আপনি যদি একটি নতুন ব্লগ তৈরি করেছেন বা আপনার ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিনে জমা করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
সম্পূর্ণ টিউটোরিয়ালটি অত্যান্ত মনোযোগ সহকারে পড়ুন তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন এবং আপনার ওয়েবসাইট গুগলে সাবমিট করতে পারবেন।
গুগল সার্চ ইঞ্জিনে অর্থাৎ গুগল সার্চ কনসোলে ওয়েব সাইট সাবমিট না করলে আমাদের গুগল থেকে ট্রাফিক পাওয়া সম্ভব নয় আমরা সবাই জানি গুগল থেকে ফ্রিতে visitor পাওয়া যায় এটা তখনই সম্ভব হবে যখন আপনার ওয়েবসাইট থেকে আপনি গুগল সার্চ কনসোলে যুক্ত করবেন।
আজ আমি আলোচনা করব কিভাবে আপনার ওয়েবসাইট বা ব্লগ google search console এ সাবমিট করবেন। ( how to submit website in google )
google search console এ ওয়েবসাইট যুক্ত করার আগে আমাদের যা জানা প্রয়োজনীয়।
তো বন্ধুরা প্রথমে জেনে নিই আজ এই টিউটোরিয়ালে কি কি থাকছে
গুগল সার্চ কনসোল কি ?
আমার ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করব কেন ?
গুগল সার্চ কনসোলে ওয়েব সাইট সাবমিট করব কিভাবে ?
গুগল সার্চ ইঞ্জিনে কিভাবে ওয়েবসাইট ভেরিফাই করব ?
গুগল সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করার পরে কি আমার ওয়েবসাইট গুগোল এ দেখাবে ?
Read more:-
গুগল সার্চ কনসোলে ওয়েবসাইট যুক্ত করার আগে আপনার কিছু প্রাথমিক জ্ঞান থাকা দরকার
এর জন্য আপনাকে গুগল সার্চ কনসোল সম্পর্কে জানতে হবে। গুগল সার্চ ইঞ্জিন সম্পর্কে বিস্তারিত তথ্য
গুগল সার্চ কনসোল কি ?
গুগল সার্চ কনসোল হলো গুগলের এমন একটি পরিষেবা যা প্রত্যেক ব্লগার এবং ওয়েবসাইট মালিকরা এই টুলটি ব্যবহার করে গুগল সার্চ কনসোল আপনার ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করে।
গুগল সার্চ কনসোল আপনার ওয়েবসাইট সম্পর্কে সম্পূর্ণ তথ্য যেমন
- আপনার সাইটের কোন পেজে কতবার দেখা হল
- ওয়েবসাইডে গুগল থেকে কত জন ভিজিটর এসেছে
- ভিজিটর কোন দেশ থেকে এসেছে
- ভিজিটররা গুগলে কোন keyward ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে।
- কোন ডিভাইস থেকে ভিজিটর আপনার ওয়েবসাইট বা ব্লগে ভিজিট করেছে।
- আপনার ব্লগ বা ওয়েব সাইটটি মোবাইল ফ্রেন্ডলি কিনা ।
- আপনার ব্লগ বা ওয়েবসাইটে লোড নিতে কত সময় লাগছে। ইত্যাদি সমস্ত তথ্য গুগল সার্চ কনসোলে মাধ্যমে আপনি জানতে পারবেন
- এছাড়াও ওয়েবসাইট বা ব্লগের সাইটম্যাপ সাবমিট করতে ।
- আপনার ব্লগের পেজে কোন সমস্যা হলে গুগল সার্চ কনসোল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় ।
- আপনার ব্লগ বা ওয়েবসাইট কোন ভাইরাস বা ম্যালওয়ার দ্বারা আক্রান্ত কিনা তা আপনি জানতে পারবেন ।
- আপনার ব্লগ বা ওয়েবসাইট সম্পর্কে গুগল কোন অ্যাকশান নিল কিনা তাও আপনি এই সার্চ কনসোল মাধ্যমে জানতে পারবেন ।
- অর্থাৎ আপনার ওয়েবসাইট বা ব্লগ এর সম্পূর্ণ তথ্য আপনি এই গুগল সার্চ কনসোল মাধ্যমে জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যে গুগল সার্চ কনসোল কি এবং ব্লগার বা ওয়েবসাইটের জন্য এটি কত গুরুত্বপূর্ণ।
Read more:-
আপনার ওয়েবসাইট গুগল সার্চ কনসোলের সাবমিট করবেন কেন ?
উপরে গুগলের সার্চ কনসোল সম্পর্কে আলোচনা করার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার ওয়েবসাইট বা ব্লগ কেন গুগল সার্চ কোন সালে সাবমিট করবেন ।
একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার পর আমাদের প্রথম কাজ হয় ভাল ভাল কনটেন্ট পাবলিশ করা ।
ভালো ভাল কনটেন্ট পাবলিশ করলেও আপনার ব্লগ বা ওয়েবসাইটের জন্য যদি পর্যাপ্ত পরিমাণে ট্রাফিক বা ভিজিটর না তাহলে আপনার ব্লগে কনটেন্ট পাবলিশ করে কি লাভ তাই আমরাা গুগল সার্চ কনসোল এর মাধ্যমে ব্লগ বা ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আনতে পারি।
এছাড়াও আপনার ব্লগে নতুন পাবলিশ করা কনটেন্ট এর URL গুগলে ইনডেক্স করানোর জন্য আপনাকে অবশ্যই গুগল সার্চ কনসোল ব্যবহার করতে হবে এর জন্যই আমাদের ব্লগ বা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে
সাবমিট করতে হবে আশা করি বুঝতে পেরেছেন।
গুগল সার্চ কনসোল কি একটি ফ্রী পরিষেবা ?
অবশ্যই এটি একটি গুগোল এর ফ্রি পরিষেবা
গুগল সার্চ কনসোল এর সাহায্যে আমরা আমাদের ব্লগ বা ওয়েবসাইটের ফ্রিতে ট্রাফিক ভিজিটর আনতে পারি।
Read more:-
তো চলুন বন্ধুরা আমরা গুগল সার্চ কনসোল সম্পর্কে জেনে নেওয়ার পর এরপর আমরা জানবো কিভাবে ওয়েবসাইট বা ব্লগকে গুগল সার্চ করে সাবমিট করব ওয়েবসাইট বা ব্লগকে গুগল সার্চ করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে।
নিচের স্টেপ গুলি মনোযোগ সহকারে ফলো করুন
step:-1
প্রথমে আপনার মোবাইল ব্রাউজার থেকে গুগল সার্চ কনসোল ওয়েবসাইটে যেতে হবে।
Step:-2
এরপর আপনার জিমেইল আইডি দিয়ে গুগলে সার্চ কনসোলের লগইন করতে হবে গুগল সার্চ কনসোল এ লগইন করার পর আপনার সামনে নিচের ছবিটির মত দুটি অপশন ওপেন হবে
- DOMAIN
- URL PERFIX
Step-3
এরপর ওয়েবসাইট বা ব্লগকে গুগল সার্চ কনসোলের সাবমিট করার জন্য 2 নাম্বার অপশন URL PERFIX এটিতে ক্লিক করতে হবে URL PERFIX ক্লিক করার পর আপনার ওয়েবসাইট এর url বসানোর পর continue বাটনে ক্লিক করতে হবে।
Step:-4
এরপর সরাসরি গুগল সার্চ কনসোল এর ড্যাশবোর্ডে যেতে হবে সেখানে সেটিংস নামক অপশনে ক্লিক করতে হবে।
সেটিং এই অপশনটি ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে নিচের ছবিটি লক্ষ্য করুন ।
Step :-6
ownership verification এ ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত আরেকটি পেজ ওপেন হবে নিচের ছবিটি দেখুন।
এখানে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগকে ভেরিফিকেশন করার জন্য অনেকগুলো অপশন পাবেন অপশন গুলি হল
- HTML file
- HTML tag
- Google analytics
- Google tag manager
- Domain name providers
আপনি যদি আমার কাছে জানতে চান যে কোনটা সবচেয়ে সহজ পদ্ধতি তাহলে আমি দুই নম্বর অপশন এর মাধ্যমে ওয়েবসাইট বা ব্লগ ভেরিফিকেশন করতে বলব কারণ এটাই হলো সবচেয়ে সহজ পদ্ধতি।
Read more:-
তো চলুন জেনে নেই কিভাবে ব্লগ বা ওয়েবসাইট ভেরিফিকেশন করব
Step:-7
উপরের ছবিটিতে
HTML tag
এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে নিচের ছবিটি ভালো করে লক্ষ্য করুন।Step:-8
উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন চিহ্ন দিয়ে দেখানো হয়েছে কপি এই বাটনটিতে ক্লিক করুন।
কপি এই বাটনটিতে ক্লিক করার পর google-site-verification কোডটি কপি হয়ে যাবে এবার ব্লগার থিমের এর নিচে কোডটি পেস্ট করতে হবে ।
নিচের ছবিতে দেখুন কিভাবে করবেন
Step:-9
প্রথমে আপনার ব্লগের ড্যাসবোর্ড এ গিয়ে লগ ইন করতে হবে ব্লগের ড্যাসবোর্ড এর লগইন করার পর নিচের দিকে রয়েছে থিম অপশনটিতে ক্লিক করতে হবে।
Step-10
থিম অপশনটিতে ক্লিক করার পর আপনাকে edit html এই অপশনে ক্লিক করতে হবে।
Step-11
edit html অপশনে ক্লিক করার পর আপনার থিমের <head > এর নিচে বা পাশে যে google-site-verification কোড কপি করেছিলেন <head > নিচে বা পাশে পেস্ট করুন। সার্চ করতে হবে।
Step-12
Google-site-verification কোড পেস্ট করার পর আপনাকে গুগল সার্চ কনসোলে ফিরে যেতে হবে এবং যেখান থেকে কোডটি কপি করে ছিলেন তার নিচে verify অপশনটি ক্লিক করে ভেরিফিকেশন করে নিতে হবে ভেরিফাই করার পর আপনার সামনে একটি মেসেজ আসবে your verification is successfully ।
এখানে আপনি ownership verificationদেখতে পারবেন।
আপনার ওয়েবসাইট ভেরিফিকেশন হয়ে গেছে অর্থাৎ আপনার ওয়েবসাইট বা ব্লগ গুগলে সাবমিট হয়ে গেছে।
অবশ্যই ,গুগল সার্চ ইঞ্জিনে ওয়েব সাইট সাবমিট করার পরে আপনার ওয়েবসাইটটি 1 থেকে 5 দিনের মধ্যে আপনার ওয়েবসাইট গুগলে দেখাবে ।
আশাকরি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনার ওয়েবসাইট গুগল সার্চ কনসোল এ সাবমিট করতে হয় ( how to submit website in google )
গুগল সার্চ কনসোলে ওয়েব সাইট সাবমিট করা খুবই সহজ তবুও আপনাদের কোন সমস্যা থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই সাহায্য করব।
এই টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।
আশা করি সকলের মনের মত পোস্ট করতে পেরেছি ।
Breaking news:
Related search:-
how to submit website in google
how to submit my website in google
how to submit your website to google
how to submit your website to google search engines
how to submit my website to google news
how to submit website to google search
how to submit website to google search console
how to submit website to google search
how to submit website in google search engine
how to submit website to google sitemap
how to submit website in google search console.
আপনি খুবই ভালো পোস্ট করেন ভাইয়া। আপনার পোস্টগুলো দ্রুতই গুগলে র্যাংক করছে। আমার Admission Tune ব্লগটি দেখে এসে আপনার মুল্যবান মতামত জানাবেন।
উত্তরমুছুনthank you 👍
মুছুনসত্যি আপনি ব্লগার এ সাইট তৈরি করে প্রায় প্রত্যেক টা আর্টিকেল rank করেন।
উত্তরমুছুনপ্লিজ আমার ওয়েবসাইট টী https://galaxybanglatech.com/
পরীক্ষা করে জানাবেন।
thank you for your comment
মুছুন