আপনার মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ডিলিট করবেন কিভাবে ? (how to delete youtube channel on android):
হ্যালো বন্ধুরা কেমন আছেন? আশাকরি সকলে ভালো আছেন। আমি সুরোজ আপনারা দেখছেন টিপস খাতা ।সময়ের আগে -সবার থেকে এগিয়ে।আপনি যদি আপনার মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ডিলিট করতে চান তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন।আমি আলোচনা করব কিভাবে YouTube channel delete করবেন তাও আপনার মোবাইলের সাহায্যে ।
ইউটিউব পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট এখানে ভিডিও শেয়ার করে টাকা ইনকাম করতে পারে আমি পরবর্তীতে কিভাবে ইউটিউব এর সাহায্যে টাকা ইনকাম করতে পারবেন এ রকমই একটি টিউটোরিয়াল নিয়ে আসব ।
আজ আমরা আলোচনা করব কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করা যায়আপনি তো আর শুধু শুধু ইউটিউব চ্যানেল ডিলিট করবেন না।
ইউটিউব চ্যানেল ডিলিট করার পেছনে কতকগুলি কারণ রয়েছে হয়তো আপনার পূর্বে ইউটিউব চ্যানেল ছিল এখন অন্য চ্যানেল ব্যবহার করছেন ফলে আপনি যে চ্যানেলটি ব্যবহার করছেন না সেটি ডিলিট করতে অথবা আপনার চ্যানেলে কপিরাইট ক্লেইম এসেছে তাই ইউটিউব চ্যানেল ডিলিট করার সিদ্ধান্ত নিয়েছেন। অথবা একসঙ্গে অনেক ইউটিউব চ্যানেল খুলেছেন যে কারণেই হোক আজ আমরা আলোচনা করব ইউটিউব চ্যানেল খুব সহজে কিভাবে ডিলিট করবেন স্থায়ীভাবে।
ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য আপনাকে কয়েক টি স্টেপ অ ইউটিউব চ্যানেল ডিলিট করার জন্য আপনাকে কয়েক টি স্টেপ ফলো করতে হবে।
আরো পড়ুন:-
আপনার মোবাইলে সহজে ইনকাম করুন একটি অ্যাপ দিয়ে।
যেকোনো নাম্বারে ফ্রি তে কথা বলুন আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে।
প্রথমে আপনাকে আপনার মোবাইলে যে ব্রাউজার আছে যেমন chrome browser বা অপেরা ব্রাউজার এ মোবাইলের ডিফল্ট ব্রাউজার সেখানে যান ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে যা করতে হবে প্রথমেই বা পর আপনাকে যা করতে হবে প্রথমেই ব্রাউজার থেকে ডেক্সটপ মোডে অন করতে হবে নিচের ছবি দেখুন -
এরপর মোবাইলের ব্রাউজারে টাইপ করে সার্চ করতে হবে । মনে রাখবেন আপনার মোবাইলে যে ইউটিউব অ্যাপ আছে সেটা থেকে করলে হবে না আপনাকে ওয়েবসাইটে গিয়ে চ্যানেলটি ডিলিট করতে হবে।
এরপর আপনাকে যা করতে হবে youtube.com লিখে সার্চ করার পরে আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ আসবে লগইন করা না থাকলে লগইন করুন। এরপর নিচে দেখুন
ছবিটিতে দেখুন তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে ওরকম একটা আইকন আসবে
ওটা আপনার চ্যানেলের আইকন ওখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে
2নং ছবিটি দেখুন লাল তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে সেটিং অপশন টি ক্লিক করুন
সেটিং অপশনটিতে ক্লিক করার পর
তিন নম্বর ছবিটির মত একটিপেজ আসবে
তিন নম্বর ছবিটি দেখুন এখানে লাল তীর চিহ্ন দেখানো হয়েছে। View Advanced setting অপশনটিতে ক্লিক করুন । view Advanced setting অপশনটিতে ক্লিক করার পর নিিচের ছবিটির মত পেজ আসবে
4 নম্বর ছবিতে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ডিলিট চ্যানেল অপশনটিতে ক্লিক করতে হবে সেটিতে ক্লিক করার পর আপনার সামনেই 5 নম্বর ছবিটির মত একটি পেজ আসবে সেখানে আপনার ইমেইল আইডি দেখা যাবে এবং নিচে ফাকা বক্সে আপনার পাসওয়ার্ড বসাতে হবে এভাবে আপনার পরিচয় যাচাই করা হবে নিচের ছবিটি দেখুন
আপনার পাসওয়ার্ড প্রবেশ করানোর পর পাঁচ নম্বর ছবিতে তীর চিহ্ন দেওয়া পরবর্তী্ বা নেক্সট বাটন ক্লিক করতে হবে।
নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে নিচের ছবি দেখুন
প্রথম অপশন আপনি আপনার চ্যানেল টি যদি লুকাতে চান তাহলে ওখানে ক্লিক করুন আপনার চ্যানেলটি যদি স্থায়ীভাবে মুছে ফেলতে চান তাহলে তীর চিহ্ন দিয়ে দেখান অপশনটিতে ক্লিক করুন।
তীর চিহ্ন দিয়ে দেখানো অপশনটিতে ক্লিক করলে আপনার চ্যানেল টি মুছে যাবে এবং নিচের ছবিটির মত একটি পেজ আসবে নিচের ছবি দেখুন
নীচের ছবিটিতে বলা হয়েছে আপনার চ্যানেল টি স্থায়ীভাবে মুছে ফেলার প্রক্রিয়ায় রয়েছে চ্যানেল টি মুছতে কয়েক মিনিট সময় লাগতে পারে যদি আপনার কনটেন্ট সংখ্যা কম থাকে।
কিন্তু যদি আপনার কনটেন্ট সংখ্যা বেশি থাকে তাহলে চ্যানেলটি মুছতে কয়েক দিন সময় লাগতে পারে।
Read more:-
খুব সহজে আপনার মোবাইল দিয়ে কম্পিউটার চালান।
যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন কোন অ্যাপ ছাড়াই।
আমার কনটেন্ট এর সংখ্যা খুব কম ছিল দেখে নেওয়া যাক চ্যানেলটি ডিলিট হলো কিনা নিচের ছবিতে দেখুন
এই অ্যাকাউন্টে কোনো চ্যানেল নেই অতএব চ্যানেলটি ডিলিট হয়েছে।আশাকরি আপনারাও চ্যানেলটি ডিলিট করতে পারবেন ।
আজ আমরা শিখলাম কিভাবে ইউটিউব চ্যানেল ডিলিট করতে হয়। How to delete YouTube channel
এই টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগলো এবং যদি আপনাদের ইউটিউব চ্যানেল ডিলিট করতে কোন সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন।
আজ এই পর্যন্তই ফিরে আসবো এরকমই আরো টিউটরিয়াল এ নিয়ে।
পাশে থাকুন ।
ধন্যবাদ।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆