আগামী দিনে যুব সমাজকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের থেকে একটি স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। যে সব পড়ুয়াদের আর্থিক অবস্থা খারাপ এবং যারা টাকার জন্য শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে না বিশেষ করে তাদের জন্য এই স্কলারশিপ। এই স্কলারশিপ যুব সমাজকে ভালো শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের এই স্কলারশিপ হল ( WB scholarship 2022 ). কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন ,সবকিছু দেখে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা- এই স্কলারশীপটি দুটি ভাগ রয়েছে। প্রিম্যাট্রিক্স স্কলার্শিপ ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ।
🛑 প্রিম্যাট্রিক স্কলারশিপ(Pre Matric Scholarship): স্কলার্শিপ এ মাধ্যমিক পরীক্ষা পাশে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে।
🛑 পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ (Post Matric Scholarship): স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পাশের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। তার সঙ্গে যে সকল ছাত্র-ছাত্রী স্নাতক স্তরে পরীক্ষায় পাশ করেছে যেমন- ITI, B. Tech, Medical বিভিন্ন কোর্স নিয়ে পড়ছেন বা পাস করেছেন তারা এটি আবেদন করতে পারবেন।
কারা কারা আবেদন করতে পারবে- যে সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ আবেদন করবে তাদেরকে তাপসশীলজাতি বা উপজাতিভুক্ত হতে হবে। না হলে আবেদন করতে পারবে না।
আবেদন করার শেষ তারিখ- এই স্কলারশিপ এ এখনো শেষ তারিখ বলা হয়নি। আবেদন চলছে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে পারো।
আবেদন করার পদ্ধতি- প্রথমে ন্যাশনাল স্কলারশিপ এর ওয়েবসাইট ওপেন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া আছে চেক করে নিতে পারেন। তারপর সবকিছু ভালোভাবে দেখে Continue অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি দিয়ে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার সম্পন্ন হয়ে যাবার পর ছাত্র-ছাত্রীদের রেজিস্টার মোবাইল নাম্বারে আইডি এবং পাসওয়ার্ড আসবে। আইডি ও মোবাইল নাম্বার দিয়ে আপনাকে লগইন করতে হবে। এক্ষেত্রে যদি কারো পাসওয়ার্ড না এসে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) শেষ পরীক্ষার মার্কশীট।
২) জন্মপত্র পরিচয়।
৩) আধার কার্ডের জেরক্স।
৪) স্থায়ী গ্রাম বাসিন্দা সার্টিফিকেট।
৫) পরিবারে বার্ষিক আয়ের সার্টিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট।
৭) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
৮) পাসপোর্ট সাইজের ফটো।
৯) স্কুল /কলেজ ভর্তির রশিদ।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆