Class 9 Bengali 2nd Unit Test 2025 | বাংলা দ্বিতীয় মূল্যায়ন প্রশ্নপত্র সাজেশন | Repeated MCQ & Suggestion
Class 9 বাংলা 2nd unit test 2025
পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমরা কিছু কিছু সেট ,,সিসি উত্তর সহজে সেটগুলো সবগুলো করে যাবে। জুন
২.১ রাধারানী একা রথের মেলায় গিয়েছিল কেন?
উত্তর: মায়ের পথ্য চলার খরচ জোগাতে বনফুলের মালা বিক্রি করতে রথের মেলায় যায়।
২.২ কবির চোখের পরে, মুখের পরে কি ভাসে?
উত্তর: কবির চোখ-মুখে ভেসে ওঠে নীল সন্ধ্যার মতো চুলওয়ালা এক কেশবতী বালিকা।
২.৩ কবি লাউমাচার পাশে কেন দাঁড়াতে বলেছেন?
উত্তর: গ্রামবাংলার সরল প্রকৃতির গন্ধ পেতে কবি লাউমাচার পাশে দাঁড়াতে বলেছেন।
২.৪ “নব নব সৃষ্টি রচনা” অংশে লেখক রান্নাঘর থেকে কি কি তাড়ানো মুশকিল বলেছেন?
উত্তর: লেখক বলেছেন রান্নাঘর থেকে আলু, পপি, টমেটো প্রভৃতি বিদেশি সবজি তাড়ানো মুশকিল।
২.৫ “কিন্তু বিঘ্নও আছে বহু।” — কোন কাজে বিঘ্ন আছে?
উত্তর: দেশের নারীদের উন্নতির পথে সামাজিক বাধা, কুসংস্কার ও মানসিক প্রতিবন্ধকতা বিঘ্ন সৃষ্টি করে।
২.৬ আমরা কি কারণে সর্বনাম ব্যবহার করি?
উত্তর: একই নাম বারবার না লিখে বাক্য সহজ করতে আমরা সর্বনাম ব্যবহার করি।
২.৭ “মরদ কি বাত, হাতি কা দাত”— প্রবাদটির অর্থ লেখ।
উত্তর: সত্যিকারের মানুষ প্রতিশ্রুতি রাখে, তার কথায় ও কাজে মিল থাকে।
২.৮ ধাতুর সঙ্গে …. যোগ হলে ধাতু ক্রিয়া পদে পরিণত হয়।
উত্তর: ধাতুর সঙ্গে ক্রিয়াবিভক্তি যুক্ত হলে তা ক্রিয়া পদে পরিণত হয়।
২.৯ আলংকারিক অব্যয়ের একটি উদাহরণ দাও।
উত্তর: উদাহরণ: “তুমি কিন্তু এখানে আসবে”— এখানে 'কিন্তু' হলো আলংকারিক অব্যয়।
২.১০ কর্ভাস কোন জাতীয় পাখির ল্যাটিন নাম?
উত্তর: কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম।
১. “আমার কত কাজ পড়ে আছে”— এই বাক্যে ‘আমার’ কোন ধরনের সর্বনাম?
ক) নির্দেশক সর্বনাম
খ) আত্মবাচক সর্বনাম
গ) ব্যক্তিবাচক সর্বনাম
ঘ) পারস্পরিক সর্বনাম
উত্তর: গ) ব্যক্তিবাচক সর্বনাম
২. শঙ্কু ‘অরনিথন’ যন্ত্র তৈরি শেষ করেছিলেন—
ক) ২০ সেপ্টেম্বর
খ) ২৭ সেপ্টেম্বর
গ) ১৪ নভেম্বর
ঘ) ১৬ নভেম্বর
উত্তর: গ) ১৪ নভেম্বর
৩. ‘ভ্রমণ’ শব্দটি কোন শ্রেণির বিশেষ্য?
ক) গুণবাচক বিশেষ্য
খ) বস্তুবাচক বিশেষ্য
গ) সংজ্ঞাবাচক বিশেষ্য
ঘ) ক্রিয়াবাচক বিশেষ্য
উত্তর: ঘ) ক্রিয়াবাচক বিশেষ্য
৪. রাধারানী পথিককে কোন স্থানকে নিজের বাড়ি বলে মনে করেছিলেন?
ক) শ্রীরামপুর
খ) রামকৃষ্ণপুর
গ) চন্ডিপুর
ঘ) শ্রী রামচন্দ্রপুর
উত্তর: ক) শ্রীরামপুর
৫. “….. তোমাকে শতবার স্বাগত জানাচ্ছি।” — কথাটি কোথায় বলা হয়েছে?
ক) ইউরোপে
খ) ভারতবর্ষে
গ) ধর্মসভায়
ঘ) আলমোড়ায়
উত্তর: খ) ভারতবর্ষে
৬. বিশেষ্যর আরেকটি নাম কী?
ক) বিশ্লেষণ
খ) সংজ্ঞা
গ) ব্যাখ্যা
ঘ) বিশেষণ
উত্তর: খ) সংজ্ঞা
৭. “এ কন্যারে দেখে নিকো”— কে দেখেনি এই কন্যাকে?
ক) নীল সন্ধ্যা
খ) পৃথিবীর কোন পথ
গ) কামরাঙ্গা লাল মেঘ
ঘ) আকাশের সাতটি তারা
উত্তর: খ) পৃথিবীর কোন পথ
৮. ‘খাঁটি লোকের কথার’—
ক) ব্যাখ্যা হয় না
খ) মূল্য হয় না
গ) নড়চড় হয় না
ঘ) বিকল্প হয় না
উত্তর: গ) নড়চড় হয় না
৯. 'আবহমান' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
ক) ঘরদুয়ার
খ) কলকাতার যীশু
গ) অন্ধকার বারান্দা
ঘ) উলঙ্গ রাজা
উত্তর: গ) অন্ধকার বারান্দা
১০. হিন্দি সাহিত্যের বঙ্কিম নামে পরিচিত লেখক হলেন—
ক) কবি ইকবাল
খ) প্রেমচাঁদ
গ) চেতন ভগবত
ঘ) অমিতাভ ঘোষ
উত্তর: খ) প্রেমচাঁদ
৩.১ “আলো জালিয়া রাধারানী দেখিল, টাকা বটে, পয়সা নাহি।” — রাধারানী কে? কখন সে আলো জ্বেলে উক্ত ঘটনাটি দেখেছিল?
উত্তর: রাধারানী ছিল এক দরিদ্র, পিতৃহীন বালিকা। সে রথের মেলায় বনফুলের মালা বিক্রি করছিল। পথিক চার পয়সা দিয়ে মালা কেনে। কিন্তু পয়সা বড় দেখে সন্দেহ হয়। বাড়ি ফিরে রাধারানী আলো জ্বেলে দেখে ওগুলো আসলে টাকা, পয়সা নয়। তার অনুমান ঠিক ছিল।
৩.২ “বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে।” — পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন?
উত্তর: লেখক বলছেন, পদাবলী সাহিত্যে কেবল ধর্ম নয়, বাঙালির মনের ভাবও প্রকাশ পেয়েছে। শ্রীকৃষ্ণ বাংলার কানু, রাধা বাঙালি বধূ হয়ে উঠেছেন। ভাটিয়ালি, বাউল, মুর্শিদি – সব ধারার প্রেম ও ভক্তি পদাবলীতে একাকার হয়েছে। এটি বাঙালির আপন সৃষ্টি।
৪.১ “লাল লাল বটের ফলের/ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা”— তাৎপর্য ব্যাখ্যা কর।
উত্তর: কবি বাংলার প্রকৃতিতে নিঃসঙ্গতা ও ব্যথার প্রতীক খুঁজে পান। গাছের নিচে পড়ে থাকা লাল বটফল যেন জীবনের ক্লান্তি, নিঃসঙ্গতা ও অতৃপ্তির ছবি আঁকে। এর গন্ধে এক ধরনের বিষণ্ন নীরবতা রয়েছে যা কবিকে আবেগপ্রবণ করে তোলে।
৪.২ “কে এইখানে ঘর বেঁধেছে”— ‘ঘর বেঁধেছে’ কথাটির তাৎপর্য কী?
উত্তর: ‘ঘর বেঁধেছে’ মানে শুধু বসতভিটা বানানো নয়, আত্মিক সম্পর্ক গড়ে তোলা। যারা বাংলায় এসেছে, তারা প্রকৃতি, মানুষ, সংস্কৃতি ও আবহাওয়ার সঙ্গে মিশে গিয়ে আপনজন হয়েছে। এই ‘ঘর’ হলো ভালোবাসা ও মমতার বন্ধন।
৫.১ “কিন্তু বিঘ্নও আছে বহু”— কোন কোন বিঘ্নের কথা বলা হয়েছে লেখো?
উত্তর: স্বামী বিবেকানন্দ বলেছেন, নারীদের উন্নয়নে কুসংস্কার, দারিদ্র্য, জাতিভেদ, অস্পৃশ্যতা, ইংরেজদের সন্দেহ, শ্বেতাঙ্গবিদ্বেষ, গ্রীষ্মকালীন আবহাওয়া, শহরের বাইরে অবস্থান— সবই বিঘ্ন তৈরি করে। এগুলো মিস নোবেলের কাজকে কঠিন করতে পারে।
৫.২ “তাতে তোমার ও তাদের উভয়ের ওই সুবিধা হবে।” — কোন প্রসঙ্গে লেখক এ কথা বলেছেন উল্লেখ করো।
উত্তর: বিবেকানন্দ বলেন, মিস নোবেল ভারতে এলে সেভিয়ার দম্পতির সঙ্গে মিলেই কাজ করলে ভালো হবে। এতে তাদের দিক থেকেও সুবিধা হবে এবং মিস নোবেলও অভিজ্ঞতা ও সহায়তা পাবেন। এই সহযোগিতা দেশের উপকারে আসবে।
৬. কমবেশি একশো কুড়ি শব্দে নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৬.১ “বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়”— আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এরকম মনে হওয়ার কারণ কী?
৬.২ ‘রাধারানী’ গল্পের পথিক চরিত্রটি আলোচনা কর।
৭. কম-বেশি ১২০ শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৭.১ ‘আকাশে সাতটি তারা’ কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা কর।
৭.২ “ফুরায় না, তার কিছুই ফুরোয় না”— এখানে কী না ফুরোনোর কথা বলা হয়েছে? কেন কিছুই ফুরায় না?
৮. কমবেশি ১৫০ শব্দে নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
৮.১ “আমার অরনিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো।”— যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কীভাবে শুরু হলো?
৮.২ “কর্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে।”— কীভাবে প্রফেসর শঙ্কু বুঝলেন যে কর্ভাস বৈজ্ঞানিক মহলে উপস্থিত হওয়ার উপযুক্ত হয়ে উঠেছে?
Class 9 Bengali 2nd Unit Test 2025 | বাংলা দ্বিতীয় মূল্যায়ন প্রশ্নপত্র সাজেশন | Repeated MCQ & Suggestion
class 9 bengali 2nd unit test 2025, class 9 bengali suggestion 2025, class 9 2nd summative 2025, class 9 bengali mcq 2025, class 9 bangla repeated questions, class 9 bengali full marks suggestion, bengali 2nd unit test class 9, class 9 bengali 2nd unit test mcq, class 9 bangla exam preparation, 2025 bangla unit test class 9
📌 এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারাও উপকৃত হতে পারে।
📚 আরও সাজেশন ও আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো – Enjoy Exam
🔗 আমাদের Telegram গ্রুপে যুক্ত হও: https://t.me/enjoyexam
🔔 ইউটিউব লিংক: https://www.youtube.com/@EnjoyExam
---
✅ Keywords (SEO Keywords):
Class 9 Bengali 2nd Unit Test 2025
Bengali MCQ Questions for Class 9
Class 9 Second Summative Exam Suggestion
Bengali Repeat Questions Class 9
Enjoy Exam Channel Bengali
Bengali Model Question Paper Class 9 2025
বাংলার দ্বিতীয় মূল্যায়ন সাজেশন ২০২৫
নবম শ্রেণির বাংলা পরীক্ষার সাজেশন
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆