Sitemap কি ? sitemap কিভাবে তৈরি করব। sitemap কিভাবে ব্লগে যুক্ত করবো ?
আজ আমরা আলোচনা করব-
Sitemap কিভাবে তৈরি করব। sitemap কিভাবে
ব্লগে যুক্ত করবো ?
আপনি যদি আপনার ব্লগের জন্য বা ওয়েবসাইটের জন্য একটি SEO Friendly sitemap তৈরি করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আমাদের সম্পূর্ণ টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে পড়ুন । আপনি তৈরি করতে পারবেন sitemap।
তো বন্ধুরা জেনে নেই আজ এই টিউটোরিয়ালে কি কি থাকছে
Sitemap কি ?
ব্লগের জন্য সাইটম্যাপ কেন প্রয়োজন
sitemap কিভাবে তৈরি করব।
ব্লগার ব্লগে সাইটম্যাপ কিভাবে যুক্ত করবে।
সাইটম্যাপ হলো এমন একটি ফাইল যা blog বা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সাইট ম্যাপ গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য সার্চ ইঞ্জিন গুলিকে আমাদের ব্লগ বা ওয়েবসাইট সম্পর্কে জানতে দেয় ।
Read more:-
আমাদের ব্লগ বা ওয়েবসাইটে নতুন কিছু আপডেট হলে, নতুন পোস্ট করা হলে sitemap গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন bing, yandex ব্লগ সম্পর্কে জানিয়ে দেয়। আমাদের ওয়েবসাইট বা ব্লগের পোস্ট সম্পর্কে সার্চ ইঞ্জিনগুলো সহজে জানতে পারে।
আপনার ব্লগ যদি ছোট হয় তাহলে sitemap জেনারেট করার প্রয়োজন হয় না ।কিন্তু আপনার ব্লগে যদি অনেক বেশি পোস্ট থাকে তাহলে আপনাদের সাইটের জন্য সাইটম্যাপ জেনারেট করতে হবে।
কারণ সার্চ ইঞ্জিনগুলো 5 থেকে 10 টা পোস্ট সহজে খুঁজে নিলেও সব পোস্ট সহজে খুঁজে উঠতে পারেনা তাই আমাদের ব্লগ বা ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ তৈরি করতে হবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাইট ম্যাপ কি ।
চলুন এরপর জেনে নিই
ব্লগে সাইটম্যাপ যুক্ত করবো কেন ?
প্রথমত ,আপনার ব্লগ যদি নতুন হয় তাহলে আপনাকে অবশ্যই সাইটম্যাপ তৈরী করতে হবে কারণ নতুন ব্লগ বা ওয়েবসাইট সম্পর্কে সার্চ ইঞ্জিনগুলো বেশি তথ্য জানতে পারে না।
Read more:-
দ্বিতীয়তঃ আপনি যদি কোন থার্ড-পার্টির ডোমেইন ব্যবহার করেন যেমন .com, .info, .org ইত্যাদি থার্ড-পার্টির ডোমেইন ব্যবহার করেন। তাহলে ব্লগে সাইট ম্যাপ যুক্ত করায় ভালো ।
আমরা আগেই বলেছি সাইটম্যাপ হল একটি ফাইল যেটা গুগল সার্চ ইঞ্জিন সহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো আমাদের ব্লগ বা ওয়েবসাইট এর সমস্ত তথ্য জানতে সাহায্য করে ।
এর ফলে আপনার পোস্ট রিলেটেড কোন কিওয়ার্ড দিয়ে কেউ গুগোলে সার্চ করলে আপনার ওয়েবসাইট টি গুগলের প্রথম পেজে দেখাতে সাহায্য করে সাইট ম্যাপ।
আশাকরি সকলেই বুঝতে পেরেছেন Sitemap কি ?
ব্লগে সাইটম্যাপ যুক্ত করবো কেন ?
চলুন এবার জেনে নিন কিভাবে তৈরি করবেন সাইটম্যাপ।সাইটম্যাপ তৈরি করার জন্য আপনি অনলাইনে প্রচুর ওয়েবসাইট পাবেন।
সাইটম্যাপ কোড হলো এরকম -
User-agent: *
Disallow: /search
Allow: /
Sitemap: https://yourblog.com/atom.xml?redirect=false&start-index=1&max-results=500
আমার পছন্দের একটি ওয়েবসাইট ।আমি যেখান থেকে আমার ব্লগের জন্য সাইটম্যাপ তৈরি করেছিলাম। আমি এই ওয়েবসাইট দিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি সাইটম্যাপ তৈরি করবেন ।
সাইটম্যাপ তৈরি করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে ।
নিচের স্টেপগুলো মনোযোগ সহকারে ফলো করুন।
Step:1 প্রথমে এখানে ক্লিক করুন
অথবা গুগলে গিয়ে সার্চ করুন labnol.org ।
Step:2 লিংকে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে নিচের ছবিটি দেখুন
এখানে আপনি যে ফাঁকা box দেখতে পাচ্ছেন ওখানে আপনার URL পেস্ট করুন এরপর তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে Generate sitemap ওখানে ক্লিক করুন ।
Step:3 Generate sitemap ওখানে ক্লিক করার পর আপনার সামনে নিচের ছবিটির মত একটি পেজ ওপেন হবে নিচের ছবিটি দেখুন
Step:4 আপনার সাইটম্যাপ কোড তৈরি হয়ে গেছে ।উপরের ছবিটি ভালো করে দেখুন উপরের 2 লাইন ছেড়ে দিয়ে তীর চিহ্নন দিয়ে দেখানো কোড কপি করে নিন।
আপনার সাইটম্যাপ কোড তৈরি হয়ে গেছে ।
এরপর চলুন জেনে নিই
ব্লগার ব্লগ সাইটম্যাপ কিভাবে যুক্ত করব?
ব্লগার ব্লগের সাইটম্যাপ যুক্ত করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে নিচের স্টেপগুলো মনোযোগ সহকারে দেখুন-
Step:1 প্রথমে আপনার ব্লগের dashboard যান।
লগইন করা না থাকলে লগইন করুন।
এরপর নিচে ছবিটি দেখুন
আপনার ব্লগের dashboard যে সেটিং অপশন রয়েছে ওখানে ক্লিক করুন বাঁদিকের ছবিতে দেখুন। (লাল তীর চিহ্ন দ্বারা দেখানো হয়েছে)।
Step:2 সেটিং অপশন রয়েছে ওখানে ক্লিক করার পর উপরের ডান দিকের ছবি দেখুন ওখানে 'crawlers and indexing 'অপশন রয়েছে ওখানে 'Enable custom robots. Txt' অপশন ওখানে yes করুন ।
Read more:-
Step:3 Enable custom robots. Txt' এবার আপনি যে সাইট ম্যাপ কোড কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিন ।
Step:4 কোড পেস্ট করার পর Save change করে দিন।
আপনার ব্লগের সাইটম্যাপ যুক্ত হয়ে গিয়েছে।
ব্লগে সাইটম্যাপ যুক্ত হলো ।এরপর আপনাকে গুগলে সাইটম্যাপ সাবমিট করতে হবে চলুন জেনে নিই
কিভাবে গুগলে সাইটম্যাপ সাবমিট করবেন :- সাইটম্যাপ গুগলে সাবমিট করার জন্য আপনাকে যা করতে হবে
Step:1 প্রথমে গুগল সার্চ কনসোলে যান।
লগ ইন করা না থাকলে লগ ইন করুন।
Step :2 এরপর নিচের কোডটি কপি করে পেস্ট করে দিন
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
Step:3 কোডটি কপি করে পেস্ট করার পর সাবমিট বাটনে ক্লিক করুন।
আপনার সাইটম্যাপ গুগলে সাবমিট হয়ে গেছে।
Bing webmaster tool এ সাইট ম্যাপ কিভাবে সাবমিট করব?
Bing webmaster tool এ সাইট ম্যাপ সাবমিট করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
Step:1
Step:2
বিং ওয়েবমাস্টার টুল এ লগইন করা না থাকলে লগইন করুন।
Step:3
লগইন করার পর সাইটম্যাপ অপশনটিতে ক্লিক করুন।
Step:4
সাইটম্যাপ অপশনটিতে ক্লিক করার পর নিচের কোডটি কপি করে পেস্ট করে দিন।
atom.xml?redirect=false&start-index=1&max-results=500
নিচের ছবিটি দেখুন
আপনার ব্লগের সাইটম্যাপ সার্চ ইঞ্জিনগুলিতে (google,bing) সাবমিট করার পর 1-5 দিনের মধ্যে আপনার সাইট সার্চ ইঞ্জিনগুলিতে দেখানো শুরু হয়ে যাবে।
আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন
- Sitemap কি ?
- ব্লগের জন্য সাইটম্যাপ কেন প্রয়োজন।
- sitemap কিভাবে তৈরি করব।
- ব্লগার ব্লগে সাইটম্যাপ কিভাবে যুক্ত করবে।
- গুগল সার্চ ইঞ্জিনে সাইটম্যাপ কিভাবে সাবমিট করব।
- Bing webmasters tools এ সাইটম্যাপ কিভাবে সাবমিট করব।
সাইটম্যাপ তৈরি করা এমনিতে খুবই সহজ তবুও আপনার কোন অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন।আমি অবশ্যই সাহায্য করব।
আশা করি সকলের মনের মত পোস্ট করতে পেরেছি।
Related search:-
What is Sitemap blogger?
What is sitemap In website?
How do I find a sitemap?
What does a Sitemap look like?
WHY IS A Sitemap important?
How do I add sitemap in bengali?
XML sitemap কি ?XML sitemap কিভাবে Generate করবেন ?XML sitemap সার্চ কনসোলে কিভাবে Add করবেন ?
ভাই ছবি আসছে না ক্যানো
উত্তরমুছুনকি বলছেন? কিসের ছবি?
মুছুন