PM Kisan Yojana: 2022
আপনি যদি একজন কিষান হয়ে থাকেন তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি পিএম কিষান যোজনা টাকা পেয়ে থাকেন তাহলে খবরটি আপনার জন্য। ২০২২ সালে পিএম কিষান সম্মান নিধি যোজনা ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে। কৃষকদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। কৃষি দপ্তর থেকে তাদের তালিকা পাঠানো শুরু করে দিয়েছে। এই ভেরিফিকেশনটি কি জন্য করা হবে তার কারণ হলো, যে সকল কৃষকরা পিএম কিষানে টাকা পাওয়ার যোগ্য না তারা টাকা পেয়ে যাচ্ছে তাই তাদেরকে বাছাই করার জন্য এই ভেরিফিকেশনটি করা। আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন সবকিছু বিস্তারিত জানতে দেখুন আমাদের প্রতিবেদনটি।
কাদেরকে করতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন-এখানে সবাইকে ভেরিফিকেশন করতে হবে না। যাদের যাদের নামের লিস্ট তাদের নিজেদের গ্রাম ও পৌরসভা এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের সেই লিস্টে যদি নাম থাকে তাহলে তাদেরকেই করতে হবে কৃষি দপ্তর থেকে ভেরিফিকেশন।
ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে যা যা লাগবে-
১) ভোটার কার্ডের জেরক্স। ( স্বামী-স্ত্রী উভয়ের )
২) স্বঘোষনা পত্র।
৩) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
৪) রেশন কার্ডের জেরক্স।
৫) আধার কার্ডের জেরক্স। (স্বামী-স্ত্রী উভয়ের)
৬) জমি রেকর্ড।
৭) প্রেম কি শান্তকে যে টাকা পেয়েছিলেন সেই পেমেন্টের জেরক্স / এ বি এ অফিসে থেকে পাঠানো নামের তালিকা জেরক্স আপনার নামটিতে টিক মার দিয়ে দিতে হবে।
🛑 যেসব কৃষকদের জমির রেকর্ড ১ লা ফেব্রুয়ারি ২০১৯ এর আগে করা হয়েছে তাদের রেকর্ডটির কপি জমা করতে হবে।
🛑 আর যে সকল কৃষকদের জমি রেকর্ড ১ লা ফেব্রুয়ারি ২০১৯ এর পরে হয়েছে তাদের উত্তরাধিকার সূত্রে পিএম কৃষাণ ভেরিফিকেশন করা হবে। যেই তারিখগুলো বলা হলো সেই তারিখগুলোর পরে অন্য তারিখে জমির রেকর্ড হলে পিএম কৃষান এ ভেরিফিকেশন হবে না।
কিভাবে ভেরিফিকেশন করাবেন-
পিএম কিষান ভেরিফিকেশনের জন্য যে লিস্ট দেওয়া হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে কৃষি দপ্তরে গিয়ে আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর তিনি আপনার ডকুমেন্টস গুলি যাচাই করে নেবে, তারপর আপনি যদি সঠিক হন তাহলে আপনার পিএম কিষান ভেরিফিকেশন করে দেওয়া হবে এবং আপনি পরেরবার থেকে পিএম কিশানে টাকা পেয়ে যাবেন। আর যদি ভেরিফিকেশনের মাধ্যমে আপনি সঠিক না হন তাহলে আপনি কোন রকম পিএম কিষানের তরফ থেকে টাকা পাবেন না।
এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে পিএম কিষান ভেরিফিকেশনের লিস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা পারলে যোগাযোগ করে দেখতে পারেন আপনাদেরও লিস্ট এসেছে কিনা।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆