ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
WB Food SI Previous Year Question-answer 2014

WB Food SI Previous Year Question-answer 2014

0

Food SI Previous Year Question 2014


1. ভারতের প্রতিরক্ষা বিভাগের সর্বোচ্চ পদাধিকারী হলেন-

(a) প্রধানমন্ত্রী

(b) বায়ুসেনা প্রধান

(c) প্রতিরক্ষা মন্ত্রী

(d) রাষ্ট্রপতি

Answer – (d) রাষ্ট্রপতি


2. সঙ্গীত পরিচালনার জন্য প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পেয়েছেন?

(a) কে. এল. সাইগল

(b) পঙ্কজ কুমার মল্লিক

(c) সলিল চৌধুরি

(d) এ. আর. রহমান

Answer – (d) এ. আর. রহমান


3. MR. দোকান (রেশন দোকান) এর MR. এর পুরো নাম কী?

(a) Modified Ration

(b) Maximum Ration

(c) Minimum Ration

(d) Marginal Ration

Answer – (d) Marginal Ration


Food SI Previous Year Question 2014

4. পৃথিবী বিখ্যাত অজন্তা গুহা কোথায় ?

(a) ওড়িশা

(b) অন্ধ্রপ্রদেশ

(c) কেরালা

(d) মহারাষ্ট্র

Answer – (d) মহারাষ্ট্র


5. যখন কোন কঠিনে তাপ দেওয়া হয়, তখন এটির তাপমাত্রা

(a) বৃদ্ধি পায়

(b) হ্রাস পায়

(c) বৃদ্ধি পায় বা একই থাকে

(d) একই থাকে

Answer – (c) বৃদ্ধি পায় বা একই থাকে


6 . অপরিহার্য তেল-কে কীভাবে পরিশুদ্ধ করা যায়?

(a) আংশিক পাতন

(b) বাষ্প পাতন

(c) উৎপাতন

(d) সাধারণ পাতন

Answer – (b) বাষ্প পাতন


7. ফিফা বিশ্ব কাপ 2014 কোথায় অনুষ্ঠিত হবে?

(a) রাশিয়া

(b) ব্রাজিল

(c) কাতার

(d) আজেন্টিনা

Answer – (b) ব্রাজিল



Food SI Previous Year Question 2014

8.নিন্মেলিখিত কোন জোড়াটি সঠিক ?

(a) এপিকালচার – মৌমাছি

(b) পিসিকালচার – রেশম মথ

(c) সেরিকালচার – মাছ

(d) অ্যাকোয়াকালচার – মশা

Answer – (a) এপিকালচার – মৌমাছি


9. 1960 সালের অলিম্পিকে মিলখা সিং কোন অবস্থান অর্জন করেছিলেন?

(a) চতুর্থ 400 মিটার দৌড়

(b) দ্বিতীয় 400 মিটার দৌড়

(c) অষ্টম 50 কিমি হাঁটা

(d) সপ্তম 800 মিটার দৌড়

Answer – (a) চতুর্থ 400 মিটার দৌড়


10. ‘ইয়েন’ কোন দেশের মুদ্রা?

(a) চীন

(b) উত্তর কোরিয়া

(c) থাইল্যান্ড

(d) জাপান

Answer – (d) জাপান


11. সুভাষচন্দ্র বসু তাঁর বাড়ি থেকে কোন সালে নিখোঁজ হয়েছিলেন?

 (a) 1940

(b) 1941

(c) 1939

(d) 1938

Answer – (c) 1939


12. লন্ডন অলিম্পিকের সোনা বিজেতা ‘উইসেন বোল্ট’ কোন দেশের অধিবাসী?

(a) জামাইকা

(b) ইথিওপিয়া

(c) মালি

(d) দক্ষিণ আফ্রিকা

Answer – (a) জামাইকা


13. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার বেশি?

(a) পূর্ব মেদনীপুর

(b) উত্তর 24 পরগনা

(c) কোলকাতা

(d) হাওড়া

Answer – (a) পূর্ব মেদনীপুর

Food SI Previous Year Question 2014

14. মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থা ‘নোকিয়া’-কে কোন কোম্পানী কিনে নিল?

(a) ব্ল্যাকবেরি

(b) মাইক্রোসফট

(c) অ্যাপেল

(d) সামস্যাঙ্গ

Answer – (b) মাইক্রোসফট


15. Embezzle শব্দটির Synonym হল ?

(a) Misappropriate

(b) Balance

(c) Remunerate

(d) Clear

Answer – (a) Misappropriate


16. চা এবং কফি – এর মূখ্য সক্রিয় উপাদান হল –

(a) নিকোটিন

(b) ক্লোরোফিল

(c) ক্যাফিন

(d) অ্যাসপিরিন

Answer – (c) ক্যাফিন


17. কোন বস্তুর তিনটি ছবি পাওয়ার জন্য দুটি দর্পনকে কত ডিগ্রি কোণে রাখতে হবে?

(a) 120°

(b) 30°

(c) 90°

(d) 60°

Answer – (c) 90°


18. প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম কী?

(a) লিম্বা রাম

(b) লিয়েন্ডার পেজ

(C) বিশ্বনাথন আনন্দ

(d) কপিল দেব

Answer – (C) বিশ্বনাথন আনন্দ


19. বায়ুমন্ডলে থাকা ধূলোকণা, লবণকণা, ইত্যাদিকে একসঙ্গে কী বলা হয়?

(a) জলীয় বাষ্প

(b) ওজোন

(C) এরোসল

(d) CFC

Answer – (C) এরোসল


Food SI Previous Year Question 2014

20. সিন্ধু সভ্যতারা অধিবাসীর নীচের কোনটির সঙ্গে পরিচিত ছিল না?

(a) গরু

(b) কুকুর

(c) ঘোড়া

(d) ভেড়া

Answer – (c) ঘোড়া


21. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?

(a) রাষ্ট্রপতি

(b) প্রধানমন্ত্রী

(c) উপরাষ্ট্রপতি

(d) সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি

Answer – (a) রাষ্ট্রপতি , রাজীব কুমার


22. আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় নিম্মলিখিত কোন বংশ উত্তরভারতে শাসন ক্ষমতায় ছিল?

(a) মৌর্য

(b) নন্দ

(C) কনিভা

(d) সুঙ্গ

Answer – (b) নন্দ


23. নিম্নলিখিত পরিবহণ ব্যবস্থাগুলির মধ্যে কোনটি

কেবলমাত্র কোলকাতা-তেই আছে?

(a) ফেরি

(b) মেট্রো রেল

(c) ঘোড়া গাড়ি

(d) ট্রাম

Answer – (d) ট্রাম


24. যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর একজন উৎকৃষ্ট শিল্পী?

(a) কথক

(b) কুচিপুড়ি

(c) ভরতনাট্যম

(d) b ও c উভয়েই

Answer – (d) b ও c উভয়েই


25. নিম্মলিখিত কোন উৎসবের একটি বিশেষ বৈশিষ্ট্য হল নৌকাযাত্রা প্রতিযোগিতা?

(a) রঙ্গোলি বিহু

(b) শুনাম

(c) পোঙ্গল

(d) নবরাত্রী

Answer – (b) শুনাম


26. দশম শিখ গুরু হলেন-

(a) গুরু নানক

(b) গুরু গোবিন্দ সিং

(C) গুরু অর্জুন সিং

(d) গুরু তেগবাহাদুর

Answer – (b) গুরু গোবিন্দ সিং


27. জাপানের কোন নিউক্লিয় চুল্লীটি সুনামীর দ্বারা ধ্বংস হয়ে যায়?

(a) টোকিও

(b) ফুকুসিমা

(c) কিয়াটো

(d) হিরোসিমা

Answer – (b) ফুকুসিমা

Food SI Previous Year Question 2014

28. ‘সা-রে-গা-মা-পা-ধা-নি-সা এর সুরগুলোর মধ্যে প্রথম এবং দ্বিতীয় ‘সা’ এর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হল-

(a) প্রথমটির কম্পাঙ্ক = 2* দ্বিতীয়টির কম্পাঙ্ক

(b) প্রথমটির কম্পাঙ্ক = দ্বিতীয়টির কম্পাঙ্ক

(C) দ্বিতীয়টির কম্পাঙ্ক = 3* দ্বিতীয়টির কম্পাঙ্ক

(d) দ্বিতীয়টির কম্পাঙ্ক = 2* প্রথমটির কম্পাঙ্ক

Answer – (d) দ্বিতীয়টির কম্পাঙ্ক = 2* প্রথমটির কম্পাঙ্ক


29. “The Republic” গ্রন্থটির রচয়িতা কে?

(a) প্লেটো

(b) জেমস মিল

(c) জেরেমি বেন্থাম

(d) ম্যাকিয়াভেলী

Answer – (a) প্লেটো


30. 22,21,23,22,24,23,……….. এই শ্রেনির পরের সংখ্যাটি কী হবে?

(a) 22

(b) 24

(c) 25

(d) 26

Answer – (c) 25


31. ‘লাইফ অফ পাই’ চলচ্চিত্রটির পরিচালক কে?

(a) স্পিলবার্গ

(b) অ্যাঙ্গ লি

(c) মাইকেল হেনেক

(d) রবার্ট ডে নিরো

Answer – (b) অ্যাঙ্গ লি


32. বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ 2013 কে জিতেছেন?

(a) বিশ্বনাথন আনন্দ

(b) ভ্লাদিমির ক্রামনিক

(C) ম্যাগনাস কার্লসেন

(d) বরিস গ্যাফল্যান্ড

Answer – (C) ম্যাগনাস কার্লসেন

33. নিম্নলিখিত কোনটি বেমানান?

(a) তিস্তা

(b) জলঢাকা

(c) অজয়

(d) মহানন্দা

Answer – (c) অজয়

34. আলু নীচের কোনটির পরিবর্তিত বিষয় –

(a) কান্ড

(b) মূল

(c) পাতা

(d) ফল

Answer – (a) কান্ড

Food SI Previous Year Question 2014

35. ‘স্লামডগ মিলিয়নেয়ার এর ডিরেক্টর কে?

(a) অনিল কাপুর

(b) প্রকাশ কা

(c) ড্যানি বয়েল

(d) সাইমন ব্যুফো

Answer – (c) ড্যানি বয়েল

36. বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ‘দেশপ্রিয়’ এর প্রকৃত নাম কী?

(a) মোহনদাস করমচাঁদ গান্ধী

(b) রামকৃষ্ণ দেব

(c) চিত্তরঞ্জন দাস

(d) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

Answer – (d) যতীন্দ্রমোহন সেনগুপ্ত

37. 4°C উষ্ণতায় 1 লিটার জলের ভর কত?

(a) 1 গ্রাম

(b) 1 মিলিগ্রাম

(c) 1 কেজি

(d) 1 কুইন্ট্যাল

Answer – (c) 1 কেজি

38. পৃথিবী থেকে চাঁদে রকেট পাঠানোর জন্য যে মুক্তিবেগ প্রয়োজন তা হলে সেই বেগ যা-

(a) পৃথিবীর অভিকর্ষজ বল ছাড়িয়ে যাবে

(b) চাদের অভিকর্ষজ বল ছাড়িয়ে যাবে

(c) পৃথিবীর অভিকেন্দ্রিক বল ছাড়িয়ে যাবে

(d) বায়ুমণ্ডলের চাপ ছাড়িয়ে যাবে

Answer – (a) পৃথিবীর অভিকর্ষজ বল ছাড়িয়ে যাবে

39. ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে ‘ভারতের নেপোলিয়ন’ বলেছেন?

(a) প্রথম চন্দ্রগুপ্ত

(b) সমুদ্রগুপ্ত

(c) দপ্ত

(d) গৌতমীপুত্র সাতকনী

Answer – (b) সমুদ্রগুপ্ত

40. যে ব্যক্তি অনেক প্রতিভার অধিকারী তাকে কী বলা হয়?

(a) Versatile

(b) Nubile

(c) Exceptional

(d) Talented

Answer – (a) Versatile

41. ‘লেসলি ক্লডিয়াস’ কোন খেলার সঙ্গে যুক্ত?

(a) ফুটবল

(b) ক্রিকেট

(c) লন টেনিস

(d) হকি

Answer – (d) হকি

42. ‘টাটা সম্প’-এর নতুন চেয়ারম্যান হিসেবে হয়েছেন?

(a) রতন টাটা

(b) রবি কান্ত

(C) সাইরাস পালোনজি মিস্ত্রি

(d) সাপুর মিস্ত্রি

Answer – (C) সাইরাস পালোনজি মিস্ত্রি

43. নীচের কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?

(a) কিবোর্ড

(b) জয়স্টিক

(c) খ্রিস্টার

(d) অপ্টিক্যাল ক্যারাক্টার রিডার

Answer – (c) খ্রিস্টার

44. প্রথম কে বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন?

(a) কবিকঙ্কন মুকুন্দরাম

(b) চন্ডিদাস

(c) কবিন্দ্র পরমেশ্বর

(d) কৃষ্ণদাস কবিরাজ

Answer – (c) কবিন্দ্র পরমেশ্বর

45. A, B, AB 0 রক্তাপবিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কে A গ্রুপবিশিষ্ট মানুষকে রক্ত দিতে পারবে?

(a) শুধুমাত্র A গ্রুপ

(b) শুধুমাত্র B গ্রুপ

(c) A ও O উভয় গ্রুপ

(d) A ও B উভয় গ্রুপ

Answer – (c) A ও O উভয় গ্রুপ

46. গীতগোবিন্দ কার রচনা?

(a) বানভট্ট

(b) বিষ্ণুগুপ্ত

(c) জয়দেব

(d) ভাস

Answer- (c) জয়দেব

47. সর্বপ্রাচীন বাংলা সাহিত্যের উদাহরণ হল-

(a) চর্যাপদ

(b) শ্রীকৃষ্ণকীর্তন

(c) গাথা সপ্তপদী

(d) শ্রীকৃষ্ণবিজয়

Answer – (a) চর্যাপদ

48. যিশু-কে কবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল?

(a) 4 BC

(b) 4 AD

(c) 20 AD

(d) 1 AD

Answer – (c) 20 AD

49. গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

(a) পাটলীপুত্র

(b) বুদ্ধ

(c) বৈশালী

(d) সুনী

Answer – (d) সুনী

50. বায়ুর মুখ্য উপাদান হল-

(a) নাইট্রোজেন

(b) কার্বন-ডাই-অক্সাইড

(c) অক্সিজেন

(d) হাইড্রোজেন

Answer – (a) নাইট্রোজেন


Scroll to Top
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla