৭ জুলাই ২০২৫ স্কুল ছুটি থাকবে? জানুন শেষ মুহূর্তের সরকারি আপডেট
Published by: ACS বাংলা নিউজ ডেস্ক
Last Updated: July 06, 2025 | 11:00 PM IST
Will Schools Remain Closed On July 7, 2025:
দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটির শেষে রাজ্যের বিভিন্ন স্কুলে ইতিমধ্যেই ক্লাস শুরু হয়েছে। নতুন ক্লাসঘর, নতুন বই, নতুন বন্ধুদের সঙ্গে দেখা—সব মিলিয়ে ছাত্রছাত্রীদের মাঝে বইছে এক নতুন উত্তেজনা। তবে এরই মধ্যে অভিভাবক এবং শিক্ষার্থীদের মনে ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্ন— আগামী ৭ জুলাই, ২০২৫ সোমবার কি স্কুল ছুটি থাকবে?
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ৬ জুলাই রবিবার মহরম পালিত হওয়ার কথা ছিল। যদিও ইসলামিক ক্যালেন্ডার অনুসারে মহরমের তারিখ চাঁদ দেখার উপর নির্ভর করে ঠিক হয়, সেই কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ৭ জুলাই নিয়েও সংশয় দেখা দিয়েছে।
যদি চাঁদ দেখা একদিন দেরিতে হয়, তাহলে মহরম পালিত হতে পারে ৭ জুলাই সোমবার। সেই ক্ষেত্রে কিছু রাজ্যে বা জেলায় সরকারি ছুটি ঘোষণা হতে পারে। ফলে এর প্রভাব পড়তে পারে স্কুল, কলেজ এবং অফিসের উপর।
এখন কী করবেন অভিভাবকরা?
এই মুহূর্তে কোনও স্কুল কর্তৃপক্ষ কিংবা জেলা শিক্ষা দপ্তর থেকে ৭ জুলাই ছুটি নিয়ে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।
তাই অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে স্কুলের অফিশিয়াল নোটিস বোর্ড অথবা ওয়েবসাইট ও জেলা প্রশাসনের ওয়েবসাইটে নজর রাখতে। সেইসঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের ঘোষণার দিকেও খেয়াল রাখুন।
শেষ আপডেট অনুযায়ী কী বলছে সরকার?
আজ ৬ জুলাই ২০২৫, রবিবার মহরম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
এই মুহূর্ত পর্যন্ত রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ ৭ জুলাই সোমবার ছুটি সংক্রান্ত কোনও সরকারি ঘোষণা আসেনি। একইসঙ্গে সরকারি কর্মচারীদের জন্যও কোনও ছুটি ঘোষণা করা হয়নি।
তাহলে স্কুল খোলা থাকছে?
অর্থাৎ আগামীকাল, ৭ জুলাই সোমবার রাজ্যের সমস্ত স্কুল স্বাভাবিকভাবেই খোলা থাকছে।
স্কুলে পঠন-পাঠন হবে নির্ধারিত সময় ও নিয়ম মেনেই।
ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, স্কুল ছুটির বিষয়ে বিভ্রান্তিকর কোনও খবরে কান দেবেন না। সবসময় অফিসিয়াল উৎস থেকেই তথ্য যাচাই করে নিন।
📌 আরও খবর পেতে চোখ রাখুন: ACSBangla.com
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆