মাধ্যমিক ২০২৫: কবে পড়ুয়াদের হাতে আসবে টেস্ট পেপার? Madhyamik 2025: When will students get Free test papers? -acsbangla
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। এবার প্রশ্ন, টেস্ট পেপার কবে থেকে পড়ুয়াদের হাতে পৌঁছাবে?
পর্ষদ সূত্রে খবর, ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য এই টেস্ট পেপার বিনামূল্যে বিতরণ শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। চলতি মাসের মধ্যেই সমস্ত ছাত্রছাত্রী টেস্ট পেপার হাতে পেয়ে যাবে বলে আশাবাদী পর্ষদ।
শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ এবার মেটানোর চেষ্টা
আগের বছরগুলিতে, পর্ষদের টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতে পৌঁছাতে দেরি হওয়ায় যথেষ্ট অসুবিধার মুখে পড়তে হতো। যেমন, ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে, কিন্তু টেস্ট পেপার বিতরণ শুরু হয়েছিল জানুয়ারির ১০ তারিখে। ফলে পরীক্ষার্থীরা পর্যাপ্ত সময় পায়নি টেস্ট পেপার শেষ করার।
এইবার সেই সমস্যা মেটাতে, নির্ধারিত সময়ের অনেক আগেই টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে।
প্রস্তুতির অগ্রগতি
পর্ষদ জানিয়েছে, ৩ লক্ষ ২০ হাজার টেস্ট পেপারের ছাপানোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে চলছে বাঁধাইয়ের কাজ। আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সব পেপার খুঁটিয়ে দেখে দ্রুত বিতরণ শুরু করা হবে।
পর্ষদের বক্তব্য
মধ্যশিক্ষা পর্ষদের একজন আধিকারিক জানিয়েছেন, “আমরা সবসময় চেষ্টা করি, ছাত্রছাত্রীদের হাতে দ্রুত টেস্ট পেপার তুলে দিতে। এবছর সেই কাজ আমরা অনেকটাই দ্রুত করতে পেরেছি। আশা করি, এই বছরের টেস্ট পেপার পড়ুয়াদের যথেষ্ট সহায়তা করবে।”
অতএব, ১৬ ডিসেম্বর থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী তাদের টেস্ট পেপার পেতে শুরু করবে। প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ পর্যায়ে পর্ষদের উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য এক বড় সহায়ক ভূমিকা পালন করবে।
প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট:
মাধ্যমিক টেস্ট পেপার ২০২৫
মাধ্যমিক সাজেশন ২০২৫
মাধ্যমিক প্রস্তুতি টিপস
মাধ্যমিক ২০২৫ টেস্ট পেপার ডাউনলোড
মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি ২০২৫
পশ্চিমবঙ্গ মাধ্যমিক টেস্ট পেপার
মাধ্যমিক প্রশ্নপত্র ২০২৫
মাধ্যমিক ২০২৫ পর্ষদ টেস্ট পেপার
মাধ্যমিক টেস্ট পেপার বিতরণ তারিখ
২০২৫ মাধ্যমিক পরীক্ষার সাজেশন
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆