এবার গরমের টানা ছুটি /কতদিন স্কুল বন্ধ থাকবে? West Bengal school closed news | Summer vacation
আগামী শুক্রবার অর্থাৎ 14 এপ্রিল ছুটি রয়েছে। এই দিন রাজ্যে ছুটি রয়েছে বি আর আম্বেদকর এর জন্মদিন উপলক্ষে। পরের দিন শনিবার ছুটি রয়েছে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ উপলক্ষে। তারপরের দিন রবিবার ও ছুটি। সব মিলিয়ে টানা তিন দিন ছুটি থাকছে এই সপ্তাহে।
পরের সপ্তাহের শুক্রবার ছুটি রয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে পরপর দুদিন ছুটি দিয়েছে রাজ্য সরকার। ২১ ও ২২শে এপ্রিল পর ২৩ শে এপ্রিল যেহেতু রবিবার তাই সেই দিনও ছুটি। তারপরের দিন সোমবার মে দিবস উপলক্ষে ছুটি রয়েছে।
এরপর ৫ই মে রয়েছে বুদ্ধ পূর্ণিমা সেই উপলক্ষে ছুটি রয়েছে। তাছাড়া এমনিতেও মে মাসে স্কুল- কলেজে গরমের ছুটি পড়ছে। তারপর রয়েছে 25 শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে ছুটি রয়েছে। সব মিলিয়ে গরমে এখন টানা ছুটি পাওয়া যাবে।
পোস্ট পড়ার পর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ।
( After reading post not forgetting comments. ) 👆