আদালতের নির্দেশে এবার বদলে যেতে চলেছে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, জেনে নাও কি কি বদল হতে চলেছে সিলেবাসে:
Madhyamik syllabus:2024
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে নির্বিঘ্নে। এবার শুধু ফলাফল প্রকাশের অপেক্ষা। এরপরের বছর অর্থাৎ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় বদলে যেতে চলেছে সিলেবাস। আগামী বছর থেকে মাধ্যমিক পরীক্ষা কোন পাঠক্রমের ওপর ভিত্তি করে হবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিগত বছরের তুলনায় 2023 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রায় ৪লক্ষ পরীক্ষার্থী কম ছিল।
Madhyamik syllabus:2024
মাধ্যমিকে এই এত সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়া নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি চলছিল। তখন বিচারপতি বলেন রাজ্যের মাধ্যমিকের সিলেবাস অনেক পুরোনো। এই পুরনো সিলেবাস এর বদল করা প্রয়োজন। ইনি পরিপ্রেক্ষিতে বিচারপতি নবম ও দশম শ্রেণীর সিলেবাস বদল করার কথা বলেন।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজ্যকে জানাই যে, ICSE বোর্ড এবং CBSE বোর্ড এই দুই বোর্ডের পাঠক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের মাধ্যমিকের সিলেবাস তৈরি করা উচিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মাধ্যমিকের সিলেবাস বদল প্রসঙ্গে জানাই যে, বিচারপতির মত অনুযায়ী মাধ্যমিক সিলেবাস বদলের বিষয়ে রাজ্য সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করবে। এবং রাজ্যের সিলেবাস কমিটিতে সদস্য সংখ্যা বাড়ানোর প্রয়োজন রয়েছে সেই নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে।
Madhyamik syllabus:2024
ইতিমধ্যেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি ও শুরু করে দিয়েছে পড়ুয়ারা। সে ক্ষেত্রে মাধ্যমিক সিলেবাস মদন হলে সমস্যায় পড়তে হতে পারে পড়ুয়াদের। তাই মাধ্যমিক সিলেবাস বদল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলে শিক্ষার্থীরাই উপকৃত হবে। কারণ তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে।
Madhyamik syllabus: 2024
যদিও ঠিক কবে নাগাদ মাধ্যমিক সিলেবাস বদল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই বিষয়ে এখনো সঠিক কিছু জানানো হয়নি। আদালতের নির্দেশ অনুসারে যদি মাধ্যমিক সিলেবাসের পরিবর্তন করা হয় তাহলে সেই সিলেবাস ICSE এবং CBSE বোর্ডের পাঠক্রম অনুসারে করা হবে। তবে এখন দেখার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে মাধ্যমিক সিলেবাস বদল নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Madhyamik syllabus: 2024
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆