class 9 geography 2nd unit test suggestion 2024/ নবমশ্রেণী ভূগোল সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন 2024 প্রশ্ন ও উত্তর
Sub:-Geography Time 1hr. 30 minutes
১। সঠিক উত্তরটি নির্বাচন করো:- ১ x ৭ = ৭ (ক) অক্ষরেখা গুলির মধ্যে একমাত্র মহাবৃত্ত হল নিরক্ষরেখা। কর্কটক্রান্তি রেখা। মকরক্রান্তি রেখা / সুমেরুবৃত্ত।
(খ) দ্রাঘিমারেখা গুলি পূর্ণবৃত্ত/ অর্ধবৃত্ত। মহাবৃত্ত । উপবৃত্ত।
(গ) গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয় চ্যুতি গ্রস্তু উপত্যকা/ মালভূমি/ ভঙ্গিল পর্বত।
(ঘ) সমপ্রায়ভূমির মাঝে অবস্থিত শক্ত পাথরের টিলাকে বলে লোয়েস। মোনাডনক / পেডিমেন্ট / বাজাদা।
(ঙ) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি সক্রিয় / জৈব আবহবিকার / পুঞ্জিতক্ষয়। যান্ত্রিক আবহবিকার। রাসায়নিক আবহবিকার
(চ) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম সান্দাকফু ফালুট/ টাইগারহিল / সবরগ্রাম।
(ছ) রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম / দামোদর। জলঙ্গি। ইচ্ছামতী / মহানন্দা
সম্ভাব্য উত্তর
(তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তর গুলি করে দেওয়া হলো উত্তরগুলি ভুল ও থাকতে পারে। তোমরা অবশ্যই নিজের বই থেকে উত্তর খুঁজে পড়বে। কারণ উত্তরগুলি AI দ্বারা তৈরি করা হয়েছে।)
1. অক্ষরেখা গুলির মধ্যে একমাত্র মহাবৃত্ত হল: d) সুমেরুবৃত্ত।
2. দ্রাঘিমারেখা গুলি হল: a) পূর্ণবৃত্ত।
3. গিরিজনি আলোড়নের ফলে সৃষ্টি হয়: c) মালভূমি।
4. সমপ্রায়ভূমির মাঝে অবস্থিত শক্ত পাথরের টিলা হল: b) মোনাডনক।
5. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি সক্রিয় হল: a) জৈব আবহবিকার।
6. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হল: সান্দাকফু
7. রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম হল: a) দামোদর।)
_________-_-_-_-_-_-_-_-_---_-_-_-_-_-_-_-_-_-_-
২। দু-এক কথায় উত্তর দাও :- (যে কোনো ৮টি)
(ক) ১⁰ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়?
(খ) কর্কটক্রান্তিরেখার অক্ষাংশ কত?
খ) ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম লিখ। -সাতপুরা
(ঘ) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি কোনটি?
(ঙ) কোন প্রকার আবহবিকারের জন্য লোহায় মরচে পড়ে?
(চ) আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে?
(ছ) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
(জ) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
(ঝ) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে 'ত্রাসের নদী' কাকে বলে?
(ঞ) পশ্চিমবঙ্গের জলবায়ুতে কোন বায়ুর প্রাধান্য দেখা যায়?- মৌসুমি
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
সম্ভাব্য উত্তর
(তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নের উত্তর গুলি করে দেওয়া হলো উত্তরগুলি ভুল ও থাকতে পারে। তোমরা অবশ্যই নিজের বই থেকে উত্তর খুঁজে পড়বে। কারণ উত্তরগুলি AI দ্বারা তৈরি করা হয়েছে।)
১⁰ দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট।
(খ) কর্কটক্রান্তিরেখার অক্ষাংশ হল ২৩½⁰ উত্তর।
খ) ভারতে অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম হল সাতপুরা।
(ঘ) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমি হল সুন্দরবন
(ঙ) লোহায় মরচে পড়ে তা হল রাসায়নিক আবহবিকারের জন্য।
(চ) আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলে কৃশি।
(ছ) পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হল কলকাতা।
(জ) পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল
(ঝ) পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে 'ত্রাসের নদী' হল ত্রিস্তা
(ঞ) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রাধান্য দেখা যায়।
________________________________________
৩। টীকা লিখ:- (যে কোন ৪টি) ২*৪ = ৮
(ক) প্রতিপাদ স্থান, (খ) গ্রস্ত উপত্যকা, (গ) লোয়েস, (ঘ) আবহবিকার, (ঙ) আশ্বিনের ঝড়, (চ) পশ্চিমবঙ্গের চতুঃসীমা।
৪। সংক্ষিপ্ত উত্তর দাও :- (যে কোন ৪টি) ৩ X ৪ = ১২
(ক) গ্রীনিচ (০⁰) যখন সকাল ৬ টা, তখন ভারতের (৮২°৩০′ পূর্ব) স্থানীয় সময় কত?
(খ) পর্বতবেষ্ঠিত মালভূমি কিভাবে সৃষ্টি হয়?
(গ) মানবজীবনে সমভূমির প্রভাব আলোচনা কর।
(ঘ) পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমির শ্রেণীবিভাগ কর।
(ঙ) পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা কর।
(চ) সমভূমি অঞ্চলের পলিমাটি সম্পর্কে বর্ণনা দাও।
(ছ) সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ বনভূমির পরিচয় দাও।
৫। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :- ৫×১ = ৫
(ক) আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কর।
(খ) শল্কমোচন ও ক্ষুদ্রকণা বিশরন কিভাবে ঘটে?
(গ) জারন ও অঙ্গারযোজন প্রক্রিয়ার পরিচয় দাও।
(ঘ) আবহবিকারের ফলাফল সম্বন্ধে লিখ।
অন্যান্য বিষয়ের সাজেশন
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆