ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর ইতিহাস থেকে ( part-2) | All job Exam Questions and answers ( PSC EXAM, SSC EXAM, ARMY EXAM, WBP EXAM, CLARK JOBS EXAM, GROUP -D EXAM GROUP-C EXAM, PRIMARY TET EXAM, RAILWAY EXAM, BANK EXAM, GENERAL KNOWLEDGE, MOST IMPORTANT MCQ)

চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন? সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর ইতিহাস থেকে ( part-2) | All job Exam Questions and answers ( PSC EXAM, SSC EXAM, ARMY EXAM, WBP EXAM, CLARK JOBS EXAM, GROUP -D EXAM GROUP-C EXAM, PRIMARY TET EXAM, RAILWAY EXAM, BANK EXAM, GENERAL KNOWLEDGE, MOST IMPORTANT MCQ)

0

 সরকারি হোক আর বেসরকারি সকল চাকরির জন্য প্রয়োজন কঠোরপরিশ্রম 

পরিশ্রম ছাড়া কোন কিছু সফল হয় না।
 কিন্তু অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করেও অনেকে চাকরি পায় না বা সফলতা অর্জন করতে পারে না।
 চাকরি পাওয়া বা সফলতা অর্জন করার জন্য কঠোর পরিশ্রমের পাশাপাশি চাই উপযুক্ত স্টাডি মেটেরিয়ালস  ।
আমরা ঠিক করেছি আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্ন-
উত্তর তুলে ধরবো ।

বিভিন্ন চাকরির পরীক্ষার যেমন(PSC, SSC ,ARMY, WBP, CLARK  JOBS, GROUP -D, GROUP-C, primary TET, RAILWAY,  BANK and all job exam)সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর


চাকরির পরীক্ষার প্রশ্ন সরকারি চাকরির প্রস্তুতি বই সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি চাকরির পরীক্ষা ২০২০চাকরির পরীক্ষার সিলেবাস সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস সরকারি চাকরির পরীক্ষা পদ্ধতি চাকরির প্রস্তুতি কিভাবে নিব চাকরির পড়াশোনা সরকারি চাকরির জন্য পড়াশোনা চাকরীর প্রস্তুতি চাকরির পরীক্ষা কবে হবে চাকরির পরীক্ষার প্রস্তুতি  জেনারেল নলেজ  জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK MCQ ... general knowledge সাধারণ জ্ঞান mcq নিয়োগ পরীক্ষারপরীক্ষার প্রশ্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার চাকরির বই pdfজেনারেল নলেজ knowledge gk অফিস সহকারী প্রস্তুতি নেওয়ারউত্তর group d অফিস সহায়ক প্রিলিমিনারি
Enjoy exam

50. প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে করেন?    👉 শেরশাহ
51. নুরজাহানের পূর্ব নাম কি ছিল?    👉 মেহেরুন্নেসা
52. কোন মোগল সম্রাট একজন দক্ষ বীণা বাদক ছিলেন?    👉 ঔরঙ্গজেব
53. শেরশাহ নির্মিত গ্র্যান্ড রোড কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ছিল?    👉 বাংলা থেকে সিন্ধু পর্যন্ত বিস্তৃত ছিল
54. আকবর তাজমহল কোথায় স্থাপন করেন?    👉 ফতেপুর সিক্রি স্থাপন করেন
55. কোন যুদ্ধের ফলে ভারতে সমসাময়িক মুঘল শাসনের ছেদ পড়ে ?    👉 বিল্য গ্রামের যুদ্ধের ফলে
56. কে বাবরের স্বেচ্ছামৃত্যুর কথা বর্ণনা করেছেন?    👉 আবুল ফজল
57. বাবর তার আত্মজীবনী কোন ভাষায় রচনা করেন?    👉 তুর্কি ভাষায়
58. তুজুক ই বাবরি আত্মজীবনী কে লেখেন?    👉 বাবর
59. ভারতের কোন যুদ্ধে প্রথম গোলাবারুদ ব্যবহার করা হয়?    👉 পানিপথের প্রথম যুদ্ধ
60. রামানন্দের শিষ্য নাম কি?    👉 কবীর
61. কে আদিনা মসজিদ তৈরি করেন        ?    👉 সিকান্দার শাহ
62. হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?    👉 আমির খসরু কে
63 . বিজয়নগর কে পৃথিবীর শ্রেষ্ঠ নগর বলে বর্ণনা করেছেন?    👉 আব্দুর রাজ্জাক
64. কোন সুলতানের সময় তৈমুর লং ভারত আক্রমণ করেন?    👉 নাসির উদ্দিন মাহমুদ শাহ এর সময়
65. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত?    👉 হুসেন শাহের এর সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত
66. কে সুলতানি যুগের আকবর ছিলেন?    👉 ফিরোজ শাহ তুঘলক সুলতানি যুগের আকবর ছিলেন
67. কাকে বাংলার আকবর বলে অভিহিত করা হয়?    
👉 আলাউদ্দিন হোসেন শাহ কে বাংলার আকবর বলে অভিহিত করা হয়
68. বঙ্গদেশের কোন কবি তাঁর প্রতিভার জন্য গুনরাজ খান উপাধি পান?    👉 বঙ্গদেশের কবি মালাধর বসু তাঁর প্রতিভার জন্য গুনরাজ খান উপাধি পান
69. সুলতান মাহমুদ কত সালে প্রথম ভারত আক্রমণ করেন?    👉 সুলতান মামুন 1000 খ্রিস্টাব্দে প্রথম ভারত আক্রমণ করেন
70. কে মুহাম্মদ বিন তুঘলক কে রক্তপিপাসু বড় নিষ্ঠুর বলে অভিহিত করেছেন?    👉 গিয়াস উদ্দিন মুহাম্মদ বিন তুঘলক কে রক্তপিপাসু ও নিষ্ঠুর বলে অভিহিত করেছেন
71. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?    👉 মালিক কাফুর আলাউদ্দিন খলজির এর বিশ্বস্ত সেনাপতি ছিলেন
72. ইলতুৎমিসের রাজত্বকালে কোন মোগল  নেতা ভারত আক্রমণ করেন?    👉 ইলতুৎমিসের রাজত্বকালে মঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত আক্রমণ করেন
73. কোন সুলতান তামার নোট প্রচলন করেন?    👉 সুলতান মুহাম্মদ বিন তুঘলক তামার নোট প্রচলন করেন
74. ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন?    👉 ভারত অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জয়চাঁদ 
75. ভারতের প্রথম মুসলিম আক্রমণ কারী কারা?    👉 ভারতে প্রথম মুসলিম আক্রমণ কারী হলো আরবরা
76. সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করেন?    👉 সভ্যতার অগ্রগতিতে মানুষ সর্বপ্রথম তামার ব্যবহার  শুরু করেন
77. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি?    👉 ভারতের প্রাচীনতম সভ্যতার নাম হলো মেহেরগড় সভ্যতা
78. মেহেরগড় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?    👉 মেহেরগড় সভ্যতা বোলান নদীর তীরে অবস্থিত।
79. হরপ্পা শহরের ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন?    👉 হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন দয়ারাম সাহানি
80. কোন পশুর সাথে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল?    👉 যে সমস্ত পশুর সাথে সিন্ধু সভ্যতার মানুষের পরিচয় ছিল সেই সমস্ত কয়েকটি পশু হলো গরু, কুকুর ,হরিণ , ঘোড়া ,বাঁদর ইত্যাদি.
81. বেদ কে কেন্দ্র করে যে ধর্মগ্রন্থ গুলি রচিত তাকে কি বলে?    👉 বেদ কে কেন্দ্র করে যে ধর্মগ্রন্থ গুলি রচিত তাকে ধর্ম সূত্র বা সূত্র বলে
82. ঋকবেদের যুগের অপর নাম কি ছিল?    👉 ঋকবেদের যুগের অপর নাম ছিল গাভীস্টি।
83. মহাবীরের ধর্মনীতি গুলি কি নামে পরিচিত ছিল?    👉 মহাবীরের ধর্ম নীতিগুলি আগম নামে পরিচিত ছিল
84. জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?    👉 জৈনদের একটি প্রধান ধর্মগ্রন্থের নাম হলো দ্বাদশ অঙ্গা
85. সভা-সমিতি  দুটি কোন যুগের সঙ্গে সম্পর্কযুক্ত?    👉 সভা ও সমিতি এ দুটি বৈদিক যুগের সঙ্গে সম্পর্কযুক্ত
86. বৌদ্ধদের উপাসনা স্থানকে কি বলে?    👉 বৌদ্ধদের উপাসনা স্থানকে বিহার বা মঠ বলে
87. প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?    👉 প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে
88. ভারতবর্ষে মোট বৌদ্ধ সংগীত কয়টি?    👉 ভারতবর্ষে মোট বৌদ্ধ সংগীত চারটি
89. মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?    👉 মহাবীর গোসালের কাছের অন্য ধর্ম গ্রহণ করেন
90. পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন?    👉 পাটলিপুত্র নগরী স্থাপন করেন উদয়ী
91. হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি তে কার কথা উল্লেখ করা হয়েছে?    👉 হরি সেন রচিত এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের কথা উল্লেখ করা হয়েছে
92. অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত?    👉 অশোকের শিলালিপি খরোষ্ঠী ভাষায় রচিত ভাষায় রচিত
93. তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কযুক্ত?    👉 তাম্রলিপি হর্ষবর্ধন এর সঙ্গে সম্পর্কযুক্ত
94. ইবন বতুতা কার সময় ভারতে আসেন?    👉 ইবন বতুতা মহম্মদ বিন তুঘলক এর সময় ভারতে আসেন
95. ঝিলাম নদী কে কারা হিদাসপিস নাম দিয়েছিল?    👉 গ্রীকরা নদীকে হিদাসপিসের নাম দিয়েছিল
96. আলেকজান্ডার ও পুরুর মধ্যে কোন যুদ্ধ হয়েছিল?    👉 আলেকজান্ডার ও পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল
97. কত সালে আলেকজান্ডারের মৃত্যু হয়?    👉 330 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু
98. কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন?    👉 সোমনাথ মন্দির লুণ্ঠন করেন সুলতান মামুদ
99. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত?    👉 সাঁচি স্তুপ ভোপাল এ অবস্থিত
100. পৃথিবীর অষ্টম আশ্চর্য কি?    👉 পৃথিবীর অষ্টম আশ্চর্য বরবুদুরের স্তুপ
101. সাঁচি স্তুপ কোন যুগে নির্মিত হয়?    👉 সাঁচি স্তুপ নির্মিত হয় মৌর্য যুগের
102. বরবুদুরের স্তুপ কোন দেশে অবস্থিত?    👉 পৃথিবীর অষ্টম আশ্চর্য বরবুদুরের স্তুপ কোরিয়াতে অবস্থিত
103. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন?    👉 কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন
104. কাকে দ্বিতীয় অশোক বলা হয়?    👉 দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ক কে
105. অশোক কলিঙ্গ আক্রমণ করেন কোন সালে?    👉 অশোক কলিঙ্গ আক্রমণ করে 261 খ্রীষ্টপূর্বাব্দে
106. কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে?    👉 কুষাণ যুগে গান্ধার শিল্পরীতি বিকাশ ঘটে
107. কাকে ভারতের এটিলা বলা হয়?    👉 ভারতের এটিলা বলা হয় মিহিরকুল কে
108. কত সালে শকাব্দ প্রচলিত হয়?    👉 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয়
109. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন?    👉 হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি
110. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়?    👉 কালাশোক বা কাকবর্ণ এর আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়
111. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন?    👉 প্রথম কৃষ্ণ কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন
112. কোন মন্দিরের নটরাজ মূর্তি  জগদ্বিখ্যাত?    👉 তাঞ্জোরন মন্দিরের নটরাজ মূর্তি জগদ্বিখ্যাত
113. কোন ভাস্কর্য সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল?    👉 গান্ধার ভাস্কর্য সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল
114. বিক্রমশীলা মহাবিহার বিশ্ববিদ্যালয় কার নির্দেশে নির্মিত হয়েছিল
?    👉 বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় ধর্মপাল এর নির্দেশ নির্মিত হয়েছিল
115. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন?    👉 গৌড় বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন শশাঙ্ক
116. আল বিরুনী কার সঙ্গে ভারতে আসেন?    👉 অলবিরুনি সুলতান মামুদ সঙ্গে ভারতে আসেন
117. খাজুরাহো মন্দির গুলি কোন রাজার কীর্তি?    👉 খাজুরাহো মন্দির গুলি থাম্বেল রাজাদের কীর্তি
118. কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়?    👉 সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলা হয়
119. ময়ূর চিহ্ন যুক্ত রুপোর মুদ্রা কে প্রচলন করেন?    👉 ময়ূর চিহ্ন যুক্ত রৌপ্য মুদ্রা রচনা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত
120.সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন?    👉 সম্রাট অশোক সারনাথ স্তম্ভ নির্মাণ করেন
121. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?    👉 শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন
122. কে শশাঙ্ককে গৌড় ভুজঙ্গ বলে অভিহিত করেন?    👉 শশাঙ্ক কে গৌড় ভুজঙ্গ বলে অভিহিত করেছিলেন বানভট্ট
123. শিলাদিত্য কার উপাধি ছিল?    👉 শিলাদিত্য উপাধি হর্ষবর্ধনের ছিল
124. পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন?    👉 প্রাচীন যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন চক্রপাণিদত্ত
125. ভারতের প্রাচীনতম পান্ডুলিপি সমগ্র কোথায় আবিষ্কৃত হয়েছে?    👉 ভারতের প্রাচীনতম পান্ডুলিপি সমূহ আবিষ্কৃত হয়েছে মধ্য এশিয়ায়
126. জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের?    👉 জ্যোতির্বিজ্ঞানী আর্য ভট্ট গুপ্ত যুগের লোক
127. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?    👉 কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন
128. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত?    👉 দিলওয়ারা মন্দির অবস্থিত রাজস্থানের আবুপাহাড়
129. কৈলাস মন্দির এলিফ্যান্টা গুহা কোন রাজাদের?    👉 কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহা চালুক্য রাজাদের
130. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন?    👉 তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিবমন্দির নির্মাণ করেন রাজরাজ চোল
131. বুদ্ধদেবের দেহবাশেষ যেখানে সংরক্ষিত রয়েছে তার নাম কি?    👉 বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত রয়েছে তার নাম স্তুপ
132. বিম্বিসারের দুই পুত্রের নাম কি?    👉 বিম্বিসারের দুই পুত্রের নাম হল হল্ল এবং বেহল্ল।
133. প্রয়োগে পাঁচ বছর অন্তর অন্তর যে মেলা হয় তার নাম কি?    👉  প্রয়োগে পাঁচ বছর অন্তর হয় জেমেলা হয় তার নাম মহামিলন ক্ষেত্র
134. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন?    👉 বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন গোপাল
135. কোথাকার মন্দিরের চূড়ায় কলস স্থাপন করা আছে ?    👉 উড়িষ্যার মন্দিরের চূড়ায় কলস স্থাপন করা আছে
136. কে লাখবক্স নামে পরিচিত ছিলেন?    👉 কুতুবউদ্দিন আইবক লাক বক্স নামে পরিচিত ছিলেন
137. কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন?    👉 সোমনাথ মন্দির লুণ্ঠন করেন সুলতান মামুদ
138. ভারতের প্রাচীনতম লিপি কোনটি
?    👉 ভারতের প্রাচীনতম লিপি হল ব্রাহ্মী লিপি
139. ব্রাহ্মী লিপি কোন যুগের?    👉 ব্রাহ্মী লিপি গুপ্ত রাজাদের আমলে
140. ব্রাহ্মী লিপি কে সারা ভারতে কে ছড়িয়ে দেন?    👉 ব্রাহ্মী  লিপিকে সারা ভারতে ছড়িয়ে দেন সম্রাট অশোক
141 . খরোষ্ঠী লিপি কোন দুই লিপির সংমিশ্রণে তৈরি?    👉 খরোষ্ঠী লিপি যে দুই লিপির সংমিশ্রণে তৈরি তা হল আরামীয় /আমায়কও ব্রাহ্মী লিপি
142. বিম্বিসারের আমলে মগধের রাজধানী কোথায় ছিল?    👉 বিম্বিসারের আমলে মগধের রাজধানী ছিল রাজগৃহ
143. মনুসংহিতায় তাম্রমুদ্রা কে কি বলা হত?    👉 মনুসংহিতায় তামল মুদ্রাকে কারযাপন বলা হত
144. কোন বাঙালি সবথেকে বেশি সংখ্যক লেখ মালার পাঠোদ্ধার করেন?    👉 দীনেশচন্দ্র
145. ভারতের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার কে করেন?    👉 ভারতের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস পিসেন্প (1837)
146. কার আমলে প্রথম মগধের রাজধানী পাটালিপুত্র?    👉 অজাতশত্রুর পুত্র উদয় এর আমলে প্রথম মগধের রাজধানী পাটলিপুত্র হয়
147. একরাট ও সর্বক্ষএন্তক  নামে কে পরিচিত ছিলেন?    👉 মহাপদ্ম নন্দ
148. বেদের কোন ভাগে তন্ত্র মন্ত্র সম্পর্কে উল্লেখ আছে?    👉 বেদের অর্থববেদ এই ভাগের তন্ত্র মন্ত্র সম্পর্কে উল্লেখ আছে
149. বিম্বিসার এর উপাধি কি ছিল?    👉 বিম্বিসার এর উপাধি ছিল শ্রেনিক
150. বিম্বিসারের সময় তক্ষশীলা রাজা কে ছিলেন?    👉 বিম্বিসারের সময় তক্ষশীলার রাজা ছিলেন পুষ্কুমতী।




Related search:- 

চাকরির পরীক্ষার প্রশ্ন
সরকারি চাকরির প্রস্তুতি বই
সরকারি চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি
চাকরির পরীক্ষা ২০২০চাকরির পরীক্ষার সিলেবাস
সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস
সরকারি চাকরির পরীক্ষা পদ্ধতি
চাকরির প্রস্তুতি কিভাবে নিব
চাকরির পড়াশোনা
সরকারি চাকরির জন্য পড়াশোনা
চাকরীর প্রস্তুতি
চাকরির পরীক্ষা কবে হবে
চাকরির পরীক্ষার প্রস্তুতি 
জেনারেল নলেজ
 জিকে প্রশ্নউত্তর (General Knowledge GK MCQ ...
general knowledge
সাধারণ জ্ঞান
mcq নিয়োগ পরীক্ষারপরীক্ষার প্রশ্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার চাকরির বই pdfজেনারেল নলেজ knowledge gk অফিস সহকারী প্রস্তুতি নেওয়ারউত্তর group d অফিস সহায়ক প্রিলিমিনারি


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla