প্রিয় বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি দারুণ স্কলারশিপ। এই সস্কলারশিপ টি আবেদন করলে আপনি পেয়ে যেতে পারেন দু লক্ষ টাকা। এই স্কলারশিপ টির নাম হল আইডিএফসি ফাস্ট ব্যাংক এমবিএ স্কলারশিপ।(IDFC FIRST Bank MBA Scholarship)। এই স্কলারশীপ টি শুধুমাত্র এমবিএ কোর্সে পাঠরত পড়ুয়ারা আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন কি পদ্ধতি সবকিছু দেখে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
আবশ্যিক যোগ্যতা-
🛑 আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী গ্রাম বাসিন্দা হতে হবে।
🛑 যে সকল শিক্ষার্থীরা এমবিএ র্কোসে প্রথম বছর পাঠরত তারা এই স্কলারশিপ টি আবেদন করতে পারবে।
🛑 আবেদনকারী পারিবারিক বাৎসরিক আয় ৬ লক্ষ টাকার কম হতে হবে।
🛑 পশ্চিমবঙ্গের ১৫০ টি বিশেষ কলেজ পড়ুয়া এটি আবেদন করতে পারবেন।
🛑 যে সকল ছাত্র-ছাত্রী এই স্কলারশিপ টি আবেদন করবে তাদের 35 বছরের নিচে হতে হবে।
টাকার পরিমান- এই স্কলারশিপে আবেদন করলে শিক্ষার্থীরা প্রথমবছর এক লক্ষ টাকা করে পেয়ে যাবেন। এবং দ্বিতীয় বছর এক লক্ষ টাকা, টোটাল ২ বছর এ ২ লক্ষ টাকা পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি- এই স্কলারশিপ টি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। এই স্কলারশিপ টির অফিশিয়াল ওয়েবসাইট নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন।
🛑 প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আইডিএফসি ফাস্ট ব্যাংক এমবিএ স্কলারশিপে গিয়ে Apply Now অপসেনে ক্লিক করতে হবে।
🛑 তারপর আপনার বৈধ ইমেইল ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রার করতে হবে। রেজিস্টার হয়ে গেলে Start Application এ click করতে হবে।
🛑 তারপর নাম ঠিকানা বিভিন্ন তথ্য দিয়ে সঠিক ভাবে ফর্মটি পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপলোড করতে হবে।
🛑 সবকিছু হয়ে যাওয়ার পর প্রিভিউ অপশনটি আসবে। এই অপশনটিতে ক্লিক করার আগে আপনি একবার ভালোভাবে চেক করে নেবেন কিছু ভুল হয়েছে কিনা। এরপর Submit অপ্সানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) আবেদনকারী পাসপোর্ট সাইজ ফটো।
২) আধার কার্ড /ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স।
৩) প্রথম বছর পাঠরত পড়ুয়ার ভর্তির রসিদ।
৪) পরিবারে বাৎসরিক আয়ের সার্টিফিকেট।
৫) পরিবারে কর্তা যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেট সার্টিফিকেট।
৬) আপনার যদি লোন নেয়া থাকে তাহলে লোন স্যাংশন হওয়ার প্রমাণ পত্র।
৭) যদি অন্য কোন স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে সেই স্কলারশিপ এর ডকুমেন্ট।
৮) স্নাতক স্তরের পরীক্ষার মার্কশীট।
নির্বাচন পদ্ধতি- যে সকল শিক্ষার্থীরা এই স্কলারশিপ কে আবেদন করবে তাদেরকে শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক অবস্থা নির্বাচন করে কলারশিপের টাকা দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ- এই আবেদনটি মে মাস থেকে শুরু হয়েছে এবং জুলাই মাস পর্যন্ত চলবে।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Official Website - Click Here
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆