সুপ্রিয় উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা স্কলারশিপের জন্য এবং অন্যান্য প্রয়োজনে কিভাবে নাম্বার এর শতকরা অর্থাৎ percentage % বের করবে বিস্তারিত জানাবো। সেই সঙ্গে ক্যালকুলেটর এর মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার নাম্বার এর শতকরা (%) কিভাবে বের করব | how to calculate board exam percentage
স্কলারশিপ থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি হতে গেলে নাম্বার এর পার্সেন্টেজ জানা খুবই জরুরী কিভাবে নাম্বারের শতকরা বার করবে?
আমরা জানি মাধ্যমিক পরীক্ষা হয় ৭০০ নাম্বারের এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় ৫০০ নাম্বারের এক্ষেত্রে মোট নম্বরের উপর ভিত্তি করে শতকরা বের করা হয়।।
পার্সেন্টেজ বা শতকরা বার করার সবথেকে সহজ পদ্ধতি দেখানো হলো
🔴প্রথমে মাধ্যমিক পরীক্ষার্থীরা কিভাবে নাম্বার এর শতকরা বা পার্সেন্টেজ বার করবে?
কিছু উদাহরণের সাহায্যে বিষয়টি দেখানো হচ্ছে। যেমন ধরি কোনো মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় 700 এর মধ্যে 600 পেয়েছে এক্ষেত্রে তার পার্সেন্টেজ হলো সাধারণভাবে হিসাব করে (600÷7) = 85.71% (নিচে ক্যালকুলেটর থেকে ভাগটি করে নিতে হবে।) আবার ধরা যাক কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষায় 350 পেয়েছে সেক্ষেত্রে তার শতকরা হবে (350 ÷7)= 50% (নিচে ক্যালকুলেটর থেকে ভাগটি করে নিতে হবে।)
এবার আসি উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে আমরা জানি উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় ৫০০ নাম্বার এর মধ্যে ছটি বিষয় থাকে ৬০০ নম্বর কিন্তু একটি বিষয় বাদ দেওয়া হয়। 4th subject হিসেবে।
তাই পারসেন্টেজ বার করতে গেলে ছয়টি বিষয়ে নয় পাঁচটি বিষয়ের নাম্বার নিয়ে শতকরা বার করতে হবে। অর্থাৎ ফোর সাবজেক্টই ধরা হবে না। যেমন কোন ছাত্র বা ছাত্রী 500 নম্বর এর মধ্যে 250 পেয়েছি এক্ষেত্রে তার শতকরা হলো সাধারণ হিসেবে (250÷ 5)= 50% (নিচের ক্যালকুলেটর থেকে ভাগটি করে নিতে হবে)।
আবার ধরা যাক কোন ছাত্র বা ছাত্রী 500 নম্বর এর মধ্যে 400 নম্বর পেয়েছে সেক্ষেত্রে তার শতকরা নাম্বার হলো (400÷5)= 80%
শতকরা বের করার কিছু নিয়ম রয়েছে তবে সাধারণভাবে সব থেকে সহজ পদ্ধতিতে দেখানো হলো নিজের ক্যালকুলেটর থেকে ভাগ করে নিতে পারবে। সেই জন্য ক্যালকুলেটর ও দেওয়া হল| এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যতগুলি বিষয় থাকে যেমন মাধ্যমিকের ক্ষেত্রে 700 নম্বর অর্থাৎ সাতটি বিষয় থাকে তাই যা নাম্বার পাবে তাকে 7 দিয়ে ভাগ করতে হবে।
আমার উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে 500 নাম্বার অর্থাৎ 5টি বিষয়ে জন্য যা নাম্বার পাবে তাকে 5 দিয়ে ভাগ করতে হবে।
আশা করি বুঝতে পেরেছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার নাম্বার এর শতকরা (%) কিভাবে বের করব | how to calculate board exam percentage
কিভাবে শতকরা বার করতে হবে পার্সেন্টেজ বের করার সবথেকে সহজ পদ্ধতি জানিয়ে দিলাম।
স্কুল-কলেজের সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে বলবো। এবং এই ওয়েবসাইটের বাঁদিকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারো সবার আগে আপডেট পেতে এবং ডান দিকের বাটনে ইউটিউব চ্যানেল এর লিংক রয়েছে জয়েন হতে পারো।
সবাইকে এই পোস্টটি শেয়ার করতে অনুরোধ রইল । এতে অনেকেই উপকৃত হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের পরীক্ষার নাম্বার এর শতকরা (%) কিভাবে বের করব | how to calculate board exam percentage
1990 সালে যারা উচ্চমাধ্যমিক দিয়েছিলেন তাদের শতকরা হিসাব কিভাবে করা হতো?
উত্তরমুছুনউচ্চমাধ্যমিকের ক্ষেত্রে যত নাম্বারের পরীক্ষা এই নাম্বার কে যতগুলি বিষয় রয়েছে সেই বিষয়গুলি দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যে পার্সেন্টেজ বেরোবে এভাবেই রেজাল্ট এর নাম্বার শতকরা দেখা যাবে।
মুছুন