Class 8 history 3rd unit test suggestion |
- Class 8 History 3rd Unit Test Suggestion (WBBSE)
✅ ⭐⭐⭐⭐⭐
প্রশ্ন মান ২
(৫-স্টার) অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন) —
⭐⭐⭐⭐⭐ সভাসমিতির যুগ কাকে বলে?
⭐⭐⭐⭐⭐ হিউম–ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী?
⭐⭐⭐⭐⭐ স্বরাজ্যপন্থী কাদের বলা হত / কেন বলা হত?
⭐⭐⭐⭐⭐ পাকিস্তান প্রস্তাব কী?
⭐⭐⭐⭐⭐ ভারতের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ বলতে কী বোঝানো হয়েছে / ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন?
⭐⭐⭐⭐⭐ জাতীয় কংগ্রেসকে ‘তিন দিনের তামাশা’ বলা হয় কেন?
⭐⭐⭐⭐⭐ আইন করে সতীদাহ প্রথা কে ও কবে বন্ধ করেন?
⭐⭐⭐⭐⭐ গান্ধিজি কোথায় ও কবে লবণ আইন ভঙ্গ করেন?
⭐⭐⭐⭐⭐ আজাদ হিন্দ সরকারের হাতে তোজো কোন দ্বীপপুঞ্জ তুলে দেন?
⭐⭐⭐⭐⭐ ‘দ্বি-জাতি তত্ত্ব’ বলতে কী বোঝায়?
⭐⭐⭐ (গুরুত্বপূর্ণ প্রশ্ন)
(সবগুলো প্রশ্ন রাখা হয়েছে—একটিও বাদ নয়)
⭐⭐⭐ এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
⭐⭐⭐ কমিটি অব রেভিনিউ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
⭐⭐⭐ মাদ্রাজে বীরেশলিঙ্গম পাণ্ডুলু কীভাবে সমাজসংস্কার করেন?
⭐⭐⭐ তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন?
⭐⭐⭐ খুদা-ই-খিদমতগার কাদের বলা হত?
⭐⭐⭐ পাকিস্তান প্রস্তাব কী? (যদিও আগেও আছে, কিন্তু অন্য সেটে আলাদা)
⭐⭐⭐ কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল?
⭐⭐⭐ সংবিধান কাকে বলে?
⭐⭐⭐ ভারতের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কী?
⭐⭐⭐ এশিয়াটিক সোসাইটি কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?
⭐⭐⭐ হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হন?
⭐⭐⭐ হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল?
⭐⭐⭐ মুন্ডা বিদ্রোহের কারণ কী?
⭐⭐⭐ লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন কী?
⭐⭐⭐ অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন দুই নরমপন্থীর নাম লেখো।
⭐⭐⭐ সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হন?
⭐⭐⭐ অল ইন্ডিয়া মুসলিম লিগের লক্ষ্য কী ছিল?
⭐⭐⭐ বাংলা ও পাঞ্জাবের কোন পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে সমর্থন করেনি?
⭐⭐⭐ তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কী ছিল?
⭐⭐⭐ পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়?
⭐⭐⭐ কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি গঠিত হয়?
⭐⭐⭐ নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন প্রথার বিরুদ্ধে ছিলেন?
⭐⭐⭐ ১৯০৭ খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব কী?
⭐⭐⭐ তদ্বীপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত?
⭐⭐⭐ ‘পাকিস্তান প্রস্তাব’ (দ্বিতীয়বার – আলাদা সেট)
⭐⭐⭐ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী?
⭐⭐⭐ ফরাজি আন্দোলন কে কোথায় গড়ে তোলেন?
⭐⭐⭐ কাকে কেন ‘সীমান্ত গান্ধি’ বলা হয়?
⭐⭐⭐ সংবিধানের ৪২তম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ হয়?
⭐⭐⭐ কত সালে কোন জাহাজে ধর্মঘটের মাধ্যমে নৌ বিদ্রোহ হয়?
⭐⭐⭐ লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করার উদ্দেশ্য কী?
⭐⭐⭐ লর্ড ম্যাকলের শিক্ষা বিষয়ক প্রতিবেদন কী?
⭐⭐⭐ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়?
⭐⭐⭐ কোন ঘটনাকে কেন্দ্র করে ১৮৫৭ সালের বিদ্রোহ শুরু হয়?
⭐⭐⭐ গান্ধিযুগ বলতে কী বোঝায়?
⭐⭐⭐ সভাসমিতির যুগ—(এটিও পুনরাবৃত্ত, তবে আলাদা অংশে)
⭐⭐⭐ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মূল কথা কী?
⭐⭐⭐ কোন দুটি পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে গুরুত্ব দেয়নি?
⭐⭐⭐ ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কীভাবে বর্ণনা করা হয়েছে?
⭐⭐⭐ জেলা পরিষদের প্রার্থী হওয়ার যোগ্যতা কী?
প্রশ্নমান ৩ ও ৫ 👇
🌟🌟🌟🌟🌟 ফাইভ স্টার প্রশ্নাবলী (সর্বাধিক গুরুত্বপূর্ণ)
* বিদ্যাসাগরের অবদান (নারীশিক্ষা): বিদ্যাসাগর কীভাবে নারীশিক্ষার বিস্তার ঘটান / বাংলায় শিক্ষাসংস্কারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।
* সাঁওতাল বিদ্রোহ: সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও / সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল / সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল?
* আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসু: আজাদ হিন্দ ফৌজের গঠন এবং কার্যকলাপ / ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর ভূমিকা / আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কী ছিল?
* নৌ-বিদ্রোহ: নৌ-বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো / টীকা লেখো: ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌ-বিদ্রোহ।
* আলগড় আন্দোলন: আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো / স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল / আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
* পাকিস্তান প্রস্তাব: 'পাকিস্তান প্রস্তাব' সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো / মুসলিম লিগের পাকিস্তান প্রস্তাব কী?
* চরমপন্থী রাজনীতির উত্থান: চরমপন্থী রাজনীতির উদ্ভবের তিনটি কারণ লেখো / চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কী ছিল?
* অহিংসা সত্যাগ্রহ / গান্ধিজির আদর্শ: গাদিজির 'অহিংসা সত্যগ্রহ' আদর্শ বলতে কী বোঝায় / গান্ধিজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল?
* অসহযোগ আন্দোলন: অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো / কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন?
* স্বদেশি ও বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন: স্বদেশি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও / বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল / বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহনের চরিত্র বিশ্লেষণ করো।
* আইন অমান্য আন্দোলন: ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধিজি পরিচালিত আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো / আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল?
* ইলবার্ট বিল বিতর্ক: ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো / ইলবার্ট বিল বিতর্ক কী?
* ১৮৫৭-র বিদ্রোহের প্রকৃতি: তুমি কি মনে করো ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহি বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও / ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে কৃষক ও জমিদাররা কেন অংশগ্রহণ করেছিল? মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
* ভারত ছাড়ো আন্দোলন: ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও / ভারত ছাড়ো আন্দোলন গান্ধিবাদী পথে হয়নি যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো।
* সংবিধানের প্রস্তাবনা: ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো / টীকা লেখো: ভারতীয় সংবিধানের প্রস্তাবনা।
🌟🌟🌟 থ্রি স্টার প্রশ্নাবলী (গুরুত্বপূর্ণ প্রশ্ন)
* বাংলায় কৃষকসমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল?
* রাওলাট আইন কী?
* ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করো।
* ভারতীয় সংবিধানে বর্ণিত আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্ণনা করো।
* রাজলা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে কী ধরনের সংস্কার করেছিলেন।
* নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ করো।
* লর্ড কার্জনের বঙ্গাভঙ্গের উদ্দেশ্য কী ছিল।
* ভারতের সাংবিধানে 'ধর্মনিরপেক্ষ' কথাটির অর্থের ব্যাখ্যা করো।
* ভারতের সংবিধানে 'সার্বভৌম' কথাটির অর্থের ব্যাখা করো।
* ভারতের সংবিধানে 'গণতান্ত্রিক' শব্দটির তাৎপর্য কী।
* সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বি-জাতি তত্ত্বের ভূমিকা কতখানি।
* বয়কট আন্দোলনের মূল বক্তব্য কী?
* কাকে, কেন সীমান্ত গান্ধি বলা হত।
* ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল। ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো।
* ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কী ছিল?
* ১৯৩০ খ্রিস্টাব্দ ভারতের হিন্দু-মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন।
* সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলি কী কী?
* 'হিউম-ডাফরিন যড়যন্ত্র তত্ত্ব' বলতে কী বোঝো?
* বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল। কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে মনে হয়?
* মাদ্রাজের সমাজসংস্কার আন্দোলনে বীরেশলিঙ্গম পাণ্ডুলুর ভূমিকা আলোচনা করো।
* জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো।
* সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিনয়-বাদল-দীনেশ-এর ভূমিকা আলোচনা করো।
* মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী ভূমিকার বিবরণ দাও।
* ভারতীয় মুসলমানরা খিলাফৎ আন্দোলন শুরু করেছিল কেন / খিলাফৎ আন্দোলনে মহাত্মা গান্ধির ভূমিকা বিশ্লেষণ করো।
* ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি লেখো।
* চিপকো আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল?
* কোন্ বড়োলাটের আমলে, কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা নিষিদ্ধ হয়েছিল? বাংলার সমাজসংস্কার আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো।
* মহাত্মা গান্ধির নেতৃত্বে সংঘটিত তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
* সাইমন কমিশন-বিরোধী আন্দোলন কীভাবে সংগঠিত হয়েছিল?
* তোমার কি মনে হয় ভারতভাগ সত্যিই অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও।
* টীকা লেখো: সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা।
* ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবন্ধ ছিল- যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো।
* উপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে একটি কথোপকথন লেখো।
অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট সাজেশন
Class 8 History 3rd Unit Test Suggestion (WBBSE)
তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস অষ্টম শ্রেণী সাজেশন
ক্লাস 8 ইতিহাস ফাইনাল সাজেশন (WBBSE Syllabus)
Class 8 History 3rd Summative Assessment Suggestion
অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন
ইতিহাস ফাইনাল পরীক্ষা সাজেশন
Class 8 History Suggestion 2025
ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্ন
Class 8 History Important Questions
বিদ্যাসাগরের অবদান
Vidyasagar's Contribution
১৮৫৭ সালের বিদ্রোহ কারণ ও ফলাফল
1857 Revolt Causes and Results
সাঁওতাল বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ
Santhal and Munda Rebellion
নরমপন্থী ও চরমপন্থীদের পার্থক্য
Moderates and Extremists Difference
স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ
Swadeshi Movement and Partition of Bengal
মহাত্মা গান্ধীর ভূমিকা
Mahatma Gandhi's Role in Indian Freedom Movement
আইন অমান্য আন্দোলন ও অসহযোগ
Civil Disobedience and Non-Cooperation Movement
আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বসু
Azad Hind Fauj Subhash Chandra Bose
ইলবার্ট বিল টীকা
Ilbert Bill Controversy Note
class 8 history 3rd unit test question paper
class 8 history final exam preparation
অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন
WBBSE Class 8 History suggestion 2023-2024
ইতিহাস সাজেশন ক্লাস 8 পশ্চিমবঙ্গ বোর্ড
Top history questions class 8 final exam

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆