আপনারা হয়তো বলবেন জিমেইল আইডি তৈরি করা খুব সহজ কিভাবে জিমেইল আইডি তৈরি করতে হয় সেটা তো আমিও জানি।
কিন্তু না আমাদের মধ্যেযে অনেকেই আছে যারা সম্পূর্ণ নতুন এবং কিভাবে জিমেইল আইডি খুলতে হয় তা জানেন ন মূলত তাদের জন্যই আমার আজকের এই পোস্ট আপনারা যদি ইতিমধ্যেই জানেন যে কিভাবে একটি জিমেইল আইডি তৈরি করতে হয় তাহলে আপনারা এখানে পড়া থামিয়ে দিতে পারেন ।আমরা আপনাদের সময়ের মূল্য বুঝি। সেই কারনেই আপনারা যদি চান আমাদের অন্যান্য পোস্টগুলো দেখে আসতে পারেন
আরো পড়ুন:-
তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে একটি জিমেইল আইডি খুলবেন ।how to create gmail id in mobile phone.
তো বন্ধুরা জিমেইল আইডি তৈরি করার আগে জেনে নেওয়া প্রয়োজন জিমেইল আইডি কি এবং কেনই বা এটি তৈরি করবেন
জিমেইল কি (what is Gmail?)
Gmail গুগলের একটি ফ্রি সার্ভিস এর সম্পূর্ণ নাম হলো Google mail .
Yahoo অন্যান্য মেইল সার্ভিস এর মতো এটি একটি মেইল সার্ভিস এটি একটি জনপ্রিয় মেইল সার্ভিস প্রায় অধিকাংশ মানুষ জিমেইল ব্যবহার করে।
Read more:-
জিমেইল কেন ব্যবহার করবো (why I used gmail?)
আমরা প্রথমেই বলেছি জিমেইল গুগলের একটি ফ্রি সার্ভিস এখানে আপনারা ফ্রিতে জিমেইল আইডি খুলতে (free gmail id )পারবেন ।
আপনি যদি একটি নতুন মোবাইল কিনে থাকেন তাহলে এটি ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই একটি ইমেল আইডি খুলতে হবে ।Email I'd খোলার সেরা প্লাটফর্ম হল জিমেইল।
Gmail আইডি ছাড়া আপনি play store ব্যবহার করতে পারবেন না।
আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলে আয় করতে চান তাহলে আপনার একটি gmail আইডি
থাকতে হবে ।
অথবা আপনি যদি ব্লগিং করে আয় করতে চান তাহলে আপনার একটি জিমেইল এর প্রয়োজন হয়।প্রায় প্রত্যেকটি কাজেই এখন জিমেইল এর ব্যবহার হয় ।এছাড়াও আপনার মোবাইলে সুরক্ষার ক্ষেত্রে আপনার মোবাইল কোন কারণে হারিয়ে গেলে খুজে পাওয়া যেতে পারে জিমেইলের সাহায্যে।
এবার জেনে নিন কিভাবে ইমেইল আইডি জিমেল আইডি খুলবেন:(how to create gmail id)
জিমেইল আইডি খোলার জন্য আপনাকে প্রথমেই ক্রোম ব্রাউজার টি ওপেন করতে হবে অথবা আপনার মোবাইলে যে ব্রাউজার আছে সেটি ওপেন করতে হবে এবং সার্চ বারে গিয়ে লিখতে হবে গুগোল একাউন্ট (google account) নিচের ছবি দেখুন
গুগল একাউন্ট(google accounts) লিখে সার্চ করার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে ।
নিচের ছবিটি লক্ষ্য করুন।
নিচের ছবিতে দেখুন লাল তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে create your google accounts ওখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে তিন নম্বর ছবিটির মত একটি পেজ ওপেন হবে ।তিন নম্বর ছবিটি লক্ষ্য করুন ।
নিচে দেখুন:
এখানে আপনার যদি আগে থেকে জিমেইল আইডি থেকে থাকে তাহলে সেগুলো সেই জিমেইল আইডি দেখা যাবে ।
দেখুন আমার চারটে জিমেইল আইডি আছে সেগুলি এখানে শো করছে ।
আপনি প্রথম জিমেইল আইডি তৈরি করবেন তাহলে আপনি (+ )আইকন একাউন্ট যোগ করুন এই অপশনটিতে ক্লিক কর।
এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে চার নম্বর ছবিটির মত আরো একটি পেজ ওপেন হবে 4 নম্বর ছবিটি লক্ষ্য করুন নিচে দেখুন
ছবিটিতে দেখুন লাল চিহ্ন দ্বারা দেখানো হয়েছে create your accounts অথবা অ্যাকাউন্ট তৈরি অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে আপনার আপনার নিজের অ্যাকাউন্ট নাকি আপনার ব্যবসার জন্য একাউন্ট
খুলতে চান এখানে আপনি প্রথম অপশনটি আমার নিজের জন্য অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত আরও একটা পেজ ওপেন হবে ।পাঁচ নম্বর ছবিটি দেখুন
5 নম্বর ছবিতে দেখুন এখানে আপনার নাম এবং পদবী লেখার কথা বলা হয়েছে আপনার নাম এবং পদবী লেখার পর পরবর্তী বা continue বাটনটিতে ক্লিক করুন তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে পরবর্তী বা continue বাটনে ক্লিক করার পর আপনার সামনে আরো একটি পেজ ওপেন হবে। 6 নম্বর ছবিটি লক্ষ করুন নিচে দেখুন
এখানে আপনার জন্মদিন অর্থাৎ কত তারিখে জন্ম, মাস এবং বছর লিখতে হবে এবং আপনি পুরুষ না মহিলা সেটি লেখার পর তীর চিহ্ন দিয়ে দেখানো পরবর্তী বা continue বাটনে ক্লিক করুন। পরবর্তী বা continue বাটনে ক্লিক করার পর আপনার সামনে আরো একটি পেজ ওপেন হবে ।সাত নম্বর ছবিটি লক্ষ্য করুন নিচে দেখুন
পড়ে দেখুন 7 নম্বর ছবিটিতে একটি জিমেইল আইডি বেছে নেওয়ার কথা বলা হয়েছে। এখান থেকে আপনি একটি জিমেইল আইডি বেছে নিতে পারেন অথবা নিজের একটি জিমেইল আইডি তৈরি করুন ওখানে ক্লিক করে আপনার পছন্দমত জিমেইল আইডি তৈরি করতে পারবেন তবে এটা অবশ্যই মনে রাখবেন এমন একটি নাম পছন্দ করুন যেটি অন্য কেউ এখনো ব্যবহার করেনি ।
ধরুন আপনার নাম suraj হলে জিমেইল আইডি হবে suraj@gmail.com কিন্তু এই নামটি হয়তো কেউ আগে ব্যবহার করেছে তাই আপনাকে নামের সাথে কিছু সংখ্যা যেমন suraj123@gmail.com এগুলি যোগ করে দেখতে পারেন অন্য কেউ ব্যবহার করেছে কিনা ।এভাবে আপনি একটি জিমেইল আইডি পছন্দ করার পর পরবর্তী (continue )বাটনে ক্লিক করুন।
Also read:
7 নম্বর ছবি তে চিহ্ন দিয়ে দেখানো হয়েছে পরবর্তী বা continue বাটনে ক্লিক করার পর আপনার সামনে 8 নম্বর ছবিটির মত আরেকটি পেজ ওপেন হবে ।8 নম্বর ছবিটি দেখুন
এখানে আপনাকে একটি শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার কথা বলা হয়েছে ।
শক্তিশালী পাসওয়ার্ড যেমন সংখ্যা অক্ষর ও বিভিন্ন চিহ্ন মিশিয়ে একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন অন্ততপক্ষে 8 অক্ষরের হতে হবে এবং নিচের বাস্কে একই পাসওয়ার্ড বসিয়ে পরবর্তী বা continue বাটনে ক্লীক ক্লিক করুন ।
আপনাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলতে পারে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনার কাছে একটি ভেরিফিকেশন কোড আসবে ।মোবাইল নাম্বার ভেরিফিকেশন হওয়ার পরে আপনার সামনে নিচের ছবিটির মত আরেকটি পেজ ওপেন হবে নিচের ছবিতে দেখুন
এখানে গুগলের privacy and term সম্পর্কে বলা হয়েছে। 9 নম্বর ছবিটিতে তীর চিহ্ন দিয়ে দেখানো I agree বাটনে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনার জিমেইল আইডি তৈরি হয়ে যাবে ।
এখন আপনার জিমেইল অ্যাপটি তে গিয়ে আপনার জিমেইল আইডিটি দেখতে পাবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি জিমেইল আইডি তৈরি করবেন (How to create gmail id)
আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে ফিরে আসবো আর অনেক টিউটোরিয়াল নিয়ে।
এই পোস্টটি কেমন লাগলো অথবা জিমেইল আইডি তৈরি করতে কোন সমস্যা হলে কমেন্টে জানাবে। এই টিউটোরিয়ালটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আরো নতুন নতুন টিপস পেতে আমাদের ওয়েবসাইট ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কোনো নতুন টিউটোরিয়াল প্রকাশিত হলেই তা আপনি দেখতে পান সবার প্রথমে ।
সাথে আছি ।
পাশে থাকুন ।
ধন্যবাদ।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆