৯ জুলাই ছুটি? স্কুল-কলেজ-অফিস সব বন্ধ? নবান্ন কী বলছে? জানুন পুরোটা! July 9 holiday? Schools, colleges, offices all closed? What does Navanna say? Know the whole story!
নয় জুলাই বন্ধ থাকতে চলেছে স্কুল, কলেজ, অফিস? চারদিকে বনধের ঘোষণা! অনেকেই ভাবছেন হয়তো একটা ছুটি জুটে যাবে... কিন্তু এবার কি সিদ্ধান্ত জানালে নবান্ন
হ্যাঁ, ৯ জুলাই বুধবার, দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠন। মূলত মোদী সরকারের নতুন শ্রম কোড বাতিলের দাবিতে এই সর্বভারতীয় বনধ ডাকা হয়েছে।
তবে রাজ্য সরকার একটুও দেরি করেনি! নবান্ন স্পষ্ট জানিয়ে দিয়েছে— ৯ জুলাই সরকারি দফতর খোলা থাকবে এবং হাজিরা বাধ্যতামূলক।
নবান্নর নির্দেশ অনুযায়ী, ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ছুটি নেওয়া চলবে না। যারা অফিসে আসবেন না, তাঁদের বেতন কাটা যাবে এবং সেই অনুপস্থিতিকে 'ডাইস নন' হিসেবে ধরা হবে— অর্থাৎ চাকরির রেকর্ড থেকে একদিন বাদ যাবে।
তবে চিন্তার কিছু নেই! নির্দেশিকায় কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
যেমনঃ
- হাসপাতালে ভর্তি থাকা
- পরিবারে মৃত্যু
- ৮ জুলাইয়ের আগে থেকে অসুস্থতার কারণে ছুটি
- পূর্ব-অনুমোদিত মাতৃত্বকালীন ছুটি
- চাইল্ড কেয়ার, মেডিক্যাল বা আর্নড লিভ
যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া ওইদিন অনুপস্থিত থাকেন, তাহলে পাঠানো হবে শোকজ নোটিস। যথাযথ ব্যাখ্যা না দিলে শুধু ছুটি বাতিল নয়, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।
এবং সব অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে ৩১ জুলাইয়ের মধ্যে উপস্থিতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে অর্থ দফতরে।
তাই যারা ভাবছেন ৯ জুলাই ছুটি কাটাবেন— সাবধান! রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী সেইদিন অফিস খোলা এবং হাজিরা আবশ্যিক!
আপনার যদি ছুটি প্রয়োজন, আগে থেকেই যথাযথ কারণ ও প্রমাণ রাখুন।
এই গুরুত্বপূর্ণ খবরটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন, যাতে ভুল বোঝাবুঝি না হয়।
আর এমনই আপডেট পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆