(ক) সবুজ উদ্ভিদ পরিবেশে অক্সিজেন গ্যাস জোগান দেয় সালোকসংশ্লেষ / শ্বসন / রেচন-এর সময়।
(খ) অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হল ফণীমনসা / মস/কুমড়ো।
(গ) জল ফোটানোর জন্য যে তাপমাত্রা দরকার হয়, তা হল- ০০ / ১০০০ / ১৮০° সেলসিয়াস।
(ঘ) বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে / শরৎকালে / বর্ষাকালে।
(ঙ) চাঁদ আলো পায় পৃথিবী। সূর্য নিজের থেকে।
(চ) বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা ৮২ টি/৭৯টি/২৭টি।
(ছ) দাঁতের মাড়ি শক্ত রাখে টক ফল/ মিষ্টি ফল / তেতো সবজি।
(জ) একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষ শ্বাস গ্রহণ ও বর্জন করে মিনিটে-
১০ থেকে ২০ বার / ১৪ থেকে ১৮ বার / ২২ থেকে ৩২ বার।
(ঝ) ভেজা জামাকাপড় মেলা উচিত নয় উঠোনের দড়িতে/ বিদ্যুতের খুঁটিতে / সবুজ ঘাসে।
(ঞ) জাঁতি দিয়ে আম/ সুপারি/ কলা কাটা হয়।
২ । প্রতিটি প্রশ্নের উত্তর দাও:
(ক) ট্রাফিক সিগন্যালের লাইটে কী কী রঙের আলো থাকে, তাদের অর্থ কী?
(খ) রক্তবাহ জালক কী? এর কাজ কী?
(গ) বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক
কেন?
(ঘ) সুষুম্নাকাণ্ড কী? এর কাজ কী?
(ঙ) চাঁদের আবর্তন কাল কাকে বলে? এর সময়সীমা কত?
(চ) চারটি উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডলের নাম লেখো।
(ছ) ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রা পাঠের স্কেল কীরূপ থাকে? এই থার্মোমিটার গরম জলে যোওয়া হয় না কেন?
(জ) মস ও ফণীমনসা উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য লেখো।
(ঝ) বীরুৎ ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য লেখো।
(ঞ) পৃথিবীর দুপাশে কাছাকাছি দুটি গ্রহের নাম লেখো।
৩। শূন্যস্থান পূরণ করো:
(ক) _________ গ্রহের কোনো উপগ্রহ নেই।
(খ) সপ্তর্ষিমণ্ডলের লেজের দিকে প্রথম নক্ষত্র দুটির নাম_________
(গ) বিশুদ্ধ জলের হিমাঙ্ক জাতীয় খাদ্য কিন্তু দুধ, ঘি, মাখন প্রভৃতি হল
ডিগ্রি সেলসিয়াস বা
ডিগ্রি ফারেনহাইট।
(ঘ) চিনি, গুড় হল
জাতীয় খাদ্য।
(ঙ) চোখের ভিতর থেকে একটি স্বচ্ছ
যার মধ্য দিয়ে
বিভিন্ন দৃশ্য চোখের -এ ফুটে ওঠে।
( (ছ) বৈদ্যুতিক সুইচ বোর্ডে কখনও
চ) শব্দের কানের পর্দায় ধাক্কা মারে, যা
খাওয়ার সম্ভাবনা থাকে।
(জ) ) বাজির ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া আমাদের
পোকামাকড় মারার জন্য চাষিরা।
ও
- মাধ্যমে মস্তিষ্কে খবর পাঠায়।
হাতে সুইচ টেপা উচিত নয়, এতে ইলেকট্রিক
ব্যবহার করে।
ক্ষেত্রে বিপজ্জনক। এর ফলে পরিবেশ
৪। বামপাশের দেওয়া শব্দের সঙ্গে ডানপাশের দেওয়া শব্দের মিল বের করে পাশাপাশি লেখো: ১০১০=১০
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆