আবারো বন্ধ হয়ে যেতে পারে স্কুল এমনটাই বিশেষজ্ঞদের মত।
গত কয়েকদিনে covid 19 এর গ্রাফ এতটাই ঊর্ধ্বমুখী সেই নিয়ে চিন্তিত শিক্ষা মহল থেকে শুরু করে বিশেষজ্ঞরা।
অনেক বিশেষজ্ঞ মনে করেছিলেন covid 19এর সেকেন্ড ওয়েভের পর আর বাড়বে না অর্থাৎ covid 19 প্রায় শেষের পথে।
কিন্তু তাদের এই ধারণা জল ঢেলে দিল এর covid এর ঊর্ধ্বমুখী গ্রাফ।
গত কয়েক সপ্তাহ ধরে covid গ্রাফ উর্ধ্বমুখী হয়ে চলেছে ।ফলে এর প্রভাব পড়তে পারে স্কুল, কলেজ ,বিশ্ববিদ্যালয় গুলিতে ।
আবারো বন্ধ হয়ে যেতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনই আশঙ্কা বিশেষজ্ঞদের।
এই সপ্তাহে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১০০০ এর গন্ডি ছাড়িয়ে গিয়েছে। গত ২৮ শে জুন রাজ্যের নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৯৫৪ ছিল।
করোনার এই গ্রাফ গত কয়েকদিনে ১৫০০ পার করে ফেলেছে। সংক্রমণ এতটা বেড়ে যাবার ফলে যথেষ্ট চিন্তার মধ্যে পড়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকরা।
বিশেষজ্ঞরা মনে করছেন যে করোনা আবার ফের বাড়তে পারে। গত কয়েক মাস ধরে সাধারন মানুষরা মাস্ক ব্যবহার স্যানিটাইজার ব্যবহার প্রায় ভুলেই গেছেন। ফলে নতুন স্ট্রেন এর পাশাপাশি চিকিৎসকরা সাধারণ মানুষের এই অসাবধানতাকেও করোনা ভাইরাস বাড়ার জন্য আশঙ্কা করছেন।
তাই স্বাস্থ্য দপ্তর থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে আবার যেন সবাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করে।
সম্প্রতি গরমের ছুটি কাটিয়ে স্কুল , কলেজ, বিশ্ববিদ্যালয় গুলিতে পঠন-পাঠন চালু হয়েছে।
এরই মধ্যে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে আবারও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
যদি আবারো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ হয়ে যায় তাহলে তার প্রভাব পড়তে পারে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে।
অতিরিক্ত অসতর্কতা এবং অসাবধানতার ফলে আমাদের যেন সেই আগের পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।
✍️ACS BANGLA
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆