পশ্চিমবঙ্গে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর। এইমাত্র জারি হল রাজ্যে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন, কবে আবেদন করার শেষ তারিখ সবকিছু জানতে দেখতে থাকুন আমাদের এই প্রতিবেদনে। চলুন তবে জেনে নেয়া যাক।
পদের নাম- BDSP (Business Development Service Provider).
মোট শূন্যপদ- ৭ টি
শিক্ষাগত যোগ্যতা- এই প্রকল্পটি আবেদন করার জন্য আপনাকে যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমার্স সাবজেক্টে গ্রাজুয়েশন পাশ থাকতে হবে। তাহলে আবেদন করতে পারবেন।
বয়স- যে সকল আবেদনকারীরা এই প্রকল্পটি আবেদন করতে চান, তাদের বয়স কমপক্ষে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার পদ্ধতি- আবেদনকারীর এই প্রকল্পটি অনলাইনেও আবেদন করতে পারবেন , আবার অফলাইনেও আবেদন করতে পারবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে ,তার পর প্রিন্ট আউট করে ফর্মটি বার করে নিতে হবে। বার করে নেবার পর সঠিকভাবে পূরণ করে নিতে হবে তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস একসাথে যুক্ত করে একটি খাপে ভরে দিতে হবে। তারপর ব্লক অফিসে খামটি পাঠাতে হবে। এবং ব্লক অফিসের নির্দিষ্ট ইমেইলে সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ডকুমেন্ট আকারে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ- এই প্রকল্পটি আবেদন চলবে ২৯ শে জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।
ঠিকানা-
Habra- I Developement Block- To the Block Development Officer, Habra- I Developement Block, Parfulla Nagar, Habra, Pin- 743268.
Email ID- bdohabra1@gmail.com
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) আধার কার্ড/ ভোটার কার্ড।
২) জন্ম পরিচয় পত্র।
৩) স্থায়ী গ্রাম বাসিন্দা সার্টিফিকেট।
৪) আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত সার্টিফিকেট।
৫) SHG দলের যুক্ত থাকা বিবরন।
Official Website: Click Here
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆