সরকারি হোক আর বেসরকারি সকল চাকরির জন্য প্রয়োজন কঠোরপরিশ্রম ।
পরিশ্রম ছাড়া কোন কিছু সফল হয় না।কিন্তু অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও অনেকে চাকরি পায় না বা সফলতা অর্জন করতে পারে না।
চাকরি পাওয়া বা সফলতা অর্জন করার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি চাই উপযুক্ত স্টাডি মেটেরিয়ালস ।
আমরা ঠিক করেছি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্ন-
উত্তর তুলে ধরবো ।
বিভিন্ন চাকরির পরীক্ষার যেমন(PSC, SSC ,ARMY, WBP, CLARK JOBS, GROUP -D, GROUP-C, primary TET, RAILWAY, BANK and all job exam)সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর
1.কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়?
-》 নানা ফড়নবিশ কে
2. কত সালে ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল
》1176 সালে
3. কে সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন
》 নিজাম
4. কত সালে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন
》 1765 সালে
5. কোথায় সর্বপ্রথম স্বত্ববিলোপ নীতি প্রয়োগ করেন
》 সাতরা
6. ভারতে সাম্রাজ্য স্থাপনের প্রথম স্বপ্ন কে দেখেছিল
》 জোসেফ ডুপ্লে
7. বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন
》 তিতুমীর বা মীর নিসার আলী
8. কে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন
》 ওয়ারেন হেস্টিংস
9. বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন
》 ওয়ারেন হেস্টিংস
10. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন》 লর্ড ক্যানিং
11. কার আমলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়
》 উইলিয়াম বেন্টিঙ্ক এর আমলে
12. কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 》 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়
13. রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেন》 রাজা রামমোহন রায় কে
14. নীলদর্পণ নাটকের রচয়িতা কে》 দীনবন্ধু মিত্র
15. বন্দেমাতরম সংগীত কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে》 আনন্দমঠ নামক উপন্যাস বা গ্রন্থ থেকে
16. বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন》 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
17. কে বাংলার বাঘ নামে পরিচিত 》 বাঘাযতীন
18. কাকে ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয়
》 বাসুদেব বলবন্ত ফারকে
19. কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় 》 মাদাম ভিকাজি রুস্তম কামা
20. গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন কে
》 রবীন্দ্রনাথ ঠাকুর
21. কত সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 》 1885 সালের.
22. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে 》 লালা হরদয়াল
24. কংগ্রেসের কোন অধিবেশনে ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করা হয় 》 1229 লাহোর অধিবেশনে
25. গান্ধীজীর নির্দেশে কবে কংগ্রেস ভারতের সর্বোচ্চ স্বাধীনতা দিবস পালন করা হয় 》 1930 সালে 26 শে জানুয়ারি
26. কে ভারতের প্রথম সংগ্রামী ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন ? 》 শচীন্দ্র প্রসাদ বসু
27. কত সালে রাওলাট আইন পাস হয় ? 》 1919
28. কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ? 》 1911 সাল
29. কে নওজোয়ান ভারত সভা সংগঠনটি প্রতিষ্ঠা করেন ? 》 ভগৎ সিং
30. কবে ভগৎ সিং এর ফাঁসি হয় ? 》 1931 সালে
31. কবে সূর্যসেনের ফাঁসি হয় ? 》 1934 সালের 12 ই জানুয়ারি
32 .কোন সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় ? 》 1942সালে ।
33. কবে মুসলিম লীগ মুক্তি দিবস পালন করা হয় ? 》 1939 সালের 22 এ ডিসেম্বর
34. কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন ? 》 রাসবিহারী বসু
35. কখন মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন ? 》 1940 সালের মার্চ মাসে
36. গান্ধীজী কোন প্রস্তাবকে A pst dated cheque on a crushing bank বলে অভিহিত করেছেন ? 》 স্টাফোর্ড ক্রিপস প্রস্তাব কে
37. কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় ? 》 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে
38. কাকে গান্ধী বুড়ি বলা হয় ? 》 মাতঙ্গিনী হাজরা কে
39. কোন বিদ্রোহ কে বীরোচিত সংগ্রাম বলা হয় ? 》 নৌ বিদ্রোহ কে
40. কাকে ভারতের বিসমার্ক বলা হয় ? 》 সরদার বল্লভ ভাই প্যাটেল কে ?
41. কাকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় ? 》 দাদাভাই নওরোজি কে
42. বিটেনের কোন প্রধানমন্ত্রী ভারত বন্ধু বলে পরিচিত ছিলেন ? 》 ক্লিমেন্ট এটলি কে
43. সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন ? 》 মীরজাফর
44. কোন যুদ্ধের ফলে ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের অবসান হয় ? 》 তৃতীয় কর্ণাটকের যুদ্ধ
45. বিখ্যাত অমৃতসর মন্দিরটি কে নির্মাণ করেন ? 》 গুরু রামদাস
46. ওরঙ্গজেব কাকে পাবত্য মুসিক বলে অভিহিত করেছেন ? 》 শিবাজী কে
47. কোন মোগল সম্রাটের মুকুট বিশ্ব বিখ্যাত কোহিনুর শোভা পেত ? 》 মুঘল সম্রাট শাহজাহান
48. মুসলিমরা কাকে জিন্দাপীর বলতো? 》 ঔরঙ্গজেবকে
49. শিবাজী কাকে বাঘ নখ দিয়ে হত্যা করেছিলেন ? 》 আফজাল খাঁ কে
50. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে বন্দী করেছিলেন ? 》 গুরু অর্জুন সিং কে
Related search:-
চাকরির পরীক্ষার প্রশ্ন
সরকারি চাকরির প্রস্তুতি বই
সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি
চাকরির পরীক্ষা ২০২০চাকরির পরীক্ষার সিলেবাস
সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস
সরকারি চাকরির পরীক্ষা পদ্ধতি
চাকরির প্রস্তুতি কিভাবে নিব
চাকরির পড়াশোনা
সরকারি চাকরির জন্য পড়াশোনা
চাকরীর প্রস্তুতি
চাকরির পরীক্ষা কবে হবে
চাকরির পরীক্ষার প্রস্তুতি
জেনারেল নলেজ
জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK MCQ ...
general knowledge
সাধারণ জ্ঞান
mcq নিয়োগ পরীক্ষারপরীক্ষার প্রশ্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার চাকরির বই pdfজেনারেল নলেজ knowledge gk অফিস সহকারী প্রস্তুতি নেওয়ারউত্তর group d অফিস সহায়ক প্রিলিমিনারি
PSC EXAM, SSC EXAM, ARMY EXAM, WBP EXAM, CLARK JOBS EXAM, GROUP -D EXAM GROUP-C EXAM, PRIMARY TET EXAM, RAILWAY EXAM, BANK EXAM, GENERAL KNOWLEDGE, MOST IMPORTANT MCQ,
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆