আশা কর্মী পদে নিয়োগ-২০২২
পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে একটি দারুণ প্রকল্প। দীর্ঘদিন ধরে যারা চাকরি পাচ্ছেন না তাদের জন্য এটি দারুন শুখবর। এই প্রকল্পটির নাম আশা কর্মী পদে নিয়োগ(Asha Karmi Recruitment)। এই প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় সাব ডিভিশনে আশা কর্মী পদে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিভাবে, করা আবেদন করবেন তা বিস্তারিত দেখে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
পদের নাম- আশা কর্মী। (Asha Karmi)
শূন্যপদ- এই পদের মোট শূন্য পদ রয়েছে ১৮৬ টি। কিন্তু সব জায়গার সাব ডিভিশনের শূন্য পদ এক নয়। যেমন- বসিরহাট সাব ডিভিশনের শূন্য পদে রয়েছে ৭২ টি। বারাসাত সাব ডিভিশনের জন্য পদে রয়েছে ৫৯ টি। বনগাঁও শূন্য পদ ২৫ টি। এবং ব্যারাকপুরে শূন্য পদ ৩০ টি।
আবশ্যিক যোগ্যতা-
১) এই প্রকল্পটি আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা।
শুধুমাত্র বিবাহিতা, বিধবা এবং বিবাহ বিচ্ছেদ হয়েছে তারাই এই প্রকল্পটি আবেদন করতে পারবেন।
২) পার্থী যে সাব ডিভিশন থেকে আবেদন করবে সেখানকার অবশ্যই স্থায়ী গ্রামবাসিন্দা হতে হবে।
৩) এই প্রকল্পের জন্য প্রার্থীকে অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
৪) প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। এবং তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি- এটি সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে।
এরপর এই http://north24parganas.gov.in/documents/recruitments ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ফর্মটি প্রিন্ট আউট করে বার করে নিতে হবে। তারপর ওই ফর্মটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। ফ্রমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে একটি খামে ভরে দেবেন।
এরপর খামটি উপরে লিখতে হবে (Application for the post of____ (আপনি যে পদের জন্য এপ্লাই করছেন সেই পদের নাম) লিখে sub division এর ব্লক অফিসের ঠিকানায় ফর্মটি পাঠাতে হইবে।
আবেদনের শেষ তারিখ- এই প্রকল্পটির আবেদন চলবে ২৬ শে জুলাই ২০২২ পর্যন্ত।
প্রয়োজনীয় ডকুমেন্ট-
১) ২ কপি পাসপোর্ট ফটো।
২) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট।
৩) মাধ্যমিকের এডমিট কার্ড।
৪) জন্ম পরিচয় সার্টিফিকেট।
৫) জাতিগত শংসাপত্র।
৬) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের জন্ম পরিচয় পত্র ।
আবেদন পাঠানো ঠিকানা-
The Block Development Officer, Development Block, At B.D.O Office ,At P.O.P.S, District- North 24 Parganas , Pin____.
এরকম গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন তথ্য ও সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।
Written by Raja Paramanik.
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆