পশ্চিমবঙ্গের সকল মহিলা এবং পুরুষদের জন্য রয়েছে আরেকটি দারুন সুখবর। পশ্চিমবঙ্গ সরকার থেকে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে মি ডে মিল গ্রুপ সি পদে কর্মী নিয়োগ। প্রতিটি জেলায় জেলায় এটি আবেদন করতে পারবেন।
এখানে গ্রুপ সি পদেBlock/Municipality Level Assistant Accountant কর্মী নিয়োগ করা হবে। এই প্রকল্পটি সকল পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। যে সকল আবেদনকারীরা প্রকল্পটি আবেদন করতে ইচ্ছুক আপনারা অবশ্যই দেখে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন।
পদের নাম- Mid-Day-Meal প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ।
আবেদন পদ্ধতি- এখানে কোন আবেদনকারীকে অনলাইনে বা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে না। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যেদিন ইন্টারভিউ হবে সেই দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে। ইন্টারভিউ যেদিন হবে তার আগের দিন আবেদনকারীর ডকুমেন্টসগুলি জমা দিতে হবে।
বেতন- আপনি নিয়গ হয়ে গেলে আপনাকে প্রতিমাসে ১১,০০০/- টাকা করে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) কম্পিউটার সার্টিফিকেট।
২) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
৪) পাসপোর্ট সাইজের ফটো।
৫) P.P.O Part I and Part II
৬) আপনার বায়োডাটা।
বয়স- যে সকল আবেদনকারীরা এটি আবেদন করবেন তাদের বয়স ৬৫ বছরের কম হতে হবে।
নিয়োগ পদ্ধতি- এই প্রকল্পটি করার জন্য আপনাকে কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আপনাকে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি নিয়ে উপস্থিত হবেন।
ইন্টারভিউ এর স্থান-
Gatidhara Meeting Hall, 2nd Floor of New Administrative Building, Chinsurah, Hooghly.
ইন্টারভিউ শেষ তারিখ- যে সকল আবেদনের এই প্রকল্প আবেদন করেছেন তাদের ইন্টারভিউ হবে 28.07.2022 তারিখে। ইন্টারভিউ শুরু হবে সকাল 10.30 থেকে 12.30 এর মধ্যে।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆