাদি । যেকোনো একটি ব্রাউজার ও
পেন করুন ।

মোবাইলের ডেক্সটপ মোড অন করুন
আপনার মোবাইল ব্রাউজারটি ওপেন করার পর ব্রাউজার টি ডেক্সটপ মোড  (desktop mode) অন করে নিন নিচের ছবিতে দেখুন কিভাবে ব্রাউজারের ডেক্সটপ মোড অন করতে হয়




মোবাইল ব্রাউজারে ডেক্সটপ মোড অন করার পর আপনার মোবাইল ব্রাউজারের সার্চ বারে blogger.com লিখুন blogger.com লিখে সার্চ দেওয়ার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে নিচের ছবিটি দেখুন-

Create your blog


উপরের ছবিতে দেখুন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ক্রিয়েট ইউর ব্লগ  (create your blog) এখানে ক্লিক করুন ক্রিয়েট ইউর ব্লগ (creat your  blog) অপশনটিতে ক্লিক করার পর আপনাকে জিমেইল আইডি (Gmail id) দিয়ে সাইন ইন করতে বলবে।
Sign in with email
এখানে আপনাকে আপনার জিমেইল আইডি দিতে হবে আপনার জিমেইল আইডি দেওয়ার পর তীর চিহ্ন দিয়ে দেখানো নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার জিমেইল এর পাসওয়ার্ড দিতে হবে তবে এটা মনে রাখবেন জিমেইল আইডি দিয়ে লগইন করা মনে আপনার ব্লগারে লগইন করা ব্লগের জন্য আলাদা করে কোন পাসওয়ার্ড দিতে হবে না




আপনার জিমেইল আইডির পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ( next ) ক্লিক করুন।
Blog title
নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ব্লগের  জন্য নাম (title) বেছে নিতে বলবে।
এখানে আপনাকে একটি ভালো আকর্ষণীয় title দিতে হবে এটাই আপনার ওয়েবসাইটের নাম হবে এবং ব্লগে যা প্রকাশিত হবে এই নামে।

 এখানে আপনি যে কোন নামই দিতে পারেন দেখুন যেমন আমি আমার ব্লগের জন্য টিপস খাতা  (tips khata) এই নামটি দিয়েছি।

আপনার ব্লগের নাম দেওয়ার পর ছবিতে তীর চিহ্ন দেখানো নেক্সট  পরবর্তী বাটনটিতে ক্লিক করুন।
নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ব্লগের জন্য ইউ আর এল (url)বেছে নিতে বলবে।

Blog URL
 আপনার ব্লগের জন্য একটি URL বেছে নিতে হবে 
ইউ আর এল কি ইউআরএল হল আপনার ব্লগের ঠিকানা এড্রেস লোকজন কিভাবে আপনার ব্লগ অনলাইনে খুঁজে পাবে তাই ঠিকানা দেখে বুঝতে পারা যায় যেমন আমার ব্লগের ঠিকানা আমার এড্রেস হল:-https://tipskhata.blogspot.com

 এখানে আপনাকে একটি ঠিকানা বেছে নিতে হবে তবে সবসময় এটা মনে রাখবেন ইউআরএল যেন খুব বড় না হয় কারণ ইউআরএল বড় হলে তাও দর্শকদের মনে রাখার সহজ হবে না কিন্তু ইউআরএল ছোট হলে খুব সহজেই মনে রাখতে পারে যেমন আমার ইউআরএল টিপস খাতা ।

এমন একটি নাম ব্যবহার করুন যেটি এখনো পর্যন্ত কেউ ব্যবহার করেনি তবে কোন ওয়েবসাইটের নাম এর কাছাকাছি ইউআরএল ব্যবহার করতে যাবেন না  তাহলে কেউ ভুল করে আপনার ওয়েবসাইটের ( website) বদলে অন্য ওয়েবসাইটে চলে যাবে।

আপনার দেওয়া ইউআরএল অ্যাড্রেস  (URL address) উপলভ্য থাকলেই আপনি  তা ব্যবহার করতে পারবেন।
সবকিছু ঠিকঠাক ভাবে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন এভাবে আপনার ব্লগ তৈরী হয়ে যাবে।










এখন আপনার ব্লগার ড্যাশবোর্ডে (dashboard) গিয়ে দেখুন নিচের ছবিটা দেখুন দেখুন ব্লগের ড্যাসবোর্ড






এই ব্লগের ড্যাসবোর্ড (dashboard) থেকে আপনি আপনার সম্পূর্ণ ব্লগ পরিচালনা করতে পারবেন। এখানে সেটিং (blog setting) অপশন  গিয়ে আপনি ব্লগের সমস্ত সেটিংস করে নিতে পারবেন ।



এখানে উপরের দিকে নতুন পোস্ট (new post) এখানে গিয়ে আপনি বিভিন্ন পোস্ট তৈরী করতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন।


ছবিতে থিম অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আপনি পছন্দ অনুযায়ী থিম বেছে নিতে পারবেন । 


ছবিতে যে পৃষ্ঠা বা পেজ (page) দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে আপনার ব্লগের জন্য ব্যবহৃত পেজগুলি ওখান থেকে তৈরি করতে পারবেন বিভিন্ন পেজ যেমন contact us, terms and conditions, disclaimer, privacy policy, About us, contact from, sitemap  ইত্যাদি ।



ব্লগের ডেশবোর্ডে যে লেআউট (layot) অপশনটি রয়েছে সেখান থেকে আপনি আপনার ব্লগের ডিজাইন করে নিতে পারবে । অর্থাৎ আপনার ব্লগের কোন জায়গায় কি থাকবে আপনি পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন।


ব্লগের ডেশবোর্ডে যে উপার্জন (earning) অপশনটি রয়েছে সেখানে গিয়ে আপনি গুগল এডসেন্স (google adsense) একাউন্ট যোগ করতে পারবেন তবে আপনাকে প্রথমে একটি গুগল এডসেন্স একাউন্ট তৈরী করতে হবে এবং ওখান থেকে গুগল এডসেন্স একাউন্ট যোগ করে আপনি ব্লগের মাধ্যমে টাকা আয় করতে পারবেন।



ড্যাশবোর্ড এর সব শেষে নিচে যে নীল রঙের ব্লগ দেখুন /view blog ক্লিক করলে আপনি যে ইউ আর এল দিয়ে খুলেছিলেন আপনাকে আপনার ব্লগে নিয়ে যাবে।




আপনি নিজেই ইউ আর এল দিয়ে আপনার ব্লগটি খুলেছিলেন এটি যেকোন ব্রাউজার এ গিয়ে সার্চ করলেই আপনার ব্লগ পেয়ে যাবেন। 


আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করতে হয় মোবাইলের সাহায্যে( How to create free blog in bangla ) 


আশাকরি সবাই একটি ফ্রি ব্লগ তৈরি করতে পেরেছেন ব্লগ তৈরি করতে  গিয়ে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সাহায্য করবো।


ব্লগ তৈরি করার পর কিভাবে করতে হয় কিভাবে পেজ তৈরি করবেন ।কিভাবে ব্লগে সেটিং করবেন ।কিভাবে থিম আপলোড করবেন। এগুলি সব নতুন নতুন আর্টিকেল লিখে আপনাদের জানিয়ে দেবো।


আশা করি সবার মনের মত পোস্ট করতে পেরেছি।


Breaking news:-










Related search:- 

how to create a free website on google,
how to create a free website with free domain and hosting,
how to create a free website and earn money,
how to i create a website free of cost ,
i want to create a free website of my own,
how i create a free website,
how to create a free website in blogspot.com,
how to create a free website and domain name,
how to create a website free of cost,
the best way to create a free website,
how do you create a free website,
how do i create a free website from blogspot blog, 
how to create a free blog/website and make $100 daily with it ,
how to create a website for free 2020,
how to create a free website in 5 minutes,
how to make a website - free & under 7 minutes.

একটি মন্তব্য পোস্ট করুন

9মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

  1. নামহীন৩:৩২ PM

    Nice and helpful information. I want more post. So I wait next post.

    উত্তরমুছুন
  2. আপনার এই পোস্ট টি পড়ে আমার আসলেই অনেক ভালো লেগেছে । অনেক মনোযোগ সহকারে পড়লাম । আসলেই আপনি একজন ভালো লেখক বলতেই হবে সুন্দর লিখেছেন । আমার একটি ফ্রি ব্লগ সংক্রান্ত পোস্ট আছে https://learnelectronicshelp.blogspot.com/2021/05/free-te-blog-toiri-korar-niyom.html ব্লগ তৈরি

    উত্তরমুছুন
  3. নামহীন৩:৪৬ PM

    Very nice post dada

    উত্তরমুছুন
  4. Apni khub bhalo kore বলেছেন
    অনেক ধন্যবাদ।

    উত্তরমুছুন
একটি মন্তব্য পোস্ট করুন
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla