Meta tag কোড কি ? ব্লগ সাইটে Meta tag কিভাবে যুক্ত করব ? how to create free meta tag code
আপনি যদি আপনার ব্লগের জন্য একটি seo friendly meta tag code যুক্ত করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন ।
এর আগের পোস্টে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা একটি ব্লগ কে গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত করব ।
আজ আমরা আলোচনা করব কিভাবে ব্লগে Meta tag কোড যুক্ত করব ।প্রথমে জেনে নিন আমাদের টিউটোরিয়াল কি থাকছে ।
আমাদের টিউটোরিয়াল এবার যা যা থাকছে একনজরে :
- Meta tag কোড কি ?
- Meta tag কোড এর প্রয়োজনীয়তা ?
- Meta tag কোড কিভাবে তৈরি করব ?
- Meta description কি?
- Meta tag keyward কি ?
- Meta tag author .
- Meta tag robots.
- Meta tag generator tools free.
- ব্লগের Meta tag কোড কিভাবে যুক্ত করব ?
প্রথমে আমরা একটি Meta tag কোড তৈরি করব তারপর এটি আমরা কিভাবে ব্লগে যুক্ত করব সেটি দেখিয়ে দেবো ।
Meta tag কোড তৈরি করার আগে আমরা জেনে নেবো
Read more:-
Meta tag কোড কি ?
Meta tag কোড হল এমন এক ধরনের কোড যা আমাদের ব্লগের সম্পর্কে গুগল সার্চ ইঞ্জিন এবং অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিকে আমাদের ব্লগ সম্পর্কে জানতে দেয়।
এই কোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্লগ তৈরী করার পর আমাদের প্রথম কাজ হয় ভালো ভালো কনটেন্ট পাবলিশ করা।
কিন্তু ব্লগে যদি যথার্থ পরিমাণে ভিজিটর না আসে তাহলে সেই কনটেন্ট পাবলিশ করে কি লাভ ।
গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো যদি আমাদের ব্লগ সম্পর্কে কোনো তথ্য না পায় তাহলে কিভাবে সার্চ ইঞ্জিন আমাদের ব্লগে ভিজিটর পাঠাবে । ( How to create meta tag code for blogger )
তাই ব্লগ বা ওয়েবসাইটে মেটা ট্যাগ যুক্ত করা অত্যন্ত জরুরি।
আশাকরি Meta tag কোড কি আপনারা তা বুঝতে পেরেছেন।
Meta tag কোড এর প্রয়োজনীয়তা Meta tag কোড ব্লগে যুক্ত করবো কেন?
আমরা আগেই বলেছি Meta tag কোড গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য ব্লগ সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে যেমন
- আপনার ব্লগের নাম কি।
- ব্লগে কোন বিষয়ে পোস্ট করা হয় ।
- ব্লগের লেখক কে
ইত্যাদি আরও তথ্য সম্পর্কে সার্চ ইঞ্জিনগুলো কে Meta tag কোড জানিয়ে দেয়।
ব্লগের কোন পোস্টকে সার্চ ইঞ্জিন এর প্রথম পেজে নিয়ে আসতে Meta tag কোড কার্যকরী ভূমিকা পালন করে ।
Meta tag কোড আমাদের ব্লগ সম্পর্কে সার্চ ইঞ্জিনকে জানাতে সাহায্য করে।
এর ফলে আপনার ব্লগ এর নাম /URL দিয়ে কেউ সার্চ ইঞ্জিন গুগলে সার্চ করলে আপনার ব্লগ সার্চ ইঞ্জিনের প্রথম পেজে এসে যাবে। আশা করি Meta tag কোড কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।
Read more:-
এরপর আমরা আলোচনা করব Meta tag কোড কিভাবে তৈরি করব ব্লগের জন্য ।
এমনিতে অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে ফ্রিতে Meta tag কোড তৈরি করার জন্য কিন্তু সেগুলোতে কিছু কিছু প্রবলেম রয়েছে ।
আমি যেখান থেকে আমার ব্লগের Meta tag কোড তৈরি করেছিলাম সেটা দিয়েই দেখিয়ে দেবো কিভাবে Meta tag কোড তৈরি করবেন ব্লগের জন্য। How to create meta tag code for blogger
তো চলুন শুরু করা যাক -
মেটা ট্যাগ কোড তৈরি করার জন্য প্রথমে এখানে ক্লিক করুন ।
ক্লিক করার পর আপনার সামনে উপরের ছবিটির মত একটি পেজ ওপেন হবে উপরের ছবিটি ভালো করে দেখুন।
দেখুন ছবিতে চারটে ট্যাগ রয়েছে ।
description tag
keyward tag
author tag
robots tag
description tag: এখানে আপনাকে আপনার ব্লগের বিষয় নিয়ে বর্ণনা দিতে হবে এমন ভাবে বর্ণনা দিন যাতে পড়লেই বোঝা যায় আপনার কি বিষয়ক ব্লগ ।খুব বড় করে লিখবেন না 150 শব্দের মধ্যে আপনার ব্লগে description লিখুন ।
উদাহরণ : যেমন আমার ব্লগ description-
"everyonetips.blogspot.com' it is a top blog site in the whole world, all tips and Tricks available in this site."
যদি আপনার অনলাইন ইনকাম বিষয়ে হলে ' earn money, make money online, earning tips, earning app,earning website etc.
উদাহরণ : যেমন আমার ব্লগ keyward -
"Blogging tips , seo tips ,earn money online , Android tips , internet tips, technology tips ,and all tips and Tricks. "
Author:- এখানে আপনার নাম দিন যাতে সার্চ ইঞ্জিন বুঝতে পারে ব্লগ কার এবং কে ব্লগ পরিচালনা করে।
Read more:-
Robots : এখানে ব্লগের robots 'All' সিলেক্ট করুন।
করা হয়ে গেলে উপরের ছবিতে দেখুন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে create metatag বাটন টি তে ক্লিক করুন।
create metatag বাটন টি তে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত আরেকটি পেজ ওপেন হবে ছবিটি ভালো করে লক্ষ্য করুন
এখন উপরের দুটো লাইন ছেড়ে দিয়ে নিচে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে এরকম code কপি করে নিন।
আপনার Meta tag কোড তৈরি হয়ে গিয়েছে এবার এটিকে ব্লগে যুক্ত করতে হবে ।
ব্লগে মেটা ট্যাগ কোড কিভাবে যুক্ত করব ?
ব্লগে Meta tag কোড যুক্ত করার জন্য প্রথমে আপনার ব্লগার ড্যাশবোর্ড এ যান লগইন করা না থাকলে লগইন করুন ।
এরপর ব্লগের template ক্লিক করুন ব্লগের template ক্লিক করার পর Edit html ওখানে ক্লিক করুন ।ওখানে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে দেখুন
<head> এই ট্যাগ সার্চ করুন।
উপরের ছবিতে দেখুন তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে হেড এর নিচে অথবা পাশে আপনার যে meta tag code কপি করে ছিলেন এটা এখানে পেস্ট করুন।
এরপর save templet ক্লিক করে save করে নিন।
Read more:-
আপনার ব্লগে meta tag code যুক্ত হয়ে গিয়েছে ।আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে meta tag code যুক্ত করবেন।
মেটা ট্যাগ যুক্ত করা কোন কঠিন কাজ নয় খুবই সহজ তবুও meta tag code যুক্ত করতে গিয়ে কোন সমস্যা হলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি অবশ্যই সাহায্য করব ।
আশা করি সকলের মনের মত পোস্ট করতে পেরেছি ।
Breaking news:
Related search:-
How to create free meta tag code?
How to create meta tag code for blogger?
How to create meta tag code in bengali ?
Free meta tag generator tools.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆