ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ ২০২২। সবাই আবেদন করতে পারবে। আবেদন চলছে। WB Health Recruitment 2922।

গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগ ২০২২। সবাই আবেদন করতে পারবে। আবেদন চলছে। WB Health Recruitment 2922।

Raja Paramanik
0

      গ্রুপ সি ও ডিপদে কর্মী নিয়োগ






আবারও চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। যে সকল যুবক যুবতী রা উচ্চশিক্ষিত হয়েও কোন জায়গায় কাজ না পেয়ে বেকার হয়ে বসে আছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জেলা ভিত্তিক আয়ুস কর্মসূচিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন।


আবেদন পদ্ধতি-
 
♦️ এটি আপনি পশ্চিমবঙ্গে বাসিন্দা হয়ে যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।


♦️ এটি সম্পূর্ণ অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।


♦️ আবেদনকারী কে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুকরণের নাম লিখে একটি সাদা কাগজে নিজেকে ফরম তৈরি করে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। সেই সাদা কাগজে কিভাবে লিখবেন তার নিচে দেওয়া হল-


১) নিজের নাম______________

২) বাবার নাম_____________

৩) স্থায়ী বাসস্থানের ঠিকানা___________

৪) জন্ম তারিখ ও প্রার্থীর বর্তমান বয়স_________

৫) লিঙ্গ_______________

৬) সাধারণ /তপশিলি জাতি/তপশিল উপজাতি/ ওবিসি_________________

৭) শিক্ষাগত যোগ্যতা________________

৮) কাজের অভিজ্ঞতা________________

৯) ইমেল আইডি________________

১০) মোবাইল নাম্বার______________


এইভাবে ফর্মটি করতে হবে। এবং আবেদনকারী কাজে অভিজ্ঞতা আছে কিনা তাও উল্লেখ করতে হবে। এবং আবেদন করার ফরমে ডান দিকে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে

সবার শেষে আবেদন করার ফরমটি একবারে নিচে আবেদনকারীর একটি সই করতে হবে। আবেদন ফরমটি একটি খামে ভরে জেলা আধিকারিক এর কাছে জমা দিয়ে আসতে হবে।


শূন্য পদ কি কি আছে-



১) পদের নাম- হিসাব করা -গ্রুপ সি

শূন্য পদ- ১ টি



বয়স- আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছরের ওপরে হওয়া চলবে না।



শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে। স্নাতক স্তরে পড়াশোনা করলেও চলবে। এবং কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার শিক্ষণীয় হতে হবে।


বেতন- আবেদনকারীকে মাসের শেষে ১২,০০০ টাকা করে দেওয়া হবে।



পদের নাম -গ্রুপ ডি



শূন্য পদ- ১ টি।



বয়স- আবেদনকারীর বয়স কমপক্ষে ৬০ বছরের উপরে হওয়া চলবে না।



শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারিকে অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস হতে হবে। শারীরিক কোন সমস্যা থাকলে Select করা হবে না।



বেতন- আবেদনকারীকে মাসের শেষে ৮০০০ হাজার টাকা করে দেওয়া হয়।




কিরকম কাজ: যেই দুটি পদ উল্লেখ করা হলো সেই দুটি পদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের আয়ুশ প্রকল্পে সংশ্লিষ্ট জেলায় কাজ করতে হবে। এবং এটি চুক্তিভিত্তিক ভাবে কাজটি হবে।




নিয়ম পদ্ধতি- এটিতে কোন লিখিত পরীক্ষার দিতে হবে না। শুধুমাত্র আপনার শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইন্টারভিউ মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে। নিয়োগ হওয়ার পর আপনাকে ঝাড়গাম জেলার রঘুনাথপুর এলাকায় নিয়োগ করা হবে।




আবেদন ফ্রি- Genarel ক্যাটাগরির ক্ষেত্রে ১০০ টাকা এবং SC/ST/OBC ক্যাটাগরির ক্ষেত্রে ৫০ টাকা।




আবেদনের শেষ তারিখ- এটি আবেদন চলবে ৪ ই আগস্ট ২০২২ পর্যন্ত।



আবেদন পাঠানোর ঠিকানা- 

OFFICE OR THAE CHIEF MEDICAL OFFICER OF HEALTH, JHARGRAM,P.O- RAGHUNATHPUR,(JHARGRAM DISTRICT HOSPITAL COMPLEX)JHARGRAM,PIN-721507




এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।


   Written by Raja Paramanik.

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla