ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
Acs bangla

কোনো শীর্ষক নেই

Sayan kole
0
2. বিক্রয়াগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:



(i)কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা (a) 91°30′ পশ্চিম, (b) ৪৪°30′ পশ্চিম, (c) 91°30′ পশ্চিম, (d) 88°39′ পশ্চিম।
(ii) পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল (৯) ব্ল‍্যাক ফরেস্ট, (b) মৌনালোয়া, (c) স্টুম্বলি, (d) ভিসুভিয়াস। (
(iii) (i) কর্কটক্রান্তি রেখা সূর্যের (a) উত্তরায়ণ, (b) পশ্চিমায়ন, (c) দক্ষিণায়ন, (d) পূর্বায়ন-এর শেষসীমা।
(iv) ক্রান্তীয় মরু জলবায়ুতে (১) যান্ত্রিক, (b) রাসায়নিক,
v) গ্রস্ত উপত্যকা গঠিত হয়- (a) ক্ষয়, (b) বহন, (c) গিরিজনি, (d) মহীভাবক আলোড়ন-এর ফলে।
 (vi) পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ হল (a) সান্দাকফু, (b) ফালুট, (c) টংলু, (d) সবরগ্রাম।
(vii) পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম হল (১) পশ্চিম বর্ধমান, (b) ঝাড়গ্রাম, (c) কালিম্পং, (d) আলিপুরদুয়ার।

2.  নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও:

(i) কোন্ আবহবিকারে শিলার গঠনগত পার্থক্য ঘটে?
(ii) GMT কী?
 (iii) মৃত্তিকার স্তরগুলিকে কী বলা হয়?
(iv) সুমেরুবৃত্তের অক্ষাংশ কত?
(v) দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গিয়ে কী সৃষ্টি করে? (vii) কোন্ কোন্ নদীর মিলিত প্রবাহ হল হলদি নদী?
(vi) টেরারোসা কী?
(vii) পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি কোথায় দেখা যায়?


3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি)

(i) প্রমাণ সময় বলতে কী বোঝো?
(ii) কালবৈশাখী কী?
(iii) প্রতিপাদ স্থান কাকে বলে?
 (iv) ক্ষয়জাত পর্বত কাকে বলে?
(v) গ্রস্ত উপত্যকা বলতে কী বোঝো?
(vi) জৈবিক আবহবিকার কী?



4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (যে-কোনো চারটি)

(i)ম্যানগ্রোভ অরণ্যের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
(ii) পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য কী কী?
(iii) মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো।
(iv) অক্ষরেখা ও দ্রাঘিমারেখার তিনটি পার্থক্য লেখো।
(v) মানবজীবনে পর্বতের গুরুত্ব আলোচনা করো।
 (vi) পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন?



5. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:



(i) পরস্পর দুটি দ্রাঘিমারেখার দূরত্ব সবচেয়ে বেশি থাকে (a) কর্কটক্রান্তি রেখায়, (b) নিরক্ষরেখায়, (c) কুমেরুবৃত্তে, (d) মেরুতে।
(ii) মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভেদা (a) স্তূপ পর্বত, (b) ভলিঙ্গল পর্বত, (c) আগ্নেয় পর্বত, (d) গ্রাবেন।
 (iii) কুমেরুবৃত্তের প্রতিপাদ স্থানের অক্ষরেখাটির নাম (a) মকরক্রান্তি রেখা, (b) কর্কটক্রান্তি রেখা, (c) সুমেরুবৃত্ত, (d) নিরক্ষরেখা।
(iv) সমসত্ত্ব শিলায় যে আবহবিকার ঘটে, তা হল (a) শব্দমোচন, (b) ক্ষুদ্রকণা বিশরণ, (c) প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ, (d) তুহিন খন্ডীকরণ। 
(v) পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা (a) 22, (b) 23, (c) 24, (d) 25 টি।
(vi) কানাডীয় মালভূমি হল (a) শিশু মালভূমি, (b) সঞ্চয়জাত মালভূমি, (c) ক্ষয়জাত মালভূমি, (d) পর্বতবেষ্টিত মালভূমি।
(vii) যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা শৃলাকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় তা হল- (a) মিরিক, (b) তাকদা, (c) সান্দাকফু, (d) মানেভঞ্জন।


6. A. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো:

(i) ইছামতী নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হায়ে নদীর সঙ্গে মিলিত হয়েছে
(ii) খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করাকে বলে।
(iii) পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে,
(iv) একটি সুপ্ত আগ্নেয়গিরি হল।



B. নীচের বিবৃতিগুলি যুদ্ধ হলে 'মু' এবং অমুদ্ধ হলে 'অ' লেখো:

 (i) ক্ষয়জাত পর্বত আমেয় ও রূপান্তরিত শিলায় গঠিত।
(ii) পশ্চিমবঙ্গে মৃত বা মৃতপ্রায় বরীপ অঞ্চলকে 'বাগড়ি' বলে।
 (iii) আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়। 
(iv) 'উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার' বলা হয় জলপাইগুড়ি শহরকে।

7. নীচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

(i) দ্রাঘিমারেখা কী? অথবা, প্রমাণ সময় কী? 
(ii) বাজাদা সমভূমি কাকে বলে? অগ্নতা, রেগোলিথ কী?
(iii) কালবৈশাখী কী? অন্তস্তা, বরেন্দ্রভূমি কাকে বলে?
( iv) মহীখাত বলতে কী বোঝো? অন্তরা, ক্ষয়জাত পর্বত কী?

4. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
(i) প্রশান্ত মহাসাগরকে ঘিরে অসংখ্য আগ্নেয়গিরি সৃষ্টির কারণ কী? অথবা, নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয় কেন?
(ii) পশ্চিমবঙ্গের পার্বত্য জলবায়ু ও উপকূলীয় জলবায়ুর তিনটি পার্থক্য লেখো।
(iii) অক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে তিনটি পার্থক্য লেখো। অথবা, মহীভাবক ও গিরিজনি আলোড়নের মধ্যে তিনটি পার্থক্য লেখো।অথবা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদনদীর বৈশিস্টা লেখো। অথবা
 (iv) ধাপ চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা সংরক্ষণ করা যায়?

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla