Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
PART – B
(১) বিকল্প ভিত্তিক উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ
১.১ মিলের যে পদ্ধতি কার্যকারনকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হল –
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতি (গ) সহ পরিবর্তন পদ্ধতি (ঘ) মিশ্র পদ্ধতি
উত্তরঃ (ক) অন্বয়ী পদ্ধতি
১.২ দ্বৈত-অন্বয়ী পদ্ধতি হল –
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) অন্বয়ী-ব্যাতিরেকী পদ্ধতি (গ) ব্যতিরেকী পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (খ) অন্বয়ী-ব্যাতিরেকী পদ্ধতি
১.৩ ‘ক’ হল ‘খ’ এর পর্যাপ্ত শর্ত – একথার অর্থ হল –
(ক) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে (খ) যদি ‘খ’ ঘটে তবে ‘ক’ ঘটে (গ) যদি ‘ক’ না ঘটে তবে ‘খ’ ঘটে না (ঘ) যদি ‘খ’ না ঘটে তবে ‘ক’ ঘটে না
উত্তরঃ (ক) যদি ‘ক’ ঘটে তবে ‘খ’ ঘটে
১.৪ ‘অক্সিজেনের উপস্থিতি দহনের কারন’ – বাক্যটিতে ‘কারন’ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল –
(ক) বহুকারণবাদ (খ) পর্যাপ্ত শর্ত (গ) আবশ্যিক শর্ত (ঘ) আবশ্যিক পর্যাপ্ত শর্ত
উত্তরঃ (ঘ) আবশ্যিক পর্যাপ্ত শর্ত
১.৫ বহুকারণবাদের একজন সমর্থন হলেন –
(ক) মিল (খ) লক (গ) দেকার্ত (ঘ) স্পিনোজা
উত্তরঃ (ক) মিল
১.৬ আরোহ অনুমাণে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হল –
(ক) সামান্য সংশ্লেষ বচন (খ) সামান্য বিশ্লেষক বচন (গ) বিশেষ সংশ্লেষক বচন (ঘ) বিশেষ বিশ্লেষক বচন
উত্তরঃ (ক) সামান্য সংশ্লেষ বচন
১.৭ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হল –
(ক) পর্যবেক্ষণ (খ) প্রকৃতির একরূপতা নীতি (গ) কার্যকারণ নীতি (ঘ) সামান্যীকরন
উত্তরঃ (ক) পর্যবেক্ষণ
১.৮ উপমাযুক্তির সিদ্ধান্তের সম্ভব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হল –
(ক) সাদৃশ্যের সংখ্যা (খ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা (গ) ব্যক্তিগত বৈসাদৃশ্য (ঘ) ব্যক্তিগত সাদৃশ্য
উত্তরঃ (খ) সাদৃশ্যের প্রাসঙ্গিকতা
১.৯ কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে –
(ক) শুধুমাত্র অঙ্গবচনের ওপর (খ) শুধুমাত্র যোজকের ওপর (গ) অঙ্গবচন ও যোজকের ওপর (ঘ) এদের কোনোটির ওপর নয়
উত্তরঃ (গ) অঙ্গবচন ও যোজকের ওপর
১.১০ যদি p তাহলে q মিথ্যা হবে যদি –
(ক) p ও q উভয়েই সত্য হয় (খ) p ও q উভয়েই মিথ্যা হয় (গ) p সত্য কিন্তু q মিথ্যা হয় (ঘ) p মিথ্যা কিন্তু q সত্য হয়
উত্তরঃ (গ) p সত্য কিন্তু q মিথ্যা হয়
১.১১ p.p এই বচনাকারটি –
(ক) স্বতঃসত্য (খ) স্বতঃমিথ্যা (গ) আপতিক (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) আপতিক
১.১২ “কোনো শিক্ষক নয় অ-শিক্ষিত” – বচনটির ভেনচিত্র হল –
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.১৩ ‘সকল অ-S হয় P’ – বচনটির বুলীয় ভাষ্য হল –
(ক) (খ) (গ) SP=O (ঘ)
উত্তরঃ (ঘ)
১.১৪ P অথবা Q,
Q
এই যুক্তি আকারটি হল –
(ক) MP (খ) MT (গ) DS (ঘ) HS
১.১৫ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয়বাক্যটির অংশ দুটি হল –
(ক) উদ্দেশ্য ও বিধেয় (খ) পূর্বগ ও অনুগ (গ) সংযোগী ও বিকল্প (ঘ) আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত
উত্তরঃ (খ) পূর্বগ ও অনুগ
১.১৬ পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তাহল -
(ক) সিদ্ধান্তের বিধেয় স্থানে (খ) সাধ্য আশ্রয়বাক্যের বিধেয় স্থানে (গ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে (ঘ) সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে
উত্তরঃ (গ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
১.১৭ AOO মূর্তিটি বৈধ হয় -
(ক) প্রথম সংস্থানে (খ) দ্বিতীয় সংস্থানে (গ) তৃতীয় সংস্থানে (ঘ) চতুর্থ সংস্থানে
উত্তরঃ (খ) দ্বিতীয় অবস্থানে
১.১৮ যদি A বচন সত্য হয় তাহলে O বচন টি সত্য মূল্য হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) অনিশ্চিত (ঘ) স্ববিরোধী
উত্তরঃ (খ) মিথ্যা
১.১৯ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট I এবং O বচন হলো পরস্পরের -
(ক) বিপরীত বিরোধী (খ) অধীন বিপরীত বিরোধী (গ) অসম বিরোধী (ঘ) বিরুদ্ধে বিরোধী
উত্তরঃ (খ) অধীন বিপরীত বিরোধী
১.২০ A বচনের যে পথটি ব্যাপ্য হয় তাহলে -
(ক) উদ্দেশ্য পদ (খ) বিধেয় পদ (গ) উভয় পদ (ঘ) কোন পদ ব্যাপ্য নয়
উত্তরঃ (ক) উদ্দেশ্য পদ
১.২১ আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো -
(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি
উত্তরঃ (খ) তিনটি
১.২২ যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে -
(ক) অবরোহ যুক্তি (খ) বৈজ্ঞানিক আরোহ (গ) অবৈজ্ঞানিক আরোহ (ঘ) উপমা যুক্তি
উত্তরঃ (ক) অবরোহ যুক্তি
১.২৩ অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে -
(ক) অনুভূতি (খ) যুক্তি (গ) কল্পনা (ঘ) সংবেদন
উত্তরঃ (খ) যুক্তি
১.২৪ বৈধ অবরোহ যুক্তির যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্ত হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) অনিশ্চিত (ঘ) বিরোধী
উত্তরঃ (ক) সত্য
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাওঃ
২.১ কারণের পরিমাণগত লক্ষণ কি?
উত্তরঃ কারণ হল কার্যের সমান।
অথবা,
বহুকারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো।
উত্তরঃ বহুকারণবাদ কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে।
২.২ ভালো বা উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ পৃথিবী এবং মঙ্গল উভয়ই গ্রহ, উভয়ই সূর্যকে প্রদক্ষিন করে, উভয়ই গ্রহে জল ও মাটি আছে, পৃথিবীতে জীব আছে।
অতএব, মঙ্গলেও জীব আছে।
অথবা,
উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো।
উত্তরঃ যুক্তিবাক্যের দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভব্যতা তত বেশি হবে।
২.৩ সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?
উত্তরঃ কয়েকটি বিশেষ সত্য থেকে তাদের মধ্যে স্বাদৃশ্য দেখে আর একটি ওই জাতিয় পদার্থের মধ্যে ওই একই বৈশিষ্ট্য আছে এরূপ অনুমান করা হলে তাকে স্বাদৃশ্যমূলক আরোহ অনুমান বলে।
অথবা,
মন্দ উপমা যুক্তি একটি উদাহরণ দাও।
উত্তরঃ গোরুর চারটি পা আছে, চেয়ারেও চারটি পা আছে।
গোরু দুধ দেয়।
চেয়ারও দুধ দেবে।
২.৪ সংযৌগিক বচন কখন সত্য হয়?
উত্তরঃ যখন দুটি বচনই সত্য হয়।
অথবা,
বৈকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উত্তরঃ যদি প্রথম বিকল্পকে স্বীকার করা হয়, তাহলে বৈকল্পিক বচনটি মিথ্যা হয়।
২.৫ অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে?
উত্তরঃ কোনো বচনের মধ্যে যদি অন্তত কোনো একটি বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে ঘোষণা করা হয় তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য।
অথবা,
নিচের বাক্যটিকে ভেনচিত্রে প্রকাশ করোঃ
সকল মানুষ হয় মরণশীল।
উত্তরঃ
২.৬ একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়?
উত্তরঃ বিকল্পকে স্বীকার জনিত দোষে দুষ্ট হয়।
অথবা,
বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ মানুষটি জীবিত অথবা মৃত।
২.৭ সকল মানুষ হয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব। - বচনটি বিপরীত বিরোধী কি হবে?
উত্তরঃ কোনো মানুষু নয় বিচারবুদ্ধি সম্পন্ন জীব। (E)
অথবা,
বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে?
উত্তরঃ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট্য দুটি বচনের মধ্যে যখন গুন ও পরিমান উভয়ই ভিন্ন, তাকে বিরুদ্ধ বিরোধিতা বলে।
২.৮ যুক্তির আকারগত বৈধতা কাকে বলে?
উত্তরঃ একাধিক বচনগ্রাহকের প্রতীকি কাঠামোর সত্যতাকে যুক্তির আকারগত বৈধতা বলে।
অথবা,
যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে?
উত্তরঃ যুক্তির অন্তর্গত বচনগুলির সত্যতাকে যুক্তির বস্তুগত সত্যতা বলে।
২.৯ ‘বিষপান হলো মৃত্যুর কারণ’ - এক্ষেত্রে ‘কারণ’ কথাটি কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পর্যাপ্ত শর্ত অর্থে।
২.১০ আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ ভিজে কাঠে আগুন জ্বালালে ধোঁয়া উৎপন্ন হওয়া।
২.১১ আরোহমূলক লাফ কি?
উত্তরঃ আরোহ অনুমানে বিশেষ জ্ঞান থেকে সামান্য জ্ঞানে আসার জন্য যে ঝুঁকি নিতে হয়, তাকে আরোহমূলক ঝুঁকি বা লাফ বলে।
২.১২ স্বত:মিথ্যা বচন আকার কিরূপ?
উত্তরঃ যে বচনাকারের প্রধান স্তরের প্রধান যোজকের সবকটি সারিতেই মিথ্যা হয় তাকে স্বতঃমিথ্যা বচন বলে।
২.১৩ শূন্যগর্ভ শ্রেণি কাকে বলে?
উত্তরঃ যে শ্রেণীর অনর্ন্তরভুক্ত কোনো বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই তাকে শূণ্যগর্ভ শ্রেণী বলে।
২.১৪ অনুগ স্বীকার জনিত দোষের একটি উদাহরণ দাও।
উত্তরঃ যদি সূর্য ওঠে তবে আলো হবে।
আলো হয়েছে।
সূর্য ওঠেছে।
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
২.১৫ বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি?
উত্তরঃ বিবর্তনে গুণের পরিবর্তন হবে, অর্থাৎ সদর্থক থাকলে নঞর্থক হবে এবং নঞর্থক থাকলে সদর্থক হবে।
২.১৬ অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ কোনো মানুষ নয় পশু। (E)
কোনো কোনো মানুষ নয় পশু। (O)
Higher Secondary Philosophy Question Paper 2016
PART – B
(১) বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ
১.১ বৈধতার প্রশ্নটি জড়িত হয় -
(ক) বাক্যের সঙ্গে (খ) বচনের সঙ্গে (গ) সিদ্ধান্তের সঙ্গে (ঘ) যুক্তির আকার এর সঙ্গে
উত্তরঃ (ঘ) যুক্তির আকার এর সঙ্গে
১.২ _________ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। -
(ক) A (খ) E (গ) I (ঘ) O
উত্তরঃ (ঘ) I
১.৩ FESAPO মূর্তিটি বৈধ হয় __________ সংস্থানে। -
(ক) প্রথম (খ) দ্বিতীয় (গ) তৃতীয় (ঘ) চতুর্থ
উত্তরঃ (ঘ) চতুর্থ
১.৪ যদি p তবে q নয়
p
∴ নয় q
এই বৈধ যুক্তির আকারটির নাম -
(ক) MP (খ) MT (গ) DS (ঘ) HS
উত্তরঃ (খ) MT
১.৫ যে যৌগিক বচনের সত্য সারণির সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে -
(ক) স্বত:সত্য বচন (খ) স্বত:মিথ্যা বচন (গ) আপতিক বচন (ঘ) বিশ্লেষক বচন
উত্তরঃ (খ) স্বত:মিথ্যা বচন
১.৬ আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো -
(ক) দৃষ্টান্ত গণনা (খ) পর্যবেক্ষণ (গ) পরীক্ষণ (ঘ) প্রকৃতির একরুপতা ও কার্যকারণ নীতি
উত্তরঃ (ঘ) প্রকৃতির একরুপতা ও কার্যকারণ নীতি
১.৭ কারণ হলো -
(ক) শর্তের সমষ্টি (খ) সংশয়াত্মক ঘটনার সমষ্টি (গ) আপতিক ঘটনার সমষ্টি (ঘ) অনিবার্য ঘটনার সমষ্টি
উত্তরঃ (ক) শর্তের সমষ্টি
১.৮ মিলের _________ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণ গত দিক থেকে বিবেচনা করা হয় -
(ক) অন্বয়ী (খ) ব্যতিরেকী (গ) সহ পরিবর্তন (ঘ) পরিশেষ
উত্তরঃ (গ) সহ পরিবর্তন
১.৯ হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে বলে -
(ক) যুক্তিবাক্য (খ) সিদ্ধান্ত (গ) পূর্বগ (ঘ) অঙ্গ বাক্য
উত্তরঃ (খ) সিদ্ধান্ত
১.১০ উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় -
(ক) A বচনে (খ) E বচনে (গ) I বচনে (ঘ) O বচনে
উত্তরঃ (খ) E বচনে
১.১১ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট A বচন সত্য হলে E বচনের সত্য মূল্য হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) অনিশ্চিত (ঘ) স্ববিরোধী
উত্তরঃ (খ) মিথ্যা
১.১২ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির _______ বাক্যটি হলো প্রাকল্পিক বচন। -
(ক) প্রধান (খ) অপ্রধান (গ) সিদ্ধান্ত (ঘ) তৃতীয় বচন
উত্তরঃ (ক) প্রধান
১.১৩ ‘সকল অ-সৈনিক হয় কবি’ - বচনটির ভেনচিত্রটি হল –
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.১৪ pV~q - এই যৌগিক বচন কি সর্বদা -
(ক) স্বত: মিথ্যা (খ) স্বত: সত্য (গ) অনিশ্চিত (ঘ) বৈধ
উত্তরঃ (খ) স্বত: সত্য
১.১৫ আরোহ অনুমানের সমস্যাটি হল -
(ক) বৈধতা নির্ণয় (খ) অবৈধ তা নির্ণয় (গ) আকারগত সত্যতা নির্ণয় (ঘ) সামান্যীকরণ
উত্তরঃ (ঘ) সামান্যীকরণ
১.১৬ ‘ভিজে কাঠে অগ্নিসংযোগ ধুম উৎপাদনের কারণ’ - এখানে ‘কারণ’ শব্দটি কেন ব্যবহৃত? -
(ক) পর্যাপ্ত শর্ত (খ) আবশ্যিক শর্ত (গ) পর্যাপ্ত আবশ্যিক শর্ত (ঘ) যৌক্তিক শর্ত
উত্তরঃ (গ) পর্যাপ্ত আবশ্যিক শর্ত
১.১৭ নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হল -
পুর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABRS abrs
ATUV atuv
AXYN axyn
অতএব, A হল a এর কারণ।
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) যুগ্ম পদ্ধতি (গ) ব্যতিরেকী পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (ক) অন্বয়ী পদ্ধতি
১.১৮ শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল -
(ক) কারণ এর গুণগত লক্ষণ (খ) কারণের পরিমাণগত লক্ষণ (গ) আবশ্যিক শর্ত রূপে কারণ (ঘ) পর্যাপ্ত শর্ত রূপে কারণ
উত্তরঃ (খ) কারণের পরিমাণগত লক্ষণ
১.১৯ অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ______ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। -
(ক) বৈজ্ঞানিক (খ) সাদৃশ্যমূলক (গ) লৌকিক (ঘ) কারণতা ভিত্তিক
উত্তরঃ (ক) বৈজ্ঞানিক
১.২০ p সত্য হলে pV~p এর সত্য মূল্য হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) সংশয়াত্মক (ঘ) স্ববিরোধী
উত্তরঃ (ক) সত্য
১.২১ ‘কোন কোন অ-S নয় P’ - বচনটির বুলীয়ভাষ্য হলো -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.২২ ন্যায় অনুমানের যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তার নাম হলো -
(ক) পক্ষ পদ (খ) সাধ্য পদ (গ) হেতু পদ (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) হেতু পদ
১.২৩ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ________ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধে থাকে। -
(ক) A,E (খ) I,O (গ) A,I (ঘ)E,O
উত্তরঃ (ক) A,E
১.২৪ আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই -
(ক) সুনিশ্চিত (খ) সম্ভাব্য (গ) বৈধ (ঘ) অবৈধ
উত্তরঃ (খ) সম্ভাব্য
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
২.১ উপমা যুক্তি ভিত্তি কি?
উত্তরঃ স্বাদৃশ্যতা।
অথবা,
উপমা যুক্তি কাকে বলে?
উত্তরঃ কয়েকটি বিশেষ সত্য থেকে তাদের মধ্যে স্বাদৃশ্য দেখে আর একটি ওই জাতিয় পদার্থের মধ্যে ওই একই বৈশিষ্ট্য আছে এরূপ অনুমান করা হলে তাকে স্বাদৃশ্য মূলক আরোহ অনুমান বা উপমা যুক্তি বলে।
২.২ পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ বিষপান মৃত্যুর কারন।
২.৩ একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়?
উত্তরঃ
অথবা,
নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তরঃ যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে নিবেশন দৃষ্টান্ত বলে।
২.৪ প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়?
উত্তরঃ পূর্বগ সত্য অনুগ মিথ্যা হলে।
অথবা,
p ~p বচনাকার টি কখন মিথ্যা হবে?
উত্তরঃ p এর মান সত্য হলে।
২.৫ পূর্বগ অস্বীকার জনিত দোষ কখন ঘটে?
উত্তরঃ অপ্রধান আশ্রয়বাক্যে অনুগকে অস্বীকার করে সিদ্ধান্তে পূর্বগকে অস্বীকার করতে হয়। কিন্তু যদি বিপরীত হয় সেক্ষেত্রে পূর্বগকে অস্বীকার জনিত দোষ ঘটে।
অথবা,
গঠন মূলক প্রাকল্পিক ন্যায়ের MP আকারের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ যদি সূর্য ওঠে তবে আলো হবে।
সূর্য ওঠেছে।
∴ আলো হয়েছে।
২.৬ বৈকল্পিক বচন কাকে বলে?
উত্তরঃ যে সাপেক্ষ ন্যায়ের একটি আশ্রয়বাক্য বৈকল্পিক বচন অপর আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক বচন বলে।
২.৭ যুক্তি কাকে বলে?
উত্তরঃ অনুমানের ভাষাগত দিক হল যুক্তি।
অথবা,
অবরোহ যুক্তি বলতে কি বোঝ?
উত্তরঃ যে যুক্তিতে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য ভাবে নিঃসৃত হয়, তাকে অবরোহ যুক্তি বলে।
২.৮ কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। - বচনটির অধিক বিপরীত বিরোধী উল্লেখ করো।
উত্তরঃ কোন কোন মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন। (O)
অথবা,
অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও?
উত্তরঃ কোনো কোনো মানুষ হয় সৎ। (I)
কোনো কোনো মানুষ নয় সৎ। (O)
২.৯ মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন?
উত্তরঃ কারন হল কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা।
বহুকারণবাদ বলতে কি বোঝ?
উত্তরঃ ভিন্ন ভিন্ন কারন থেকেই একই কার্য উৎপন্ন হওয়াকেই বহুকারনবাদ বলা হয়।
অথবা,
বহুকারণ সমন্বয় কি?
উত্তরঃ যখন একাধিক কারণ মিলিত হয়ে কোনো একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন তাকে বহুকারণ সমন্বয় বলে।
২.১০ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে আরোহ অনুমানে পর্যবেক্ষন ও পরীক্ষনের সাহায্যে বিশেষ বিশেষ ঘটনা সংগ্রহ করা হয় এবং প্রকৃতির একরূপতা নীতির উপর বিশ্বাস রেখে সমজাতীয় সকল ঘটনা সম্পর্কে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা কেই বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
২.১১ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন?
উত্তরঃ অবৈজ্ঞানিক আরোহ অনুমান সর্বজন গ্রহণযোগ্য তাই একে লৌকিক আরোহ অনুমান বলে।
অথবা,
প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তরঃ যে নীতি অনুসারে একই অবস্থায়, একই পরিস্থিতিতে প্রকৃতি সমান আচারন করে তাকে প্রকৃতির একরূপতা নীতি বলে।
২.১২ নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করোঃ
সকল দার্শনিক হয় জ্ঞানী।
উত্তরঃ
২.১৩ অস্তিত্বমূলক দোষ কাকে বলে?
উত্তরঃ বচনের দুটি হেতুবাক্য বিশেষ হলে সেক্ষেত্রে সিদ্ধান্তে অস্তিত্বমূলক দোষ ঘটে।
২.১৪ পরিপূরক শ্রেণী কাকে বলে?
উত্তরঃ মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণিকে পরিপূরক শ্রেণী বলে।
২.১৫ বিরুদ্ধ বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ সকল মানুষ হয় মরণশীল। (A)
কোনো কোনো মানুষ নয় মরণশীল। (O)
২.১৬ আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি?
উত্তরঃ যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য তাকে অবশ্যই আশ্রবাক্যে ব্যাপ্য হতে হবে।
অথবা,
সকল মানুষ হয় অপূর্ণ জীব। - বচন বিবর্তিত বচনটি কি?
উত্তরঃ কোনো মানুষ নয় পূর্ণজীব। (A-E)
Higher Secondary Philosophy Question Paper 2017
PART – B
(১) বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ
১.১ বহুকারণবাদ কে সমর্থন করেন -
(ক) অ্যারিস্টটল (খ) কান্ট (গ) বেইন (ঘ) হোয়েটলে
উত্তরঃ (গ) বেইন
১.২ ক হলো খ এর ঘটার আবশ্যিক শর্ত - একথার অর্থ হল -
(ক) যদি ক নয় তবে খ নয় (খ) যদি খ নয় তবে ক নয় (গ) যদি ক তবে খ (ঘ) যদি ক তবে ক
উত্তরঃ (ক) যদি ক নয় তবে খ নয়
১.৩ আরোহের বস্তুগত ভিত্তি কি -
(ক) প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারন সূত্র (খ) পরীক্ষক ও সত্যতা যাচাই (গ) পর্যবেক্ষণ এবং পরীক্ষণ (ঘ) গণনা এবং পরিমাপ
উত্তরঃ (গ) পর্যবেক্ষণ এবং পরীক্ষণ
১.৪ বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়ায় হলো আরোহ অনুমান। এটি বলেছেন -
(ক) বেইন (খ) মিল (গ) ফাউলার (ঘ) জয়েস
উত্তরঃ (ঘ) জয়েস
১.৫ কোন কোন অ-ছাত্র হয় অ-কবি। - বচনের ভেনচিত্রটি হল -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.৬ যদি p মিথ্যে হয় তাহলে p.~p এর সত্য মূল্য হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) সংশয়াত্মক (ঘ) স্বত:সত্য
উত্তরঃ (খ) মিথ্যা
১.৭ নিরপেক্ষ ন্যায় অনুমানের যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে থাকে তাকে বলে -
(ক) সাধ্য পদ (খ) পক্ষ পদ (গ) হেতু পদ (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (ক) সাধ্য পদ
১.৮ যদি p, তবে q নয়
p
অতএব, q নয়
এই যুক্তির আকারটি হল -
(ক) MT (খ) DS (গ) MP (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) MP
১.৯ উদ্দেশ্য এবং বিধেয় পদ উভয়ই অব্যাপ্য হয় -
(ক) O বচনে (খ) I বচনে (গ) E বচনে (ঘ) A বচনে
উত্তরঃ (খ) I বচনে
১.১০ যদি E বছরটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত I বচনের সত্য মূল্য হবে -
(ক) সত্য (খ) স্ববিরোধী (গ) মিথ্যা (ঘ) অনিশ্চিত
উত্তরঃ (ক) সত্য
১.১১ ভাষায় প্রকাশিত মনের আকারকে বলা হয় -
(ক) যুক্তি (খ) আশ্রয় বাক্য (গ) সিদ্ধান্ত (ঘ) ন্যায়
উত্তরঃ (ক) যুক্তি
১.১২ বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো -
(ক) আরোহ যুক্তির সঙ্গে (খ) উপমা যুক্তি সঙ্গে (গ) বৈজ্ঞানিক যুক্তি সঙ্গে (ঘ) অবরোহ যুক্তির সঙ্গে
উত্তরঃ (ঘ) অবরোহ যুক্তির সঙ্গে
১.১৩ নিম্নোক্ত সাংস্কৃতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো –
পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABC Abc
ADE Ade
AFG Afg
অতএব A হল a এর কারণ।
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতি (গ) মিশ্র পদ্ধতি বা অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (ক) অন্বয়ী পদ্ধতি
১.১৪ মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবল দুটি মাত্র দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো -
(ক) অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতি (গ) অন্বয়ী পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (খ) ব্যতিরেকী পদ্ধতি
১.১৫ আমরা এক বিশেষ সত্য থেকে আর এক বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তি তে তার নাম হলো -
(ক) বৈজ্ঞানিক আরোহ অনুমান (খ) ও বৈজ্ঞানিক আরোহ অনুমান (গ) উপমা যুক্তি (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) উপমা যুক্তি
১.১৬ ‘গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তন্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান’। এ কথা বলেছেন -
(ক) কারভেথ রীড (খ) জেএস মিল (গ) আই এম কোপি (ঘ) ডাবলু বি ও কোয়াইন
উত্তরঃ (ক) কার্ভেথ রীড
১.১৭ যদি pVq মিথ্যা হয় তাহলে এর সত্য মূল্য হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) অনিশ্চিত (ঘ) স্ববিরোধিতা
উত্তরঃ (ক) সত্য
১.১৮ যে যৌগিক বচন এর সত্য সারণির কতগুলি নিবেশন সত্য এবং কতগুলি মিথ্যা হয় তাহলে বচন টি হল -
(ক) স্বত:সত্য (খ) স্বত:মিথ্যা (গ) আপতিক (ঘ) বিশ্লেষক
উত্তরঃ (গ) আপতিক
১.১৯ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল -
(ক) বৈকল্পিক বচন (খ) প্রাকল্পিক বচন (গ) নিরপেক্ষ বচন (ঘ) স্ববিরোধী বচন
উত্তরঃ (গ) নিরপেক্ষ বচন
১.২০ সকল অ-S হয় P - এই বচনটি বুলীয় ভাষ্য হলো -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.২১ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচন এর মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় -
(ক) বিপরীত বিরোধিতা (খ) অধীন বিপরীত বিরোধিতা (গ) বিরুদ্ধ বিরোধিতা (ঘ) অসম বিরোধিতা
উত্তরঃ (খ) অধীন বিপরীত বিরোধিতা
১.২২ নিরপেক্ষ ন্যায় এর এমন মূর্তি যেখানে মধ্যপদ উভয় আশ্রয় বাক্যে বিধেয় স্থান অধিকার করে সেটি হল -
(ক) প্রথম মূর্তি (খ) চতুর্থ মূর্তি (গ) দ্বিতীয় মূর্তি (ঘ) তৃতীয় মূর্তি
উত্তরঃ (গ) দ্বিতীয় মূর্তি
১.২৩ একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) সম্ভাব্য (ঘ) বৈধ
উত্তরঃ (গ) সম্ভাব্য
১.২৪ একটি বচন সর্বদা -
(ক) বৈধ / অবৈধ (খ) সত্য / মিথ্যা (গ) নিশ্চিত / সম্ভাব্য (ঘ) ব্যাপ্য / অব্যাপ্য
উত্তরঃ (ক) বৈধ / অবৈধ
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
২.১ কারণের সদর্থক শর্ত বলতে কী বোঝো?
উত্তরঃ
অথবা,
যদি A ঘটে তবে B নামক ঘটনাটি ঘটে। এখানে A,B - এর কিরূপ শর্ত?
উত্তরঃ পর্যাপ্ত শর্ত
২.২ উপমা যুক্তি মূল্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মানদন্ড কি?
উত্তরঃ যুক্তি বাক্যে দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে সিদ্ধান্তের সম্ভনা তত বেশি হবে।
২.৩ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়?
উত্তরঃ অন্যান্য আরোহ অনুমানের মধ্যে অবৈজ্ঞানিক আরোহ অনুমান সব থেকে বেশি জনপ্রিয়। তাই অবৈজ্ঞানিক আরোহ অনুমান মূল্যহীন নয়।
২.৪ ফলস্তম্ভ কাকে বলে?
উত্তরঃ সত্যসারনির যে স্তম্ভটি থেকে বচনের সত্যমূল্য নির্ধারন করা যায় তাকে ফলস্তম্ভ বলা হয়।
২.৫ অস্তিত্ব মূলক তাৎপর্য কাকে বলে?
উত্তরঃ কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয়, তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলা হয়।
অথবা,
A নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি?
উত্তরঃ
২.৬ প্রাকল্পিক ন্যায়ের modus tollens আকারের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ যদি বৃষ্ট হয় তবে মাটি ভিসবে।
মাটি ভেজেনি।
∴ বৃষ্টি হয়নি।
অথবা,
বিসংবাদি বিকল্প বলতে কী বোঝো?
উত্তরঃ বৈকল্পিক বচন অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্প এর মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদি বিকল্প বলে।
২.৭ বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য করো।
উত্তরঃ বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনই সামান্য হয় এবং অধিন বিপরীত বিরোধিতার ক্ষেত্রে দুটি বচনই বিশেষ হয়।
২.৮ সিদ্ধান্ত বলতে কী বোঝো?
উত্তরঃ যে বচন আশ্রয়বাক্য থেকে অনিবার্য ভাবে নিঃসৃত হয় থাকে বচনের সিদ্ধান্ত বলে।
অথবা,
যুক্তির বৈধতা বলতে কী বোঝো?
উত্তরঃ যুক্তির বৈধতা বলতে বোঝায় কোন একটি যুক্তি হয় বৈধ রূপে গণ্য হবে অথবা তা অবৈধ রূপে গণ্য হবে।
২.৯ বহুকারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো।
উত্তরঃ
২.১০ কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি?
উত্তরঃ কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটাতে সাহায্য করে।
২.১১ আরোহ সংক্রান্ত লাফ বলতে কী বোঝো?
উত্তরঃ বিশেষ ঘটনা থেকে সামান্য ঘটনার মধ্যে যে ফাঁক থাকে তাকে অতিক্রম করার জন্য যে ঝুঁকি নেওয়া হয় তাকেই বলা হয় আরোহমূলক লাফ।
২.১২ কখন একটি দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উত্তরঃ
অথবা,
p≡~p বচনটি কখন মিথ্যা হয়?
উত্তরঃ যখন P সত্য হবে।
২.১৩ ভেনচিত্র প্রকাশ করো : ‘কোন কোন দার্শনিক নয় কবি’।
উত্তরঃ
২.১৪ ‘বিকল্প পরিগ্রহণ জনিত দোষ’ এর একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ রামবাবু শিক্ষক কিংবা লেখক।
রামবাবু শিক্ষক।
∴ রামবাবু লেখক না।
অথবা,
‘অনুগ স্বীকার জনিত দোষ’ কখন ঘটে?
উত্তরঃ অপ্রধান আশ্রয়বাক্যে পূর্বগকে স্বীকার করে সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়। কিন্তু যদি বিপরীত হয় তাহলে অনুগকে স্বীকার জনিত দোষ ঘটে।
২.১৫ বিবর্তনে বৈধতার গুন সংক্রান্ত নিয়মটি কি?
উত্তরঃ গুন পরিবর্তন হবে, অর্থাৎ সদর্থক হলে নঞর্থক হবে আর নঞর্থক হলে সদর্থক হবে।
অথবা,
‘সকল মানুষ হয় বিচারবুদ্ধিসম্পন্ন জীব’। বচনটির আবর্তন করো।
উত্তরঃ আবর্তনঃ কোনো কোনো মানুষ হয় বিচারবুদ্ধিসম্পন্ন জীব। (I)
২.১৬ বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি?
উত্তরঃ বচন দুটির উদ্দেশ্য ও বিধেয় অভিন্ন হবে।
অথবা,
‘কোনো মানুষ নয় সৎ’ - বচনটির ‘অসম বিরোধী’ বচন কি হবে?
উত্তরঃ কোনো কোনো মানুষ নয় সৎ। (O)
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
Higher Secondary Philosophy Question Paper 2018
PART – B
(১) বিকল্প প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ
১.১ মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হল -
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতি (গ) যুগ্ম পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (খ) ব্যতিরেকী পদ্ধতি
১.২ মিলের যে আরোহ পদ্ধতিতে কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হল -
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতি (গ) যুগ্ম পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
১.৩ অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ - এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো -
(ক) আবশ্যিক শর্ত (খ) পর্যাপ্ত শর্ত (গ) বহুকারণবাদ (ঘ) আবশ্যিক পর্যাপ্ত শর্ত
উত্তরঃ (ক) আবশ্যিক শর্ত
১.৪ শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল -
(ক) কারণের পরিমাণগত লক্ষণ (খ) কারনের গুণগত লক্ষণ (গ) কারণের আবশ্যিক শর্ত (ঘ) কারণের পর্যাপ্ত শর্ত
উত্তরঃ (ক) কারণের পরিমাণগত লক্ষণ
১.৫ অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? -
(ক) সামান্য বিশ্লেষক বচন (খ) সংশ্লেষক ও বিশ্লেষক বচন (গ) বিশ্লেষক বচন (ঘ) সামান্য সংশ্লেষক বচন
উত্তরঃ (ঘ) সামান্য সংশ্লেষক বচন
১.৬ 'কারণ' শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন -
(ক) মিল (খ) বেইন (গ) আই এম কোপি (ঘ) কারভেথ রীড
উত্তরঃ (গ) আই এম কোপি
১.৭ আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো -
(ক) সামান্যীকরণ (খ) আরোহমূলক লাফ (গ) বৈধতা (ঘ) অবৈধতা
উত্তরঃ (ক) সামান্যীকরণ
১.৮ লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন -
(ক) মিল (খ) হবস (গ) জনসন (ঘ) বেকন
উত্তরঃ (ঘ) বেকন
১.৯ p q - এই যৌগিক বচন মিথ্যা হবে যদি -
(ক) p সত্য এবং q মিথ্যা হয় (খ) p মিথ্যা এবং q মিথ্যা হয় (গ) p মিথ্যা এবং q সত্য হয় (ঘ) p সত্য এবং q সত্য হয়
উত্তরঃ (ক) p সত্য এবং q মিথ্যা হয়
১.১০ p ≡~q এই বচনাকারটি -
(ক) স্বত:সত্য (খ) স্বত:মিথ্যা (গ) অনিয়ত (ঘ) অসম্ভব
উত্তরঃ (খ) স্বত:মিথ্যা
১.১১ কোন অ-s নয় অ-p এই বচনটির বুলীয় ভাষ্য হলো -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (গ)
১.১২ যে যৌগিক বচন এর সত্য সারণির সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে -
(ক) স্বত:সত্য (খ) স্বত:মিথ্যা (গ) আপতিক (ঘ) বিশ্লেষক
উত্তরঃ (ক) স্বত:সত্য
১.১৩ যদি p না হয় q একটি -
(ক) বৈকল্পিক বচন (খ) নিরপেক্ষ বচন (গ) প্রাকল্পিক বচন (ঘ) যৌগিক বচন
উত্তরঃ (ক) বৈকল্পিক বচন
১.১৪ কোন শিক্ষক নয় অ-শিক্ষিত বচনের ভেনচিত্রটি হল -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (গ)
১.১৫ DIMARIS মূর্তিটি বৈধ হয় -
(ক) প্রথম সংস্থানে (খ) দ্বিতীয় সংস্থানে (গ) তৃতীয় সংস্থানে (ঘ) চতুর্থ সংস্থানে
উত্তরঃ (ঘ) চতুর্থ সংস্থানে
১.১৬ প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন্ বাক্যটি প্রাকল্পিক বচন -
(ক) প্রধান আশ্রয় বাক্য (খ) অপ্রধান আশ্রয় বাক্য (গ) তৃতীয় আশ্রয় বাক্য (ঘ) সিদ্ধান্ত
উত্তরঃ (ক) প্রধান আশ্রয় বাক্য
১.১৭ অধীন বিপরীত বিরোধিতা হয় -
(ক)A এবং O বচনের মধ্যে (খ) A এবং E বচনের মধ্যে (গ) I এবং O বচনের মধ্যে (ঘ) E এবং I বচনের মধ্যে
উত্তরঃ (গ) I এবং O বচনের মধ্যে
১.১৮ কোন বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে পক্ষপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্য হতেই হবে। এই নিয়মটি লংঘন করলে যে দোষ হয় তা হল -
(ক) চারিপদ ঘটিত দোষ (খ) অব্যাপ্য হেতু দোষ (গ) অবৈধ পক্ষ দোষ (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) অবৈধ পক্ষ দোষ
১.১৯ যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল -
(ক) A (খ) E (গ) I (ঘ) O
উত্তরঃ (ঘ) O
১.২০ বচনের বিরোধানুমান হল একপ্রকার -
(ক) মাধ্যম অনুমান (খ) অমাধ্যম অনুমান (গ) ন্যায় অনুমান (ঘ) যৌগিক যুক্তি
উত্তরঃ (খ) অমাধ্যম অনুমান
১.২১ বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে -
(ক) সত্য (খ) মিথ্যা (গ) অনিশ্চিত (ঘ) স্ববিরোধী
উত্তরঃ (ক) সত্য
১.২২ একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো -
(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) ছয়টি
উত্তরঃ (গ) চারটি
১.২৩ ‘Logos’ শব্দটির অর্থ হলো -
(ক) অনুমান (খ) চিন্তা (গ) বচন (ঘ) সংবেদন
উত্তরঃ (খ) চিন্তা
১.২৪ বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ________ এর সঙ্গে যুক্ত। -
(ক) আরোহ যুক্তি (খ) অবরোহ যুক্তি (গ) বৈজ্ঞানিক যুক্তি (ঘ) উপমা যুক্তি
উত্তরঃ (খ) অবরোহ যুক্তি
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
২.১ অসম বিরোধিতার সত্যতার নিয়মটি লেখ।
উত্তরঃ অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সত্য হলে বিশেষ বচন সত্য হবে, আর বিশেষ বচন মিথ্যা হলে সামান্য বচন মিথ্যা হবে।
অথবা,
উভয় বচন একই সঙ্গে সত্য নয় । - এটি কোন্ বিরোধীতার সত্যতার নিয়ম?
উত্তরঃ বিপরীত বিরোধিতার নিয়ম।
২.২ E বচনের বিবর্তনের আবর্তিত বচন কি হবে?
উত্তরঃ I বচন হবে।
অথবা,
অমানুষ কবি নেই। - বচনটির বিবর্তন করো।
উত্তরঃ কোনো কবি নয় অমানুষ। (E)
বিবর্তন – সকল কবি হয় মানুষ। (E-A)
২.৩ বৈধতা-অবৈধতা নির্ণয় করো:
যদি লক বস্তুবাদী হন তবে তিনি দার্শনিক।
লক দার্শনিক
সুতরাং তিনি বস্তুবাদী।
উত্তরঃ আলোচ্য প্রাকল্পিক বচনে পূর্বগকে স্বীকার না করে অনুগক স্বীকার করা হয়েছে। তাই এটি অনুগকে স্বীকার জনিত দোষে সুষ্ট।
২.৪ ভেনচিত্রে প্রকাশ করো : সাংবাদিকরা উপস্থিতি।
উত্তরঃ কোনো কোনো সাংবাদিক হয় উপস্থিত। (I)
ভেনচিত্রটি হয়ঃ
২.৫ স্বত:সত্য বচন কাকে বলে?
উত্তরঃ যে বাক্যাকারের প্রতিটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে স্বতঃসত্য বাক্য বলে।
অথবা,
একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়?
উত্তরঃ একটি সংযৌগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলেই সংযৌগিক বচনটি মিথ্যা হয়।
২.৬ বৈজ্ঞানিক আরোহ সিদ্ধান্তটি কি বচন?
উত্তরঃ সামান্য সংশ্লেষক বচন।
২.৭ কারভেথ রীড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন?
উত্তরঃ গুনগত দিক থেকে কারন হল কার্যের অব্যহিত, শর্থীন, অপরিবর্ত্নীয়, পূর্বগামী ঘটনা এবং পরিমানের দিক থেকে কারন হল কার্যের সমান।
অথবা,
কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি?
উত্তরঃ কারনের পরিমানগত লক্ষনের মূল ভিত্তিগুলি হল – বস্তুর নিত্যতা নিয়ম এবং শক্তির নিত্যতা নিয়ম।
২.৮ বহুকারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো।
উত্তরঃ অনেকগুলি কারন মিশ্রিত হয়ে বা একসঙ্গে মিলে গিয়ে একটি মিশ্র কার্য ঘটায়।
২.৯ যুক্তি কাকে বলে?
উত্তরঃ যে অনুমানে এক বা একধিক বচনের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গৃহীত হয় সেই বচনের সমষ্টিকে যুক্তি বলে।
অথবা,
অবরোহ যুক্তি বলতে কি বোঝো?
উত্তরঃ যে অনুমানে সার্বিক জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে আসা হয় তাকে বলা হয় অবরোহ অনুমান।
২.১০ বিরুদ্ধ বিরোধিতার মূল শর্তগুলি উল্লেখ করো।
উত্তরঃ বিরুদ্ধ বিরোধিতার শর্তঃ
প্রথমত, বচন দুটির উদ্দেশ্যপদ ও বিধেয়পদ অভিন্ন হবে।
দ্বিতীয়ত, দুটি বচনের গুন ও পরিমান ভিন্ন হবে।
২.১১ একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়?
উত্তরঃ বিকল্পকে স্বীকারজনিত দোষ
অথবা,
বৈকল্পিক বচন কমপক্ষে কয়টি বিকল্প থাকে?
উত্তরঃ দুটি বিকল্প থাকে।
২.১২ শূন্যগর্ভ শ্রেণি কাকে বলে?
উত্তরঃ যখন কোন বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেনীটির কোন পদ থাকে, তাকে বলে শূন্যগর্ভ শ্রেনী।
অথবা,
O নিরপেক্ষ বচনের বুলীয় ব্যাখ্যা কি?
উত্তরঃ
২.১৩ pV~q বচনাকারটি কখন সত্য হয়?
উত্তরঃ আমরা জানি, V(ভেল) এর ক্ষেত্রে দুটির মধ্যে একটিও যদি সত্য হয় তাহলে বচনাকারটি সত্য হতে বাধ্য। তাই উক্ত বচনাকরটি একটি স্বতঃসত্য বচন।
অথবা,
আপতিক বচন আকার কিরূপ?
উত্তরঃ যে বচনের প্রতিস্থাপন দৃষ্টান্ত নিশ্চিত নয় অর্থাৎ কখন সত্য আবার কখন মিথ্যা হয়, তাকে বলে আপতিক বচনাকার।
২.১৪ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কি?
উত্তরঃ পরীক্ষন ও পর্যবেক্ষন
অথবা,
প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তরঃ প্রকৃতি একই সময় একই পরিস্থিতে একই আচরন করে।
২.১৫ সামান্যীকরণ বলতে কী বোঝো?
উত্তরঃ কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষন করে অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে যখন সেই শ্রেণীর সমগ্র সম্পর্কে সিদ্ধান্ত অনুমান করা হয় তাকে সামান্যীকরন বলে।
২.১৬ কারণ ও শর্তের মধ্যে মূল পার্থক্য কি?
উত্তরঃ কারন হল সমগ্র বা একটি শর্তের সমষ্টি আর শর্ত হল কারনের অপরিহার্য অংশ।
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
Higher Secondary Philosophy Question Paper 2019
PART – B
(১) প্রতিটি প্রশ্নের উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ
১.১ যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে -
(ক) অবৈজ্ঞানিক আরোহ (খ) বৈজ্ঞানিক আরোহ (গ) উপমা যুক্তি (ঘ) অবরোহ যুক্তি
উত্তরঃ (ঘ) অবরোহ যুক্তি
১.২ উদ্দেশ্য পদ অব্যাপ্য -
(ক) সামান্য বচনের (খ) বিশেষ বচনের (গ) সদর্থক বচনের (ঘ) নঞর্থক বচনের
উত্তরঃ (খ) বিশেষ বচনের
১.৩ যদি E বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত A বচনের সত্যমূল্য হবে -
(ক) সত্য (খ) স্ববিরোধী (গ) মিথ্যা (ঘ) অনিশ্চিত
উত্তরঃ (ঘ) অনিশ্চিত
১.৪ নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো -
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তরঃ (গ) চার
১.৫ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো -
(ক) উদ্দেশ্য ও বিধেয় (খ) আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত (গ) সংযোগী ও বিকল্প (ঘ) পূর্বগ ও অনুগ
উত্তরঃ (ঘ) পূর্বগ ও অনুগ
১.৬ অশূন্য বা সাত্তিক শ্রেণীর ভেনচিত্রটি হল -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (খ)
১.৭ যদিpVq মিথ্যে হয় তাহলে p ≡ q এর সত্যমূল্য হবে -
(ক) মিথ্যা (খ) সত্য (গ) অনিশ্চিত (ঘ) স্ববিরোধী
উত্তরঃ (খ) সত্য
১.৮ কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে -
(ক) শুধুমাত্র অঙ্গ বচনের উপর (খ) শুধুমাত্র যোজকের উপর (গ) অঙ্গ বচন ও যোজকের উপর (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) অঙ্গ বচন ও যোজকের উপর
১.৯ আরোহ অনুমানের সমস্যাটি হল -
(ক) বৈধতা নির্ণয় (খ) অবৈধতা নির্ণয় (গ) আকারগত সত্যতা নির্ণয় (ঘ) সামান্যীকরণ
উত্তরঃ (ঘ) সামান্যীকরণ
১.১০ 'পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান' - একথা মনে করেন -
(ক) মিল (খ) কারভেথ রীড (গ) অ্যারিস্টোটল (ঘ) প্লেটো
উত্তরঃ (খ) কারভেথ রীড
১.১১ 'ভেজা কাটে অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ' - এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো -
(ক) পর্যাপ্ত শর্ত (খ) আবশ্যিক শর্ত (গ) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত (ঘ) যৌক্তিক শর্ত
উত্তরঃ (গ) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত
১.১২ নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাহল -
পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABPQ abpq
ARST asrt
AUVX auvx
অতএব, A হল a এর কারণ।
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতির (গ) সংযুক্ত পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (ক) অন্বয়ী পদ্ধতি
১.১৩ আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই -
(ক) সুনিশ্চিত (খ) সম্ভাব্য (গ) সত্য (ঘ) বৈধ
উত্তরঃ (খ) সম্ভাব্য
১.১৪ একটি নঞর্থক বচনের ______ পদটি অবশ্যই ব্যাপ্য হয় -
(ক) উদ্দেশ্য (খ) বিধেয় (গ) উদ্দেশ্য ও বিধেয় (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) বিধেয়
১.১৫ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় -
(ক) বিপরীত বিরোধিতা (খ) অধীন বিপরীত বিরোধিতার (গ) অসম বিরোধিতা (ঘ) বিরুদ্ধ বিরোধিতা
উত্তরঃ (ক) বিপরীত বিরোধিতা
১.১৬ পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তাহল -
(ক) সিদ্ধান্তের বিধেয় স্থানে (খ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে (গ) সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে (ঘ) সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে
উত্তরঃ (খ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
১.১৭ pVq
~p
q
- এই যুক্তি আকারটি হলো -
(ক) বৈধ MP (খ) বৈধ MT (গ) বৈধ DS (ঘ) বৈধ HS
উত্তরঃ (গ) বৈধ DS
১.১৮ কোন কোন অ-S হয় P। এই বোনটির বুলীয় ভাষ্য হলো -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.১৯ p.~ p এই বচনাকারটি -
(ক) স্বত:সত্য (খ) স্বত:মিথ্যা (গ) আপতিক (ঘ) বৈধ
উত্তরঃ (খ) স্বত:মিথ্যা
১.২০ সাদৃশ্য কোন্ অনুমানের ভিত্তি -
(ক) অবরোহ অনুমান (খ) উপমা যুক্তি (গ) লৌকিক আরোহ (ঘ) বৈজ্ঞানিক আরোহ
উত্তরঃ (খ) উপমা যুক্তি
১.২১ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো -
(ক) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (খ) প্রকৃতির একরূপতা নীতি (গ) কার্যকারণ নীতি (ঘ) সামান্যীকরণ
উত্তরঃ (ক) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
১.২২ 'ক' হল 'খ' এর পর্যাপ্ত শর্ত -
(ক) যদি ক ঘটে তবে খ ঘটে (খ) যদি খ ঘটে তবে ক ঘটে (গ) যদি ক না ঘটে তবে খ ঘটে না (ঘ) যদি খ না ঘটে তবে ক ঘটে না
উত্তরঃ (ক) যদি ক ঘটে তবে খ ঘটে
১.২৩ যদি কোন অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি -
(ক) অবশ্যই বৈধ হবে (ক) অবশ্যই অবৈধ হবে (গ) বৈধ বা অবৈধ হবে (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অবশ্যই বৈধ হবে
১.২৪ দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হল -
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) যুগ্ম পদ্ধতি (গ) সহ পরিবর্তন পদ্ধতি (ঘ) ব্যতিরেকী পদ্ধতি
উত্তরঃ (খ) যুগ্ম পদ্ধতি
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
২.১ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন?
উত্তরঃ অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ গঠন করে সেহেতু একে লৌকিক আরোহ অনুমান বলা হয়।
২.২ মিল স্থায়ী কারণ বলতে কি বলেছেন?
উত্তরঃ স্থায়ী কারণ বলতে মিল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে বুঝিয়েছেন, যাকে অনুসরণ করে কার্যটি সংঘটিত হয় এবং যেগুলিকে অপসারণ করা যায় না।
অথবা,
'সুইচ অন করা পাখা চলার কারণ' - এক্ষেত্রে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে।
২.৩ প্রদত্ত বাক্যটিকে প্রতীকায়িত করো এবং তার অনুসারী সত্য সারণী গঠন করো :
এমন নয় যে, রাম যাবে।
উত্তরঃ ~ p
২.৪ নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তরঃ কোন বচনাকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে যে বচনকে নিবেশন বা প্রতিস্থাপন করা হয় তাকেই বলা হয় নিবেশন দৃষ্টান্ত।
অথবা,
সত্য সারণির সাহায্যে ধ্রুবকের সংজ্ঞা দাও।
উত্তরঃ ধ্রুবকটি প্রাকল্পিক বচন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন - যদি সূর্য ওঠে তবে আলো হবে।
২.৫ বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে?
উত্তরঃ বৈকল্পিক বচন এর একটি বিকল্পকে প্রথমে সত্য ধরে, যদি অপর বিকল্পটিকে মিথ্যা বলা হয় তাহলে বিকল্প পরিগ্রহণ দোষে দুষ্ট হয়। যেমন –
রামবাবু শিক্ষক কিংবা লেখক।
রামবাবু শিক্ষক।
অতএব রামবাবু লেখকের নয়।
অথবা,
গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও।
উত্তরঃ যদি সূর্য ওঠে তবে আলো হবে।
সূর্য উঠেছে।
অতএব, আলো হয়েছে।
২.৬ বৈধতা ও অবৈধ তা নির্ণয় করো:
হয় পাখিটি কাক অথবা কোকিল। পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল।
উত্তরঃ হয় পাখিটি কাক অথবা কোকিল।
পাখিটি কোকিল।
অতএব, পাখিটি কাক নয়।
যুক্তিটি বিকল্পকে গ্রহণ জনিত দোষে দুষ্ট এবং অবৈধ।
২.৭ যুক্তির বৈধতা বলতে কী বোঝো?
উত্তরঃ যুক্তির বৈধতা বলতে বোঝায় কোন একটি যুক্তি হয় বৈধ রূপে গণ্য হবে অথবা তা অবৈধ রূপে গণ্য হবে।
অথবা,
একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
উত্তরঃ কোন মানুষ নয় চিন্তাশীল। E
সকল পুতুল হয় মানুষ। A
অতএব, কোন পুতুল নয় চিন্তাশীল। E
২.৮ বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি?
উত্তরঃ বচনের বিরোধিতার শর্ত:
প্রথমত, বিরোধিতাপূর্ণ বচন দুটি উদ্দেশ্য ও বিধেয় এক হবে।
দ্বিতীয়ত, বচন দুটির মধ্যে শুধু গুন অথবা শুধু পরিমাণের অথবা উভয়ের পার্থক্য হবে।
২.৯ বহুকারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো।
উত্তরঃ বহুকারণবাদ কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে।
২.১০ আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের কারণে একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ ভিজে কাঠে অগ্নিসংযোগ করাই হলো ধোঁয়ার কারণ।
২.১১ আরোহমূলক লাফ কি?
উত্তরঃ বিশেষ ঘটনা থেকে সামান্য ঘটনার মধ্যে যে ফাঁক থাকে তাকে অতিক্রম করার জন্য যে ঝুঁকি নেওয়া হয় তাকেই বলা হয় আরোহমূলক লাফ।
অথবা,
আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি?
উত্তরঃ আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো - প্রকৃতির এক রূপতা নীতি এবং কার্যকরন নিয়ম।
২.১২ মন্দ উপমা যুক্তি একটি উদাহরণ দাও।
উত্তরঃ গরুর চারটি পা আছে চেয়ারের চারটি পা আছে।
গরু দুধ দেয়।
অতএব, চেয়ারও দুধ দেবে।
২.১৩ গ্রাহক কি?
উত্তরঃ কোন যৌগিক বাক্যের অন্তর্গত উপাদানের পরিবর্তে যে সমস্ত বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকেই গ্রাহক বলা হয়। যেমন - p,q,r
অথবা,
পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো?
উত্তরঃ কোন একটি নির্দিষ্ট শ্রেণীর বাইরে যে শ্রেণি দেখা যায় তাকে পরিপূরক শ্রেণী বলে। যেমন - মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অ-মানুষ।
২.১৪ ভেনচিত্রে দুটি পরস্পর ছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে?
উত্তরঃ চারটি শ্রেণীকে নির্দেশ করে।
২.১৫ বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো।
উত্তরঃ বিপরীত বিরোধিতা শুধু গুণের পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু বিরুদ্ধ বিরোধিতাই গুন ও পরিমাণ উভয়ের পার্থক্য দেখা যায়।
অথবা,
যদি A বচন সত্য হয় তবে এর বিরুদ্ধে বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে?
উত্তরঃ A বচনের বিরুদ্ধ বচন হল O বচন।
O বচনের অসম বিরোধী বচন হলো E বচন।
অতএব, A বচন সত্য হলে E বচন মিথ্যা হবে।
২.১৬ আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি?
উত্তরঃ আবর্তনের ব্যিপ্যতা সংক্রান্ত নিয়মটি হল - যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য তাকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে।
অথবা,
A বচনের সরল আবর্তন এর একটি বাস্তব দৃষ্টান্ত দাও।
উত্তরঃ এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। A
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হয় এভারেস্ট। A
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
Higher Secondary Philosophy Question Paper 2020
PART – B
(১) প্রতিটি প্রশ্নের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ
১.১ মিলের _________ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়।
(অ) অন্বয়ী (আ) ব্যতিরেকী (ই) সহ-পরিবর্তন (ঈ) অন্বয়ী-ব্যতিরেকী
উত্তরঃ (ই) সহ-পরিবর্তন
১.২ যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন -
(অ) আই এম কোপি (আ) কার্ভেদ রীড (ই) জন স্টুয়ার্ট মিল (ঈ) ডব্লু ভি ও কোয়াইন
উত্তরঃ (ই) জন স্টুয়ার্ট মিল
১.৩ এককারনবাদ কে সমর্থন করেন?
(অ) অ্যারিস্টটল্ (আ) কান্ট (ই) হিউম (ঈ) কোপি
উত্তরঃ- (ঈ) কোপি
১.৪ _______ এর মতে, কারণ হল সদর্থক এবং নঞর্থক শর্তের সমষ্টি।
(অ) অ্যারিস্টটল্ (আ) মিল (ই) কোপি (ঈ) বেইন
উত্তরঃ (আ) মিল
১.৫ আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহী যুক্তিতে তা হল -
(অ) বৈজ্ঞানিক আরোহ অনুমানে (আ) অবৈজ্ঞানিক আরোহ অনুমানে (ই) উপমা যুক্তিতে (ঈ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (ই) উপমা যুক্তিতে
১.৬ বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হল -
(অ) আবশ্যিক শর্ত রূপে কারণ (আ) পর্যাপ্ত শর্ত রূপে কারণ (ই) কারণের গুণগত লক্ষণ (ঈ) কারণের পরিমানগত লক্ষণ
উত্তরঃ (ঈ) কারণের পরিমানগত লক্ষণ
১.৭ আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হল এই অনুমানের সিদ্ধান্ত
(অ) আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় (আ) আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায় (ই) একটি বিশেষ বচন হয় (ঈ)
উত্তরঃ (আ) আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়
১.৮ অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল
(অ) লৌকিক আরোহ (আ) বৈজ্ঞানিক আরোহ (ই) মন্দ উপমা (ঈ) ভালো উপমা
উত্তরঃ (ই) মন্দ উপমা
১.৯ “খেলা চলবে যদি না বৃষ্টি হয়” – বচনটির প্রতীকায়িত রূপ হল
(অ) ~R M (আ) M ~R (ই) ~M R (ঈ) ~R ~M
উত্তরঃ (আ) M ~R
১.১০ যে যৌগিক সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই
বচনটি -
(অ) স্বতঃসত্য (আ) আপতিক (ই) বিশ্লেষন (ঈ) স্ব-বিরোধী
উত্তরঃ (আ) আপতিক
১.১১ কোনো কোনো ছাত্র নয় অ-কবি। বচনটির ভেনচিত্র হলো
(অ) (আ) (ই) (ঈ)
উত্তরঃ (আ)
১.১২ ’PvQ’ – এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি
(অ) P সত্য এবং P মিথ্যা হয় (আ) P মিথ্যা এবং Q মিথ্যা হয় (ই) P মিথ্যা এবং Q সত্য হয় (ঈ) P সত্য এবং Q সত্য হয়
উত্তরঃ (আ) P মিথ্যা এবং Q মিথ্যা হয়
১.১৩ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন্ বাক্যটি বৈকল্পিক বচন?
(অ) প্রধান আশ্রয়বাক্য (আ) অপ্রধান আশ্রয়বাক্য (ই) উভয় আশ্রয়বাক্য (ঈ) সিদ্ধান্ত
উত্তরঃ (অ) প্রধান আশ্রয়বাক্য
১.১৪ সকল অ-S হয় অ-P – বচনটির বুলীয় ভাষ্য হল -
(অ) (আ) (ই) (ঈ)
উত্তরঃ (আ)
১.১৫ যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতু পদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকেন তবে নিরপেক্ষ ন্যায় এর স্থানটি হল -
(অ) প্রথম সংস্থান (আ) দ্বিতীয় সংস্থান (ই) তৃতীয় সংস্থান (ঈ) চতুর্থ সংস্থান
উত্তরঃ (ই) তৃতীয় সংস্থান
১.১৬ যদি p তাহলে q
q নয়
অতএব, p নয়
এই যুক্তির আকার টি হল -
(অ) বৈধ MP (আ) বৈধ MT (ই) বৈধ HS (ঈ) বৈধ DS
উত্তরঃ (আ) বৈধ MT
১.১৭ বচনের বিরোধিতা ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত বিশেষ নঞর্থক বচনের সত্য মূল্য হবে -
(অ) সত্য (আ) মিথ্যা (ই) অনিশ্চিত (ঈ) কোনোটিই নয়
উত্তরঃ (আ) মিথ্যা
১.১৮ FERISON মূর্তিটি বৈধ হয় -
(অ) প্রথম সংস্থানে (আ) দ্বিতীয় সংস্থানে (ই) তৃতীয় সংস্থানে (ঈ) চতুর্থ সংস্থানে
উত্তরঃ (ই) তৃতীয় সংস্থানে
১.১৯ শর্ত অনুযায়ী বচন দুই প্রকার -
(অ) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন (আ) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন (ই) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন (ঈ) সামান্য সদর্থক বচন ও সামান্য নঞর্থক বচন
উত্তরঃ (অ) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
১.২০ অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে -
(অ) সত্য (আ) মিথ্যা (ই) স্ববিরোধী (ঈ) অনিশ্চিত
উত্তরঃ (ঈ) অনিশ্চিত
১.২১ বৈধতার প্রশ্নটি জড়িত হলো -
(অ) বাক্যের সঙ্গে (আ) বচনের সঙ্গে (ই) সিদ্ধান্তের সঙ্গে (ঈ) যুক্তি আকারের সঙ্গে
উত্তরঃ (ঈ) যুক্তি আকারের সঙ্গে
১.২২ একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো -
(অ) দুটি (আ) তিনটি (ই) চারটি (ঈ) পাঁচটি
উত্তরঃ (ই) চারটি
১.২৩ Logos শব্দটির অর্থ হলো -
(অ) বচন (আ) সংবেদন (ই) অনুমান (ঈ) চিন্তা
উত্তরঃ (ঈ) চিন্তা
১.২৪ বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বিবৃতিটি -
(অ) সত্য (আ) মিথ্যা (ই) অনিশ্চিত (ঈ) স্ববিরোধী
উত্তরঃ (অ) সত্য
২ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
২.১ অতি বৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি কোন শর্ত কে নির্দেশ করেছে?
উত্তরঃ আবশ্যিক শর্ত
২.২ কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কারণ হলো শর্তের সমষ্টি মাত্র, তবে শর্ত হলো কারণেই এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজন।
অথবা,
কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি?
উত্তরঃ কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটাতে সাহায্য করে।
২.৩ সামান্যীকরণ বলতে কী বোঝো?
উত্তরঃ কতকগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে।
অথবা,
ভালো বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও।
উত্তরঃ পৃথিবী এবং মঙ্গল গ্রহ, উভয় গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে, উভয় গ্রহে জল আছে।
অতএব পৃথিবীতে জীবন আছে তাই মঙ্গলেতেও জীবন আছে।
২.৪ পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ সূর্য ওঠা আলো হওয়ার কারণ।
২.৫ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়াকেই বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
২.৬ প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তরঃ প্রকৃতি যে কোন অবস্থায় যেকোনো পরিস্থিতিতে সমান আচরণ করে, প্রকৃতির এই নীতিকেই একরূপতা নীতি বলে।
২.৭ যদি p সত্য হয় তাহলে pVq এর সত্য মূল্য কি হবে?
উত্তরঃ স্বত:সত্য
২.৮ কখন একটি দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উত্তরঃ
অথবা,
স্বত:মিথ্যা বচন আকার কিরূপ?
উত্তরঃ স্বত:মিথ্যা বচনাকারের প্রধান স্তম্বের সবকটি সারি মিথ্যা হয়।
২.৯ অস্তিত্ব মূলক দোষ কাকে বলে?
উত্তরঃ যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে হেতু বাক্য করে যদি এমন বচন নি:সৃত করা হয় যার অস্তিত্ব মূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিকে অস্তিত্ব মূলক দোষ বলে।
২.১০ শূন্যগর্ভ শ্রেণি কি?
উত্তরঃ যখন কোন বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর কোন পদ থাকে তাকে বলে শূন্যগর্ভ শ্রেণি।
অথবা,
নিম্নলিখিত বচনের ভেনচিত্র দাওঃ
কোন কোন মানুষ হয় অসৎ।
উত্তরঃ
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
২.১১ বিসংবাদি বিকল্প বলতে কী বোঝো?
উত্তরঃ বৈকল্পিক বচন অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্প এর মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদি বিকল্প বলে।
২.১২ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধতার প্রথম নিয়ম টি লেখো।
উত্তরঃ পূর্বগকে স্বীকার করে অনুগ স্বীকার করতে হয়।
অথবা,
একটি মিশ্র বৈকল্পিক নেই অবৈধ হলে কি দোষ হয়?
উত্তরঃ বিকল্পকে স্বীকার জনিত দোষ
২.১৩ অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ সকল মানুষ হয় বুদ্ধিমান প্রাণী। A
কোন কোন মানুষ হয় বুদ্ধিমান প্রাণী। I
অথবা,
কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। বচনটির বিরুদ্ধ উল্লেখ করো।
উত্তরঃ কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। (E)
২.১৪ O বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা।
উত্তরঃ O বচনের আবর্তন সম্ভব নয়।
অথবা,
সকল মানুষ হয় অপূর্ণ জীব। বচনটির বিবর্তিত বচন কি?
উত্তরঃ কোন মানুষ নয় পূর্ণজীব। E
২.১৫ যুক্তির বস্তুগত সভ্যতা বলতে কি বোঝো?
উত্তরঃ যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলোর সত্য বা মিথ্যাকে।
অথবা,
অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ অনুমানের ক্ষেত্রে বা একাধিক যুক্তিবাক্য দিয়ে শুরু করি এবং তারপর ওইসব যুক্তিবাক্য দ্বারা সমর্থিত হয়ে একটি সিদ্ধান্তে পৌঁছায়। আর যুক্তির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিয়ে তর্ক শুরু করি এবং সিদ্ধান্তটি যেসব যুক্তি বাক্যের দ্বারা সমর্থিত হতে পারে সেগুলিকে খুঁজে বের করি।
২.১৬ অধীর বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মিত লেখো।
উত্তরঃ অধীর বিপরীত বিরোধানুমানে সম্বন্ধযুক্ত বচন দুটির একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত নয়।
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
PART – B
(১) প্রতিটি প্রশ্নের উত্তর গুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখঃ
১.১ যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে -
(ক) অবৈজ্ঞানিক আরোহ (খ) বৈজ্ঞানিক আরোহ (গ) উপমা যুক্তি (ঘ) অবরোহ যুক্তি
উত্তরঃ (ঘ) অবরোহ যুক্তি
১.২ উদ্দেশ্য পদ অব্যাপ্য -
(ক) সামান্য বচনের (খ) বিশেষ বচনের (গ) সদর্থক বচনের (ঘ) নঞর্থক বচনের
উত্তরঃ (খ) বিশেষ বচনের
১.৩ যদি E বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত A বচনের সত্যমূল্য হবে -
(ক) সত্য (খ) স্ববিরোধী (গ) মিথ্যা (ঘ) অনিশ্চিত
উত্তরঃ (ঘ) অনিশ্চিত
১.৪ নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো -
(ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ
উত্তরঃ (গ) চার
১.৫ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি হলো -
(ক) উদ্দেশ্য ও বিধেয় (খ) আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত (গ) সংযোগী ও বিকল্প (ঘ) পূর্বগ ও অনুগ
উত্তরঃ (ঘ) পূর্বগ ও অনুগ
১.৬ অশূন্য বা সাত্তিক শ্রেণীর ভেনচিত্রটি হল -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (খ)
১.৭ যদিpVq মিথ্যে হয় তাহলে p ≡ q এর সত্যমূল্য হবে -
(ক) মিথ্যা (খ) সত্য (গ) অনিশ্চিত (ঘ) স্ববিরোধী
উত্তরঃ (খ) সত্য
১.৮ কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে -
(ক) শুধুমাত্র অঙ্গ বচনের উপর (খ) শুধুমাত্র যোজকের উপর (গ) অঙ্গ বচন ও যোজকের উপর (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (গ) অঙ্গ বচন ও যোজকের উপর
১.৯ আরোহ অনুমানের সমস্যাটি হল -
(ক) বৈধতা নির্ণয় (খ) অবৈধতা নির্ণয় (গ) আকারগত সত্যতা নির্ণয় (ঘ) সামান্যীকরণ
উত্তরঃ (ঘ) সামান্যীকরণ
১.১০ 'পরিমাণের দিক থেকে কারণ ও কার্য সমান' - একথা মনে করেন -
(ক) মিল (খ) কারভেথ রীড (গ) অ্যারিস্টোটল (ঘ) প্লেটো
উত্তরঃ (খ) কারভেথ রীড
১.১১ 'ভেজা কাটে অগ্নিসংযোগ ধুম সৃষ্টির কারণ' - এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো -
(ক) পর্যাপ্ত শর্ত (খ) আবশ্যিক শর্ত (গ) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত (ঘ) যৌক্তিক শর্ত
উত্তরঃ (গ) পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত
১.১২ নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তাহল -
পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা
ABPQ abpq
ARST asrt
AUVX auvx
অতএব, A হল a এর কারণ।
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) ব্যতিরেকী পদ্ধতির (গ) সংযুক্ত পদ্ধতি (ঘ) সহ পরিবর্তন পদ্ধতি
উত্তরঃ (ক) অন্বয়ী পদ্ধতি
১.১৩ আরোহ যুক্তির সিদ্ধান্ত সব সময়ই -
(ক) সুনিশ্চিত (খ) সম্ভাব্য (গ) সত্য (ঘ) বৈধ
উত্তরঃ (খ) সম্ভাব্য
১.১৪ একটি নঞর্থক বচনের ______ পদটি অবশ্যই ব্যাপ্য হয় -
(ক) উদ্দেশ্য (খ) বিধেয় (গ) উদ্দেশ্য ও বিধেয় (ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) বিধেয়
১.১৫ একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় -
(ক) বিপরীত বিরোধিতা (খ) অধীন বিপরীত বিরোধিতার (গ) অসম বিরোধিতা (ঘ) বিরুদ্ধ বিরোধিতা
উত্তরঃ (ক) বিপরীত বিরোধিতা
১.১৬ পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তাহল -
(ক) সিদ্ধান্তের বিধেয় স্থানে (খ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে (গ) সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে (ঘ) সাধ্য আশ্রয়বাক্যের উদ্দেশ্য স্থানে
উত্তরঃ (খ) সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে
১.১৭ pVq
~p
q
- এই যুক্তি আকারটি হলো -
(ক) বৈধ MP (খ) বৈধ MT (গ) বৈধ DS (ঘ) বৈধ HS
উত্তরঃ (গ) বৈধ DS
১.১৮ কোন কোন অ-S হয় P। এই বোনটির বুলীয় ভাষ্য হলো -
(ক) (খ) (গ) (ঘ)
উত্তরঃ (ঘ)
১.১৯ p.~ p এই বচনাকারটি -
(ক) স্বত:সত্য (খ) স্বত:মিথ্যা (গ) আপতিক (ঘ) বৈধ
উত্তরঃ (খ) স্বত:মিথ্যা
১.২০ সাদৃশ্য কোন্ অনুমানের ভিত্তি -
(ক) অবরোহ অনুমান (খ) উপমা যুক্তি (গ) লৌকিক আরোহ (ঘ) বৈজ্ঞানিক আরোহ
উত্তরঃ (খ) উপমা যুক্তি
১.২১ আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো -
(ক) পর্যবেক্ষণ ও পরীক্ষণ (খ) প্রকৃতির একরূপতা নীতি (গ) কার্যকারণ নীতি (ঘ) সামান্যীকরণ
উত্তরঃ (ক) পর্যবেক্ষণ ও পরীক্ষণ
১.২২ 'ক' হল 'খ' এর পর্যাপ্ত শর্ত -
(ক) যদি ক ঘটে তবে খ ঘটে (খ) যদি খ ঘটে তবে ক ঘটে (গ) যদি ক না ঘটে তবে খ ঘটে না (ঘ) যদি খ না ঘটে তবে ক ঘটে না
উত্তরঃ (ক) যদি ক ঘটে তবে খ ঘটে
১.২৩ যদি কোন অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি -
(ক) অবশ্যই বৈধ হবে (ক) অবশ্যই অবৈধ হবে (গ) বৈধ বা অবৈধ হবে (ঘ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (ক) অবশ্যই বৈধ হবে
১.২৪ দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হল -
(ক) অন্বয়ী পদ্ধতি (খ) যুগ্ম পদ্ধতি (গ) সহ পরিবর্তন পদ্ধতি (ঘ) ব্যতিরেকী পদ্ধতি
উত্তরঃ (খ) যুগ্ম পদ্ধতি
(২) নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
২.১ অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন?
উত্তরঃ অবৈজ্ঞানিক আরোহ অনুমান যেহেতু সাধারণ গঠন করে সেহেতু একে লৌকিক আরোহ অনুমান বলা হয়।
২.২ মিল স্থায়ী কারণ বলতে কি বলেছেন?
উত্তরঃ স্থায়ী কারণ বলতে মিল অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাকে বুঝিয়েছেন, যাকে অনুসরণ করে কার্যটি সংঘটিত হয় এবং যেগুলিকে অপসারণ করা যায় না।
অথবা,
'সুইচ অন করা পাখা চলার কারণ' - এক্ষেত্রে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ এক্ষেত্রে কারণ শব্দটি আবশ্যিক শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে।
২.৩ প্রদত্ত বাক্যটিকে প্রতীকায়িত করো এবং তার অনুসারী সত্য সারণী গঠন করো :
এমন নয় যে, রাম যাবে।
উত্তরঃ ~ p
২.৪ নিবেশন দৃষ্টান্ত কাকে বলে?
উত্তরঃ কোন বচনাকারের অন্তর্গত বচন গ্রাহকের পরিবর্তে যে বচনকে নিবেশন বা প্রতিস্থাপন করা হয় তাকেই বলা হয় নিবেশন দৃষ্টান্ত।
অথবা,
সত্য সারণির সাহায্যে ধ্রুবকের সংজ্ঞা দাও।
উত্তরঃ ধ্রুবকটি প্রাকল্পিক বচন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন - যদি সূর্য ওঠে তবে আলো হবে।
২.৫ বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে?
উত্তরঃ বৈকল্পিক বচন এর একটি বিকল্পকে প্রথমে সত্য ধরে, যদি অপর বিকল্পটিকে মিথ্যা বলা হয় তাহলে বিকল্প পরিগ্রহণ দোষে দুষ্ট হয়। যেমন –
রামবাবু শিক্ষক কিংবা লেখক।
রামবাবু শিক্ষক।
অতএব রামবাবু লেখকের নয়।
অথবা,
গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও।
উত্তরঃ যদি সূর্য ওঠে তবে আলো হবে।
সূর্য উঠেছে।
অতএব, আলো হয়েছে।
২.৬ বৈধতা ও অবৈধ তা নির্ণয় করো:
হয় পাখিটি কাক অথবা কোকিল। পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল।
উত্তরঃ হয় পাখিটি কাক অথবা কোকিল।
পাখিটি কোকিল।
অতএব, পাখিটি কাক নয়।
যুক্তিটি বিকল্পকে গ্রহণ জনিত দোষে দুষ্ট এবং অবৈধ।
২.৭ যুক্তির বৈধতা বলতে কী বোঝো?
উত্তরঃ যুক্তির বৈধতা বলতে বোঝায় কোন একটি যুক্তি হয় বৈধ রূপে গণ্য হবে অথবা তা অবৈধ রূপে গণ্য হবে।
অথবা,
একটি বৈধ অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
উত্তরঃ কোন মানুষ নয় চিন্তাশীল। E
সকল পুতুল হয় মানুষ। A
অতএব, কোন পুতুল নয় চিন্তাশীল। E
২.৮ বচনের বিরোধিতার দুটি শর্ত কি কি?
উত্তরঃ বচনের বিরোধিতার শর্ত:
প্রথমত, বিরোধিতাপূর্ণ বচন দুটি উদ্দেশ্য ও বিধেয় এক হবে।
দ্বিতীয়ত, বচন দুটির মধ্যে শুধু গুন অথবা শুধু পরিমাণের অথবা উভয়ের পার্থক্য হবে।
২.৯ বহুকারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো।
উত্তরঃ বহুকারণবাদ কারণকে বিশেষভাবে এবং কার্যকে সাধারণভাবে গ্রহণ করা হয়েছে।
২.১০ আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের কারণে একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ ভিজে কাঠে অগ্নিসংযোগ করাই হলো ধোঁয়ার কারণ।
২.১১ আরোহমূলক লাফ কি?
উত্তরঃ বিশেষ ঘটনা থেকে সামান্য ঘটনার মধ্যে যে ফাঁক থাকে তাকে অতিক্রম করার জন্য যে ঝুঁকি নেওয়া হয় তাকেই বলা হয় আরোহমূলক লাফ।
অথবা,
আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি?
উত্তরঃ আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো - প্রকৃতির এক রূপতা নীতি এবং কার্যকরন নিয়ম।
২.১২ মন্দ উপমা যুক্তি একটি উদাহরণ দাও।
উত্তরঃ গরুর চারটি পা আছে চেয়ারের চারটি পা আছে।
গরু দুধ দেয়।
অতএব, চেয়ারও দুধ দেবে।
২.১৩ গ্রাহক কি?
উত্তরঃ কোন যৌগিক বাক্যের অন্তর্গত উপাদানের পরিবর্তে যে সমস্ত বর্ণ প্রতীক ব্যবহার করা হয় সেগুলোকেই গ্রাহক বলা হয়। যেমন - p,q,r
অথবা,
পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো?
উত্তরঃ কোন একটি নির্দিষ্ট শ্রেণীর বাইরে যে শ্রেণি দেখা যায় তাকে পরিপূরক শ্রেণী বলে। যেমন - মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো অ-মানুষ।
২.১৪ ভেনচিত্রে দুটি পরস্পর ছেদী বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে?
উত্তরঃ চারটি শ্রেণীকে নির্দেশ করে।
২.১৫ বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য করো।
উত্তরঃ বিপরীত বিরোধিতা শুধু গুণের পার্থক্য পরিলক্ষিত হয় কিন্তু বিরুদ্ধ বিরোধিতাই গুন ও পরিমাণ উভয়ের পার্থক্য দেখা যায়।
অথবা,
যদি A বচন সত্য হয় তবে এর বিরুদ্ধে বচনের অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে?
উত্তরঃ A বচনের বিরুদ্ধ বচন হল O বচন।
O বচনের অসম বিরোধী বচন হলো E বচন।
অতএব, A বচন সত্য হলে E বচন মিথ্যা হবে।
২.১৬ আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি?
উত্তরঃ আবর্তনের ব্যিপ্যতা সংক্রান্ত নিয়মটি হল - যে পদ সিদ্ধান্তে ব্যাপ্য তাকে অবশ্যই আশ্রয় বাক্যে ব্যাপ্য হবে।
অথবা,
A বচনের সরল আবর্তন এর একটি বাস্তব দৃষ্টান্ত দাও।
উত্তরঃ এভারেস্ট হয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। A
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হয় এভারেস্ট। A
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
Higher Secondary Philosophy Question Paper 2020
PART – B
(১) প্রতিটি প্রশ্নের উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ
১.১ মিলের _________ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা হয়।
(অ) অন্বয়ী (আ) ব্যতিরেকী (ই) সহ-পরিবর্তন (ঈ) অন্বয়ী-ব্যতিরেকী
উত্তরঃ (ই) সহ-পরিবর্তন
১.২ যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন -
(অ) আই এম কোপি (আ) কার্ভেদ রীড (ই) জন স্টুয়ার্ট মিল (ঈ) ডব্লু ভি ও কোয়াইন
উত্তরঃ (ই) জন স্টুয়ার্ট মিল
১.৩ এককারনবাদ কে সমর্থন করেন?
(অ) অ্যারিস্টটল্ (আ) কান্ট (ই) হিউম (ঈ) কোপি
উত্তরঃ- (ঈ) কোপি
১.৪ _______ এর মতে, কারণ হল সদর্থক এবং নঞর্থক শর্তের সমষ্টি।
(অ) অ্যারিস্টটল্ (আ) মিল (ই) কোপি (ঈ) বেইন
উত্তরঃ (আ) মিল
১.৫ আমরা একটি বিশেষ সত্য থেকে আর একটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহী যুক্তিতে তা হল -
(অ) বৈজ্ঞানিক আরোহ অনুমানে (আ) অবৈজ্ঞানিক আরোহ অনুমানে (ই) উপমা যুক্তিতে (ঈ) এদের কোনোটিই নয়
উত্তরঃ (ই) উপমা যুক্তিতে
১.৬ বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হল -
(অ) আবশ্যিক শর্ত রূপে কারণ (আ) পর্যাপ্ত শর্ত রূপে কারণ (ই) কারণের গুণগত লক্ষণ (ঈ) কারণের পরিমানগত লক্ষণ
উত্তরঃ (ঈ) কারণের পরিমানগত লক্ষণ
১.৭ আরোহ যুক্তির বৈশিষ্ট্যসূচক একটি ধর্ম হল এই অনুমানের সিদ্ধান্ত
(অ) আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় (আ) আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায় (ই) একটি বিশেষ বচন হয় (ঈ)
উত্তরঃ (আ) আশ্রয়বাক্যকে অতিক্রম করে যায়
১.৮ অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল
(অ) লৌকিক আরোহ (আ) বৈজ্ঞানিক আরোহ (ই) মন্দ উপমা (ঈ) ভালো উপমা
উত্তরঃ (ই) মন্দ উপমা
১.৯ “খেলা চলবে যদি না বৃষ্টি হয়” – বচনটির প্রতীকায়িত রূপ হল
(অ) ~R M (আ) M ~R (ই) ~M R (ঈ) ~R ~M
উত্তরঃ (আ) M ~R
১.১০ যে যৌগিক সত্য সারণীর কতিপয় নিবেশন সত্য এবং কতিপয় নিবেশন মিথ্যা হয় সেই
বচনটি -
(অ) স্বতঃসত্য (আ) আপতিক (ই) বিশ্লেষন (ঈ) স্ব-বিরোধী
উত্তরঃ (আ) আপতিক
১.১১ কোনো কোনো ছাত্র নয় অ-কবি। বচনটির ভেনচিত্র হলো
(অ) (আ) (ই) (ঈ)
উত্তরঃ (আ)
১.১২ ’PvQ’ – এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি
(অ) P সত্য এবং P মিথ্যা হয় (আ) P মিথ্যা এবং Q মিথ্যা হয় (ই) P মিথ্যা এবং Q সত্য হয় (ঈ) P সত্য এবং Q সত্য হয়
উত্তরঃ (আ) P মিথ্যা এবং Q মিথ্যা হয়
১.১৩ বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন্ বাক্যটি বৈকল্পিক বচন?
(অ) প্রধান আশ্রয়বাক্য (আ) অপ্রধান আশ্রয়বাক্য (ই) উভয় আশ্রয়বাক্য (ঈ) সিদ্ধান্ত
উত্তরঃ (অ) প্রধান আশ্রয়বাক্য
১.১৪ সকল অ-S হয় অ-P – বচনটির বুলীয় ভাষ্য হল -
(অ) (আ) (ই) (ঈ)
উত্তরঃ (আ)
১.১৫ যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতু পদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকেন তবে নিরপেক্ষ ন্যায় এর স্থানটি হল -
(অ) প্রথম সংস্থান (আ) দ্বিতীয় সংস্থান (ই) তৃতীয় সংস্থান (ঈ) চতুর্থ সংস্থান
উত্তরঃ (ই) তৃতীয় সংস্থান
১.১৬ যদি p তাহলে q
q নয়
অতএব, p নয়
এই যুক্তির আকার টি হল -
(অ) বৈধ MP (আ) বৈধ MT (ই) বৈধ HS (ঈ) বৈধ DS
উত্তরঃ (আ) বৈধ MT
১.১৭ বচনের বিরোধিতা ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত বিশেষ নঞর্থক বচনের সত্য মূল্য হবে -
(অ) সত্য (আ) মিথ্যা (ই) অনিশ্চিত (ঈ) কোনোটিই নয়
উত্তরঃ (আ) মিথ্যা
১.১৮ FERISON মূর্তিটি বৈধ হয় -
(অ) প্রথম সংস্থানে (আ) দ্বিতীয় সংস্থানে (ই) তৃতীয় সংস্থানে (ঈ) চতুর্থ সংস্থানে
উত্তরঃ (ই) তৃতীয় সংস্থানে
১.১৯ শর্ত অনুযায়ী বচন দুই প্রকার -
(অ) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন (আ) বিশ্লেষক বচন ও সংশ্লেষক বচন (ই) সাপেক্ষ বচন ও নিরপেক্ষ বচন (ঈ) সামান্য সদর্থক বচন ও সামান্য নঞর্থক বচন
উত্তরঃ (অ) প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন
১.২০ অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে -
(অ) সত্য (আ) মিথ্যা (ই) স্ববিরোধী (ঈ) অনিশ্চিত
উত্তরঃ (ঈ) অনিশ্চিত
১.২১ বৈধতার প্রশ্নটি জড়িত হলো -
(অ) বাক্যের সঙ্গে (আ) বচনের সঙ্গে (ই) সিদ্ধান্তের সঙ্গে (ঈ) যুক্তি আকারের সঙ্গে
উত্তরঃ (ঈ) যুক্তি আকারের সঙ্গে
১.২২ একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো -
(অ) দুটি (আ) তিনটি (ই) চারটি (ঈ) পাঁচটি
উত্তরঃ (ই) চারটি
১.২৩ Logos শব্দটির অর্থ হলো -
(অ) বচন (আ) সংবেদন (ই) অনুমান (ঈ) চিন্তা
উত্তরঃ (ঈ) চিন্তা
১.২৪ বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বিবৃতিটি -
(অ) সত্য (আ) মিথ্যা (ই) অনিশ্চিত (ঈ) স্ববিরোধী
উত্তরঃ (অ) সত্য
২ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যণীয়)
২.১ অতি বৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি কোন শর্ত কে নির্দেশ করেছে?
উত্তরঃ আবশ্যিক শর্ত
২.২ কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ কারণ হলো শর্তের সমষ্টি মাত্র, তবে শর্ত হলো কারণেই এমন এক অপরিহার্য অংশ যা কার্য সৃষ্টির পক্ষে একান্ত প্রয়োজন।
অথবা,
কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি?
উত্তরঃ কারণ হলো এমন একটি পূর্ববর্তী ঘটনা যা অন্য একটি ঘটনাকে ঘটাতে সাহায্য করে।
২.৩ সামান্যীকরণ বলতে কী বোঝো?
উত্তরঃ কতকগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে।
অথবা,
ভালো বা উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও।
উত্তরঃ পৃথিবী এবং মঙ্গল গ্রহ, উভয় গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে, উভয় গ্রহে জল আছে।
অতএব পৃথিবীতে জীবন আছে তাই মঙ্গলেতেও জীবন আছে।
২.৪ পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ সূর্য ওঠা আলো হওয়ার কারণ।
২.৫ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।
উত্তরঃ প্রকৃতির একরূপতা ও কার্যকর নীতির ভিত্তিতে সিদ্ধান্তে বিশেষ বচন থেকে সামান্য বচনে উপনীত হওয়াকেই বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে।
২.৬ প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে?
উত্তরঃ প্রকৃতি যে কোন অবস্থায় যেকোনো পরিস্থিতিতে সমান আচরণ করে, প্রকৃতির এই নীতিকেই একরূপতা নীতি বলে।
২.৭ যদি p সত্য হয় তাহলে pVq এর সত্য মূল্য কি হবে?
উত্তরঃ স্বত:সত্য
২.৮ কখন একটি দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হয়?
উত্তরঃ
অথবা,
স্বত:মিথ্যা বচন আকার কিরূপ?
উত্তরঃ স্বত:মিথ্যা বচনাকারের প্রধান স্তম্বের সবকটি সারি মিথ্যা হয়।
২.৯ অস্তিত্ব মূলক দোষ কাকে বলে?
উত্তরঃ যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই সেই বচনকে হেতু বাক্য করে যদি এমন বচন নি:সৃত করা হয় যার অস্তিত্ব মূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিকে অস্তিত্ব মূলক দোষ বলে।
২.১০ শূন্যগর্ভ শ্রেণি কি?
উত্তরঃ যখন কোন বচনের উদ্দেশ্য পদ দ্বারা নির্দেশিত শ্রেণীর কোন পদ থাকে তাকে বলে শূন্যগর্ভ শ্রেণি।
অথবা,
নিম্নলিখিত বচনের ভেনচিত্র দাওঃ
কোন কোন মানুষ হয় অসৎ।
উত্তরঃ
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
২.১১ বিসংবাদি বিকল্প বলতে কী বোঝো?
উত্তরঃ বৈকল্পিক বচন অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্প এর মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদি বিকল্প বলে।
২.১২ প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় বৈধতার প্রথম নিয়ম টি লেখো।
উত্তরঃ পূর্বগকে স্বীকার করে অনুগ স্বীকার করতে হয়।
অথবা,
একটি মিশ্র বৈকল্পিক নেই অবৈধ হলে কি দোষ হয়?
উত্তরঃ বিকল্পকে স্বীকার জনিত দোষ
২.১৩ অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও।
উত্তরঃ সকল মানুষ হয় বুদ্ধিমান প্রাণী। A
কোন কোন মানুষ হয় বুদ্ধিমান প্রাণী। I
অথবা,
কোন কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। বচনটির বিরুদ্ধ উল্লেখ করো।
উত্তরঃ কোনো মানুষ নয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। (E)
২.১৪ O বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা।
উত্তরঃ O বচনের আবর্তন সম্ভব নয়।
অথবা,
সকল মানুষ হয় অপূর্ণ জীব। বচনটির বিবর্তিত বচন কি?
উত্তরঃ কোন মানুষ নয় পূর্ণজীব। E
২.১৫ যুক্তির বস্তুগত সভ্যতা বলতে কি বোঝো?
উত্তরঃ যুক্তির বস্তুগত সত্যতা বলতে বোঝায় যুক্তির বিষয়বস্তুর সত্যতা বা যুক্তির অন্তর্গত বচনগুলোর সত্য বা মিথ্যাকে।
অথবা,
অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ অনুমানের ক্ষেত্রে বা একাধিক যুক্তিবাক্য দিয়ে শুরু করি এবং তারপর ওইসব যুক্তিবাক্য দ্বারা সমর্থিত হয়ে একটি সিদ্ধান্তে পৌঁছায়। আর যুক্তির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত দিয়ে তর্ক শুরু করি এবং সিদ্ধান্তটি যেসব যুক্তি বাক্যের দ্বারা সমর্থিত হতে পারে সেগুলিকে খুঁজে বের করি।
২.১৬ অধীর বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মিত লেখো।
উত্তরঃ অধীর বিপরীত বিরোধানুমানে সম্বন্ধযুক্ত বচন দুটির একটি বচন মিথ্যা হলে অন্য বচনটি সত্য হবে, কিন্তু এর বিপরীত নয়।
Tution: ENJOY EXAM STUDY CENTRE ✍️
YouTube channel 👉 ENJOY EXAM
Subscribe our YouTube channel ENJOY EXAM
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆