প্রতিবছরের ন্যায় এবছরও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ২০২২ এ ঘোষণার পরে বলে দেওয়া হয়েছিল ২০২৩ এ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখ কবে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচাৰ্য সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৪ ই মার্চ ২০২৩ হবে। তিনি বলেন যে পরের বছর নিয়ম অনুসারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। আর নিজ নিজ স্কুলে পরীক্ষা দিতে পারবে না। আগের বছর থেকে যেমন অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে ঠিক একই নিয়ম অনুযায়ী পরের বছর ২০২৩ সাল থেকে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। চলুন তবে দেখে নেওয়া যাক ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের রুটিন।
কি কি বারে পরীক্ষা হবে-
🛑 ১৪ ই মার্চ মঙ্গল বার ২০২৩- প্রথম ভাষা, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু ,তেলেগু, পাঞ্জাবি, গুজরাটি, সাঁওতালি, উড়িয়া।
🛑 ১৬ ই মার্চ বৃহস্পতিবার ২০২৩- দ্বিতীয় ভাষা, ইংরেজি, বাংলা ,নেপালি, হিন্দি। Alternative English.
🛑 ১৭ ই মার্চ শুক্রবার ২০২৩- বৃত্তিমূলক শিক্ষা।
🛑 ১৮ ই মার্চ শনিবার ২০২৩- রাষ্ট্রবিজ্ঞান ,জীববিদ্যা।
🛑 ২০ ই মার্চ সোমবার ২০২৩- মনোবিজ্ঞান, নৃতত্ব বিজ্ঞান, কৃষিবিজ্ঞান, ইতিহাস, গণিত।
🛑 ২১ ই মার্চ মঙ্গলবার ২০২৩- কম্পিউটার সাইন্স, স্বাস্থ্য ও শরীর বিদ্যা, পরিবেশ বিদ্যা, ভিসুয়াল আর্টস, সংগীত।
🛑 ২২ ই মার্চ বুধবার ২০২৩-দর্শন,সমাজবিজ্ঞান,কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং।
🛑 ২৩ ই মার্চ বৃহস্পতিবার ২০২৩- শিক্ষাবিজ্ঞান ,পুষ্টি বিজ্ঞান ,পদার্থ বিজ্ঞান, হিসাবশাস্ত্র।
🛑 ২৪ ই মার্চ শুক্রবার ২০২৩- অর্থনীতি।
🛑 ২৫ ই মার্চ শনিবার ২০২৩- সংস্কৃত, ফরাসি, পারসি, আরবি, রসায়নবিদ্যা, সাংবাদিকতা গণ জ্ঞাপন।
🛑 ২৭ ই মার্চ সোমবার ২০২৩- ভূগোল, সংখ্যাতত্ত্ব, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট,কস্টিং এবং ট্যাক্সেশন।
সময়- উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হল সকাল ১০ টা থেকে দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এই রুটিন দেখে কার কবে কি পরীক্ষা আছে। যদি আগামী দিনে ২০২৩ এর উচ্চ মাধ্যমিকের রুটিন পরিবর্তন হয় তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এই acsbangla.com সাইটের মাধ্যমে।
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆