ACS BANGLA | এ সি এস বাংলা Class 8 History 3rd Unit Test Suggestion (WBBSE)

Class 8 History 3rd Unit Test Suggestion (WBBSE)

0

Class 8 history 3rd unit test suggestion |

  • Class 8 History 3rd Unit Test Suggestion (WBBSE)

 ⭐⭐⭐⭐⭐

প্রশ্ন মান ২ 

 (৫-স্টার) অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন) — 

⭐⭐⭐⭐⭐ সভাসমিতির যুগ কাকে বলে?

⭐⭐⭐⭐⭐ হিউম–ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কী?

⭐⭐⭐⭐⭐ স্বরাজ্যপন্থী কাদের বলা হত / কেন বলা হত?

⭐⭐⭐⭐⭐ পাকিস্তান প্রস্তাব কী?

⭐⭐⭐⭐⭐ ভারতের সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ বলতে কী বোঝানো হয়েছে / ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কেন?

⭐⭐⭐⭐⭐ জাতীয় কংগ্রেসকে ‘তিন দিনের তামাশা’ বলা হয় কেন?

⭐⭐⭐⭐⭐ আইন করে সতীদাহ প্রথা কে ও কবে বন্ধ করেন?

⭐⭐⭐⭐⭐ গান্ধিজি কোথায় ও কবে লবণ আইন ভঙ্গ করেন?

⭐⭐⭐⭐⭐ আজাদ হিন্দ সরকারের হাতে তোজো কোন দ্বীপপুঞ্জ তুলে দেন?

⭐⭐⭐⭐⭐ ‘দ্বি-জাতি তত্ত্ব’ বলতে কী বোঝায়?


 ⭐⭐⭐ (গুরুত্বপূর্ণ প্রশ্ন)

(সবগুলো প্রশ্ন রাখা হয়েছে—একটিও বাদ নয়)

⭐⭐⭐ এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?

⭐⭐⭐ কমিটি অব রেভিনিউ কেন প্রতিষ্ঠিত হয়েছিল?

⭐⭐⭐ মাদ্রাজে বীরেশলিঙ্গম পাণ্ডুলু কীভাবে সমাজসংস্কার করেন?

⭐⭐⭐ তিতুমির কীভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত করেন?

⭐⭐⭐ খুদা-ই-খিদমতগার কাদের বলা হত?

⭐⭐⭐ পাকিস্তান প্রস্তাব কী? (যদিও আগেও আছে, কিন্তু অন্য সেটে আলাদা)

⭐⭐⭐ কৃষক প্রজা পার্টির মূল বক্তব্য কী ছিল?

⭐⭐⭐ সংবিধান কাকে বলে?

⭐⭐⭐ ভারতের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কী?

⭐⭐⭐ এশিয়াটিক সোসাইটি কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল?

⭐⭐⭐ হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কারা উদ্যোগী হন?

⭐⭐⭐ হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল?

⭐⭐⭐ মুন্ডা বিদ্রোহের কারণ কী?

⭐⭐⭐ লর্ড লিটনের দেশীয় মুদ্রণ আইন কী?

⭐⭐⭐ অর্থনৈতিক জাতীয়তাবাদ নিয়ে আলোচনা করেছেন এমন দুই নরমপন্থীর নাম লেখো।

⭐⭐⭐ সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি হন?

⭐⭐⭐ অল ইন্ডিয়া মুসলিম লিগের লক্ষ্য কী ছিল?

⭐⭐⭐ বাংলা ও পাঞ্জাবের কোন পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে সমর্থন করেনি?

⭐⭐⭐ তেলেঙ্গানা সংগ্রামের সাফল্য কী ছিল?

⭐⭐⭐ পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়?

⭐⭐⭐ কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি গঠিত হয়?

⭐⭐⭐ নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন প্রথার বিরুদ্ধে ছিলেন?

⭐⭐⭐ ১৯০৭ খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব কী?

⭐⭐⭐ তদ্বীপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত?

⭐⭐⭐ ‘পাকিস্তান প্রস্তাব’ (দ্বিতীয়বার – আলাদা সেট)

⭐⭐⭐ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কী?

⭐⭐⭐ ফরাজি আন্দোলন কে কোথায় গড়ে তোলেন?

⭐⭐⭐ কাকে কেন ‘সীমান্ত গান্ধি’ বলা হয়?

⭐⭐⭐ সংবিধানের ৪২তম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ হয়?

⭐⭐⭐ কত সালে কোন জাহাজে ধর্মঘটের মাধ্যমে নৌ বিদ্রোহ হয়?

⭐⭐⭐ লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করার উদ্দেশ্য কী?

⭐⭐⭐ লর্ড ম্যাকলের শিক্ষা বিষয়ক প্রতিবেদন কী?

⭐⭐⭐ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে জারি হয়?

⭐⭐⭐ কোন ঘটনাকে কেন্দ্র করে ১৮৫৭ সালের বিদ্রোহ শুরু হয়?

⭐⭐⭐ গান্ধিযুগ বলতে কী বোঝায়?

⭐⭐⭐ সভাসমিতির যুগ—(এটিও পুনরাবৃত্ত, তবে আলাদা অংশে)

⭐⭐⭐ সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মূল কথা কী?

⭐⭐⭐ কোন দুটি পার্টি আলাদা রাষ্ট্রের দাবিকে গুরুত্ব দেয়নি?

⭐⭐⭐ ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কীভাবে বর্ণনা করা হয়েছে?

⭐⭐⭐ জেলা পরিষদের প্রার্থী হওয়ার যোগ্যতা কী?

প্রশ্নমান ৩ ও ৫ 👇

🌟🌟🌟🌟🌟 ফাইভ স্টার প্রশ্নাবলী (সর্বাধিক গুরুত্বপূর্ণ)

 * বিদ্যাসাগরের অবদান (নারীশিক্ষা): বিদ্যাসাগর কীভাবে নারীশিক্ষার বিস্তার ঘটান / বাংলায় শিক্ষাসংস্কারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো।

 * সাঁওতাল বিদ্রোহ: সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও / সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল / সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল?

 * আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসু: আজাদ হিন্দ ফৌজের গঠন এবং কার্যকলাপ / ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর ভূমিকা / আজাদ হিন্দ বাহিনীর ব্যর্থতার কারণ কী ছিল?

 * নৌ-বিদ্রোহ: নৌ-বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো / টীকা লেখো: ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌ-বিদ্রোহ।

 * আলগড় আন্দোলন: আলিগড় আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো / স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল / আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?

 * পাকিস্তান প্রস্তাব: 'পাকিস্তান প্রস্তাব' সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো / মুসলিম লিগের পাকিস্তান প্রস্তাব কী?

 * চরমপন্থী রাজনীতির উত্থান: চরমপন্থী রাজনীতির উদ্ভবের তিনটি কারণ লেখো / চরমপন্থী রাজনীতির উত্থানের মূল কারণগুলি কী ছিল?

 * অহিংসা সত্যাগ্রহ / গান্ধিজির আদর্শ: গাদিজির 'অহিংসা সত্যগ্রহ' আদর্শ বলতে কী বোঝায় / গান্ধিজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল?

 * অসহযোগ আন্দোলন: অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো / কোন্ ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন?

 * স্বদেশি ও বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন: স্বদেশি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও / বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশি আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল / বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জনগণের অংশগ্রহনের চরিত্র বিশ্লেষণ করো।

 * আইন অমান্য আন্দোলন: ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধিজি পরিচালিত আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো / আইন অমান্য আন্দোলনে জনগণের অংশগ্রহণের চরিত্র কেমন ছিল?

 * ইলবার্ট বিল বিতর্ক: ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো / ইলবার্ট বিল বিতর্ক কী?

 * ১৮৫৭-র বিদ্রোহের প্রকৃতি: তুমি কি মনে করো ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাহি বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও / ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে কৃষক ও জমিদাররা কেন অংশগ্রহণ করেছিল? মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

 * ভারত ছাড়ো আন্দোলন: ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও / ভারত ছাড়ো আন্দোলন গান্ধিবাদী পথে হয়নি যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো।

 * সংবিধানের প্রস্তাবনা: ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো / টীকা লেখো: ভারতীয় সংবিধানের প্রস্তাবনা।

🌟🌟🌟 থ্রি স্টার প্রশ্নাবলী (গুরুত্বপূর্ণ প্রশ্ন)

 * বাংলায় কৃষকসমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল?

 * রাওলাট আইন কী?

 * ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করো।

 * ভারতীয় সংবিধানে বর্ণিত আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্ণনা করো।

 * রাজলা রামমোহন রায় সমাজ ও ধর্মীয় ক্ষেত্রে কী ধরনের সংস্কার করেছিলেন।

 * নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে পাঁচটি পার্থক্য উল্লেখ করো।

 * লর্ড কার্জনের বঙ্গাভঙ্গের উদ্দেশ্য কী ছিল।

 * ভারতের সাংবিধানে 'ধর্মনিরপেক্ষ' কথাটির অর্থের ব্যাখ্যা করো।

 * ভারতের সংবিধানে 'সার্বভৌম' কথাটির অর্থের ব্যাখা করো।

 * ভারতের সংবিধানে 'গণতান্ত্রিক' শব্দটির তাৎপর্য কী।

 * সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বি-জাতি তত্ত্বের ভূমিকা কতখানি।

 * বয়কট আন্দোলনের মূল বক্তব্য কী?

 * কাকে, কেন সীমান্ত গান্ধি বলা হত।

 * ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল। ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো।

 * ভারতে সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কী ছিল?

 * ১৯৩০ খ্রিস্টাব্দ ভারতের হিন্দু-মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন।

 * সরকার নির্দিষ্ট অনগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলি কী কী?

 * 'হিউম-ডাফরিন যড়যন্ত্র তত্ত্ব' বলতে কী বোঝো?

 * বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কীভাবে তৈরি হয়েছিল। কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে মনে হয়?

 * মাদ্রাজের সমাজসংস্কার আন্দোলনে বীরেশলিঙ্গম পাণ্ডুলুর ভূমিকা আলোচনা করো।

 * জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো।

 * সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিনয়-বাদল-দীনেশ-এর ভূমিকা আলোচনা করো।

 * মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী ভূমিকার বিবরণ দাও।

 * ভারতীয় মুসলমানরা খিলাফৎ আন্দোলন শুরু করেছিল কেন / খিলাফৎ আন্দোলনে মহাত্মা গান্ধির ভূমিকা বিশ্লেষণ করো।

 * ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারগুলি লেখো।

 * চিপকো আন্দোলনের মূল দাবিগুলি কী ছিল?

 * কোন্ বড়োলাটের আমলে, কত খ্রিস্টাব্দে সতীদাহপ্রথা নিষিদ্ধ হয়েছিল? বাংলার সমাজসংস্কার আন্দোলনে ডিরোজিওর অবদান আলোচনা করো।

 * মহাত্মা গান্ধির নেতৃত্বে সংঘটিত তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

 * সাইমন কমিশন-বিরোধী আন্দোলন কীভাবে সংগঠিত হয়েছিল?

 * তোমার কি মনে হয় ভারতভাগ সত্যিই অপরিহার্য ছিল? তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দাও।

 * টীকা লেখো: সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা।

 * ঊনবিংশ শতকের সামাজিক সংস্কারগুলি উচ্চবর্গের মধ্যে সীমাবন্ধ ছিল- যুক্তিসহ মন্তব্যটি বিশ্লেষণ করো।

 * উপনিবেশিক শাসনের প্রভাব বিষয়ে বিরসা মুন্ডা ও নানা সাহেবের মধ্যে একটি কথোপকথন লেখো।


অনেকেই সার্চ করছেন: 

অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট সাজেশন 

Class 8 History 3rd Unit Test Suggestion (WBBSE)

তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস অষ্টম শ্রেণী সাজেশন

ক্লাস 8 ইতিহাস ফাইনাল সাজেশন (WBBSE Syllabus)

Class 8 History 3rd Summative Assessment Suggestion

অষ্টম শ্রেণীর ইতিহাস সাজেশন

ইতিহাস ফাইনাল পরীক্ষা সাজেশন

Class 8 History Suggestion 2025

ইতিহাস তৃতীয় ইউনিট টেস্ট প্রশ্ন

Class 8 History Important Questions

বিদ্যাসাগরের অবদান

Vidyasagar's Contribution

১৮৫৭ সালের বিদ্রোহ কারণ ও ফলাফল

1857 Revolt Causes and Results

সাঁওতাল বিদ্রোহ ও মুন্ডা বিদ্রোহ

Santhal and Munda Rebellion

নরমপন্থী ও চরমপন্থীদের পার্থক্য

Moderates and Extremists Difference

স্বদেশী আন্দোলন ও বঙ্গভঙ্গ

Swadeshi Movement and Partition of Bengal

মহাত্মা গান্ধীর ভূমিকা

Mahatma Gandhi's Role in Indian Freedom Movement

আইন অমান্য আন্দোলন ও অসহযোগ

Civil Disobedience and Non-Cooperation Movement

আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বসু

Azad Hind Fauj Subhash Chandra Bose

ইলবার্ট বিল টীকা

Ilbert Bill Controversy Note

class 8 history 3rd unit test question paper

class 8 history final exam preparation

অষ্টম শ্রেণী ইতিহাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্ন

WBBSE Class 8 History suggestion 2023-2024

ইতিহাস সাজেশন ক্লাস 8 পশ্চিমবঙ্গ বোর্ড

Top history questions class 8 final exam

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla

🔍 সাজেশন, প্রশ্ন বা নোট খুঁজতে এখানে সার্চ করুন:

👉 উদাহরণ: "Class 10 Geography Suggestion 2026", "Class 11 EVS Notes", "2025 Madhyamik Question Paper"