School vacation:ভোটের জন্য রাজ্যে ফের স্কুল ছুটি ঘোষণা করলো নবান্ন | NEWS ACS BANGLA
বেশ কিছুদিন আগে থেকেই সূত্রের খবর জানা গিয়েছিল রাজ্যের ফের বন্ধ হবে স্কুল। এর আগেও গেছে ছুটির কারণে বন্ধ থেকেছে স্কুল ফলে পড়ুয়াদের পড়াশোনাতে সিলেবাস শেষ করতে সমস্যা হয়েছে।
School vacation:ভোটের জন্য রাজ্যে ফের স্কুল ছুটি ঘোষণা করলো নবান্ন | NEWS ACS BANGLA
তবে এবার গ্রীষ্মের কারণে নয় ভোটের জন্য বন্ধ থাকতে চলেছে স্কুল। স্কুলে স্কুলে ভোটের বুথ পড়ায় বন্ধ থাকবে স্কুল।
প্রাসঙ্গত উল্লেখ্য আগামী ৮ জুলাই থেকেই শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। তবে এর পূর্ব প্রস্তুতির জন্য সকলেই এখন ব্যস্ত। কারণ ভোট মনে গণতন্ত্রের উৎসব।
এই ছুটি চলবে পঞ্চায়েত ভোটের দিন ও পরের দিনেও। এছাড়া, ১০ জুলাই সোমবার দিনও ছুটি ঘোষণা করেছে নবান্ন।
তবে ভোটের পূর্ব প্রস্তুতির জন্য ভোটের আগেই অধিকাংশ স্কুল ছুটি দেওয়া হচ্ছে অর্থাৎ এই মাসের ১০ তারিখ পর্যন্ত স্কুল ছুটি থাকছে।
আর কিছুদিন পরে ই স্কুলের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সিলেবাস কিভাবে শেষ হবে এই নিয়ে চিন্তিত শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবকেরা।
Reported by NEWS ACS বাংলা
School vacation:ভোটের জন্য রাজ্যে ফের স্কুল ছুটি ঘোষণা করলো নবান্ন | NEWS ACS BANGLA
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆