class 4 3rd unit test suggestion poribesh o biggan /পরিবেশ ও বিজ্ঞান চতুর্থ শ্রেণি 2024
১/ সঠিক উত্তরটি বেছে নাও
(ক) হিমালয় পর্বত আমাদের দেশের দক্ষিণ/ উত্তর/ পূর্ব পাশে অবস্থিত।
(খ) টিপু সুলতান মসজিদ চেন্নাই/ মুম্বাই। কলকাতায় অবস্থিত।
(গ) নোংরা জিনিস সবসময় রাস্তা/ বাড়ি/ ডাস্টবিনে ফেলতে হবে।
জি
ঘ) পশ্চিমবঙ্গোর- কলকাতা / দার্জিলিং/ দিঘায় সস্তায় কাজুবাদাম পাওয়া যায়।
(ঙ) প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল ইস্পাত/পাথর/ লোহা ব্যবহার করে।
(চ) রেশম শিল্প বিখ্যাত পুরুলিয়ায়/ মুরশিদাবাদে / কলকাতায়।
(ছ) কোন টি গৃহপালিত প্রাণী? বাঘ / ছাগল / সিংহ।
২। শূন্যস্থান পূরণ করো:
(ক কুকুর মানুষের প্রথম গৃহপালিত প্রাণী।
(খ)মানুষের ব্যবহৃত প্রথম ধাতু তামা
(গ) চাঁদমালা, টোপর তৈরি হয় সোলা দিয়ে ।
(ঘ) চিত্তরঞ্জনে পশ্চিমবঙ্গে প্রকৃত ইঞ্জিন তৈরির কারখানার জন্য বিখ্যাত।
( ঙ) মাছের সংরক্ষণ ভালো হয় যদি নুন এবং হলুদ প্রয়োগ করা হয়।
(চ) পুরুলিয়ায় মুখোশ নিয়ে নাচ হয়।
(ছ) আমরা শ্বাস নিই অক্সিজেনগ্যাস দ্বারা।
৩। নীচের কোন টি সত্য ও মিথ্যা লেখো:
(ক) রাসায়নিক সার প্রয়োগ জমি ও পুকুরের জন্য ক্ষতিকর।✅
(খ) সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায়।✅
(গ) কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বেড় ব্যবহার করা হয়।❎
(ঘ) হিমালয় পর্বত আমাদের দেশের পশ্চিমাংশে অবস্থিত।❎
(ঙ) দুটি চকমকি পাথর ঘষলে আগুনের স্ফুলিঙ্গা তৈরি হয়।✅
(চ) পিঁপড়ে একটি সামাজিক প্রাণী।✅
(ছ) লালন ফকির বলেছেন আল্লা-হরি-রাম-রহিম সমান।✅
৪। নীচের কোনটি বেমানান ষেছে নিয়ে লেখো:
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজবুল ইসলাম, ক্ষুদিরাম বসু, সুকুমার রায়। ।
(খ) ভাত, ক্ষীর, রুটি, ওষুধ
(গ) চিতল, চিকেন, মৌরলা, বুই।
(ঘ) ফল, মাছ, মুরগি, ডিম।
(ঙ) হাঁটা, নাচ, সাঁতার, রেডিয়ো।
৫। এককথায় উত্তর দাও
(ক) সামাজিক প্রাণীর উদাহরণ দাও।
👉 পিঁপড়ে , হাতি ,বন মানুষ ও উইপোকা এরা সামাজিক প্রাণী।
৭) একটি মূল্যবান ধাতুর নাম বল যা দিয়ে গহনা তৈরি করা হয়।
👉 একটি মূল্যবান ধাতুর নাম হল সোনা, যা দিয়ে গহনা তৈরি করা হয়।
(গ) তাজমহল কে নির্মাণ করেন?
👉 মোগল সম্রাট শাহজাহান।
(ঘ) তামা ও টিনের সংকর ধাতুকে কী বলে?
👉 ব্রোঞ
(ঙ) জলের অপর নাম কী?
👉 জীবন
(চ) গাছ বাঁচানোর আন্দোলনের উদাহরণ দাও।
👉 চিপকো আন্দোলন
(ছ) হাজারদুয়ারি প্রাসাদ কোথায় অবস্থিত?
👉 মুর্শিদাবাদে
৬। নীচের 'ক' শুন্তের সঙ্গে 'হা' শুম্ভ মেলাও:
৭। নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (যে-কোনো পাঁচটি)
(ক) চাকার ব্যবহার লেখো।
👉 টাকা মানুষের জীবনে নানান উপকার করে, চাকার সাহায্যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারে।
(খ) জলদূষণের উপর একটি সংক্ষিপ্ত টীক লেখো।
👉 জল দূষণের একটি টিকা হল জলে নোংরা আবর্জনা ফেলে জল দূষিত হয়। জলের মধ্যে স্নান করার ফলে এবং নোংরা বাসনপত্র ধোয়ার জন্য জল দূষিত হচ্ছে।
(গ) আগুনের কয়েকটি ব্যবহার লেখো।
👉 ১।আগুন ব্যবহার করার প্রয়োজনে মানুষের শরীরের বদল ঘটতে লাগলো ২।মানুষ কাঁচা খাবার পুরিয়ে খেতে পারতো ৩।মানুষ রাতে আগুন জ্বেলে চলাফেরা করতে পারতো ৪।মৌমাছির মৌচাকে মধু সঞ্চয় করতে পারতো ।
(ঘ) মৌমাছিরা কোথায় মধু সঞ্চয় করে?
👉 মৌমাছি মৌচাকে মধু সঞ্চয় করে।
(ঙ) মাটি দূষণ কী?
👉 মাটির গুনাগুন নষ্ট হয়ে যাওয়ার ফলে মাটি দূষণ হয়।
(ছ) টেরাকোটার তৈরি চারটি জিন
(পোড়া মাটি)।
(জ) ভেষজ উদ্ভিদ কী কী?
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆