ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
ক্লাস 5 2nd unit test suggestions 2025 পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

ক্লাস 5 2nd unit test suggestions 2025 পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025

0

 Class 5 2nd unit test suggestions 2025 | 100% comon

পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025


এই সাজেশনটি বানানো হয়েছে তোমাদের সব স্কুলের জন্য যে কোন স্কুল থেকেই পড় না কেন এই সাজেশন দিয়ে তোমাদের 100% পরীক্ষায় আসবে তাই প্রত্যেকটি প্রশ্ন ভালো করে খাতা লিখে প্র্যাকটিস করতে থাকো। 

1. ডিভিসি-এর পুরো নাম কী? 
2. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? 
3. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 
4. বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? 
5. সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হল কী? 
6. ধাপ চাষ কী? 
7. নিত্যবহ নদী কাকে বলে? 
8. নিত্যবহ নদীতে সারাবছর জল থাকে কেন? 
9. সবুজ বিপ্লব কী? 
10. তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? 
11. পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর?

🌟******* ব্যাখ্যামূলক প্রশ্ন: ******

1. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো।
2. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও।
3. সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকা কী কী?
4. নদীমাতৃক সভ্যতা বলতে কী বোঝো?
5. ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি সম্পর্কে যা জানো লেখো।
6. দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো।
7. হারভেস্টার কী?
8. পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো।
9. লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কী কী করা উচিত?
10. বারুইপুর কী জন্য বিখ্যাত?
11. ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত?
12. উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয়?
13. বাংলার স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে যা জানো লেখো।
14. সবুজ বিপ্লব ঘটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? এর কুফল কী?
15. ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তির সম্বন্ধে লেখো।
16. আমাদের দেশের চারজন মহান বিজ্ঞানীর নাম লেখো।
17. আমাদের দেশের চারজন বিপ্লবীর নাম লেখো।
18. পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়? কী কী নাম লেখো।
19. তির-ধনুক নিয়ে ইংরেজদের ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন চারজনের নাম।
20. ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন চারজন মহিলার নাম।
Class 5 2nd unit test suggestions 2025


এককথায়/অতি-সংক্ষিপ্ত প্রশ্ন
1. আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর নাম কী?
2. সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায়?
3. মালদার কোন আম বিখ্যাত?
4. সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায়?
5. পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম কী?
6. রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম-বিদ্যালয় প্রতিষ্ঠা করেন?
7. স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এমন একজন মহিলার নাম কী?
8. নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয়?
9. একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম কী?
10. বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি?
11. একটি সামুদ্রিক মাছের নাম কী?
12. হুগলি নদীর অপর নাম কী?
13. বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত?
14. মালভূমি অঞ্চলের মাটির রং কীরকম?
15. ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত?
16. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
17. একশৃঙ্গ গণ্ডার কোথায় দেখতে পাওয়া যায়?
18. কাকে ‘গান্ধিবুড়ি’ নামে আখ্যা দেওয়া হয়?
19. একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম কী?
20. বীরসা মুন্ডা কী জন্য বিখ্যাত?
21. তিতুমির কী জন্য বিখ্যাত?

Enjoy Exam study centre এ সেস

#### ৬. সংক্ষিপ্ত উত্তর
1. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন?
2. পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত?
3. কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত?
4. বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা কী?
5. প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম কী: দার্জিলিং, কালিম্পং, হাওড়া?
6. কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে?
7. সৌরবিদ্যুৎ কী ধরনের শক্তি?
8. পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরকম?
9. তৃষ্ণার্ত ফসল কাকে বলে?
10. গম কোন ঋতুতে চাষ হয়?
11. কোন শিক্ষার্থী জীবনে প্রতিষ্ঠিত হয়?
12. পথের পাঁচালি বইটি কার লেখা?
13. ভূমিকম্প সৃষ্টির চারটি কারণ কী?
14. জলচক্র বলতে কী বোঝো?
15. অ্যাসিড বৃষ্টি কেন হয়?
16. উল্কাপাত কেন ঘটে?
17. চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কীভাবে ঘটে?
18. কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম কী?
19. মাছ ধরার জন্য কী কী ধরনের জিনিস ব্যবহার করা হয়?
20. আমাদের দেশের সংবিধান কে রচনা করেন?
21. কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
22. ডিভিসি তৈরির সুবিধা ও অসুবিধাগুলি কী?
23. বন থেকে আমরা কীভাবে অর্থনৈতিক সুবিধা পাই?
24. বন বা গাছ কাটলে জীবকূলের কী কী ক্ষতি হতে পারে?
25. জিওল মাছ কী? উদাহরণ দাও।
26. স্কোয়াশ কী?
27. ‘ফাঁদি’ কথার অর্থ কী?
28. তোমার জেলার সদর শহর কোনটি? এখানকার তিনটি বিখ্যাত জিনিসের নাম কী?
29. সার কী? একটি জৈব ও একটি অজৈব সারের নাম কী?
30. তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন?

⭐⭐🌟🌟🌟🌟🌟

১. সঠিক উত্তর নির্বাচন করো
1. পরিবেশ দিবস পালন হয় কবে? 
 
2. বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হল?
  
4. সুন্দরবনের একটি নদী হল: 
   - (ক) তিস্তা, (খ) বিদ্যাধরী, (গ) দামোদর।

5. মুরশিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম: 
   - (ক) হুগলি, (খ) পদ্মা, (গ) ভাগীরথী।
6. একটি প্রাকৃতিক কীটনাশক হল: 
   - (ক) জবাপাতা, (খ) নিমপাতা, (গ) কুমড়োপাতা।
7. ‘বন্দেমাতরম্’ গানটির রচয়িতা কে? 
   - (ক) রবীন্দ্রনাথ ঠাকুর, (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, (গ) জীবনানন্দ দাশ।
8. একটি লুপ্তপ্রায় মাছ হল: 
   - (ক) সরপুঁটি, (খ) ইলিশ, (গ) বাটা।
9. একটি জীবাশ্ম জ্বালানি হল: 
   - (ক) কয়লা, (খ) লোহা, (গ) তামা, (ঘ) পারদ।
10. পরিবেশবান্ধব যানবাহন নয়: 
    - (ক) সাইকেল, (খ) নৌকা, (গ) গোরুর গাড়ি, (ঘ) বাস।
11. সূর্যের কাছের নক্ষত্র হল: 
    - (ক) প্রক্সিমা সেনটাউরি, (খ) হ্যাডলির অকট্যান্ড, (গ) ধ্রুবতারা, (ঘ) শুকতার।
12. ছৌ-নাচ বিখ্যাত কোন জেলায়? 
    - (ক) পুরুলিয়া, (খ) বাঁকুড়া, (গ) বীরভূম।
13. স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 
    - (ক) ২৬ জানুয়ারি, (খ) ২ অক্টোবর, (গ) ১৫ আগস্ট।
14. পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় কোথায়? 
    - (ক) সুন্দরবনে, (খ) দিঘায়, (গ) শিলিগুড়িতে।
15. উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হল: 
    - (ক) তিস্তা, (খ) গঙ্গা, (গ) রায়মঙ্গল।
16. মিহিদানা বিখ্যাত কোন জেলায়? 
    - (ক) বাঁকুড়া, (খ) বীরভূম, (গ) বর্ধমান।
17. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কোন জেলায় অবস্থিত? 
    - (ক) কলকাতা, (খ) বর্ধমান, (গ) বীরভূম, (ঘ) বাঁকুড়া।
18. বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? 
    - (ক) কুলিক, (খ) তিস্তা, (গ) করলা, (ঘ) আত্রেয়ী।
19. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনে কী পালন করা হয়? 
    - (ক) শিক্ষক দিবস, (খ) পরিবেশ দিবস, (গ) শিশু দিবস, (ঘ) স্বাধীনতা দিবস।
20. লাল মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয়: 
    - (ক) কম, (খ) বেশি, (গ) মাঝারি।
21. বর্ধমান জেলায় কোন ফসলের চাষ ভালো হয়? 
    - (ক) গম, (খ) ধান, (গ) পাট।
22. সরপুরিয়া পাওয়া যায় কোথায়? 
    - (ক) মালদা, (খ) জলপাইগুড়ি, (গ) নদিয়া।
23. রেলের ইঞ্জিন তৈরি হয় কোথায়? 
    - (ক) চিত্তরঞ্জনে, (খ) শিলিগুড়িতে, (গ) বহরমপুরে।

Class 5 2nd unit test suggestions 2025

#### ২. শূন্যস্থান পূরণ করো
1. তমলুকের আদি নাম ছিল ____।
2. রেশম কীট পালনের জন্য ____ গাছের চাষ করা হয়।
3. আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম ____।
4. নদিয়া জেলার ____ রাসমেলার জন্য বিখ্যাত।
5. পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট ____টি দ্বীপ আছে।
6. বারুইপুরের ____ ও পান খুব বিখ্যাত।
7. কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম ____।
8. শকুন সংরক্ষণ কেন্দ্র ____-এ অবস্থিত।
9. সুন্দরী গাছ ____ জাতীয় গাছ।
10. বঙ্গভঙ্গ আন্দোলন হয় ____ সালে।
11. স্কোয়াশ গাছের ফল খেতে ____-এর মতো।
12. সূর্য সেন ____ নামে পরিচিত।
13. মালদা জেলা ____ আমের জন্য বিখ্যাত।
14. কুলিক নদীর পাড়ে ____ পাখিরালয় অবস্থিত।
15. গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে, তার নাম ____।

#### ৩. সত্য/মিথ্যা নির্বাচন করো
1. সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় প্রধান উপাদান হল সূর্যালোক।
2. বারুইপুরের পেয়ারা বিখ্যাত।
3. কৃষিবান্ধব পতঙ্গ হল মৌমাছি।
4. শাখাপ্রশাখাযুক্ত গাছ হল তালগাছ।
5. ১৮৫৩ সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেল চালু হয়।
6. কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী।
7. বেথুয়াডহরি বন পুরুলিয়ায় আছে।
8. ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে।
9. ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন।
10. মানুষ কখনোই নিমপাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি।

#### ৪. বাম ও ডান স্তম্ভ মেলানো
1. 
   - বাম: কলকাতায় প্রথম রিকশা আসে 
     ডান: (ক) ২০০৯ সালে, (খ) ১৯১৪ সালে, (গ) ১৮৫৩ সালে, (ঘ) ১৯০০ সালে।
   - বাম: ভারতে প্রথম রেল চালু হয় 
     ডান: (ক) ২০০৯ সালে, (খ) ১৯১৪ সালে, (গ) ১৮৫৩ সালে, (ঘ) ১৯০০ সালে।
   - বাম: কলকাতায় মানুষ বওয়া রিকশা চালু হয় 
     ডান: (ক) ২০০৯ সালে, (খ) ১৯১৪ সালে, (গ) ১৮৫৩ সালে, (ঘ) ১৯০০ সালে।
   - বাম: সুন্দরবনে আয়লা ঘটে 
     ডান: (ক) ২০০৯ সালে, (খ) ১৯১৪ সালে, (গ) ১৮৫৩ সালে, (ঘ) ১৯০০ সালে।
2. 
   - বাম: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 
     ডান: (ক) মাতঙ্গিনী হাজরা, (খ) তিস্তা, (গ) চিত্তরঞ্জন, (ঘ) সান্দাকফু।
   - বাম: কুলিক পাখিরালয় 
     ডান: (ক) মাতঙ্গিনী হাজরা, (খ) তিস্তা, (গ) চিত্তরঞ্জন, (ঘ) রায়গঞ্জ।
   - বাম: ছৌ-নাচের জন্য বিখ্যাত 
     ডান: (ক) পুরুলিয়া, (খ) তিস্তা, (গ) চিত্তরঞ্জন, î) সান্দাকফু।
   - বাম: গান্ধিবুড়ি 
     ডান: (ক) মাতঙ্গিনী হাজরা, (খ) তিস্তা, (গ) চিত্তরঞ্জন, (ঘ) সান্দাকফু।
   - বাম: রেলের ইঞ্জিন তৈরির কারখানা 
     ডান: (ক) মাতঙ্গিনী হাজরা, (খ) তিস্তা, (গ) চিত্তরঞ্জন, (ঘ) সান্দাকফু।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla