১। সঠিক উত্তরটি বেছে নেওয়ার জন্য প্রশ্নগুলো (যে-কোনো ছয়টি):
১.১ একটার নাম চাঁদিয়াল আর একটা — কোনটি?
(ক) পাতাঘুড়ি, (খ) পেটুক, (গ) পেটকাটা, (ঘ) প্যাটকাটা
১.২ 'একলা' কবিতার কবি কে?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) শঙ্খ ঘোষ, (গ) প্রেমেন্দ্র মিত্র, (ঘ) মহাশ্বেতা দেবী
১.৩ রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
(ক) ১৯১১, (খ) ১৯১৩, (গ) ১৯৩০, (ঘ) ১৯৩৫
১.৪ চট্টগ্রাম শহরটি বর্তমানে কোথায় অবস্থিত?
(ক) বাংলাদেশে, (খ) ভারতে, (গ) শ্রীলঙ্কায়, (ঘ) চিনে
১.৫ "আমি ফুটবল খেলি।" — এখানে 'আমি' কোন পুরুষ?
(ক) উত্তম পুরুষ, (খ) মধ্যম পুরুষ, (গ) প্রথম পুরুষ, (ঘ) অধম পুরুষ
১.৬ 'আমি যখন একলা থাকি' — এখানে রেখাঙ্কিত পদটি কোন ধরনের?
(ক) বিশেষ্য, (খ) সর্বনাম, (গ) বিশেষণ, (ঘ) ক্রিয়াপদ
১.৭ 'আবাহন' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) আহ্বান, (খ) বিসর্জন, (গ) বিদায়, (ঘ) তিরোধান
১.৮ "তুমি কি আমার কথা শুনতে চাও?" — এখানে 'চাও' কোন পুরুষ?
(ক) চাস, (খ) চাও, (গ) চাই, (ঘ) চান
১.৯ 'ঈষৎ' শব্দের উপযুক্ত বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) অধিক, (খ) অল্প, (গ) অনেক, (ঘ) সামান্য
২। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (যে-কোনো তেরোটি):
২.১ আমাদের দেশের নাম কী?
২.২ স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো।
২.৩ কোন মাসে তাল পাকে?
২.৪ 'তালনবমী' গল্পটি কার লেখা?
২.৫ উমাতারা হাইস্কুলের অঙ্কের শিক্ষকের নাম কী ছিল?
২.৬ কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?
২.৭ কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে কারা থাকে?
২.৮ ‘ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা?’ — কোন্ কবিতার অংশ এবং কবি কে?
২.৯ মাস্টারদার নেতৃত্বে কতদিনের জন্য চট্টগ্রামকে বিদেশি শাসন থেকে মুক্ত করা গিয়েছিল?
২.১০ জটি পিসিমার ভালো নামটি কী?
২.১১ বিপদ এলে কীভাবে রক্ষা পেতে হয় বলে ঘুড়িদুটি মনে করেছিল?
২.১২ ‘অষ্টপ্রহর’ শব্দের অর্থ কী?
২.১৩ ‘একলা’ কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
২.১৪ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন্ পতাকা উড়ত?
২.১৫ কোন্ ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না?
২.১৬ ‘তোমরা’, ‘আমরা’ — এখানে কী কী পুরুষ আছে?
২.১৭ ‘আয়’ শব্দটির বিপরীত শব্দ লেখো।
৩। এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো:
৩.১ র মাস্টাদা
৩.২ কং সাতিঘা
৩.৩ লিড়া কাবেঠ
৪। সংক্ষেপে উত্তর দাও:
৪.১ ‘একলা’ কবিতায় কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে কারা থাকে?
৪.২ ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত?
৪.৩ ‘কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ, তা-ই প্রকৃত সুখ’ — ‘মিষ্টি’ কবিতায় এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে?
৪.৪ তালনবমীর ব্রতের দিন গোপালের চোখে জল এসেছিল কেন?
৫। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো (যে-কোনো দুটি):
৫.১ “এ দেশে রাজত্ব করতে এসে তাদের স্পর্ধা একেবারে আকাশ ছুঁয়েছে।” — কাদের স্পর্ধা? কীভাবে আকাশ ছুঁয়েছিল?
৫.২ ‘তালনবমী’ গল্পে রাত্রিবেলায় গোপালের চোখে ঘুম না আসার কারণ কী ছিল?
৫.৩ ‘একলা’ কবিতার মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো।
৫.৪ ‘বোম্বাগড়ের রাজা’ কবিতায় বর্ণিত সেখানকার মানুষ ও নিয়মকানুন নিজের ভাষায় লেখো।
৬। আবেদনপত্র
৬। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদনপত্র লেখো।
৭। অনুচ্ছেদ রচনা (যে-কোনো একটি):
৭.১ একটি গাছ
৭.২ একটি প্রাণ
৭.৩ বাংলার উৎসব
প্রশ্নপত্র 2
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও:
১.১ মাস্টারদা কোন্ বিষয়ের শিক্ষক ছিলেন?
(ক) বাংলা, (খ) অঙ্ক, (গ) বিজ্ঞান।
১.২ পেটকাটা ও চাঁদিয়াল-এর বন্ধু ছিল—
(ক) নদী, (খ) আকাশ, (গ) পাহাড়।
১.৩ তালনবমী ছিল—
(ক) সোমবার, (খ) বুধবার, (গ) মঙ্গলবার।
১.৪ কবি যখন একলা থাকেন, তখন তাঁর সঙ্গে থাকে—
(ক) তালসুপুরির বন, (খ) সবুজ গাছপালা, (গ) নদীনালা।
১.৫ রাজার পিসি ক্রিকেট খেলে—
(ক) বল, (খ) কুমড়ো, (গ) শিশি নিয়ে।
২। পূর্ণবাক্যে উত্তর দাও:
২.১ মাস্টারদার আসল নাম কী?
২.২ জটি পিসিমার বড়ো মেয়ের নাম কী?
২.৩ চট্টগ্রাম বর্তমানে কোথায় অবস্থিত?
২.৪ বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে কী বাঁধিয়ে রাখেন?
২.৫ 'একলা' কবিতাটি কার লেখা?
৩। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
৩.১ 'আকাশের দুই বন্ধু' গল্পের দুই বন্ধুর নাম লেখো।
কীভাবে তাদের দেখা হয়েছিল?
বন্ধুত্ব অটুট রাখতে তারা কী সিদ্ধান্ত নিয়েছিল?
৩.২ 'তালনবমী' গল্পে বর্ষারাতে গোপাল কী স্বপ্ন দেখেছিল?
সেই স্বপ্ন কীভাবে মিথ্যা হয়ে গেল?
৪। নির্দেশমতো উত্তর লেখো:
৪.১ প্রদত্ত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো—
৪.১.১ মুকুট
৪.১.২ বন্ধুত্ব
৪.১.৩ নেমন্তন্ন
৪.১.৪ পতাকা
৪.১.৫ ক্রিকেট
৪.২ প্রদত্ত শব্দগুলির অর্থ লেখো—
৪.২.১ খুড়ো
৪.২.২ অষ্টপ্রহর
৪.২.৩ স্বাধীন
৪.২.৪ চিলেকোঠা
৪.২.৫ ওস্তাদ
৫। অনুচ্ছেদ রচনা করো (যে-কোনো একটি):
৫.১ গাছ আমাদের বন্ধু
৫.২ তোমার বিদ্যালয়
৫.৩ জগদীশচন্দ্র বসু
৬। পত্ররচনা করো (যে-কোনো একটি):
৬.১ বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লেখো।
৬.২ তোমার জন্মদিন কেমন কাটালে, তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো।

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆