৩০ এপ্রিল থেকে গরমের ছুটি শুরু: কী বলছে স্কুল শিক্ষা দফতরের নতুন নির্দেশিকা? School closed news
রাজ্যে ক্রমবর্ধমান তাপমাত্রা ও অস্বস্তিকর আবহাওয়ার কারণে এবছর আগেভাগেই গরমের ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গের সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর স্কুল শিক্ষা দফতর থেকে জারি করা হয়েছে স্পষ্ট নির্দেশিকা—আগামী ৩০ এপ্রিল ২০২৫ থেকে শুরু হচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গরমের ছুটি।
গরমে কাহিল পড়ুয়ারা, আগেভাগেই ছুটি
এই বছর রাজ্যে শীত কার্যত অনুপস্থিত ছিল। তারপরে বসন্তকালেও চলেছে গরমের দাপট। এপ্রিল মাস পড়তেই রাজ্যের বহু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দিনের বেলা রোদের তীব্রতায় পড়ুয়াদের যাতায়াতে সমস্যা হচ্ছিল, অনেকে অসুস্থও হয়ে পড়ছিল। এই পরিস্থিতিতে, রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় ছুটি আগেভাগে শুরু করার।
কী বলছে নির্দেশিকা?
রাজ্য সরকার জানিয়েছে, ৩০ এপ্রিল ২০২৫ থেকে গরমের ছুটি কার্যকর হবে এবং এটি চলবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। অর্থাৎ এখনও পর্যন্ত ছুটি কবে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।
আগে থেকেই ছিল কিছু ছুটি
মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্মরণ করিয়ে দিয়েছেন, এপ্রিল মাসেই রয়েছে একাধিক সরকারি ছুটি—
১০ এপ্রিল: মহাবীর জয়ন্তী
১৪ ও ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি
এছাড়া সপ্তাহান্তের রবিবারগুলো তো রয়েছেই।
পঠনপাঠন ব্যাহত হলে কী হবে?
গরমের ছুটি আগে শুরু হওয়ায় পঠনপাঠনে যে সময় নষ্ট হবে, তা পূরণ করতে স্কুলগুলোকে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশও দেওয়া হয়েছে। ছুটি শেষে সেই সময় পুনরুদ্ধার করতেই হবে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী, ছাত্রছাত্রীদের শিক্ষায় যেন কোনও ঘাটতি না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
কবে শেষ হবে ছুটি?
গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী, ২০২৪ সালে ছুটি শুরু হয়েছিল ২১ এপ্রিল এবং তা চলেছিল ২ জুন পর্যন্ত। এবারও গরমের তীব্রতা যেমন শুরু হয়েছে, তাতে ধরে নেওয়া যায়—এই ছুটিও বেশ দীর্ঘ হতে পারে। তবে কবে শেষ হবে, তা নির্ভর করছে আবহাওয়ার পরিস্থিতির উপর এবং সেটি সরকার পরবর্তী সময়ে জানাবে।
---
এই ধরনের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং শিক্ষার খবর হাতে হাতে পেতে সাবস্ক্রাইব করুন।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆