Food SI Previous Year Question 2019
1. কোন বিজ্ঞানী ‘এ বিফ হিস্ট্রি অফ্ টাইম’ নামে একটি বই লিখেছেন?
(a) স্টিফেন হকিং
(b) এডওয়ার্ড জেনার
(c) মেঘনাদ সাহা
(d) পাস্তুর
Answer – (a) স্টিফেন হকিং
2. শাস্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত হল-
(a) স্পোর্টস
(b) বিজ্ঞান ও প্রযুক্তি
(c) কৃষি
(d) চলচ্চিত্র
Answer – (b) বিজ্ঞান ও প্রযুক্তি
3. নীচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়?
(a) ধমন
(b) ছাপেলি
(c) মহাধু
(d) ধাকনী
Answer – (b) ছাপেলি
4. দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টস বা উত্তরা ঘটে?
(a) 22 শে ডিসেম্বর
(b) 23 শে সেপ্টেম্বর
(c) 21 শে জুন
(d) 21 শে মার্চ
Answer – (a) 22 শে ডিসেম্বর
Food SI Previous Year Question 2019
5. ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?
(a) আই এন টি ইউ সি
(b) সি আই টি ইউ
(c) এ আই টি ইউ সি
(d) বি এম এস
Answer – (c) এ আই টি ইউ সি
6. কৃষি গবেষণার জাতীয় পরিষদ কোথায় অবস্থিত?
(a) দেরাদুন
(b) হায়দ্রাবাদ
(c) নয়াদিল্লি
(d) ইটানগর
Answer – (c) নয়াদিল্লি
7. জিরো আওয়ার কী?
(a) যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়। (b) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়
(c) সকাল ও বিকালের সেশনের মধ্যবর্তী সময়
(d) লোকসভাতে যখন কোনো অর্থ বিল পেস করা হয়।
Answer – (b) যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়
Food SI Previous Year Question 2019
8. নিম্মলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?
(a) গ্রানাইট
(b) চুনাপাথর
(c) পিট
(d) শেল
Answer – (b) চুনাপাথর
9. অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল হল একটি—
(a) মানবাধিকার গ্রুপ
(b) বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা
(c) ক্রোয়েশিয়ার শরনার্থী শিবির
(d) বিশ্ব ব্যাঙ্কের শাখা
Answer – (a) মানবাধিকার গ্রুপ
Food SI Previous Year Question 2019
10. নিম্মলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়?
(a) জলবিদ্যুৎ
(b) সৌরশক্তি
(c) জ্বালানি কোষ
(d) বায়ু শক্তি
Answer – (c) জ্বালানি কোষ
11. ‘সুফি’ শব্দটি এসেছে–
(a) একধরনের কবিতা থেকে
(b) একধরনের পোশাক থেকে
(C) একটি ভাষা থেকে
(d) একটি জায়গার নাম থেকে
Answer – (b) একধরনের পোশাক থেকে
12. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধানকে কী বলা হয়?
(a) প্রধান নির্বাহী কর্মকর্তা
(b) ব্যবস্থাপনা পরিচালক
(C) চিহ্ন ব্যাঙ্কিং অফিসার
(d) কোনটিই নয়
Answer – (d) কোনটিই নয়
13. ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হল-
(a) 1955
(b) 1951
(c) 1960
(d) 1965
Answer – (b) 1951
14. পাবলিক সেক্টরের বিলগ্নিকরণকে কী বলা হয়?
(a) উদারীকরণ
(b) বিশ্বায়ন
(c) শিল্পায়ন
(d) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)
Answer – (d) ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)
15. সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন-
(a) ভারতের প্রধান বিচারপতি
(b) রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি
(c) রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি
(d) প্রধানমন্ত্রী
Answer – (c) রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোন ব্যক্তি
16. ভিটামিন যা সাধারণভাবে প্রস্রাবের দ্বারা নির্গত হয় –
(a) ভিটামিন A
(b) ভিটামিন D
(c) ভিটামিন C
(d) ভিটামিন A,D
Answer – (c) ভিটামিন C
17. কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন?
(a) পার্লামেন্টের সকল সদস্য দ্বারা
(b) জনগণ দ্বারা সরাসরি
(c) লোকসভার সমস্ত সদস্য দ্বারা
(d) লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা
Answer – (d) লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য দ্বারা
18. ভারতে, সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে –
(a) টেক্সটাইল শিল্পে
(b) লোহা ও ইস্পাত শিল্পে
(c) পেট্রোক্যামিক্যাল শিল্পে
(d) অটোমোবাইল শিল্পে
Answer – (a) টেক্সটাইল শিল্পে
Food SI Previous Year Question 2019
19. বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ তৈরি করেছেন –
(a) মহেন্দ্রনাথ সিং
(b) নন্দ কিশোর শর্মা
(c) সিভনন্দন নাতিয়াল
(d) রাজ কাপুর
Answer – (c) সিভনন্দন নাতিয়াল
20. কোনটিতে ক্যালশিয়াম সামগ্রী সর্বাধিক থাকে?
(a) বাজরা
(b) ভুট্টা
(c) জোয়ার
(d) গম
Answer – (a) বাজরা
21. দুষিত কিডনি-রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে –
(a) পরিশোষণ
(b) আস্রাবণ
(c) ইলেকট্রোফোরেসিস
(d) ব্যাপন
Answer – (c) ইলেকট্রোফোরেসিস
22. নিম্মলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন :
(i) 2G স্পেকট্রাম 30-200KHz ব্যান্ডউইথ ব্যবহার করে
(ii) 3G স্পেকট্রাম 15-20 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে
(iii) 4G স্পেকট্রাম অন্তত 40 MHz ব্যান্ডউইথ ব্যবহার করে
উপরে দেওয়া বিবৃতির কোনটি/কোনগুলি সঠিক?
(a) সবগুলি
(b) i, ii
(c) ii, iii
(d) কেবলমাত্র iii
Answer – (b) i, ii
23. নীচের কোনটি সবচেয়ে প্রাচীন গ্রান্ড স্লা?
(a) উইম্বলডন 1877
(b) ফ্রেঞ্চ ওপেন 1891
(c) অস্ট্রেলিয়ান ওপেন 1905
(d) ইউ এস ওপেন 1881
Answer – (a) উইম্বলডন 1877
24. বিশ্বের বৃহত্তম ফুলটি হল-
(a) পদ্ম
(b) রাফলেসিয়া
(C) জায়ান্ট ক্যাকটাস
(d) উপরের কোনটিই নয়
Answer – (b) রাফলেসিয়া
25. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা?
(a) কোবল
(b) জাভা
(c) বেসিক
(d) অ্যাসেম্বলার
Answer – (b) জাভা
26. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
(a) সর্দার বল্লভভাই প্যাটেল
(b) মহাত্মা গান্ধী
(c) জওহরলাল নেহরু
(d) সুভাষ চন্দ্র বসু
Answer – (a) সর্দার বল্লভভাই প্যাটেল
27. ‘কংগ্রেস’ শব্দটি প্রাপ্ত হয়েছিল-
(a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে
(b) আইরিশ ইতিহাস থেকে
(C) ব্রিটিশ কমনওয়েলথ থেকে
(d) আমেরিকান সংসদ থেকে
Answer – (a) উত্তর আমেরিকার ইতিহাস থেকে
Food SI Previous Year Question 2019
28. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
(a) বিজ্ঞান ও প্রযুক্তি
(b) সাহিত্য ও সাংবাদিকতা
(c) আন্তর্জাতিক বোঝাপড়া
(d) পরিবেশবিদ্যা
Answer – (b) সাহিত্য ও সাংবাদিকতা
29. ‘ঘুমার’ লোকনৃত্যটি হল–
(a) গুজরাটের
(b) পাঞ্জাবের
(c) রাজস্থানের
(d) তামিলনাড়ু
Answer – (c) রাজস্থানের
30. সূর্যগ্রহণ ঘটে যখন-
(a) পৃথিবী, সূর্য ও চন্দ্রের মধ্যে আসে
(b) চন্দ্র ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়।
(c) চন্দ্র, সূর্য ও পৃথিবীর মধ্যে আসে।
(d) সূর্য, চন্দ্র ও পৃথিবীর মধ্যে আসে
Answer – (c) চন্দ্র, সূর্য ও পৃথিবীর মধ্যে আসে।
31. ট্রোপোস্ফিয়ার বায়ুমন্ডলের উষ্ণতম অংশ কারণ-
(a) এটি সূর্যের নিকটতম
(b) এতে আধানযুক্ত কণা রয়েছে
(c) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
(d) এর মধ্যে তাপ উৎপন্ন হয়
Answer – (c) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
32. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যঙ্ক হল-
(a) কানাড়া ব্যাঙ্ক
(b) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(c) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(d) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
Answer – (b) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
33. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল-
(a) 1886
(b) 1892
(c) 1896
(d) 1904
Answer – (c) 1896 , কোলকাতা অধিবেশন, রবীন্দ্রনাথ ঠাকুর
34. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন
পেয়েছিলেন?
(a) নেলসন ম্যান্ডেলা 1990, 1987
(b) আব্রাহম লিঙ্ক
(C) খান আব্দুল গফফর খান
(d) মাদার তেরেসা
Answer – (C) খান আব্দুল গফফর খান
35. কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন?
(a) শক
(b) হুন
(c) চোল
(d) ইন্দো-গ্রীক
Answer – (d) ইন্দো-গ্রীক
36. বিখ্যাত সাঁচী স্তূপ কে নির্মান করেন?
(a) অশোক
(b) চন্দ্রগুপ্ত মৌর্য
(c) অজাতশত্রু
(d) শশাঙ্ক
Answer – (a) অশোক
37. গ্রামীণ ও শহর এলকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালরি যথাক্রমে কত?
(a) 2400 ও 2100
(b) 2100 ও 2400
(c) 2400 ও 2200
(d) 2100 ও 2200
Answer – (a) 2400 ও 2100
38. ‘মাই লাইফ’ কার আত্মজীবনী?
(a) ড. এ. পি. জে. আব্দুল কালাম
(b) ড. রাজেন্দ্র প্রসাদ
(c) বিল ক্লিন্টন
(d) হিলারী ক্লিন্টন
Answer – (c) বিল ক্লিন্টন
39. সবচেয়ে নমনীয় ধাতু
(a) রূপা
(b) সোনা
(c) অ্যালুমিনিয়াম
(d) সোডিয়াম
Answer – (b) সোনা
40. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন-
(a) আরতি সাহা
(b) আশা আগরওয়াল
(c) বাচেন্দ্রি পাল
(d) রিতা ফারিয়া
Answer – (c) বাচেন্দ্রি পাল
Food SI Previous Year Question 2019
41. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরী খাল হল—
(a) রাইন খাল
(b) পানামা খাল
(c) সুয়েজ খাল
(d) এগুলির কোনটিই নয়
Answer – (c) সুয়েজ খাল
42. প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল-
(a) মে, 1968
(b) মে, 1980
(c) জুলাই, 1982
(d) জুন, 1985
Answer – (a) মে, 1968
43. বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল-
(a) নাইট্রোজেন
(b) আর্গন
(c) জলীয় বাষ্প
(d) অক্সিজেন
Answer – (b) আর্গন
44. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত?
(a) সাধারণ পরিষদ
(b) নিরাপত্তা পরিষদ
(c) আন্তর্জাতিক আদালত
(d) ট্রাস্টি কাউন্সিল
Answer – (a) সাধারণ পরিষদ
45.2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে–
(a) জাপান-এ
(b) লন্ডন-এ
(c) জার্মানি-তে
(d) রোম-এ
Answer – (a) জাপান-এ
46. মন্ত্রীদের নির্বাচন হতে পারে-
(i) লোকসভা
(ii) রাজ্যসভা
(iii) আইনসভার বাইরে
সঠিক উত্তরটি নির্বাচন করুন।
(a) i
(b) ii
(c) i, ii
(d) i, ii, iii
Answer – (d) i, ii, iii
47. কোন ধারা ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে?
(a) ধারা 370
(b) ধারা 360
(c) ধারা 268
(d) ধারা 361
Answer – (a) ধারা 370
48. একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়?
(a) কাঠের বল
(b) পালক
(c) ইস্পাতের বল
(d) সবগুলিই সমান দ্রুততায়
Answer – (d) সবগুলিই সমান দ্রুততায়
49. নীচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণিভুক্ত?
(a) পাখি ও বানর
(b) সাপ ও পাখি
(c) ব্যাঙ ও সাপ
(d) ইঁদুর ও গিরগিটি
Answer – (c) ব্যাঙ ও সাপ
50. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?
(a) ফিশন বা বিভাজন
(b) ফিউশন বা সংযোজন
(c) রাসায়নিক ভাঙন
(d) মহাকর্ষীয় সংকোচন
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆