ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
Class 11 new: বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো || mcq test

Class 11 new: বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো || mcq test

0
সঠিক উত্তরটি নির্বাচন কর:

1.

ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কীভাবে?

বাবামায়ের কথার অবাধ্য হয়ে

• দেবতার অভিশাপে

• এলিসেন্দ্রার দোষে

• পাদ্রে গোসলাগার কথায়

2.

গার্সিয়া মার্কেজের একটি উল্লেখযোগ্য রচনা হল-

• ম্যাকবেথ

• ওয়ার এন্ড পিস

• প্রাইড এন্ড প্রেজুডিস

• ওয়ান হান্ড্রেড ইয়ার অফ সলিচিউড

3

গার্সিয়া মার্কেজ সাহিত্যের যে ধারাটির সূচনা করেন তা হল-

• রিয়ালিজম

ম্যাজিক-রিয়ালিজম

• সুররিয়ালিজম

• বোমান্টিসিজম

4.

খুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল-

যাদু

ধৈর্য
জলপড়া
কোনোটিই নয় 


5.

দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয়? (২০১৮)

• এলিসেন্দ্রা মুক্ত বোধ করে

• এলিসেন্দ্রা দুঃখিত হয়

• স্বস্তি বোধ করে এবং উদাসও হয়

এলিসেন্দ্রা শান্তি পায়

6.

যুযুড়ে বুড়োকে দেখার জন্য কত দর্শনি দিতে হত?

এক সেন্ট

• দুই সেলট

পাঁচ সেন্ট

○দশ সেন্ট

7.

পাদ্রে গোনসাগা অনিদ্রা রোগ থেকে মুক্তি পেয়েছিল

বুড়োর জন্য দর্শক কমে যাওয়ার পর

• পোপের নির্দেশ আসার পর

• বুড়ো পালিয়ে যাবার পর

• পেলাইওরা বাসা পরিবর্তন করার পর

৪. ডানাওয়ালা বুড়ো লোকটা খায়-

কাঁকড়া

• ন্যাপথলিন

• মাছ

বেগুনভর্তী

9.

ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হলো কীভাবে?

বাবামায়ের কথার অবাধ্য হয়ে

দেবতার অভিশাপে

এলিসেন্দ্রার দোষে

পাদ্রে গোনসাগার কথায়

10. থুথুরে বুড়োকে প্রথম দেখেছিল-

• এলিসেন্দ্রা

পেলাইও

পাদ্রে গোনসাগা

পড়োশিনীপড়োশিনী


১১। দেবদূতের ডানায় মস্ত কতকগুলি পালক গজিয়েছিল কখন ? 


ক) ডিসেম্বর মাসে 


খ) ডিসেম্বরের মাঝামাঝি


গ) ডিসেম্বরের গোড়ায়


ঘ) ডিসেম্বরের শেষে 





১২। দেবদূত তখন কেমন ছিল ? 


ক) ছেলেমানুষ


খ) কিশোর


গ) কিশোরী


ঘ) যুবতী 





১৩। দেবদূত যখন উড়ে যাচ্ছিল তখন তাকে কেমন দেখাচ্ছিল ? 


ক) জরাগ্রস্থ শকুনের মতো


খ) জরাগ্রস্থ চিলের মতো


গ) জরাগ্রস্থ বাজপাখির মতো


ঘ) জরাগ্রস্থ বাদুড়ের মতো




১৪। বৃষ্টির রাতে তাদের শোবার ঘরে কি হাঁটছিল ? 


ক) পিঁপড়ে


খ) কাঁকড়া


গ) বিছা


ঘ) আরশোলা 






১৫। সবজি বাগানের মধ্যে দেবদূতের নখের আঁচড়ে কি পড়েছিল ? 


ক) সামান্য খাঁজ


খ) গভীর খাঁজ


গ) একটু খাঁজ


ঘ) অগভীর খাঁজ







১৬। জলবসন্ত একই সঙ্গে পেড়ে ফেলল ক জনকে ? 


ক) একজনকে


খ) দুজনকে


গ) তিনজনকে


ঘ) চারজনকে






১৭। এক কুষ্ঠরোগী যার ঘা গুলো থেকে গজিয়েছিল সূর্যমুখী______।


ক) কুসুম 


খ) পুষ্প


গ) ফুল


ঘ) প্রসূন



উত্তর : গ) ফুল


১৮। বাড়ির মালিকদের অবশ্য ______করার কোনোই কারণ ছিল না ।


ক) খেদ


খ) বিলাপ


গ) আক্ষেপ


ঘ) মনস্তাপ




১৯। ‘আঁতকে জেগে উঠেছিল সে তখন ।’ তাঁর আঁতকে জেগে ওঠার কারণ ?


ক) লোকেরা তার পাশটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায়


খ) একটা মেয়েকে সে মাকড়সা হয়ে যেতে দেখেছিল


গ) ভয়ানক জাহাজ ডুবির কথা তার মনে পড়ে গিয়েছিল 


ঘ) তাকে পেলাইওর বাড়ি  থেকে চলে যেতে বলা হয়েছিল 






২০। ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কীভাবে ? 


ক) দেবতার অভিশাপ


খ) বাবা মার কথার অবাধ্য হয়ে


গ) এলিসেন্দার আকারে


ঘ) পাদ্রে গোনসাগার কথায়







২১। ডানাওয়ালা বুড়ো লোকটা খায় ? 


ক) বেগুনভর্তা


খ) আলুর ভর্তা


গ) কাঁকড়া


ঘ) ন্যাপথলিন






২২। থুরথুরে বুড়ো একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল ? 


ক) জাদু


খ) মন্ত্র


গ) ধৈয


ঘ) জলপড়া





২৩। দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার অনুভূতি কেমন হয় ? 


ক) এলিসেন্দা মুক্ত বোধ করে


খ) এলিসেন্দা দুঃখিত হয় 


গ) এলিসেন্দা স্বস্তি বোধ করে , উদাসও হয়


ঘ) এলিসেন্দা শান্তি পায় 




২৪। পেলাইওর নবজাত শিশুটি কষ্ঠ পেয়েছে প্রবল ।


ক) পেট ব্যাথায়


খ) জ্বরে


গ) মাথার যন্ত্রণায়


ঘ) শ্বাসকষ্টে





২৫। সহজ সরল গোছের মানুষেরা এই অচেনা মানুষটিকে চেয়েছিলেন কি বানাতে ? 


ক) পুরপিতা 


খ) ক্রীতদাস


গ) রাজা


ঘ) যাজক








২৬। সেই দুঃস্বপ্ন দেখে কী করে ওঠে ? 


ক) চমকে


খ) আঁতকে


গ) লাফিয়ে


ঘ) চেঁচিয়ে



২৭। পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন ? 


ক) হটটাকটটা কাঠুরে 


খ) অধ্যাপক


গ) পুরোহিত


ঘ) বিশাল ব্যাবসায়ী




২৮। থুরথুরে বুড়োর ডানা কীসে জট পাকিয়ে গেছে চিরকালের মতো ? 


ক) পাঁকে


খ) আঠায় 


গ) কাদায়


ঘ) মিষ্টিরসে






২৯। দেবদূত কে দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসেবে অর্থ ধার্য করেছিল কত ? 


ক) পাঁচ সেন্ট


খ) পাঁচ ডলার


গ) পাঁচ পাউন্ড


ঘ) পাঁচ টাকা



৩০। দুর্বোধ্য ভাষায় কীভাবে জবাব দিল ? 


ক) ভারী গলায়


খ) হালকা গলায়


গ) রিনরিনে গলায়


ঘ) মিষ্টি গলায়



উত্তর : গ) রিনরিনে গলায়


৩১। পরশিনি ওদের বললে যে ওরা একটা কি করেছে ? 


ক) দরুণ ভুল 


খ) বিরাট ভুল


গ) ভয়ানক ভুল


ঘ) মস্ত ভুল


৩২। প্রাণে যাদের অনেক দয়াধর্ম ছিল তারা কি ছুঁড়ে দিত ? 


ক) পয়সা


খ) টাকা


গ) ঢিল


ঘ) ফলমূল



৩৩। ডানার যে দমকা ঝাপটা তুলেছিল , তা কেমন ছিল ?


ক) ভয়ের


খ) প্রলয়ের


গ) আতঙ্কের


ঘ) ধ্বংসের 




৩৪। দেবদূত যে রোগে আক্রান্ত হয়েছিল , তার নাম কি ? 


ক) কলেরা 


খ) গুটি বসন্ত


গ) জল বসন্ত 


ঘ) টাইফয়েড 



৩৫ মাকড়সায় পরিণত হওয়া মেয়েটির মাথাটা কেমন ছিল ?


ক) কুমারী মেয়ের মতো


খ) সধবা মেয়ের মতো


গ) বিধবা মেয়ের মতো


ঘ) বয়স্কা মেয়ের মতো


৩৬ সেই দুঃস্বপ্ন দেখে সে কেমন করে ওঠে ? 


ক) জেগে ওঠে 


খ) আঁতকে উঠে


গ) চমকে উঠে


ঘ) কেঁদে ওঠে 




৩৭। একটি মেয়ে মাকড়সায় পরিণত হয়েছিল , কারণ ? 


ক) গুরুজনদের কথা সে মান্য করে চলেনি


খ) সে তার বাবা মার কথার অবাধ্য হয়েছিল


গ) বাবা মার নির্দেশ অবজ্ঞা করার পরিণাম 


ঘ) পিতা মাতাকে না জানিয়ে নাচের আসরে চলে যাওয়ার পরিণতি 



৩৮। ‘এ যে এক দেবদূত’ উক্তিটির বক্তা কে ? 


ক) এলিসেন্দা 


খ) পেলাইও


গ) পড়োশীনি


ঘ) গোনসাগা



৩৯। মুখ গুঁজে উপুড় হয়ে কোথায় পড়ে আছে ? 


ক) বালির মধ্যে 


খ) পাঁকের মধ্যে


গ) ধুলোর মধ্যে


ঘ) কাদার মধ্যে


৪০। স্থানীয় পাদ্রি সাহেবের নাম কি ? 


ক) পেলাইও


খ) গোনসাগা


গ) এলিসেন্দা


ঘ) দেবদূত

________________________________________

🔥 চারণ কবি mcq প্রশ্ন ও উত্তর mcq Question answers charon kobi 



 

1. চারণকবি’ কবিতাটির রচয়িতা কে?

(ক) জয়াপ্রভা

(খ) কে সিভা রেড্ডি

(গ) ভারভারা রাও

(ঘ) এন গোপি।

2. ভারভারা রাও-এর পুরো নাম কী?

(ক) বিশ্বপতি ভারভারা রাও

(খ) পেন্ডিয়ালা ভারভারা রাও

(গ) ভেঙ্কটেশ ভারভারা রাও

(ঘ) ভারভারা ভেনুগোপাল রাও।

3. ভারভারা রাও মূলত কোন্ ভাষার কবি?

(ক) তেলুগু

(খ) তামিল

(গ) মালয়ালম্

(ঘ) কন্নড়।

4. ‘চারণকবি কবিতাটির অনুবাদক কে?

(ক) মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়

(খ) উৎপল কুমার বসু

(গ) শক্তি চট্টোপাধ্যায়

(ঘ) শঙ্খ ঘোষ।

5. ‘চারণকবি’-র মূল কবিতাটি হল–

(ক) কবিতা

(খ) কাব্য

(গ) কবি

(ঘ) কথ্য।

6. ‘চারণকবি কোন্ কাব্যগ্রন্থের অন্তর্গত?

(ক) চেলি নেগাল্লু

(খ) ভবিষ্যথু চিত্রপটম

(গ) ক্যাপটিভ ইমাজিনেশন

(ঘ) সমডুম।

7. শঙ্খ ঘোষ অনূদিত ‘চারণকবি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

(ক) দেশ

(খ) বর্তমান

(গ) সেতুবন্ধন

(ঘ) সন্দেশ।

8. ভারভারা রাও-এর প্রথম কবিতাসংকলনটি হল –

(ক) ওরেগিম্পু

(খ) চালি নেগাল্লু

(গ) মুক্তকান্তম

(ঘ) উন্নাদেডো উন্নাতু।

9. ভারভারা রাও-এর কারাবাসের ডায়ারিটির নাম –

(ক) ক্যাপটিভ ইমাজিনেশন

(খ) দ্য ক্যাপটিভ লেডি

(গ) ডেভিল অন দ্য ক্রস

(ঘ) বীজভূমি।

10. কোন্ কবিতা সংকলনটির মাধ্যমে ভারভারা রাও প্রথম

সর্বভারতীয় পাঠকের কাছে পৌঁছোতে পারলেন?

(ক) বীজভূমি

(খ) ক্যাপটিভ ইমাজিনেশন

(গ) ভারভারা রাও-আ লাইফ ইন পোয়েট্রি

(ঘ) ডেভিল অন দ্য ক্রস।

11. ভারভারা রাও – আ লাইফ ইন পোয়েট্রি কবিতাসংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল?

(ক) পঞ্চাশটি

(খ) আটচল্লিশটি

(গ) সাতচল্লিশটি

(ঘ) পঁয়তাল্লিশটি।

12. ‘চারণকবি’ কবিতাটির স্তবক সংখ্যা কয়টি?

(ক) ৪ টি

(খ) ২ টি

(গ) ৫টি

(ঘ) ৩ টি।

13. ‘চারণকবি’ কবিতাটির পঙ্ক্তি সংখ্যা কত?

(ক) ১৪ টি

(খ) ২৪ টি

(গ) ২৫ টি

(ঘ) ৮ টি।

14. ‘চারণকবি’ কাদের বলা হয়?

(ক) যে কবি জেলে বসে কবিতা লেখেন

(খ) যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন

(গ) যে কবি মঞ্চে তাঁর স্বলিখিত কবিতা পাঠ করেন

(ঘ) যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তাঁর কবিতা ও ভাবনা সুর করে গেয়ে সাধারণের কাছে পৌঁছে দেন।

15. “…যখন সব লোপাট” – কী লোপাট?

(ক) নথিপত্র

(খ) ধনসম্পত্তি

(গ) নিয়মকানুন

(ঘ) বিজ্ঞাপন।

16. নিয়মকানুন কী করা হয়েছে?

(ক) সংরক্ষণ

(খ) লোপাট

(গ) বিসর্জন

(ঘ) সংশোধন।

17. “আর সময়ের ঢেউ-তোলা কালো মেঘের দল” মেঘের দল কী করছে?

(ক) বৃষ্টি ঝরাচ্ছে

(খ) ফাঁস লাগাচ্ছে গলায়

(গ) মায়ের অশ্রু হয়ে ঝরছে

(ঘ) প্রলয় ঘটাচ্ছে।

18. “চুইয়ে পড়ছে না কোনো…” কী চুঁইয়ে পড়ছে না?

(ক) অশ্রু

(খ) ঘাম

(গ) কুম্ভীরাশ্রু

(ঘ) রক্ত।

19. কীভাবে বিদ্যুৎ, বাজ হয়ে উঠছে?

(ক) ঘূর্ণিপাকে

(খ) নিম্নচাপে

(গ) দুর্বিপাকে

(ঘ) মেঘের ডাকে।

20. ঝিরঝিরে বৃষ্টি, কীসে পরিণত হয়েছে?

(ক) প্রবল বর্ষণে

(খ) প্রলয়ে

(গ) প্রলয়ঝড়ে

(ঘ) অশ্রুতে।

21. “জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে/কবির কোনো লিপিকার স্বর” – কী বুকে নিয়ে?

(ক) কবিতার বই

(খ) মায়ের বেদনাশ্রু

(গ) ক্রন্দনরোল

(ঘ) স্মৃতিচহ্ন।

22. জেলের গরাদ থেকে কী বেরিয়ে আসছে?

(ক) কবির গানের সুর

(খ) ক্রন্দনরোল

(গ) কবির কোনো লিপিকার স্বর

(ঘ) হাহাকার।

23. কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর?

(ক) ফঁসির মঞ্চ থেকে

(খ) স্মরণসভা থেকে

(গ) কালোমেঘের থেকে

(ঘ) জেলের গরাদ থেকে।

24. কবির কোনো লিপিকার স্বর’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) কবির কণ্ঠ রোধ করা হলেও, বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে

(খ) কবির লেখা, কবিতা পাঠ করাকে

(গ) কবির আকাশচুম্বী চিৎকারকে

(ঘ) কবিমাতার ক্রন্দনকে।

25. “যখন কাঁপন লাগে …” কোথায় কাঁপন লাগে?

(ক) হৃদয়ে

(খ) জিভে

(গ) দেহে

(ঘ) কণ্ঠে।

26. “যখন কাঁপন লাগে জিভে” – তখন কী হয়?

(ক) বাতাসকে মুক্ত করে দেয় সুর

(খ) বাতাসকে বদ্ধ করে রাখে সুর

(গ) গান রচিত হয়

(ঘ) কণ্ঠ থেকে সুর নিঃসৃত হয়।

27. সুর মুক্ত করে দেয় কাকে?

(ক) কবিকে

(গ) আকাশকে

(খ) জনতাকে

(ঘ) বাতাসকে।

28. বাতাসকে মুক্ত করে দেয় সুর”- কখন?

(ক) যখন কবিকে ফাঁসির মঞ্চে তোলা হয়

(খ) যখন কাঁপন লাগে জিভে

(গ) যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ

(ঘ) যখন জেলের গরাদ থেকে বেরিয়ে আসে লিপিকার স্বর।

29. যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে – কী?

(ক) কবিতা

(খ) গান

(গ) তির

(ঘ) কামান।

30. গান কী হয়ে ওঠে?

(ক) প্রতিবাদের স্বর

(খ) আন্দোলনের সুর

(গ) যুদ্ধেরই শস্ত্র

(ঘ) মনের জোর।

31. শস্ত্র – কী?

(ক) আগ্নেয়াস্ত্র

(খ) ক্ষেপণাস্ত্র, যা নিক্ষেপ করা হয়

(গ) প্রহরেণ, হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্রবিশেষ

(ঘ) মারণাস্ত্র।

32. গান, যুদ্ধের শস্ত্র হয়ে উঠলে কী হয়?

(ক) কবিকে বন্দি করা হয়

(খ) কবিকে তখন ভয় পায় ওরা

(গ) সকলে একত্রে গান গায়

(ঘ) কোনোটিই হয় না।

33. ‘তখন ভয় পায় ওরা”- কাকে?

(ক) ফাঁসুড়েকে

(খ) জনতাকে

(গ) কবিকে

(ঘ) ফাঁসির মঞ্চকে।

34. কবিকে ভয় পেয়ে ওরা কী করে?

(ক) কবির কবিতা পড়ে

(খ) কবিকে কয়েদ করে

(গ) ফাঁসুড়েকে তলব করে

(ঘ) জনতার মাঝে শামিল হয়।

35. কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?

(ক) হাতে

(খ) পায়ে

(গ) কোমরে

(ঘ) গর্দানে।

36. গর্দানে কীভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস?

(ক) শক্ত করে

(খ) যত্ন করে

(গ) আলগা করে

(ঘ) ইচ্ছে করে।

37. “গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস”- কী বোঝানো হয়েছে?

(ক) কবির গলায় মাল্যদান করাকে

(খ) কবির গর্দান নেওয়াকে

(গ) কবির প্রতিবাদী কণ্ঠ রোধ করাকে

(ঘ) কোনোটিকেই নয়।

38. কবি তাঁর সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন?

(ক) জনতার মাঝখানে

(খ) ফাঁসির মঞ্চে

(গ) জেলের গরাদে

(ঘ) বিচারালয়ে।

39. কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন?

(ক) কবিতা

(খ) লিপিকা

(গ) সুর

(ঘ) স্বর।

40. ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন?

(ক) জনতার প্রতিবাদে

(খ) প্রলয়ঝড়ে

(গ) ভারসাম্য রাখার জন্য

(ঘ) মৃত্যুকে রোখার জন্য।

________________________________________

* *স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে ! কে?
ক) কবি  খ) তরুণ বিপ্লবী 
গ) ফাঁসির মঞ্চ ঘ) শাসক দল 

১. যখন সব লোপাট।'-লোপাট হয়ে গেছে 
ক) আইনকানুন খ ) নিয়মকানুন 
গ) আদবকায়দা ঘ) রীতিনীতি
 উত্তরঃ নিয়মকানুন 

 ২. 'লোপাট' শব্দের অর্থ 
ক) লুট হয়ে যাওয়া (খ) লুপ্ত হয়ে যাওয়া 
গ)বিনাশ হয়ে যাওয়া  ঘ) হারিয়ে যাওয়া

৩)  সময় কী করে? 
ক) ঢেউ তোলে খ) কথা বলে 
গ) বয়ে যায়  ঘ) স্থির হয়ে থাকে 

 ৪. ময়ের ঢেউ তুলে কারা আসে? 
ক)দুর্বৃত্তরা গ)কালো মেঘের দল 
খ) বসন্তের বাতাস ঘ) সূর্যরশ্মিবৃন্দ

 ৫. কালো মেঘের দল কী করে?
ক)গলায় ফাঁস লাগায় খ) বৃষ্টি এনে দেয় 
গ) ঝড় তোলে ঘ) উড়ে যায় আকাশে 

৬• যখন কম্পন লাগে জিভে, জিভে কম্পন লাগে 
ক) শব্দ উচ্চারণ করতে হলে 
খ)বাতাস মুক্ত হলে 
গ) গান গাইলে 
ঘ) চিৎকার করলে 



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla