সোমবার খুলবে না স্কুল, কলেজ? | wb madhyamik exam 2023|wb HS exam 2023 | wbbse
শনিবার পর্যন্ত ছিল গরমের ছুটি। তাই গরমের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফের কি সোমবার থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শুরু হবে কি জানা যাচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে।
সোমবার থেকে খুলে যাচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়। গরম কমছে তাই এখনই পড়ছে না গরমের ছুটি। তবে মুখ্যমন্ত্রী আগে থেকেই ঘোষণা করেছিলেন এ বছর গরমে ছুটি পড়বে 2রা may থেকে।
তাই পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আবার ছুটি পড়বে গরমের।
তবে আগামী সোমবার থেকেই স্কুল খুলে যাচ্ছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆