প্রিয় বন্ধুরা তোমরা যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে এই খবরটা তোমাদের জন্য। ২০২২ সালে প্রকাশিত হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আগামী ২৬ শে জুলাই মঙ্গলবার প্রকাশিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্ক্রুটিনি ও রিভিউ ফলাফল। অনেক পরীক্ষার্থীরা মোট ৯৩,৫৮৫ বিষয়ে রিভিউ করার আবেদন জানিয়েছেন। কিভাবে রিভিউ এর ফলাফল চেক করবেন তা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে দেখতে থাকুন। চলুন তবে দেখে নেওয়া যাক।(Madhyamik-HS Review Result)।
কিভাবে রিভিউ বা স্ক্রুটিনি রেজাল্ট চেক করবেন-
মাধ্যমিকের ক্ষেত্রে:
🛑 আপনাদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক নিচে দেওয়া আছে দেখে নেবেন। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর Latest Announcements এই অপশনটি দেখতে পাবেন। এই Latest Announcements অপশনটির মধ্যে থাকা WB Madhyamik Result 2022 – WBBSE Results - এ ক্লিক করতে হবে।
🛑 ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি পেজ খুলে যাবে। সেই পেজটিতে আপনার জন্ম তারিখ ও রোল নাম্বার সঠিকভাবে দিতে হবে।
🛑 সঠিকভাবে রোল নাম্বার দেয়ার পর Get Result বলে অপশন আসবে এই অপশনটিতে ক্লিক করে দিলে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন। আর নাম্বার যদি বারে তাহলে Status অপশনের Change বলে লেখা দেখতে পাবেন।
উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে-
🛑 উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটি নিচে দেওয়া আছে দেখে নেবেন। তারপর
PPR/PPS Result বলে একটি অপশন আসবে সিটিতে ক্লিক করতে হবে।
🛑 ক্লিক করার পর সঠিকভাবে আপনার রোল নাম্বার দিতে হবে। এবং মার্কশীটের নাম্বারটি সঠিক জায়গায় লিখতে হবে। তারপর Submit বলে একটি অপশন আসবে সে টি তে ক্লিক করতে হবে। ক্লিক করার পর OK অপশন আসবে সেটিতে ক্লিক করলেই আপনার রেজাল্ট দেখতে পাবেন।
🛑 উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যদি আপনাদের নাম্বার বেড়ে থাকে তাহলে Revised বলে লেখাটি দেখতে পাবেন। আর যদি না বেড়ে থাকে তাহলে No Change বলে লেখাটি দেখতে পাবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রেজাল্ট চেক করবেন।
এইরকম আরো গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
Madhyamik result official website:
H.S result official website:
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆