সকল চাকরির পরীক্ষার জন্য ভারতের ইতিহাস থেকে 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ ॥চতুর্থ পর্ব॥( Gk in Indian History)
101. সাঁচি স্তুপ কোন যুগে নির্মিত হয়? 👉 সাঁচি স্তুপ নির্মিত হয় মৌর্য যুগের
102. বরবুদুরের স্তুপ কোন দেশে অবস্থিত? 👉 পৃথিবীর অষ্টম আশ্চর্য বরবুদুরের স্তুপ কোরিয়াতে অবস্থিত
103. কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? 👉 কোনারকের সূর্য মন্দির নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন
104. কাকে দ্বিতীয় অশোক বলা হয়? 👉 দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ক কে
105. অশোক কলিঙ্গ আক্রমণ করেন কোন সালে? 👉 অশোক কলিঙ্গ আক্রমণ করে 261 খ্রীষ্টপূর্বাব্দে
106. কোন যুগে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? 👉 কুষাণ যুগে গান্ধার শিল্পরীতি বিকাশ ঘটে
107. কাকে ভারতের এটিলা বলা হয়? 👉 ভারতের এটিলা বলা হয় মিহিরকুল কে
108. কত সালে শকাব্দ প্রচলিত হয়? 👉 78 খ্রিস্টাব্দে শকাব্দ প্রচলিত হয়
109. সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? 👉 হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি
110. দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়? 👉 কালাশোক বা কাকবর্ণ এর আমলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়
111. কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? 👉 প্রথম কৃষ্ণ কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন
112. কোন মন্দিরের নটরাজ মূর্তি জগদ্বিখ্যাত? 👉 তাঞ্জোরন মন্দিরের নটরাজ মূর্তি জগদ্বিখ্যাত
113. কোন ভাস্কর্য সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল? 👉 গান্ধার ভাস্কর্য সবুজ শিলা পাথর ব্যবহার করা হয়েছিল
114. বিক্রমশীলা মহাবিহার বিশ্ববিদ্যালয় কার নির্দেশে নির্মিত হয়েছিল
? 👉 বিক্রমশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় ধর্মপাল এর নির্দেশ নির্মিত হয়েছিল
115. গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? 👉 গৌড় বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন শশাঙ্ক
116. আল বিরুনী কার সঙ্গে ভারতে আসেন? 👉 অলবিরুনি সুলতান মামুদ সঙ্গে ভারতে আসেন
117. খাজুরাহো মন্দির গুলি কোন রাজার কীর্তি? 👉 খাজুরাহো মন্দির গুলি থাম্বেল রাজাদের কীর্তি
118. কাকে ভারতের নেপোলিয়ন বলা হয়? 👉 সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলা হয়
119. ময়ূর চিহ্ন যুক্ত রুপোর মুদ্রা কে প্রচলন করেন? 👉 ময়ূর চিহ্ন যুক্ত রৌপ্য মুদ্রা রচনা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত
120.সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেন? 👉 সম্রাট অশোক সারনাথ স্তম্ভ নির্মাণ করেন
121. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? 👉 শীলভদ্র নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন
122. কে শশাঙ্ককে গৌড় ভুজঙ্গ বলে অভিহিত করেন? 👉 শশাঙ্ক কে গৌড় ভুজঙ্গ বলে অভিহিত করেছিলেন বানভট্ট
123. শিলাদিত্য কার উপাধি ছিল? 👉 শিলাদিত্য উপাধি হর্ষবর্ধনের ছিল
124. পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন? 👉 প্রাচীন যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন চক্রপাণিদত্ত
125. ভারতের প্রাচীনতম পান্ডুলিপি সমগ্র কোথায় আবিষ্কৃত হয়েছে? 👉 ভারতের প্রাচীনতম পান্ডুলিপি সমূহ আবিষ্কৃত হয়েছে মধ্য এশিয়ায়
126. জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট কোন যুগের? 👉 জ্যোতির্বিজ্ঞানী আর্য ভট্ট গুপ্ত যুগের লোক
127. কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? 👉 কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন
128. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? 👉 দিলওয়ারা মন্দির অবস্থিত রাজস্থানের আবুপাহাড়
129. কৈলাস মন্দির এলিফ্যান্টা গুহা কোন রাজাদের? 👉 কৈলাস মন্দির ও এলিফ্যান্টা গুহা চালুক্য রাজাদের
130. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? 👉 তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিবমন্দির নির্মাণ করেন রাজরাজ চোল
131. বুদ্ধদেবের দেহবাশেষ যেখানে সংরক্ষিত রয়েছে তার নাম কি? 👉 বুদ্ধদেবের দেহাবশেষ যেখানে সংরক্ষিত রয়েছে তার নাম স্তুপ
132. বিম্বিসারের দুই পুত্রের নাম কি? 👉 বিম্বিসারের দুই পুত্রের নাম হল হল্ল এবং বেহল্ল।
133. প্রয়োগে পাঁচ বছর অন্তর অন্তর যে মেলা হয় তার নাম কি? 👉 প্রয়োগে পাঁচ বছর অন্তর হয় জেমেলা হয় তার নাম মহামিলন ক্ষেত্র
134. বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন? 👉 বাংলার প্রথম নির্বাচিত রাজা ছিলেন গোপাল
135. কোথাকার মন্দিরের চূড়ায় কলস স্থাপন করা আছে ? 👉 উড়িষ্যার মন্দিরের চূড়ায় কলস স্থাপন করা আছে
136. কে লাখবক্স নামে পরিচিত ছিলেন? 👉 কুতুবউদ্দিন আইবক লাক বক্স নামে পরিচিত ছিলেন
137. কে সোমনাথ মন্দির লুণ্ঠন করেন? 👉 সোমনাথ মন্দির লুণ্ঠন করেন সুলতান মামুদ
138. ভারতের প্রাচীনতম লিপি কোনটি
? 👉 ভারতের প্রাচীনতম লিপি হল ব্রাহ্মী লিপি
139. ব্রাহ্মী লিপি কোন যুগের? 👉 ব্রাহ্মী লিপি গুপ্ত রাজাদের আমলে
140. ব্রাহ্মী লিপি কে সারা ভারতে কে ছড়িয়ে দেন? 👉 ব্রাহ্মী লিপিকে সারা ভারতে ছড়িয়ে দেন সম্রাট অশোক
141 . খরোষ্ঠী লিপি কোন দুই লিপির সংমিশ্রণে তৈরি? 👉 খরোষ্ঠী লিপি যে দুই লিপির সংমিশ্রণে তৈরি তা হল আরামীয় /আমায়কও ব্রাহ্মী লিপি
142. বিম্বিসারের আমলে মগধের রাজধানী কোথায় ছিল? 👉 বিম্বিসারের আমলে মগধের রাজধানী ছিল রাজগৃহ
143. মনুসংহিতায় তাম্রমুদ্রা কে কি বলা হত? 👉 মনুসংহিতায় তামল মুদ্রাকে কারযাপন বলা হত
144. কোন বাঙালি সবথেকে বেশি সংখ্যক লেখ মালার পাঠোদ্ধার করেন? 👉 দীনেশচন্দ্র
145. ভারতের ব্রাহ্মীলিপির পাঠোদ্ধার কে করেন? 👉 ভারতের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস পিসেন্প (1837)
146. কার আমলে প্রথম মগধের রাজধানী পাটালিপুত্র? 👉 অজাতশত্রুর পুত্র উদয় এর আমলে প্রথম মগধের রাজধানী পাটলিপুত্র হয়
147. একরাট ও সর্বক্ষএন্তক নামে কে পরিচিত ছিলেন? 👉 মহাপদ্ম নন্দ
148. বেদের কোন ভাগে তন্ত্র মন্ত্র সম্পর্কে উল্লেখ আছে? 👉 বেদের অর্থববেদ এই ভাগের তন্ত্র মন্ত্র সম্পর্কে উল্লেখ আছে
149. বিম্বিসার এর উপাধি কি ছিল? 👉 বিম্বিসার এর উপাধি ছিল শ্রেনিক
150. বিম্বিসারের সময় তক্ষশীলা রাজা কে ছিলেন? 👉 বিম্বিসারের সময় তক্ষশীলার রাজা ছিলেন পুষ্কুমতী।
Related search:
গুরুত্বপূর্ণ কয়েকটি জেনারেল নলেজ,জেনারেল নলেজ চাকরির প্রস্তুতি,জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর,আবগারি পুলিশ প্রস্তুতি,টি এস আর পরীক্ষার প্রস্তুতি,জেনারেল নলেজ প্রশ্ন,জেনারেল নলেজ প্রশ্ন উত্তর,পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতি,জেনারেল নলেজ ২০১৯,জেনারেল নলেজ কুইজ,জেনারেল নলেজ বাংলা,জেনারেল নলেজ ভিডিও,সরকারি চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন,গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ,পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ,টি এস আর পরীক্ষার প্রশ্ন,কলকাতা পুলিশ প্রস্তুতি,পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষা প্রশ্নএসআই পরীক্ষার প্রস্তুতি,পরীক্ষার প্রস্তুতি,si পরীক্ষার প্রস্তুতি,এস আই পরীক্ষার প্রস্তুতি,নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি,লিখিত পরীক্ষার প্রস্তুতি,চাকরির পরীক্ষার প্রস্তুতি,গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি,এসআই পরীক্ষার প্রস্তুতি ২০১৯,সহজ উপায়ে পরীক্ষার প্রস্তুতি,অল্প সময়ে পরীক্ষার প্রস্তুতি,১ সপ্তাহে পরীক্ষার প্রস্তুতি,পরীক্ষার পূর্ব রাত্রি প্রস্তুতি,পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব,এসআই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি,চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি,#ntrca ১৭তম নিবন্ধন পরীক্ষা প্রস্তুতিbangla general knowledge,general knowledge,bangla gk,bangla quiz,bangla dhadha,general knowledge bangla,bangla,bangla gk question and answer,knowledge factory,quiz bangla,extra knowledge,gk iq bangla,gk bangla pro,facts bangla,gk bangla,bangla tips,general knowledge in bangla,general knowledge questions and answers,gk bangla 2020,dhadha bangla,bangla gk video,bcs general knowledge,general knowledge quiz,bangla gk question,bangla general knowledge quiz,general knowledge quiz bangla
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆