মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাহলেই পশ্চিমবঙ্গ সরকার থেকে পাবে 5 টি স্কলারশিপ | svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাহলেই তোমাদের জন্য রয়েছে এক দারুন সুখবর। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই পাবে পাঁচটি স্কলারশিপ। পশ্চিমবঙ্গে এমন অনেক মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে যারা আর্থিক সমস্যার কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারে না।
এই মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে আর্থিক সমস্যা কাটিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের পরীক্ষার নম্বর এবং তারা কোন কোর্সে পড়াশোনা করছে তার ওপর ভিত্তি করে তাদের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে।
তাই ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া এই পাঁচটি স্কলারশিপ বিষয়ে আজকের এই পোস্টে আমরা আলোচনা করব।
svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
☀️স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী?
পশ্চিমবঙ্গের দরিদ্র-মেধাবী ছাত্রদের উচ্চ শিক্ষা লাভের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ প্রদান করা হয়। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বাঁধা না আসে, যার জন্য এই বৃত্তি ছাত্রছাত্রীদের দেওয়া হয় ।
শিক্ষাগত যোগ্যতা :
মাধ্যমিক/উচ্চমাধ্যমিক স্তর : উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় 60% নাম্বার থাকতে হবে।
1. নবান্ন স্কলারশিপ:
এই নবান্ন স্কলারশিপ টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেওয়া হয়ে থাকে। মাধ্যমিক পরীক্ষা দিলে এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। উচ্চমাধ্যমিক, স্নাতক স্তর, এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এবং স্নাতক স্তরে পাঠরত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করার জন্য তাদের পরীক্ষায় ৫০ থেকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীদের আবেদনের ক্ষেত্রে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত নম্বর পেতে হবে।
svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
দক্ষিণবঙ্গে ছাত্রছাত্রীদের জন্য এটি নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য এটি উত্তর কন্যা স্কলারশিপ নামে পরিচিত। এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় ১,২০,০০০ টাকা থেকে কম হতে হবে। তাই আপনিও যদি এই স্কলারশিপ এ আবেদন করতে চান তাহলে এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ফর্ম ডাউনলোড করতে হবে।
তারপর ফর্মটি ফিলাপ করে প্রয়োজনীয় নথি সহ নির্দিষ্ট অফিসে জমা দিয়ে আসতে হবে কিংবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো যেতে পারে। তবে এই স্কলারশিপে আবেদনের জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এই স্কলারশিপ টি সারাবছরই আবেদন করা যায়।
2. ওয়েসিস স্কলারশিপ:
এই স্কলারশিপ টি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবি সি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপ টি দুই ভাগে ভাগ করে দেয়া হয়ে থাকে যথা প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই প্রিম্যাট্রিক্ স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারে। আর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এর ক্ষেত্রে মাধ্যমিক উত্তীর্ণ অর্থাৎ একাদশ শ্রেণী থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ টাকার থেকে কম হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে আবেদনকারীরা বছরে ১৫০০ টাকা থেকে শুরু করে ৬৬০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে থাকে। এই স্কলারশিপ এ আবেদন করতে চাইলে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বাড়িতে বসেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করা যাবে।
svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
3. মেধাশ্রী স্কলারশিপ:
ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় এগিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপ এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ও বি সি সাম্প্রদায়ের ভুক্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর আওতায় আর্থিক সহায়তা পেয়ে থাকে।
স্কলারশিপ এ আবেদন করলে ছাত্রছাত্রীরা বছরে ৮০০ টাকা করে অনুদান পাবে। এই স্কলারশিপে আবেদন করতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যে সকল ছাত্র-ছাত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেওয়া অন্য যেকোনো স্কলারশিপে অনুদান পেয়ে থাকো সেই সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে না।
রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুসারে এই স্কলারশিপ টি বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন করা যাবে।
svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
4. শিক্ষাশ্রী স্কলারশিপ:
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই স্কলারশিপ টি দেয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী অনগ্রসর শ্রেণী এবং তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার মান কে আরো উন্নত করার জন্য। পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় আবেদন করতে পারে। এসসি এবং এসটি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করলে বছরে ৮০০ টাকা করে অনুদান পেয়ে থাকে।
এই স্কলারশিপে আবেদন করতে গেলে শিক্ষার্থীর যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে ।
svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
5.ঐক্যশ্রী স্কলারশিপ:-
এই স্কলারশিপ টি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদেরজন্য দেওয়া হয়ে থাকে। প্রথম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তরে পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। এবং অনুদান পেয়ে থাকে। এই স্কলারশিপ টি প্রিম্যাট্রিক্ স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক্ স্কলারশিপ, এবং মেরিটকাম মিনস স্কলারশিপ এই 3ভাগেভাগকরে দেওয়াহয়েথাকে।
প্রথমথেকে দশমশ্রেণীপর্যন্ত পাঠরত ছাত্রছাত্রীরা প্রি মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
একাদশ শ্রেণী থেকে শুরু করে পিএইচডি স্তর পর্যন্ত পাঠরত শিক্ষার্থীরা পোস্ট ম্যাট্রিক্ স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবে। এবং যে সমস্ত শিক্ষার্থীরা কারিগরি বিভাগে পাঠরত সেই সমস্ত ছাত্রছাত্রীরা মেরিট কাম মিন্স স্কলারশিপের আবেদন করতে পারবে।
svmcm Scholarship | nabanno Scholarship | ঐকশ্রী স্কলারশিপ | মেধাশ্রী স্কলারশিপ শিক্ষাশ্রী স্কলারশিপ | ওয়েসিস স্কলারশিপ 2023
যে সমস্ত ছাত্র-ছাত্রীরা প্রিম্যাট্রিক্স এবং পোস্ট ম্যাট্রিক্স স্কলারশিপ এর জন্য আবেদন করবে তাদের পারিবারিক বার্ষিক আয় 20,0000 টাকার থেকে কম হতে হবে। এবং যারা মেরিটকাম মিনস স্কলারশিপ এর জন্য আবেদন করবে তাদের পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকা থেকে কম হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে আবেদনকারী 1100 টাকা থেকে শুরু করে 16,500 টাকা পর্যন্ত পেতে পারো। এই স্কলারশিপে আবেদন করতে চাইলে আবেদনকারী বাড়িতে বসেই রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে মাধ্যমে আবেদন করতে পারবে।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆