ACS BANGLA | এ সি এস বাংলা
YouTube
সব খবরের আপডেট এতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
class 9 geography 2nd unit test suggestion 2024/ নবমশ্রেণী ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2024 প্রশ্ন ও উত্তর

class 9 geography 2nd unit test suggestion 2024/ নবমশ্রেণী ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2024 প্রশ্ন ও উত্তর

0

class 9 geography 2nd unit test suggestion 2024/ নবমশ্রেণী ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2024 প্রশ্ন ও উত্তর



Class-IX Full Marks-40 
Sub:-Geography  Time 1hr. 30 minutes

 ১। সঠিক উত্তরটি নির্বাচন করো:- ১ x ৭ = ৭ (ক) অক্ষরেখা গুলির মধ্যে একমাত্র মহাবৃত্ত হল নিরক্ষরেখা। কর্কটক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা / সুমেরুবৃত্ত। 

(খ) দ্রাঘিমারেখা গুলি পূর্ণবৃত্ত/ অর্ধবৃত্ত। মহাবৃত্ত । উপবৃত্ত।

 (গ) গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয় চ্যুতি গ্রস্তু উপত্যকা/ মালভূমি/ ভঙ্গিল পর্বত। 

(ঘ) সমপ্রায়ভূমির মাঝে অবস্থিত শক্ত পাথরের টিলাকে বলে লোয়েস। মোনাডনক / পেডিমেন্ট / বাজাদা।

 (ঙ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি সক্রিয় / জৈব আবহবিকার / পুঞ্জিতক্ষয়। যান্ত্রিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার 

(চ) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু ফালুট/ টাইগারহিল / সবরগ্রাম।

 (ছ) রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম / দামোদর। জলঙ্গি। ইচ্ছামতী / মহানন্দা 

সম্ভাব্য উত্তর 

(তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তর গুলি করে দেওয়া হলো উত্তরগুলি ভুল ও থাকতে পারে। তোমরা অবশ্যই নিজের বই থেকে উত্তর খুঁজে পড়বে। কারণ উত্তরগুলি AI দ্বারা তৈরি করা হয়েছে।)

1. অক্ষরেখা গুলির মধ্যে একমাত্র মহাবৃত্ত হল: d) সুমেরুবৃত্ত।

2. দ্রাঘিমারেখা গুলি হল: a) পূর্ণবৃত্ত।

3. গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয়: c) মালভূমি।

4. সমপ্রায়ভূমির মাঝে অবস্থিত শক্ত পাথরের টিলা হল: b) মোনাডনক।

5. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি সক্রিয় হল: a) জৈব আবহবিকার।

6. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল: সান্দাকফু

7. রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল: a) দামোদর।)

_________-_-_-_-_-_-_-_-_---_-_-_-_-_-_-_-_-_-_-

২। দু-এক কথায় উত্তর দাও :- (যে কোনো ৮টি) 
 (ক) ১⁰ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়?
 (খ) কর্কটক্রান্তিরেখার অক্ষাংশ কত? 

খ) ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম লিখ। -সাতপুরা

(ঘ) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি কোনটি?

 (ঙ) কোন প্রকার আবহবিকারের জন্য লোহায় মরচে পড়ে?
 (চ) আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? 
(ছ) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?

 (জ) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? 

(ঝ) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে 'ত্রাসের নদী' কাকে বলে?

 (ঞ) পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রাধান্য দেখা যায়?-  মৌসুমি

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

সম্ভাব্য উত্তর 

(তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তর গুলি করে দেওয়া হলো উত্তরগুলি ভুল ও থাকতে পারে। তোমরা অবশ্যই নিজের বই থেকে উত্তর খুঁজে পড়বে। কারণ উত্তরগুলি AI দ্বারা তৈরি করা হয়েছে।)

১⁰ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।  
(খ) কর্কটক্রান্তিরেখার অক্ষাংশ হল ২৩½⁰ উত্তর।  
খ) ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম হল সাতপুরা।  
(ঘ) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি হল সুন্দরবন
(ঙ) লোহায় মরচে পড়ে তা হল রাসায়নিক আবহবিকারের জন্য।  
(চ) আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলে কৃশি।  
(ছ) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হল কলকাতা।  
(জ) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল 
(ঝ) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে 'ত্রাসের নদী' হল ত্রিস্তা 
(ঞ) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রাধান্য দেখা যায়।
________________________________________

৩। টীকা লিখ:- (যে কোন ৪টি) ২*৪ = ৮ 

(ক) প্রতিপাদ স্থান, (খ) গ্রস্ত উপত্যকা, (গ) লোয়েস, (ঘ) আবহবিকার, (ঙ) আশ্বিনের ঝড়, (চ) পশ্চিমবঙ্গের চতুঃসীমা।

 ৪। সংক্ষিপ্ত উত্তর দাও :- (যে কোন ৪টি) ৩ X ৪ = ১২ 
(ক) গ্রীনিচ (০⁰) যখন সকাল ৬ টা, তখন ভারতের (৮২°৩০′ পূর্ব) স্থানীয় সময় কত? 

(খ) পর্বতবেষ্ঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়?

 (গ) মানবজীবনে সমভূমির প্রভাব আলোচনা কর। 

(ঘ) পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমির শ্রেণীবিভাগ কর। 

(ঙ) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর। 

(চ) সমভূমি অঞ্চলের পলিমাটি সম্পর্কে বর্ণনা দাও। 

(ছ) সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ বনভূমির পরিচয় দাও। 

৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১ = ৫
(ক) আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কর। 

(খ) শল্কমোচন ও ক্ষুদ্রকণা বিশরন কিভাবে ঘটে?

 (গ) জারন ও অঙ্গারযোজন প্রক্রিয়ার পরিচয় দাও। 

(ঘ) আবহবিকারের ফলাফল সম্বন্ধে লিখ।


অন্যান্য বিষয়ের সাজেশন 

নবম শ্রেণীর 2nd unit test ইংরেজি সাজেশন
নবম শ্রেণীর 2nd unit test ইতিহাস সাজেশন
নবম শ্রেণীর 2nd unit test জীবনবিজ্ঞান
 নবম শ্রেণীর 2nd unit test ভৌতবিজ্ঞান

Tag: class 9 geography 2nd unit test suggestion 2024, class 9 geography 2nd unit test question 2024, class 9 geography 2nd unit test question answer 2024, sahaj lesson, class 9 geography, class 9, geography, class 9 second unit test syllabus 2024 geography, class 9 2nd unit test marks division 2024 geography, class 9 2nd unit test question 2024 geography, class 9 second unit test question answer 2024 geography, 2nd unit test 2024, class 9 geography 2nd unit test suggestion


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆

একটি মন্তব্য পোস্ট করুন (0)
"ACSBangla.com: পশ্চিমবঙ্গের স্কুল-কলেজের খবর, বৃত্তি, চাকরি সংক্রান্ত আপডেট, মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এছাড়াও এখানে পাবেন পশ্চিমবঙ্গের নতুন প্রকল্পের খবর, গুরুত্বপূর্ণ তথ্য ও বাংলার সর্বশেষ সংবাদ। ছাত্রছাত্রীদের জন্য উপযোগী সাজেশন ও চাকরিপ্রার্থীদের জন্য নিয়মিত আপডেট সহ আরও অনেক কিছু জানতে ভিজিট করুন ACSBangla.com। পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও প্রজেক্ট সংক্রান্ত আপডেট পেতে থাকুন আমাদের সাথে।" "ACSBangla.com: Get updates on West Bengal school and college news, scholarships, jobs, and exam suggestions for Madhyamik and HS. Also, find information on new projects, important news, and the latest updates from Bengal. Visit ACSBangla.com for student-friendly suggestions and regular updates for job seekers. Stay tuned for updates on education, jobs, and projects in West Bengal." @EnjoyExam @NewsAcsBangla